নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!এহা কোন রম্য গল্প নহে!!(তাও আপ্নেরা হাসলে আমি মাইন্ড করুমনা)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪



সকাল থেকে মেজাজ খুব খারাপ হয়ে আছে, রাতে ভাল ঘুম হয়নাই তার উপর বাড়ি বর্তি মেহমান। বাপের বড় ছেলে বলে কিনা জানিনা দুনিয়ার সকল জঞ্জাল আমার উপ্রে আইসা ভর করে। সয়তান একটা আছে একটু পর পর মেসেজ, দেয় জান্টু পাখি কি করো, কলিজাটা নাস্তা করছো। আজিব সাত সকালে সামনে থাকলে মনেহয় একটা বন থাপ্পড় খাইত। আর আমার বাপ জানের কথা আর কি কমু দুনিয়ার সমস্ত দায়িত্ব তার নেয়াই লাগে। ফুপাত ভাই আসছে বিয়া করতে ওনাদের নিজের ভাড়ি আছে তাও আমাদের বারিতেই বিয়ার আয়োজন করতে হবে কিন্তু নিজের পোলার বিয়ার বয়স পার হইয়া যাইতাছে কোন খবর নাই।



ভাইয়া (আমার ফুপাত ভাই, যার বিয়া নিয়া এই কাহিনী) আমাকে এসে জিজ্ঞেশ করে কিরে তুই বলদের মতো এমন গুরিস কেন যা গোসল কইরা রেডি হ। আমি কইলাম কেমনে কি? সকালে আলমারি খুইলা দেখি একটাও ক্রিম কালারের পাঞ্জাবী নাই( ভাই ক্রিম কালারের শেরওয়ানী পরবে সে যন্য হগলের ঐ কালার এর পাঞ্জাবী পরা লাগবো , অদ্ভুৎ)।হেয় কয় আগে কবিনা ছাগল( বড়রা কি যে মনে করে নিজেদের, বলদ , ছাগল, গাধা এইসব গালি মুখে লাইগাই থাকে) নে ধর কইয়া ৩০০০টাকা দিলো পাঞ্জাবী কিনতে। টেকা দেইখা মনটা ভাল হইয়া গেল। গেলাম পাঞ্জাবী কিন্তে ২ ঘণ্টায় ৩০টা দোকান গুইরা হালার ক্রিম কালারের পাঞ্জাবী পাইনা। আমার পোরা কপালের শুরু সেখান থেইকা। যাইহোক শেষমেশ বসুন্ধরায় গিয়া পাওয়া গেল। তারা হুরা কইরা আইতে গিয়া দোকানে পাঞ্জাবী থুইয়া আরেক মহিলার শাড়ি নিয়া বাসায় আইসা পরছি। সবাই আগ্রহ নিয়া পাঞ্জাবী দেখার লাইগা প্যাকেট খুইলা দেখে শাড়ি , ওনাদের আর পায় কে!!হাসির শব্দে আমার সুইসাইড খাইতে মঞ্চাইলো। দৌড়াইয়া গেলাম আবার, মহিলা দেখি দোকানে বইয়া রইছে এই শাড়ি না নিয়া যাইবনা।মাগমা কি বেডির বেডি!! আমি পুরুষ পোলা তাও আর কিছুক্ষণ ঐখানে থাকলে আমার বাচ্চা প্রসব হইয়া যাইত।



