নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!!আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

আমার এক বন্ধু আজ আমাকে বলে দোস্ত জীবনে বিলেন হইলেই ভাল।ওর কথা শুনে আমি থ হয়ে গেলাম, মানেকি?? ও বলে একটা সিনেমার সময় কত যানিস?? হ্যা ৩ ঘণ্টা। একবার ভেবে দেখ ৩ ঘণ্টার মধ্যে ২ ঘণ্টা ৫৮ মিনিট বিলেনরা ভাল থাকে ওদের খারাপ সময় just ২ মিনিট, বাস্তবিক life -এ দেখ যারা বিলেন ওরাই ভাল থাকে । দামি ঘাড়ি, বাড়ি কিংবা মোটা অঙ্কের টাকার মালিক ওরাই হয়। কথা গুলু শুনে আমি মোটেও প্রতিবাদ করতে পারিনি।



অনেক দিন আগের কথা তখন আমি ক্লাস ৭-এ পড়ি, আমাদের এলাকার কুখ্যাত রাজাকার সিরাজ চ্যায়ারমেন আমাদের জমি দখল করার জন্য উঠে পরে লেগেছিল। আমার অখ্যাত মুক্তি যেদ্ধা বাবা কে দেখেছি অসহায়ের মত কত যায়গায় ধর্না দিয়েছে। কিছুতেই কিছু হচ্ছিলনা, কারন প্রশাসন বলেন আর লোক বল বলেন সবি ছিল সেই রাজাকারের পক্ষে। আমার খুব রাগ হচ্ছিল। রেগে গিয়ে আমি বলে বসে ছিলাম আব্বু তুমি রাজাকার হইতে পারলানা । কসিয়ে চর বসিয়ে দিয়েছিল আব্বু আমাকে। যদিও সেদিন আমি কোন কিছু ভেবে বলিনি, তবে সেটা আমার বাচ্চা মনের একটা realization থেকে বলা সেটা আমি নিশ্চিত।



বাবাকে খুব ভালবাসি, ভয়ও পাই। ওনি মোটেও রাগী মানুষ না, কিন্তু ওনার ব্যক্তিত্ব অসাধারন। নিজের ethics এর সাথে কক্ষনো compromise করতে দেখিনি। ওনার কাছে যেতেই কেমন যেন অশ্বস্থি লাগে। তবু ইদানিং বাসায় গেলে আব্বু আমাকে কাছে ডেকে এটা সেটা বলে। জীবন নিয়ে আমার বাবার দর্শন নিয়ে টুক-টাক আলাপ হয়। সেদিন যখন ছুটিতে বাড়িতে গেলাম সাত সকালে আব্বু আমাকে ডেকে তুলে বলে চল মসজিদে যাই, বাপ বেটা এক সাথে নামাজ পরে আসি। নামাজ শেষে আব্বু দাদির কবর জেয়ারত করতে যেতে বলল। আব্বু সামনে সামনে হাঁটছে আর আমি ওনার পেছন পেছন। সকালের আলোতে আব্বুকে সর্গ দূতের মত লাগছিল। ইদানিং উনি দারি রেখেছে। সাদা পাঞ্জাবিতে আব্বুকে অদ্ভুত সুন্দর লাগছিলো, জীবনে প্রথম নিজের বাবাকে কাছথেকে এবাবে উপলব্দি করা। হটাঠ আব্বু আমাকে কাছে টেনে নিলো , কিরে তুই পেছন পেছন হাঁটছিস কেনো? বিরক্ত লাগ্লে বাসায় চলে যা। আমি বললাম না আব্বু অনেক দিন পর হাঁটতে খারাপ লাগছেনা। এটা সেটা বলতে বলতে আব্বু বলতে সুরু করলো যুদ্ধ অপরাধীদের বিচার বুজি আর হলনারে। কেন হবেনা আব্বু, দেখে নিও অবশ্যই হবে। নারে তুই জানিসনা ওরা এটা হতে দিবেনা। তার পর আব্বু অনেক কথাই বলল। বিদেশি এজেন্ডাদের কথা , এদশের বুদ্ধি জিবি দের কথা। আব্বুর শেষ কথাটা ছিল আমি বেঁচে থাকতে মনেহয় এই বিচারের রায় দেখে যেতে পারবনা। আমার মত আমি আব্বুকে আশ্বাস দিয়েছি, আমি যানি আমার কথায় উনি মোটেও আশ্বস্থ হয়নি।



