নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস পোকার গল্প

প্রাচীন কালের অধিবাসী

আমি একজন মানুষ আর আমি পৃথিবীতে থাকি। এই আমার পরিচয়।

প্রাচীন কালের অধিবাসী › বিস্তারিত পোস্টঃ

জুনায়েদ অথবা বাংলাদেশ ব্যাংক

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

আমি জুনায়েদ, আমার সাথে ঘুঁটি বাজি কর?

শুধু এই টুকু বল্লেই এখন সবাই বুঝে যায় কাহিনী কি।
আরে ভাই এরা হচ্ছে সমাজের জাঙ্ক । এদের নিএ এত মাতামাতির কি আছে।
এখন আপনি যদি ওদের চাইতে ক্ষমতাবান হন আপনার পা চাটবে। আবার ওর চাইতে দুর্বল কাউকে পেলে ছিরে খাবে। এরা ওয়ান কাইন্ড অফ পশু। যে পরিমান নেশা আর খারাপ কাজ করে এই পুলার জন্য এর চাইতে ভালো কোন বিশেষণ নাই। তো এখন কথা হচ্ছে, এরে নিয়া এত মাতা মাতির কিছু নাই এই রকম জুনায়েদ ঢাকা সিটিতে প্রচুর আছে। বাইছা বাইছা মারলেউ অনেক দিন লাগবে। এত কিছু ইভেন্ট, গ্রুপ আর পেজ খুলে ওকে শুধু সেলেব্রিটি বানানু হচ্ছে আর কিছু না। ইতি মধ্যে জুনায়েদ এর ফলোআর হয়ে গেছে 3.1k. আপনার যদি এর কাজ কর্ম দেখে খারাপ লাগে তাহলে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে জায়গা মত গিএ দুএক ঘা লাগিএ দিয়ে আসেন, এর এখন এমন অবস্থা হয়েছে যে বাসা থেকে ধরে এনে মারলেউ কেউ কিছু বলবে না। তাও যদি না পারেন অন্তত ব্লক দেন এই পশুর ফলোআর হয়ে ঝুলে আছেন কেন বুঝি না।

দেশে জুনায়েদ এর চেয়েউ অনেক বড় বড় খারাপ ঘটনা গত কয়েক দিনেই ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করতে চান প্রতিবাদ গরে তুলতে চান তো ওই গুলা নিএ করেন। বাংলাদেশ ব্যাংক এর এত এত টাকা খুয়া গেল কার কুনো ভ্রুক্ষেপ নাই, আপনার বাবার কষ্টার্জিত টাকা আপনার ভাইয়ের কষ্টার্জিত টাকা কত্থে আসে কুথায় যায়? এই বাংলাদেশ ব্যাংক এ। আরামসে শুয়ে বসে বন্ধুদের সাথে রাত ভর চেটিং করেন গারলফ্রেন্দ এর সাথে আলাপ করেন এসব কিছুই হতো না বাপের ইনকাম না থাকলে, ভাইয়ের ইনকাম না থাকলে। এত গুলো টাকার শর্টেজ দেশের অর্থনীতি কোথায় গিএ ঠেকবে একবার ভেবে দেখেছেন?
কি মনে করেন এত এত টাকা সরকার আপনাকে ভরে দিবে?
না আপনার বাবা আপনার ভাই কেই সামনের মাসে এক্সট্রা খাটিএ এই শর্টেজ পূরণ করবে সরকার। আপনি এই মুহুরতে যেমন এসি কিংবা ফেন এর নিচে বসে শুএ আমার এই ব্লগ পরছেন সামনের মাসেও তাই হবে আপনাকে তো আর কষ্ট করতে হচ্ছে না বরং সামনের মাসে যদি আপনার পকেট মানি কয়েক টাকা কমে যায় তাহলে একদম যুদ্ধ শুরু করে দিবেন বাসায়।
খবর দেখেন খবর শুনেন চা স্টলে এইটা নিএ একটু আলাপ করেন কাহিনী শেষ। টাকা গেলে ব্যাংকের গেছে আপনার কি ? .........
আর এর জন্যেই আমরা বাঙালি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.