যাক পাঞ্জাবী নিয়া বাসায় আইসা গোসল দিয়া হেব্বি একটা মাঞ্জা মারলাম। ওম্মা রুম থেইকা বের হতেই আমার বাপে কয় বাবা তারা হুরার বিতরে পানের জর্দা আনতে ভুইলা গেছিগা । একটু দৌড় দিয়া লইয়া আয়। আমার মেজাজ কোন পর্যায়ে কি আর কইতাম। মোরে আইসা জর্দা কিনলাম রিক্সা নিয়া বাসায় যাইতাছি, হটাৎ দেখি বুকের কাছটা গরম গরম লাগে , হাত দিয়া দেখি ভিজা ভিজা !!কি হইলো?? পাশে দাড়িয়ে থাকা বাসের জানলায় দেখি এক বুড়া বেটায় তরমুজের বিচির মতো দাঁত বের কইরা হাসে, কয় বাবা মাফ কইরা দেও আমি দেখিনাই। পাঞ্জাবির দিক চাইয়া দেখি লাল রঙের পানের পিক দিয়া পুরাটা ছাপা। অতি রাগে বোদাই হইয়া গেলাম , মুখ দিয়া দেখি কিছু আর বের হয়না। বাসায় গিয়া আবার সাওয়ার নিলাম আলমারি থেকে মেরুন কালারের একটা পাঞ্জাবি পরলাম। ততক্ষণে সবাই চলে গেছে।আহারে আমি আমার এক দোস্তরে নিয়া বাইক দিয়া রওয়ানা দিলাম। হালায় কয় ও চালাইব ,বাইক চালায় না বুলেট ট্রেন চালায় আল্লাই যানে(রোলার কোস্টারে উডনের কতাডা মনে পইরা গেল) আমিতো চোখ বন্ধ কইরা খিচ মাইরা রইলাম আর মনে মনে ওয়াদা করলাম এই জীবনে আর কারো বাইক-এর পিছনে উডুমনা (নিজের বাইক এর লাইগা বড় মায়া হইলো)। বিয়া বাড়িতে গিয়া দেখি সবাই খাওয়া দাওয়া শুরু কইরা দিছে।



আথকার মইধ্যে এক বেডি আমারে ডাক দিয়া কয় ঐ ওয়েটার এইদিকে আসো দেখনা টেবিলে রাইস নাই রাইস নিয়া আস, তোমরা এত কাম চোর কেন? খালি হাওয়া লাগাইয়া গুরো কে!! টিপস নেওনের সময় তো দৌড়াইয়া আসো। আমি তো টাস্কি এডা কি হইলো?? মহিলার কতা হুইনা সব আমার দিকে বেটকি মাছের মত চাইয়া রইছে। মহিলা আবার কয় খারাইয়া রইছস কেন বেটা দৌড়দিয়া যা। ভাবির বাপে আইসা কয় আপা এইটা আমাগ জামাইয়ের ভাই। মহিলা এই কতা হুইনা আমার দিকে একবার তাকাইয়া কয় জামাইর ভাই তাইলে ওয়েটারগো ড্রেস পীনসে কেন?? চার দিক তাকাইয়া দেখি কতা ঠিক সব ওয়েটার মেরুন কালারের পাঞ্জাবী পরা। ভাবির বাপে সখ কইরা এই আয়োজন করছে, সব ওয়েটাররে একটা কইরা মেরুন পাঞ্জাবী কিনা দিছে। কি আর কইতাম চুপ চাপ ভাইয়ের সাইডে গিয়া বইয়া রইলাম। একটু পরে বেয়াইনরা আইসা কয় দুলা বাই আপ্নের ভাই ওয়েটার সাইজা আইসে কেন? ভাইও দেখি ওগো লগে মজা লইতাছে। মনের দুঃখে না খাইয়া বাসায় আইয়া পরলাম।

মন্তব্য ১০৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: কোন কথা না, খালি হাসি হবে ওয়েটার ভাই ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

আশিক মাসুম বলেছেন: হাসেন এত বদ হাসি সহ্য হইছে আর আপ্নেরটাত মিষ্টি হাসি।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

মিলটন বলেছেন: এটা যদি সত্যিই আপনি লিখে থাকেন তবে অবশ্যই আপনি একটা জিনিস। :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

আশিক মাসুম বলেছেন: জি ভাই আমি লিখছি । তাইলে আমি কি জিনিস?

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা ........ :D :) :D

দারুন লিখেছেন আশিক ভাইয়া....মনটাই ফ্রেশ হয়ে গেলো......

তবে দুঃখিত আপনার কষ্টের কথা শুনেও না হেসে পারলাম না.....