আমার বাবার মত আর সকল মুক্তি যুদ্ধা, আপামর বাঙ্গালির সবার একটাই দাবী মানুষ রুপি পশু গুলুর বিচার হোক । তাহলে কেন এত আয়োজন?? এতো কাহিনি?? মাননীয় প্রধান মন্ত্রী , আপনার পরিবারের খুনিদের বিচার যদি এত দ্রুত এদেশের মাটিতে হতে পারে কেন তবে যুদ্ধ অপরাধীদের বিচার হতে এত জটিলতা ??





কেঊ কি আমাকে একটা পিস্তল গোটা কয়েক বুলেট সহ ঐ কুকুর গুলার কাছে নিয়ে যেতে পাড়বে??? আমি আইন হাতে তুলে নিতে চাই। আমি কুকুর গুলিকে কুকুরের মতই গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখতে চাই। আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বোকে ওদের বেঁচে থাকাটা বিষণ অন্যায়।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন লিখেছেন ভাই। আপনার বাবার প্রতি শ্রদ্ধা। কষ্টটা ফিল করছি। সত্যি জানি না কি হবে।

আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই!

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমার মনে হয় সত্যি খুনি হওয়া লাগবে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

মাক্স বলেছেন: অসাধারন লিখেছেন ভাই। আপনার আব্বুর জন্য রইলো শুভকামনা।+++++

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

আশিক মাসুম বলেছেন: কি আর বলব ভাই।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

লাবনী আক্তার বলেছেন: যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ্‌।

আপনার বাবার প্রতি শ্রদ্ধা রইল ।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

আশিক মাসুম বলেছেন: কি হবে জানিনা।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ্‌।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

আশিক মাসুম বলেছেন: সে আশাতেই বুক বেধে আছি।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন: কেঊ কি আমাকে একটা পিস্তল গোটা কয়েক বুলেট সহ ঐ কুকুর গুলার কাছে নিয়ে যেতে পাড়বে??? আমি আইন হাতে তুলে নিতে চাই। আমি কুকুর গুলিকে কুকুরের মতই গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখতে চাই। আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বুকে ওদের বেঁচে থাকাটা বিষণ অন্যায়


আমিও খুনি হতে চাই।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

আশিক মাসুম বলেছেন: :(

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

চলতি নিয়ম বলেছেন: অসাধারণ লিখেছেন। ++

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

রাসেল ভাই বলেছেন: লেখায় অনুভুতি গুলো পুরোমাত্রায় প্রকাশ পেয়েছে ।

আপনার আব্বাকে সালাম । ওনার মত আমিও সন্দিহান ছিলাম প্রথম থেকেই যেটা এখন মোটামুটি নিশ্চিত ।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

আশিক মাসুম বলেছেন: হুম।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: osadharon likhesen vai.......just touching.....

apnar abbur moto aro jara muktijodhya asen tara jeno ader bichar banglar matite dekhe jete paren.......

apnar babar proti srodhya roilo ...ajj jader jonnoyo amar sadhin desher nagorik hisebe porichoy dite pari......valo thakben....

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

আশিক মাসুম বলেছেন: tnx

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

রাজনীতির রীতি নীতি বুঝা খুবই কঠিন !!

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

আশিক মাসুম বলেছেন: :(

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

নতুন বাঙ্গাল বলেছেন: ভাই ধ্যর্য ধরতে হবে, ২ মিনিটের জন্য হলেও ভিলেন শেষ পর্যন্ত পরাজিত হয়ই।
সম্যসা হল আপনার এই অনুভুতি আমাদের দেশের অনেক মানুষকেই এখনও স্পর্শ করতে পারে নাই, তাদের কাছে এগুলো শুধুই অতীত।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

আশিক মাসুম বলেছেন: আর পরাজয়।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
আমি কুকুর গুলিকে কুকুরের মতই গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখতে চাই। আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বুকে ওদের বেঁচে থাকাটা ভীষণ অন্যায়।

