নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা ( ১ম পর্ব)

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মানুষের মন ভীষণ আপেক্ষিক জিনিস, অধরা এই মনের কোনে জমা হয় কিছু কথা কিছু বানী। অনেক দিন ধরে ব্লগে অনেকের প্রোফাইল ভিজিট করে তাদের প্রোফাইল -এ দেখা কিছু কথা পড়ে মনে হয়েছে কথা গুলু মানুষটার দর্শন কিংবা বিশ্বাস।আর সেই সকল কথা মালার সঙ্কলন আপনাদের জন্য >>>>>>







আমার আজকের এই পোস্ট প্রয়াত ইমন জুবায়ের ভাইয়াকে উৎসর্গ করলাম। যেখানেই থাকেন অনেক অনেক ভাল থাকবেন ভাইয়া।



১# ইমন জুবায়েরঃ জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।



২#অংকনের সাতকাহনঃ আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।





৩# শুকনোপাতা০০৭ঃ এখানে সময় কখনো শুধুই থমকে থাকা কিছু ক্ষন..

অথবা আবেগ আর ভাঙ্গার মেলায় অনেক কিছুর সমর্পণ..



৪# শহিদুল ইসলামঃ বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! (আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... )



৫# মাক্সঃ (inside you're ugly ugly like me)



৬# *কুনোব্যাঙ*ঃ বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!





৭# খেয়া ঘাটঃ সময় পোড়া বাতিঘর। ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষায় ।



৮# বাবুই পাখি ০০৭ঃ নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে আর কোনো বড় সম্পদ নেই।



৯# চয়নিকা আহমেদঃ ভালবাসার এপিঠে ওপিঠে একজনেরই নাম লেখা থাকে।



১০# মেহেদী হাসান মানিকঃ সূর্য দেখেই হইসনে খুশি আড়ালে তার মেঘ থাকেB-):D



১১# প্রিয়তমেষূঃ চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি।



১২# সিরাজ সাঁইঃ তুমি যতই দহ না দুখের অনলে, আছে শেষ আছে।



১৩# তোমার গল্পের মৃত রাজকন্যাঃ কেন ভালোবাসি, কেন কষ্ট পাই... তুমিও যেমন জানো... আমিও তো তাই! তবু ভালোবাসি, তবু ভেজে চোখ......। এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক!!







১৪# দূর দ্বীপবাসীণিঃ কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এ আশাই তার শেষ সম্বল।



১৫# অসামাজিক শাকিল(অভিমানী আত্মার নীরব আর্তচিৎকার)ঃ জীবনকে এমন ভাবে সাজান যেন আপনার ব্যক্তিগত ডায়েরীটা কখনো লুকাতে না হয়।



১৬# সঞ্জয় নিপুঃ আমার ভেতর আরেক আমি... যাকে আমি চিনি না...



১৭# নাহিদ ৭৮৯ঃ কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে ।



১৮# চৈতী আহমেদঃ (আমৃত্যুর দু:খের তপস্যা এ জীবন-)



১৯# অচিন্ত্যঃ (ক্ষুধার রাজ্যে পৃথিবী শকুনময়/গদিয়ান মসনদ যেন পচাগলা হাড্ডি) অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে



২০# চাঁপাডাঙার চান্দুঃ রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই :P;)B-)



২১# একরামুল হক শামীমঃ বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে



২২# কবীর হুমায়ূনঃ জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।



২৩# ৎঁৎঁৎঁঃ আমি যুক্তিশূন্য ঈশ্বর মানতে রাজী আছি,

কিন্তু কোন হৃদয়হীন ঈশ্বর না।



২৪# নীলফরিং ঃ হলুদ জীবন, ঝরে পড়বে যখন তখন।





২৫# রেড ব্লেডস্ঃ হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!









পুনশ্চঃ আপনাদের সারা পেলে চলবে ..............।

মন্তব্য ১৬৪ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

একজন আরমান বলেছেন:
সারা কার নাম? :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আশিক মাসুম বলেছেন: আবার জিগস্ কার নাম বুঝেন্না?? :P =p~

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

একজন আরমান বলেছেন:
আশিক মাসুমঃ যদি স্বপ্ন দেখার শাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

আশিক মাসুম বলেছেন: অপ্সস এটা লিখতে ভুলে গিয়েছিলাম।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

বোকা ডাকু বলেছেন: ইউনিক আইডিয়া আশিক ভাই! চলুক আরও সামনে! :) :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

আশিক মাসুম বলেছেন: ডাকু দেখলেই ভয় করে :)


অনেক ধন্যবাদ ব্রো। ইচ্ছে আছে চালিয়ে যাবার

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

শেখ রুবে০০৭ বলেছেন: ভালো লাগলো........