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

আশিক মাসুম বলেছেন: আরে ব্যপারনা। ব্যাপারটা আমারেও মজা দেয়, দুক্ষ ও পাই :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

ফাহিম মুনতাসির বলেছেন: হালার নিজেরে কইলাম হাসিছ না, তার পরও কথা গুলো পেটের মধ্যে কাতুকুতু মারছে কি আর করা তাই হাসতে হাসতে শুয়ে পরলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা থাক বাই হাসি আইলে হাসেন কষ্ট কিরেন্না :)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

বিকেল বলেছেন: :D :D :D

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আশিক মাসুম বলেছেন: :P :D

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

মিলটন বলেছেন: আসলেই একটা জিনিস আপনি। :)
চমৎকার লিখেছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো :)

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :D :D :D :D :D :D


আমার মনটা অনেক খারাপ ছিল কিন্তু আপনার কাহিনীটা পড়ে অনেক হাসলাম। ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

আশিক মাসুম বলেছেন: তাহলেই আমার লিখা সার্থক।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

মাক্স বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

আশিক মাসুম বলেছেন: হাসেন বেশী কইরা হাসেন, আমিও আপ্নের দুর্দিনের অপেক্ষায় থাকলাম। :D :P

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

যাযাবরমন বলেছেন: আপনার কপাল দেখি আমার ছেয়েও খারাপ!
গতকাল বৌ -এর সাথে রাগ করে আলাদা ঘরে ঘুমাইছিলাম। মাঝরাতে দেখি বাঘ আমার কান কামরাইয়া ধরছে, হুস হইতে বুঝলাম বাঘ না কে যেন আমার কান ধরে টানছে। কান ধরে হির হির করে আমাকে টেনে নিয়ে চললো।
কে কোথায় টরতে টানতে নিলো তা আর বললাম না, আশাকরি আপনারা এমনিতেই বুঝবেন!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

আশিক মাসুম বলেছেন: আহারে !! এই নির্যাতনের বিচার হোক ঘোর দাবী জানাই। :P

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: " তারা হুরা কইরা আইতে গিয়া দোকানে পাঞ্জাবী থুইয়া আরেক মহিলার শাড়ি নিয়া বাসায় আইসা পরছি"

হা হা হা হা হা হা হা হা হা হা, আশিক বেশ প্রান খুলে হাসলাম।!!!!

দারুন হইছে!!! বেচারা!!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

আশিক মাসুম বলেছেন: আর বেচারা কয়েন্না ভাই। দুঃখে আমি শেষ।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

একজন আরমান বলেছেন:
তারা হুরা কইরা আইতে গিয়া দোকানে পাঞ্জাবী থুইয়া আরেক মহিলার শাড়ি নিয়া বাসায় আইসা পরছি।

রম্য না হইলেও যা লিখছেন তা পড়তে গিয়া আমার হাহালুগিখুগে।
=p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।

আপনে হাসেন?? আমার যে কি একটা হারামি মার্কা দিন গেছে।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

ইন্সিত বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আশিক মাসুম বলেছেন: হাসেন বেশী কইরা হাসেন হাসি সাস্থের জন্য অতি উত্তম।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

এক্সপেরিয়া বলেছেন: হাসতে মানা

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আশিক মাসুম বলেছেন: একমাত্র আপ্নারেই পাইলাম ভাই , আমার দুক্ষের দিনে হাসেন্নাই।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সাহিদা আশরাফি বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আশিক মাসুম বলেছেন: আহারে কত রঙের হাসিরে।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

অস্থির ভদ্রলোক বলেছেন: ওয়েটার ভাই, রুষ্ট খাইবার মুনচায়। :P :P :P +++++++++++ কিপটামি করলাম বেশি পিলাচ দিলাম না।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

আশিক মাসুম বলেছেন: খাইছে আমারে কয়কি!! কিপ্টামির এই হাল???

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

আশিক মাসুম বলেছেন:


লন মন বইরা খান :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

তানিয়া হাসান খান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আশিক মাসুম বলেছেন: দেখ দেখ হাসতে হাসতে পুরা কুটি কুটি :)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ভিয়েনাস বলেছেন: আহারে বেচারা =p~ =p~ :D :D

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

আশিক মাসুম বলেছেন: জি আমি একজন গোবেচারা। :P

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: এলিফেন্ট রুডেই তো পাঞ্জাবি পাওয়া যায় । আর খানাপিনার ফডু কো ?




