![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হে আলেখ্য, অপচয় চিরকাল পৃথিবীতে আছে, এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভুত জল এর আর কতটুকু ফসলের দেহে আসে বলো ফসলের ঋতুতে ও অধিকাংশ শুষে নেয় মাটি"
যে মরে যায়
সে স্মৃতি হয়।
আর যে বেঁচে থাকে
চরকায় সূতো কেটে কেটে,
সে থাকে স্মৃতি হারাবার
অপেক্ষায়,
গোল্ডফিসের মতো।
মাছটির চোখের ভেতর থাকে
আলোকমালা,
আমরা কিছুই টের পাই না,
অথচ প্রিয় স্পর্শ সে
চুমে যায়
বার বার।
বিস্মৃতি আসে ধীরে,
তাতেও শক্তি আছে,
তাই জেনে তার
ডুবে যেতে ভয় নেই।
কখনো বিকশিত সোঁদামাটির
গন্ধ মনে পড়ে যায়,
সোনালী মাছের চোখে জল হয়
আলোর তরঙ্গ,
ভোলার দিনের সূ্র্য
আরো জ্যোতির্ময় করে
তাকে।
তার বিস্মরণে ডুবে যায়
মৃত্যু পর্যন্ত ।
আরেকবার ভুলে যাবার
অপেক্ষায়
গোল্ডফিস
ডানা ছড়ায়
জলাশয় থেকে জলাশয়ে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
সুমন কর বলেছেন: ভাল লাগল।
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । +
৪| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
রক্তকরবী বলেছেন: ধন্যবাদ কবিতা পড়ার জন্য
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
আশুতোষ সেন বলেছেন: ভালো হয়েছে....
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
মামুন রশিদ বলেছেন: বাহ, খুব সুন্দর লিখেছেন ।