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

মাক্স বলেছেন: নাইচ! পরের পর্বের অপেক্ষায় রইলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

আশিক মাসুম বলেছেন: (inside you're ugly ugly like me)


খুব মজা পাইছি।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

লেখোয়াড় বলেছেন:
++++++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

আশিক মাসুম বলেছেন: দৃশ্য বদলালেও মন বদলায় না


হাহাহা পরের পর্বে আপনার টাও থাকবে :)

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শীলা শিপা বলেছেন: ভাল লাগলো।পুরোনো কিছু নতুন ভাবে দেখা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

আশিক মাসুম বলেছেন: জি আপু, (আপনাকে আমি খুজিয়া বেড়াই.... )


এটা আমার ক্তহানা কিন্তু :) :P =p~

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

না পারভীন বলেছেন: নাহিদ ৭৮৯: কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে ।



আমি দেখেছি কিছু আগে নাহিদ ভাই এর ব্লগে । সবার ব্লগের ছোট ছোট কথা গুলো বিশাল কবিতাকে যেন হার মানায় । এর সম্মলিত প্রকাশ ভাল লেগেছে ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

আশিক মাসুম বলেছেন: সহমত আপ্পি , আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ভালো লাগল। :)
পরের পর্বটা আশা করি আরো ভালো হবে।, :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

আশিক মাসুম বলেছেন: আপনারা চাইলে অবশ্যই হবে ইনশাল্লাহ।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: ইউনিক আইডিয়া। প্রোফাইলের কথাগুলো পড়তে ভালোলাগে। চলু্ক, , , ,


+++++++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

আশিক মাসুম বলেছেন: হাহাহা ব্যাঙ ভাই ধন্যবাদ।

চিলিয়ে যাব যদি আপ্নারা পাশে থাকেন। :P =p~

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

স্বপনবাজ বলেছেন: আসাধারণ , চালিয়ে যান , এক জায়গাতে অনেক ভালো কতা দেখতে ভালো লাগে !

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

আশিক মাসুম বলেছেন: অভি ভাই ধন্যবাদ, চালিয়ে যাবার ইচ্ছে থেকেই শুরু করেছি :)

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

আমিভূত বলেছেন: সবচাইতে ভালো লেগেছে ২৫ নং রেড ব্লেডস্ঃ হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!

চালিয়ে যান এই সুযোগে অনেক ব্লগারের চিন্তাধারনা সম্বন্ধে জানা যাবে ।
শুভ কামনা ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

আশিক মাসুম বলেছেন: সহমত আসলেই এই কথা গুলু দেখে অনেক ব্লগারের চিন্তাধারনা সম্বন্ধে একটা ধারনা করা সম্ভব।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: বাহঃ পুরো পোস্টটাই কাব্য আর দর্শণের রঙে রাঙানো এক বর্ণিল রামধনু মনে হলো।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

অচিন.... বলেছেন: আমারটা দেখলেন না :( :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আশিক মাসুম বলেছেন: হাহাহা দেখেছি, প্রথম পোস্ট তাই কম করে দিয়েছি। পরবর্তী কোন একটা পোস্ট আপনার তাও থাকবে ইনশাল্লাহ।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল , আমি ও কারও ব্লগে গেলে প্রোফাইলের লেখা পড়ি

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, আমার মনে হয় সবাই পড়ে :)


ভাল থাকবেন।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

কালোপরী বলেছেন: :) চলুক

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আশিক মাসুম বলেছেন: তবে তাই হোক :P =p~

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল কালেকশন :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই। কেমন আছেন?