+++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

আশিক মাসুম বলেছেন: ভাইগো তাত পাওয়া যায় কিন্তু আমি যে জিনিস খুজতে আছিলাম সেটা হাতি রাস্তায় আছিলনা :(

খানা পিনার ফডু দিয়া কই মাইর খামু?? খানা পিনার ফডু দেখলে পলাপাইনের খালি খিদা লাগে , আর সবচে বড় কথা আমি নিজেইত খাইনাই আফসুস।

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

আশিক মাসুম বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

আশিক মাসুম বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৮

আশিক মাসুম বলেছেন:





নেন পেত বইরা খান

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
মাইন্ড করবেন না শুইন্যা ৩২ দাঁত বাইর কইরা হাসি দিলাম.... B-)) B-))
মাইন্ড করবেন কইলে সমবেদনা জানাইতাম !

বেশ মজা করে লিখেছেন ...
ভালো লেগেছে :)
++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আশিক মাসুম বলেছেন: হেহহে যদিও দুক্ষের কাহিনী তবু ইহা মজার ছিল , আর এই অধমের লিখা পড়ে আপনি হাসতে পেরেছেন শুনে খুব ভাল লাগলো।


শুভ কামনা থাকলো :)

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

আহ্‌মুদুল বলেছেন: আপনার আশেপাশে তো বদের হাড্ডি দিয়া ভর্তি!!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আশিক মাসুম বলেছেন: হ ভাই আসলেই , এক্কেরে মনের কথাটা কিছেন।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: হাহহাহাহহা... হাসতে হাসতে খিদা লাইগা গেসে ভাই... =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আশিক মাসুম বলেছেন: চলে আসেন বনানিতে , মেট ভড়ে খেয়ে যাবেন :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

আশিক মাসুম বলেছেন:

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

মেহেদী হাসান মানিক বলেছেন: হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই................... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আশিক মাসুম বলেছেন: কেউ বলেনাই, সবাই দুর্দান্ত হাসতে যানে :)

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , সমবেদনা জানাই!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

আশিক মাসুম বলেছেন: হাসির সহিত সম বেদনা ?? আল্লা তুমি কই??

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
ব্যাপার না ভাই।
সব কষ্ট দূর হইয়া যাবে।
কোন সুন্দরী বেয়াইনের দেখা পাইলেন কি? :!> :#> ;) ;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

আশিক মাসুম বলেছেন: হেহহে সেটা আর বলতে, বউ ভাতের দিন বিয়ারটা সহ পুষিয়ে নিছি :D ;) :P

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার অবস্হা দেখি একেবারে ছেড়াবেড়া :D



বানানের দিকে একটু নজর দিয়েন

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

আশিক মাসুম বলেছেন: জি আমার অবস্থা ছেরা বেরা। আর সরি ভাই আমি বানানের কিছুই ভুজিনা। খেয়াল কইরা লিখতে গেলে লিখা বন্ধ হয়ে যাবে। আপনি কি বলেন লিখা অফ করে দেই :)

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

স্বপনবাজ বলেছেন: হাসুম না কইয়া দিলাম
:-B :-B :-B :-B B-)) B-)) B-)) B-)) B-))

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

আশিক মাসুম বলেছেন: হাসলে কিন্তু মাইন্ড করুম :) :) :P :P =p~ :-B

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

একজন আরমান বলেছেন:
আমারেও কল দিতেন। /:) /:) /:)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

আশিক মাসুম বলেছেন: খুব সিগ্রই কল দিমু নেক্সট মান্থ-এ আরেকটা ভাই এর বিয়ে আছে
মন খারাপ করুইন কেরে :)

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চরম হৈছে। চালায়া যান।+++
+
+
+
++
কি চালাইতে কইতাছি?







