নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর্ফ জামান সুজন

আর্ফ জামান সুজন

আর্ফ জামান সুজন › বিস্তারিত পোস্টঃ

শুভ যাত্রা

৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

সব যাত্রার ক্ষেত্রেই আমার তিনটি চা্ওয়া থাকে সবসময় সৃষ্টিকর্তার কাছে। আর প্রতিটি চা্ওয়ার পূর্বেই আমি বলে নেই যদি আমার কল্যাণ থাকে তবেই যেন বিধাতা তা কবুল করেন।
বাসে উঠার পূর্বে, প্রথমত মাথায় ঘুরপাক খায় যেন অত্যন্ত সুস্থ্য দেহে সঠিক সময়ে পৌছাতে পারি। এরপরের চা্ওয়াটাই থাকে যেন কোন বমিখোর কিংবা বিড়িখোর কিংবা বাচাল লোক আমার আশেপাশে না বসেন। আর শেষ চা্ওয়াটা থাকে বাসের টিভিতে যেন ময়ূরীর আর মারূফের চলচিত্র না ছাড়ে।
বাসে দাড়িয়ে যাবার সময় প্রথম চা্ওয়া থাকে ইয়া আল্লাহ আমি যেন কারো বগলের নিচে না পড়ি। দ্বিতীয়ত বাসে যাত্রীদের দাড়িয়ে থাকার হাতল যেন আমার ধরা ছোয়ার বাইরে না যায়। আর সর্বশেষ চা্ওয়া থাকে যেন আমার চশমা আর জুতো জোড়া যেন যাত্রীদের লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।
টেম্পুতে চড়েই আমার প্রথম চা্ওয়া থাকে আমার পাশের জন যেন অত্যন্ত রেক্সেনা ব্যবহারকারী হয়। কেননা নিশ্চিত থাকি যে সকলে মাঝখানে থাকা হাতল অত্যন্ত শক্ত করে বগলখানা উচুপূর্বক ধরে রাখবেন। দ্বিতীয়ত চা্ওয়া পাওয়া থাকে যে আমার পাশ যেন কোন রমণী না বসেন। কেননা তাহলে আমি সংকুচিত হতে হতে আমার অবস্থান বিবেচনা করে হেল্পার আরও একজন যাত্রী উঠায়। আর সর্বশেষ চা্ওয়া থাকে আমার জামার রঙ যেন বিবর্ণ না হয়। কেননা এ ধরনের যানবাহনের পিছনের অংশ, হাতল, সিট সবই জং ধরা থাকে।
শুভ যাত্রা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.