আমিও।

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

নিখোঁজ সংবাদ বলেছেন: আপনার আব্বুর অনুভুতি এবং আপনার লেখার জন্য ধন্যবাদ। কিন্তু যুদ্ধাপরাধ নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি নিজে যেহেতু মুক্তিযুদ্ধ দেখিনি, সেহেতু এই বিষয়ে কখনো লেখার সাহস হয়নি। তাই মুক্তিযুদ্ধ নিয়ে লেখার চিন্তা এখনো করছি না। তবে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস আমার জানতে খুবই ইচ্ছা করে। এ বিষয়ে আমি আমার পরিচিত কয়েক জন মুক্তিযোদ্ধার সাথে কথা বলি। তারা আমাকে যে পরামর্শ টুকু দিলেন তা হলো, মুক্তিযুদ্ধ নিয়ে এদেশের লেখকদের বই না পড়াই ভাল। মুক্তিযুদ্ধের সময় যে সকল বিদেশীরা বাংলাদেশে ছিল, তাদের লেখা বই গুলো পড়তে। আমি চেষ্টা করছি বই গুলো সংগ্রহ করার জন্য। অনেক গুলো বইয়ের নাম পেয়েছি। কিন্তু বই গুলো এখনো সংগ্র্রহ করতে পারিনি। তবে নেতাজী সুভাষ চন্দ্র বসু'র ভাতিজি শর্মীলা বষুর গবেষণাধর্মী লেখা "ডেড রেকনিং" হাতের কাছেই পেয়ে পড়ে নিলাম। খুবই অসাধারণ একটা বই মনে হলো আমার কাছে। আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ রইল।

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আশিক মাসুম বলেছেন: ভাই বই পড়ে ইতিহাস জানতে চাইনা। একেকজন মুক্তি যুদ্ধাই একেকটা ইতিহাস।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

আমিই ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই!

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আশিক মাসুম বলেছেন: খুনি হতে চাই , তবু এদেশের মাটিতে ওদের দেখতে চাইনা।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুন করব, হমমম....

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আশিক মাসুম বলেছেন: খুন করব, তবু এদেশের মাটিতে ওদের দেখতে চাইনা।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: না ভাইয়া অবশ্যই হবে!

পৃথিবীতে পাপ করে কখনও কেউ মাফ পায়না!

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আশিক মাসুম বলেছেন: জানিনা আপু, তবে প্রত্যাসা করি ।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

শিপন মোল্লা বলেছেন: অনুভূতি এমনি হয়া উচিত স্যালুট আপনাকে।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

শয়ন কুমার বলেছেন: হানাদার বাহিনীর শীর্ষস্হানীয় দোষর নেতৃবৃন্দ জামায়াত নেতারা ৭১ এ স্বাধীনতার বিরুদ্ধে তাদের সুপেরিরর অবস্থান ব্যাবহার করে নিজেরা অন্যায় করেছে এবং তাদের অধিনস্তদের অন্যায় করার আদেশ দিয়েছে। অধিনস্তদের অস্ত্র হাতে নিয়ে পাক সেনাদের পাশে থেকে সহযোগিতা করার আদেশ দিয়েছে ।
জামায়াত নেতারা রাজনৈতিক বিরোধীতার পাশাপাশি তাদের পুরোটা সময় তাদের কর্মিবাহিনীকে ইসলামের নামে বিভ্রান্ত করে উদ্বুদ্ধ করেছিলেন সশস্ত্র রাজাকারবাহিনীতে যোগ দিতে। যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।

একই সাথে জামায়াতে ইসলামী তাদের ছাত্র সংঘটন "ইসলামী ছাত্র সংঘ" (বর্তমানে ছাত্রশিবির) কে ব্যবহার করে গঠন করে দূর্ধর্ষ আলবদর বাহিনী যারাই মূলত ঘটায় বুদ্ধিজীবি হত্যাকান্ড। তাই জামায়াতের বিরোধীতা শূধু রাজনৈতিকও ছিলো না ছিলো সামরিকও। পাকিস্তানের মাধ্যমিক শ্রেণীর পাঠ্যপূস্তকে এখনও জামায়াতের ভূমিকা উল্লেখিত আছে, "In the military operations, the armed volunteers of Jamaat-e-Islami also took part and used the occasion to settle old scores with their political opponents. " [২] এভাবে। এখানে "Armed" এবং "Volunteer" শব্দ দুটি খেয়াল করুন। যার অর্থ দাঁড়ায় জামায়াতে ইসলামী পাকিস্তানের তাঁবেদারীর জন্য স্বেচ্ছায় অস্ত্র তুলে নিয়েছিলো। অর্থাত জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধীতা শূধু রাজনৈতিক ছিল না সামরিকও ছিল ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