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

রাসেল ভাই বলেছেন: আমি কারও ব্লগে ঢুকলে আগে এই লেখাগুলোই পড়ি ।

নাইস ওয়ান ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আশিক মাসুম বলেছেন: হুম আমারো আসলে সেইম রোগ আছে, পড়তে প্রতেই ভাল লাগা কিছু কথা এখানে তুলে ধরলাম। :)



শুভ কামনা থাকলো।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পরের পর্বে আশা করি আমার নামটাও আসবে :P :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ, আমার ইচ্ছে আছে আমার পোস্টে কোথাও না কোথাও সকল ব্লগারের নাম থাকবে ।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

ধান শালিক বলেছেন: :) অনেক ভাললাগা !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাকলো।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মামুন রশিদ বলেছেন: নাইস আইডিয়া ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

আশিক মাসুম বলেছেন: থ্যাংকইউ

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ কার্য সমাধা করিয়াছেন ভ্রাতা, :)
প্লাস লুফে নিন, সেই সাথে এক ধাক্কায় পোস্ট প্রিয়তে :)
:) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আশিক মাসুম বলেছেন: হাহাহা সে জন্যই বলে ছিলাম সারপ্রাইজ :P :P =p~

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।
অনেক ব্লগার প্রো তে দূর্দান্ত ভাবে লিখে রেখেছেন।
হিংসে হয়।

প্লাস!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

আশিক মাসুম বলেছেন: আমারো আর সে জন্যই সংগ্রহ করার অপচেষ্টা :)


ধন্যবাদ দুর্জয় ভাইয়া।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কি সুন্দর এই দুনিয়া

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

আশিক মাসুম বলেছেন: ভাই এই মাল আগেই দেখছি, ওরে লিয়া পোস্ট দিতে গেলে ২/৪ দিন লাগব।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

লোনলিফাইটার বলেছেন: নাইস আইডিয়া ব্রো ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আশিক মাসুম বলেছেন: থ্যাংকস ব্রো , আপনারা পাশে থাকলে সাহস পাই :)

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো দিন যায় টাইপ আছি - আপনার কি অবস্হা? আপনার লাস্ট নেইম আর আমার ফাস্ট নেইম কিন্তু সেইম সেইম :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

আশিক মাসুম বলেছেন: এইত আমারও দিনযায় টাইপ :)

জি মিতা :P

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

আমিনুর রহমান বলেছেন: গ্রেইট +++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

আশিক মাসুম বলেছেন: আমিনুর ভাই


আমার এই অপচেষ্টাকে গ্রেইট মনে হইলো আপ্নের কাছে :) :P

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

তারছেড়া লিমন বলেছেন: চলুক ...সাথেই আছি........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ লিমন ভাই।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

ভিয়েনাস বলেছেন: সুন্দর সুন্দর কিছু বাণী শোনা গেল। কয়েকজনের টা খুবি ভালো লেগেছে। চলুক.....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

আশিক মাসুম বলেছেন: আপনারা চাইলে অবশ্যই চলবে :)

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: e niye 3rd time elam comment korte :(


onek onek thanks vaiya ..... amar status deyar jonno ei post e 8-| 8-| .... surprised hoyechi boiki!!!


thank youu ! !:#P !:#P !:#P


valo thako :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

আশিক মাসুম বলেছেন: থার্ড টাইম কেন???

আপনার স্ট্যাটাস টা আমার অনেক ভাল লেগেছে, ইনফেক্ট এখানে যত গুলু স্ট্যাটাস দিয়েছি সব গুলুই আমার পছন্দের।



ইউ আর ওয়েল কাম :)


৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: likhte vule gechi , post e ++++++ ... onek joner abeggulo eksathe dekha holo ... onek gulo moner golpo ... :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

আশিক মাসুম বলেছেন: +++ এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে সকলের আবেগ কে সম্মান দিতে গিয়েই আমার এই অপচেষ্টা :P :P :P =p~

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

অস্থির ভদ্রলোক বলেছেন: ২৬# আশিক মাসুমঃ যদি স্বপ্ন দেখার শাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

আশিক মাসুম বলেছেন: আমি খুউব ভদ্রলোক


আমার নিজেরটা নিজে কেমনে লিখি :P

হাহাহাহা ধন্যবাদ ভাইয়া।


শুভ কামনা থাকলো।

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 3rd time karon , baki 2 bar likhe send korar por ese dekhi nei! gayeb ..

hmm...nijertao deya ucit chilo ... otao to list e ashar motoi :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: ওহ হয় এমন মাঝে মাঝে । আমি কত কবিতা হারিয়ে ফেলেছি।


নিজেরটা লিখতে একটা লজ্জার ব্যাপার আছেনা :P :P

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: চলুক..........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

আশিক মাসুম বলেছেন: প্রিন্স হেক্টর যেহেতু বলেছেন (প্রিন্স বলে কথা ) চলবেক :P


৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারটা আপনার ভাল লাগল না?


YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU


দৃষ্টির গভীরতা আমাকে বড়ই কষ্ট দেয়, আঁতকে উঠি দেখে পরিচিত মানুষের দু্র্গন্ধময় কুৎসিত রূপ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: মাগ মা ডরাইছি B:-) B:-)

জি ম্যডাম আপনারটা আমার ভাল লেগেছে, কিন্তু সেলিব্রেটি ব্লগারদের নিয়ে ২য় কিংবা ৩য় পর্বে লিখব। :P :P =p~

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো আইডিয়া! :D

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাবী জান। ২ য় পর্বে আপনারটা থাকবে :P =p~

৩৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: মানুষ কত সুন্দর সুন্দর কথা বলে, আর আমি বলেছি চিটিংবাজি কথা :P :P
আমাদের ছোট ভাই, 'বিরোধী দলের' ব্লগে একটা কথা লেখা ছিল একসময়, এখন নাই। ওইটার কথা আর বললাম না ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

আশিক মাসুম বলেছেন: ভাই আপনার কথাটা যে কি পরিমাণ যোগউপযোগী কেমনে ভুজাই।


আমার এক মামা বলে দোয়েল নিজেও জানেনা সে যে জাতীয় পাখি, যানলে খবর আছিল :P :P :P =p~


বইলা যান একটু শুনি ।

৩৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

চাঁপাডাঙার চান্দু বলেছেন: সবারটাই অসাধারণ, তবে কুনোব্যাঙ, মানিক আর চয়নিকার ব্লগ পঙক্তিতে হাজারটা ++++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

আশিক মাসুম বলেছেন: ওকে ওনাদের ব্লগে +++++ পৌছে দেয়া হবে।



ভাল থাকবেন শুভ কামনা থাকলো।

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন আইডিয়া ভাই.......... !:#P !:#P

তবে আমারটা না দেখে হতাশ ........ :(( :> :((

পরেরে পর্বের অপেক্ষায় রইলাম ...... |-)

ভাল থাকবেন সবসময় ....... !:#P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই এত এত ব্লগারদের মাঝে ২৫ স্ট্যাটাস অনেক কম। শুরু করেছি মাত্র। ওয়ান আফটার এনাদার সবারটা লিখব ইনশাল্লাহ।


আপনাকে অনেক ধন্যবাদ :)

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আশিক মাসুম বলেছেন: আলাউদ্দিন ভাই আপনার কমেন্ট দেখে খুব ভাল লাগলো।


অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

৪১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
পথ ভুলা পথিক!!

যদি স্বপ্ন দেখার শাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!

--- আশিক মাসুম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আশিক মাসুম বলেছেন: ভাই কোথায় হাড়িয়ে গিয়েছিলেন??? আপনার কমেন্ট মিস করছিলাম ।


কেমন আছেন?

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: পরিশ্রম কর্ছেন খুব মনে হচ্ছে ? ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আশিক মাসুম বলেছেন: নিয়েল ব্রো , পরিশ্রম একটু তো হয়েছেই।


আশা করি ভাল আছেন।

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চলুক+++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

আশিক মাসুম বলেছেন: হাহহা


আই উইস ব্রো।


ধন্যবাদ।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কালো ঘোড়ার আরোহী বলেছেন: আইডিয়াটা ভালো লাগলো। চলুক ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

আশিক মাসুম বলেছেন: থ্যাংক ইউ ব্রো।



৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

এরিস বলেছেন: সুন্দর... ভালো লাগলো...
আমারও এমন একটা নোট ছিল, ব্লগ থেকে নেয়া নয়, যেসব উক্তি নিজের বলে মনে হয়...
এখন ভাবছি দেয়াটা ঠিক হবে কিনা... কি বলেন আশিক ভাই, আপনার পারমিশন পেলে দেবো। :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আশিক মাসুম বলেছেন: হেয় !!