ওয়েটারগিরি :) :) :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আশিক মাসুম বলেছেন: ভাই মজা করলেন :(


ঠিক আছে বড় ভাই মানুষ কইছেন চালাইয়া যামু। :)

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

এ্যাংগরী বার্ড বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
আশিক মাসুম ভাই, অসাধারন !!!!! ব্যাপক মজা পাইলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

আশিক মাসুম বলেছেন: আপনাকে মজা দিতে পেরে আমারও ভাল লাগছে।

ধন্যবাদ, ভাল থাকবেন।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: জান্টু পাখি কি করো, কলিজাটা নাস্তা করছো।



কে আপনারে ওয়েটার কইলো এইটা কোন ব্যাপারই নাহ । কেউ একজনতো আপনেরে জান্টু পাখি ডাকে :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আশিক মাসুম বলেছেন: হ ভাই ঐ এটুকুই জীবনে আশা। :) ;)

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

শান্তা273 বলেছেন: =p~ =p~ =p~ :P :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আশিক মাসুম বলেছেন: :P =p~ B-)) :-B হাসেন কি জন্যে??

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তারা হুরা কইরা আইতে গিয়া দোকানে পাঞ্জাবী থুইয়া আরেক মহিলার শাড়ি নিয়া বাসায় আইসা পরছি"

=p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ (ভাই নাকি আপ্পি বুঝতাম পারিনাই) কষ্ট করে পড়ার জন্য ।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রোপিক তো আপ্পিরই দিছি। :(

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আশিক মাসুম বলেছেন: হাহহা !! সরি সরি সরি আপু। আসলে চুন খেয়ে মুখ পুড়লে ধই দেখলে ভয় লাগে :)
প্রোপিক দেখে আসলে অনেক কিছুই বুঝা যায়না। ভাল থাকবেন । ;) :P

৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

তারছেড়া লিমন বলেছেন: আহারে দুক্কু...................... কিন্তু নিজের পোলার বিয়ার বয়স পার হইয়া যাইতাছে কোন খবর নাই। এইডা কিন্তু হাচা কইচো ভাই।।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আশিক মাসুম বলেছেন: তাইলেকি মিছা কমু ভাই দুঃখে _ _ _ _ হইয়া গেলাম।

৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

বোকা ডাকু বলেছেন: আশিক বাইরে এইরাম আজাইরা বিফদে আমিও পড়ছিলাম রে....

আমার মামুর বিয়া। এক চাইনিজে। সেইখানে গেছিলাম জিন্সের সাথে হাল্কা কালারের একটা শার্ট পরে। ওইটা যে অইখাঙ্কার উইটার গো লগে মিইল্যা গেসে হেইডা আমি বা আমরা কেউই খেয়াল করিনাইক্যা। B:-) B:-) :-& :-&
আফনেরে তো তাউ আফনের আত্মীয়রা উইটার কইয়া ডাক দিসে আর আমারে ওই হালার উইটাররাই ডাইক্কা কয় কি "ডিস না লইয়া খারাইয়া আছো ক্যা? শীগগির লইয়া আহো!" :(( :(( :((

২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

আশিক মাসুম বলেছেন: অম্মা আফনে কান্দুইন কেরে?? আমার তো এই কাহিনী লিখতে গিয়ে নিজেরি চরম হাসি পাচ্ছিলো :) B-) :P =p~

৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

অনীনদিতা বলেছেন: এই ওয়েটার,এক খিলি পান নিয়া আসোতো :P :P



হাসতে হাসতে শেষ++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

আশিক মাসুম বলেছেন: মিষ্টি পান নাকি শুকনা পান =p~ :P

৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

মদন বলেছেন: মেরুন কালার পান্জাবীই আমার বেশি পছন্দ :(

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

আশিক মাসুম বলেছেন: আলরেডি অনেকে ওয়েটার ডাকা শুরু করছে, বাঁচতে চাইলে মুখ বন্ধ

৩৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অনীনদিতা বলেছেন: মিষ্টি পান :):)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

আশিক মাসুম বলেছেন:

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

আশিক মাসুম বলেছেন:

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

আরজু পনি বলেছেন:

ও মোর আল্লাহ রে...হাসতে হাসতে জান শ্যাষ! =p~ =p~ =p~ =p~

সুপার্ব!

৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু আমার এই গরীব ব্লগে আপনাকে স্বাগতম।

আপমাকে হাসাতে পেরে অনেক ভাল লাগছে :)






প্রথম আসছেন আমার ব্লগে খালি মুখে যাবেন তাকি হয় :P :P =p~

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

অনীনদিতা বলেছেন: পানের জন্য ধন্যবাদ:)
টিপস পরে পাঠিয়ে দিব :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

আশিক মাসুম বলেছেন: জিনা পরের কোন কাম নাই X( নগদে দিয়া ফালান =p~ =p~

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

মেহেদী হাসান মানিক বলেছেন: কতদিন নিয়ার দাওয়াত খাই না #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৯

আশিক মাসুম বলেছেন: :)

৪২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

মেহেদী হাসান মানিক বলেছেন: কতদিন বিয়ার দাওয়াত খাই না #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

০৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২

আশিক মাসুম বলেছেন: হাহহা!!

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

মেহেদী হাসান মানিক বলেছেন: কতদিন বিয়ার দাওয়াত খাই না #:-S #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

আশিক মাসুম বলেছেন: ওকে আমার বিয়েতে দাওয়াত দিব।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ঘোর কলিকাল! একটা মানুষের এহেন দুর্দশা নিয়ে এমুন হাসি তামাসা?! X( X( X(( :-/ :-* :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই আর কি কইতাম, কলিকালের এমন প্রভাব যে আপনিও না হাসিয়া থাকিতে পারেন্নাই :P :D


অনেক অনেক শুভ কামনা থাকলো।

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: রাতে পড়ব । অনেক গুলো আনরিড পোষ্ট দেখি । রাতে ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওকে রাতে দেখা হব :)

৪৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

বনলতা মুনিয়া বলেছেন: এই ওয়েটার ভাই, চিকেন বিরিয়ানী, জর্দা আর পায়েস নিয়া আসেন। সাথে বোরহানী আইনেন


=p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

আশিক মাসুম বলেছেন: খাইছেরে কয় কি B:-) B:-) B:-) B:-)

৪৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

এরিস বলেছেন: Ashik bhai, ghotona ki sotti??

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

আশিক মাসুম বলেছেন: কিঞ্চিৎ।

৪৮| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সিলেক্টেড

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯

আশিক মাসুম বলেছেন: :)

৪৯| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০০

বাংলাদেশী দালাল বলেছেন: ভাই সরি দুইবার কমেন্ট কইরা গেছি ধন্যবাদ দেয়া হয়নাই।

৫০ মুভির নাল লেখাই কস্ট কর ব্যপার আর আপনে তো বিশাল কাম করছেন

পোস্ট প্রিয় + ধন্যবাদ

০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা !! আপনাকেও অনেক ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য, ব্লগে কিছু মানুষের কমেন্ট এর জন্য অপেক্ষায় থাকি আপনি তাদের একজন। ভালো থাকবেন সব সময়।

৫০| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১১

বাংলাদেশী দালাল বলেছেন:
মাসুম ভাই হাসতেই আছি। মেরুন কালার আর জীবনে পরবেন।

++++++++++++++++++++++++++++++++++++++


(উপরের কমেন্ট টা ডিলিট মাইরেন ভুলে আইছে।)

০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫

আশিক মাসুম বলেছেন: কমেন্ট এর উত্তর দিয়া ফালাইছি দিলেট ক্রা জাবেনা :)

না ভাই মেরুন নাম শুনলেই বুক ধড়ফড় করে =p~ :P

৫১| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৪

বাংলাদেশী দালাল বলেছেন:
কোনো সমস্যা নাইককা। সুন্দর উত্তর দিছেন থাকলেই ভালু।

রাতেতো মনে করছিলাম নতুন পোস্ট এখন দেখি জানুয়ারি।
তয় মজা পাইছি। ঘটনা মনে কইরা আবার হাসতাছি।


০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা আমার নিজেরো হাসি পায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.