শয়ন কুমার বলেছেন: । ধৃত জামাত নেতারা ৭১ এ রাজাকারদের নেতা রূপে কাজ করেছে ,যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।

বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্তদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের বিবৃতিঃ X(( X(( X((


রাজাকারদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোলাম আজমের আহ্ববান ঃ



১৯৭১ এর গনহত্যাকারী ধর্ষক সেই আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে তাদের নেতা নিজামীর বিবৃতিঃ


১৯৭১ এ বাঙালীর রক্তের হোলি-খেলায় মেতে উঠতে অধিনস্তদের উসকে দিতে তাদের নেতা আলী আহসান মুজাহিদের আদেশঃ


১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

আশিক মাসুম বলেছেন: এখন প্রশ্ন হল আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল ওরা কি এই সকল জিনিস গুলু জানেনা । যেখানে এটা পরিষ্কার যে ওরা অপরাধী , তাহলে ওদের বিচারের রায় নিয়ে এত নাতকিয়তা কেন????

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মরু প্রান্তর বলেছেন: আমাদের দেশের আপামর সাধারন মানুষ এর মনে যতদিন দেশপ্রেম না জাগবে ততদিন শয়তানের দল রাজাকার আর সাম্প্রদায়িক অশুভ শক্তি আস্ফালন করেই যাবে। আসুন এদের প্রতিরোধ করি। রাজাকার এর ফাসি চাই।
মুক্তিযুদ্ধ অমর হোক।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

আশিক মাসুম বলেছেন: রাজাকার এর ফাসি চাই।
মুক্তিযুদ্ধ অমর হোক।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

দরিদ্র তারা বলেছেন: Ami O Apnar Moto Eder Mere Khuni Hote Chai, Keo ki achen Aamy Eder samne niye jaben?

++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

আশিক মাসুম বলেছেন: :(

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

রাসেল ভাই বলেছেন: লেখক বলেছেন: এখন প্রশ্ন হল আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল ওরা কি এই সকল জিনিস গুলু জানেনা । যেখানে এটা পরিষ্কার যে ওরা অপরাধী , তাহলে ওদের বিচারের রায় নিয়ে এত নাটকিয়তা কেন????




শয়ন কুমার উত্তর দিয়া যান ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

আশিক মাসুম বলেছেন: এই উত্তর কে দিবেরে ভাই?

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ৯ নং সেক্টরের সাব সেক্টর হতে আপ্নার বাবাকে স্যালুট জানাচ্ছি ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও লাল সালাম।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

তারছেড়া লিমন বলেছেন: কেঊ কি আমাকে একটা পিস্তল গোটা কয়েক বুলেট সহ ঐ কুকুর গুলার কাছে নিয়ে যেতে পাড়বে??? আমি আইন হাতে তুলে নিতে চাই। আমি কুকুর গুলিকে কুকুরের মতই গুলি করে মেরে রাস্তায় ফেলে রাখতে চাই। আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই।

বাবাকে লাল সালাম............

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আশিক মাসুম বলেছেন: লিমন ভাই কেমন আছেন?