নাইস টু সি ইউ হেয়ার :) আমিতো ভেবেছিলাম আপনি অন্য ব্লগে কমেন্ট করতে পারেন্না :P =p~


আমার মতো একটা সাধারন মানুষের কাছে অনুমুতি চাইয়া পুরাই লজ্জায় ফেলে দিলেন। আপনার লিখা ভাল লাগে।


অবশ্যই দিবেন , আপনার সে পোস্টের অপেক্ষায় থাকলাম :)

৪৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: Interesting :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আশিক মাসুম বলেছেন: Tnx brooo

৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: Interesting :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আশিক মাসুম বলেছেন: :P :P

৪৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

সিরাজ সাঁই বলেছেন: এই অধমকে ইনক্লুড করার জন্যে একটি, এবং দারুন আইডিয়ার জন্যে অনেকগুলো প্লাস।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

আশিক মাসুম বলেছেন: কি বলেন ভাই আপনার প্রত্যেকটা পোস্ট আমার ভাল লাগে। বাংলা গান বাচিয়ে রাখার সংগ্রাম অব্যাহত থাকুক।


আপনার যে কথাটা এখানে এড করেছি, সেটা আমার খুব ভাল লেগেছিলো।


অনেক ভা থাকবেন শুভ কামনা থাকলো।

৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চলুক! +++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু।

তবে চলুক না :P :P =p~

৫০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই হারিয়ে যাইনি । আমি প্রচণ্ড রকম অসুস্থ । আজ একটু সুস্থ তাই লগইন করলাম দেখি আপনার পোষ্ট তাই কমেন্ট না করে থাকতে পারলাম না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

আশিক মাসুম বলেছেন: কি কন ভাই B:-) B:-) :( কি হইছে? :((

একবার একটা কল তো দিতে পারতেন X(( X(( X((


কথাটা শুনে মনটাই খারাপ হয়ে গেল ।

৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

রুদ্র মানব বলেছেন: খুব ইন্টারেস্টিং , সবার টা একসাথে দেখতে অবশ্যই একটু অন্যরকম ফ্লেভারের লাগে B-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আশিক মাসুম বলেছেন: রুদ্র ভাই আপনাকে দেখে আমার খুব ভাল লাগার এক কবির কথা মনে পরল( রুদ্র মোহাম্মদ শিদুল্লাহ)।


কমেন্টের জন্য ধন্যবাদ।


অনেক অনেক শুভ কামনা থাকলো।

৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

সিরাজ সাঁই বলেছেন: "বাংলা গান বাচিয়ে রাখার সংগ্রাম অব্যাহত থাকুক" - অসাধারণ বলেছেন, এভাবে ভাবিনি। খুব ভালো লাগলো।

"তুমি যতই দহ না দুখের অনলে, আছে শেষ আছে" - আমার অতি প্রিয় একটি নজরুল গীতি। সুমন চৌধুরীর কণ্ঠে পোস্ট করেছিলাম। নিশ্চয়ই শুনেছেন।

শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

আশিক মাসুম বলেছেন: জি ভাইয়া সুনেছি।


আসলে আমার পোস্টের সুরুতেই বলেছি ( অনেক দিন ধরে ব্লগে অনেকের প্রোফাইল বিজিট করে তাদের প্রোফাইল -এ দেখা কিছু কথা পড়ে মনে হয়েছে কথা গুলু মানুষটার দর্শন কিংবা বিশ্বাস। )



নজরুলের এই গানটা আপনার নিজের মাঝে হয়তো ধারণ করেছেন।

৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আমিনুর রহমান বলেছেন: নিজেরটা লিখতে একটা লজ্জার ব্যাপার আছেনা :P :P


কি কও এগুলোন লজ্জা তো নারীর বুসন তুমি সাহস করে তোমার টাও পোষ্টে দিয়ে দাও ;) ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

আশিক মাসুম বলেছেন: আরে নাহ কি কন।


কি আর কইতাম , আপনেরা আমারে লইয়া বিশাল বিশাল পোস্ট দিবেন সেই অপেক্ষায় আছি। ;) ;) :P

৫৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

বটবৃক্ষ~ বলেছেন: যদি স্বপ্ন দেখার শাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!
এইটা দিয়ে দেন...আমার তরফ থেকে~~:);)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: ওকে দিব।

৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

বটবৃক্ষ~ বলেছেন: ওহ!! আপনার সাহস বানানে ভুল আছে.. B:-)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ঠিক করে দিলাম :P



৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

ব্লগার অনুজীব-এর প্রোফাইলে আগে একটা কথা লেখা থাকতো......জীবন কারো জন্য থেমে থাকে না....হ, তোরে কইছে !.....আমার অনেক প্রিয় একটা লাইন।

