নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
ধরে নিলাম এদেশের ৫% মানুষ জামাত শিবিরের অনুসারি, ৫জন মানুষের কাছে কি করে ৯৫ জন মানুষ জিম্মি হয়?? আমার হিসেব মিলেনা। ক্ষমতায় থেকেও কি করে সরকার ওদের মোকাবেলায় দিশেহারা?? উত্তর খুজে পাইনা। সবচে আশ্চর্যের বিষয় হলো সরকার আসলে কি চাচ্ছে সেটাই আমার কাছে পরিষ্কার নয়।
প্রতিনিয়ত একটা অজানা শঙ্কা কিংবা ভয় নিয়ে বাঙ্গালীর সকাল হয়। আজকাল নাকি অনেকেরই মাজরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায়। জন নিরাপত্তা বলতে যে একটা জিনিস আছে সেটা বাঙালির কাছে খুব অচেনা। প্রতিনিয়ত জীবনের জুকি বেরেই যাচ্ছে। এই যে এই আমি ব্লগে লিখছি কিছুক্ষণ পরেই আমার আপ মৃত্যু হবেনা সেটার কোন নিশ্চয়তা আমার কাছে নেই। কবে এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা মিলবে আল্লাই ভাল জানেন।
বড় আবেগি জাতী আমরা। তাইত সাধারন ক্রিকেট খেলায় হেরে গিয়ে বাচ্চাদের মত কেঁদে ফেলি, আবার জিম্বাবু কিংবা নামিবিয়ার সাথে জিতে গেলেও আনন্দে আর গর্বে বুকটা ৩ফুট প্রসস্থ হয়ে যায়।
আজ এতটা দিন ধরে চলতে থাকা আন্দোলন এর ফলাফল এখনো ধুয়াসায় ঢেকে আছে। কিসের জন্য আন্দোলন করছি আমরা??? কার কাছে চাইছি?? শেখ হাসিনার আওয়ামি সরকার??? যাদের কাছে আমাদের আবেগের নুন্ন্য তম দাম নেই! আমরা যে যাই করি ওনারা ওনাদের মন গড়া মত কাজ করবে। শেখ হাসিনা একবার কি পারতেন্না শাহবাগে আসতে?? একবার কি পারতেন্না সংবাদ সম্মেলন করে আন্দোলন রত মানুষ গুলুকে একটু আশা দিতে ( ওনার আসলে অত সময় কোথায়)।
মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে বলি দয়া করে আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বাঙ্গালী জ্বলে উঠলে আপনার সরকার তো দূরে থাক সারা দুনিয়ার সব শক্তি দিয়েও ওদের দমিয়ে রাখাতে পারবেনা।
একটা কথা ভাবছি শাহবাগ নয় কাল সকাল থেকে প্রধান মন্ত্রীর কার্যালয় এর সামনে অবস্থান কর্মসূচী দিতে চাই( সেটাই আসলে দেওয়া উচিৎ)। হাল ছারিনি এখনো। কাউকে না কাউকে তো রুখে দারাতেই হবে ??? জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আশিক মাসুম বলেছেন: কি বলব ভাই, হাল ছারিনি এখনো। কাউকে না কাউকে তো রুখে দারাতেই হবে ??? জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ঈবলিশ বলেছেন: বাংলাদেশ সপ্তম আশ্চর্রযের একটা তাই আশ্চর্য হওয়ার কিছু নাই!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
আশিক মাসুম বলেছেন: না ভাই মোটেও আশ্চর্য হচ্ছিনা, এসব এখন গা সওয়া হয়ে গেছে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: সবচে আশ্চর্যের বিষয় হলো সরকার আসলে কি চাচ্ছে সেটাই আমার কাছে পরিষ্কার নয়।
সহমত...............