শুভ কামনা থাকলো।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

শয়ন কুমার বলেছেন: @রাসেল ভাই , জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার পক্ষে এক ভাড়া করা সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে বললেনঃ" ১৯৭১ সালের ৭ মার্চের পর থেকে যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা ঢাকাতেই ছিলেন না এবং পাক বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন ধরনের সম্পর্কও ছিল না " আসামীপক্ষের সাক্ষীর এই মিথ্যা সাক্ষ্যটিকে পরদিন ঘটা করে প্রচার করে লিখলোঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না , Click This Link দৈনিক সংগ্রাম যে এখন মিথ্যাচার করেছে এবং আদালতে আসামী কাদের মোল্লার পক্ষের সেই সাক্ষীর বয়ান যে মিথ্যা তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনীর মাথা নিয়াজীর সঙ্গে । সরকারপক্ষের উচিৎ আসামী পক্ষের সাক্ষীর মিথ্যা বয়ানগুলো এভাবে প্রমান করা ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: হুম।

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

নিয়েল ( হিমু ) বলেছেন: লেখাটা ছুয়ে গাল একদম । ভাল লেগেছে তো বটেই ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ :)

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

ফারজানা শিরিন বলেছেন: বাবার দুঃখ করে কিছু বললে তা করার জন্য সব করতে ইচ্ছা করে। বাবা ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আশিক মাসুম বলেছেন: জি , বাবা তো বাবাই। সবাই মায়ের প্রতি দুর্বল থাকে, কিন্তু আমি বাবার প্রতি :)

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

আল মামুনুর রশিদ বলেছেন: apnar kostoda ami chokh. buje feel korci. apnar khuni hoa ta amar kase khuni noi. buttt hambalig ei bichar korbe naki use korbe janina. thnx

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

আশিক মাসুম বলেছেন: হুম আমিও জানিনা।কিংবা হয়তো যানি বা বুঝতে পারি এই বিচার এদেশের মাটিতে হবেনা কোনদিন :(



কমেন্ট এর জন্য ধন্যবাদ।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

লোনলিফাইটার বলেছেন: আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বুকে ওদের বেঁচে থাকাটা ভীষণ অন্যায়।

সহমত X( X(

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রো । এ অন্যায় আর সহ্য হয়না

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

প্রিয়তমেষূ বলেছেন: যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ্‌।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

আশিক মাসুম বলেছেন: সেই আশা বোকে নিয়ে , চেয়ে আছি অজানা আগামির দিকে। সত্যি জানিনা কি হবে।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

আমি নষ্ট কবি বলেছেন: likha ta khub e valo legese. Bolar style ta xosh. Amar moto oi kutta gulike public place a hat pa baindha rekhe dibe. Ja korar public korbe.

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: সহমত।


আপনাকে ধন্যবাদ।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

সুখ নাইরে পাগল বলেছেন:
বিচার হতেই হবে

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

আশিক মাসুম বলেছেন: obossoi hote hobe naholeto jati chiro kal ekta kalimay dube robe!!

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

শিপু ভাই বলেছেন:
আপনার বাবার প্রতি শ্রদ্ধা জানাই!!!

পোস্টে++++++++++


আমি অন্তত আশাবাদী- যুদ্ধাপরাধীদের বিচার শেষ হতে আর বিলম্ব হবে না।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই। সে আশাতো আমিও করি।

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শাহেদ চট্রগ্রাম বলেছেন: আমার ফাঁসী হলে হোক ,আমি খুনি হতে চাই। এ দেশের বুকে ওদের বেঁচে থাকাটা ভীষণ অন্যায়।


সহমত ....

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

তারিন রহমান বলেছেন: রাজাকার এর ফাসি চাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আশিক মাসুম বলেছেন: রাজাকার এর ফাসি চাই।


সহমত , ধন্যবাদ আপ্নাকেও।

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

doha057 বলেছেন: কথা হচ্ছে এই রাজাকারদের চাইতে জঘন্য মানুষ তারা, যাদের বগলের নিচ দিয়ে এসে এরা আবার স্বাধীন ভাবে ঘুরে বেড়ায়, যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার আমরা সবাই চাই, কিন্তু সঠিক ও সুষ্ঠু বিচার। আপনার বাবাকে অসীম শ্রদ্ধা নিয়ে স্যালুট জানাই আর আপনার পরিবারের জন্য রইল শুভকামনা :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আশিক মাসুম বলেছেন: অনেক ধনয়বাদ।

৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

এ যুগের শ্রীকান্ত বলেছেন: আমার ফাঁসী হলে হোক, আমি খুনি হতে চাই!

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কালো ঘোড়ার আরোহী বলেছেন: অসাধারণ লেখা। হৃদয় ছুঁয়ে যাওয়া।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.