পোস্টে অন্যদেরগুলো্ও ভালো লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু, আপনার( ভাল থাক ফুল, মিষ্টি বকুল) টাও আমার অনেক ভাল লেগেছে, কিন্তু আসলে সেলিব্রেটি ব্লগারদেরটা দিয়ে শুরু করতে ইচ্ছে হয়নি। পরে যদি কোন পর্ব করি তাহলে আপনার স্ট্যাটাস উপর দিকেই থাকবে :)

৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আরজু পনি বলেছেন:

আমি কোন সেলিব্রিটি ব্লগার নই। একেবারেই সাধারণ। তবে আমার ওখান থেকে আনলে সমস্যায় পড়বেন, কারণ ওটার স্থায়ীত্ব আমার মনের আকাশের উপর নির্ভর করে।

যখন যেই মেজাজে থাকি তখন তাই ওখানে রাখি ;)

তবে স্থায়ীটা আমার একটা পোস্টে আছে, মনের অবস্থা স্বাভাবিক থাকলে সেটা রাখি নিয়মিত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা সমস্যা নাই আপু , আপনার স্ট্যাটাস দিয়ে পাশে লিখে দিব যে এটা আপুর মনের উপর দিপেন্ড করে :P :P =p~


ভাল থাকবেন।

৫৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

এরিস বলেছেন: আশিক ভাই, হেয় কইলেন কিল্লাই?? কান্দুম কিন্তু কই দিয়ের। :(
:( আম্নে ইয়ান কিয়া কইলেন বাই?? অ্যাঁই বুঝি অইন্ন লেখাত কমেন্ত কইত্তাম হারিনা??? আম্মুউ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ অ্যাঁই খেলতান্ন।। :'(

(পারমিসনের জন্যে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের আন্তরিকতা সত্যিই অসাধারণ। )

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

আশিক মাসুম বলেছেন: না মানে আমার চোখে পরেনাই তো তাই। কান্না কাটি থামান মেয়ে মানুষের কান্না ওফ বিষের মত লাগে। :-P


আমি আন্তরিক যানা ছিলনা।


অনেক ভাল থাকবেন। :P =p~

৫৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

সালমাহ্যাপী বলেছেন: ভাল্লাগলো ।


চালায়া যান :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

আশিক মাসুম বলেছেন: **তবুও কিছু কথা না বলাই থেকে যায়**



জি চেষ্টা করবো। :P :P

৬০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

অনীনদিতা বলেছেন: খুবই ভালো পাইলাম:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

আশিক মাসুম বলেছেন: আফনের কমেন্ট ও ভালু ফাইলাম।



৬১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমাকে সুন্দর একটা কথা বের করে দিন। আমি প্রোফাইলে রাখবো, তাতে আপনার নেক্সট পোষ্টে আমার নাম আসবে! :D :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

আশিক মাসুম বলেছেন: পৃথিবিতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য । >প্রমথ চৌধুরী



হেহেহে এটা দেন । আমার খুব প্রিয় একটা কথা ।

৬২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

এম হুসাইন বলেছেন: চমৎকার উদ্যোগ, পরের পর্বের অপেক্ষায় থাকলাম।


+++++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, ভাবী কেরাম আছে??? :P :P

৬৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৮

এম হুসাইন বলেছেন: হা হা হা, ভালো আছে ব্রো :P =p~ =p~ =p~
থ্যাংকস!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

আশিক মাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ দোয়া করি আপনারা সব সময় ভাল আথাকেন।

৬৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

আদম_ বলেছেন: প্রিয়তে । আরো পর্ব চাই। প্রোফাইলের সাথে সেই সাথে মানুষটির রকম-সকম কেমন হতে পারে তার আলোচনা হলে ভালো হয়। ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

আশিক মাসুম বলেছেন: হুম অনেক অনেক ধন্যবাদ ব্রো, আসলে চিন্তাটা আমি নিজেও করেছিলাম কিন্তু মনে হলো কাওকে নিয়ে কিছু বলাটা কই ঠিক হবে!! পরে আবার মাইর খাওয়ার আশঙ্কা থাকে :)

হাহাআহা অনেক শুভ কামনা থাকলো ভাল থাকবেন ।

৬৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

আদম_ বলেছেন: হবে। আলবত হবে। কেন এর আগেও তো এ কাজ হয়েছে। গিয়াসলিটনের রাইস-মিল গিলে খাওয়ার পোস্টটা পড়েননি। ফানি ভাষায় লেখা হলে সেটা নিয়ে সাড়া পড়ে যাবে বল্গে............. ইট উইল বি সুপার ডুপার টুপার ঠুপার হিট। উই উইল টেক ইট এজ এ ফান।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