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কালীদাস বলেছেন: শুধু আবেগী না, ব্যাপক হুজুগে জাতিও আমরা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আশিক মাসুম বলেছেন: ১০০%
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
সরোজ রিক্ত বলেছেন: নাস্তিক তো ০.০০০০০১% এরও কম, তারপরেও তো আমরা জিম্মি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
আশিক মাসুম বলেছেন: সরি ভাই আপনার কথার তীব্র প্রতীবাদ যানাই, আমরা মোটেও নাস্তিক নামের কুকুরের কাছে জিম্মিনা। নাস্তিকদের আমার কাছে ১ পয়সার দামও নাই এদের কে গ্নায় ধরে
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
আমিনুর রহমান বলেছেন: আগামী কাল হয়ত সরকারের অবস্থান অনেকাংশে পরিস্কার হবে। এতদিন সহ্য যখন করেছি আরো কিছু সময় না হয় অপেক্ষা করি। দেখি ৯৫% দেশের মানুষের আবেগের মুল্য কতখানি আমাদের সরকারের কাছে !!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
আশিক মাসুম বলেছেন: দেখি কাল কি হয় ।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
বোকামন বলেছেন: সম্মানিত লেখক,
দারুন বললেন “ বাঙ্গালী জ্বলে উঠলে....”
ইতিহাস তাই বলে
ধন্যবাদ, ভালো থাকবেন....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
আশিক মাসুম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ব্রো।
অনেক অনেক শুভ কামনা থাকলো।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
একজন আরমান বলেছেন:
জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা ।
কালকের রায়ে সরকারের অবস্থান বোঝা যাবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
আশিক মাসুম বলেছেন: হ্যা কাল পর্যন্তই চুপ থাকব।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি বললা? শেখ হাসিনা শাহবাগ আসবে!! হা হা হা
তাহলে তো এটাকে পুরাই লীগের সমাবেশ বলা হত । হা হা হা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
আশিক মাসুম বলেছেন: আর বাকি থাকলো কি ভাই ? আফসুস।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
রাসেল ভাই বলেছেন: আশ করি কালকেই সরকারের অবস্হান পরিস্কার হবে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
আশিক মাসুম বলেছেন: হ্যা কাল পর্যন্তই চুপ থাকব।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কাল অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। দেখা হবে রাজপথে, দেখাহবে মরনে একসাথে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
আশিক মাসুম বলেছেন: দেখা হবে রাজপথে, দেখাহবে মরনে একসাথে।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: প্রতিনিয়ত জীবনের জুকি বেরেই যাচ্ছে। এই যে এই আমি ব্লগে লিখছি কিছুক্ষণ পরেই আমার আপ মৃত্যু হবেনা সেটার কোন নিশ্চয়তা আমার কাছে নেই। কবে এদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা মিলবে আল্লাই ভাল জানেন।
হুম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
আশিক মাসুম বলেছেন:
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
স্বপনবাজ বলেছেন: পেছনের অনেক শক্তি আমাদের দৃষ্টিগোচর হয়না ভ্রাতা ! জানিনা কি আছে এতে , তবে সত্যের জয় হবেই !
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আশিক মাসুম বলেছেন: সত্যের জয় হবেই !
ইনশাল্লাহ।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আজকের রায় অনেক কিছু স্পষ্ট করবে।।
তবে রাজনৈতিক খেল বিরক্তি ধরাইছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
আশিক মাসুম বলেছেন: সহমত।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
আশিক মাসুম বলেছেন: সত্যি তাই
১৬| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
মিষ্টি মেয়ে বলেছেন: পড়ে খুশি হলাম।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাবী জি ।
১৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাবাশ ! মনে শক্তি বৃদ্ধি করে !
জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছি, এবার আদায় করার পালা ।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শের শায়রী বলেছেন: ভাই এনিয়ে আর কথা না বলাই ভাল দেখেন না সব কেমন চুপচাপ। আমরা আবারো হেরে গেলাম। আমরা আবারো হেরে গেলাম। আমরা আবারো হেরে গেলাম। আমরা আবারো হেরে গেলাম। কাদের জন্য একবার ভাবুন তো