আশিক মাসুম বলেছেন: ভাই আমার হিট হওয়ার ইচ্ছা নাই (থাকলেও কমুনা)। মজা করতে ভাল লাগে তাই সব সময় মজা করি আপনার কথাটা মাথায় রাখব :) আজ রাতেই ২য় পত্র পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে । :P =p~

৬৬| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

তাসজিদ বলেছেন: আমার নাম নাই। :( :( :( :( :(

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই এখন নাই , পরের কোন পর্বে হয়তো থাকবে ইনশাল্লাহ।

৬৭| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শাহরিয়ার নীল বলেছেন: আরো চাই

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

আশিক মাসুম বলেছেন: চলবে ............

৬৮| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:২৪

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল কাজ

++++++

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

আশিক মাসুম বলেছেন: ধইন্যা লন :)

৬৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

শোশমিতা বলেছেন: সুন্দর আইডিয়া! ভালো লাগলো অনেক :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

আশিক মাসুম বলেছেন: আপনাদের ভাল লাগ্লেই কষ্ট করতে ইচ্ছে করে।

৭০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

জাওয়াদ তাহমিদ বলেছেন: আর কই মাসুম ভাই??? আরেক খান পর্ব বানান। :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

আশিক মাসুম বলেছেন: তৈরি আছে ড্রাফটে, দেখি ভাল লাগ্লে দিয়ে দিব =p~ :P

৭১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

লুছিফার বলেছেন: [[চিত্‍কার দেউয়ার ইমো]] সারা দিলাম :D

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

আশিক মাসুম বলেছেন: ওহ লুসিফার ব্রো সারাকে পেয়ে আমার জীবন ধন্য।
অনেক অনেক ভালো থাকবেন ।

৭২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আগে মিস করছিলম, এখন দেখেনিলাম। অনেক জ্ঞানের কথা শিখলাম। :)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা কন কি ??? জ্ঞানের কথা !!


ভালো তো ব্যান্ডউইথ এর দামে জ্ঞান ফ্রি পাইলেন, ভাল না? :)

৭৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২

এক্সপেরিয়া বলেছেন: আসলেই সুন্দর

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

আশিক মাসুম বলেছেন: সুন্দর মনের মানুষের কাছে , সবকিছুই সুন্দর।

৭৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

রিয়ান৯১১ বলেছেন: ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ।

৭৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

ডানাহীন বলেছেন: কার কার টা কপিরাইট করা আছে একটু যদি এডাইতেন .. দু একটা ব্যবহার করতে মন চায় ..

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

আশিক মাসুম বলেছেন: কি দরকার ?? আপনার নিজেরটাই অনেক সুন্দর , তবে এখানে একটা আমার খুব মনে ধরেছে


চাঁপাডাঙার চান্দুঃ রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই


=p~ =p~ :P এই লাইন পড়ার পর অনেক হেসেছি।

৭৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২

আমি ইহতিব বলেছেন: ভালো লাগলো, চালিয়ে যান।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

আশিক মাসুম বলেছেন: আপনার ভালা লেগেছে শুনে আমারো ভাল লাগলো।

৭৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

খায়ালামু বলেছেন: ১# ইমন জুবায়েরঃ জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।
সবচেয়ে ফেভারিট :)
এরপরে ৬# *কুনোব্যাঙ*ঃ বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৭৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল আইডিয়া

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

৭৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

মেহেদী হাসান মানিক বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> :!>

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

আশিক মাসুম বলেছেন: শরম পাইছুইন ।


হাহাহাহা,


অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ব্রো।

৮০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

আশিক মাসুম বলেছেন: ভাই ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য, আপনাদের এতো সুন্দর সুন্দর কথা গুলুই আমার পোস্ট এর অবলম্বন।

৮১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

শায়েরী বলেছেন: বাহ চমৎকার তো !
কিন্তু আমারটা নাই :(( !

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা অস্থির হবার কিছু নাই , থাকবে ।

৮২| ১৭ ই মে, ২০১৩ রাত ৮:২৮

লিযেন বলেছেন:
next pls

১৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৮

আশিক মাসুম বলেছেন: ফাইন্ড আউট ইট ইন মাই ব্লগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.