নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

তবু স্বপ্ন ছুঁই আমি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

.



.



.



.



.



.



.



.

(১)

জানি চাঁদ ছোঁয়া হবেনা আমার।





(২)

তটিনী রোদের আভ্রুর আরালে

নিরন্তন মেঘের বেঁচে থাকা তবু

চিমনি জ্বলা রাতের মায়ায়,

কান্নার জল গুলু ধুয়ে দেয়

টুকরো আকাশের দেহ।





(৩)

বৃষ্টি আর কাগজের নৌকোয়

স্মৃতির আখরে গাঁথা শৈশব,

স্বপ্ন নামের চিন্তা গুলু

ছিরে ফালি ফালি হয়

আমার চোখের সামনে।





(৪)

ফিকে ভালবাসারা আজ

যেনো নির্বাক মহুয়ার বনে

বিরহী ডাহুকের কান্না,

এলো বাতাসের দোলায়

ভেসে যায় যন্ত্রণা আর কিছু তোলে রাখা সুখ।







মার্চ ৫'১৩

বনানি, ঢাকা।





*****খুব খারাপ লাগে মাঝে মাঝে, মন খারাপ ব্যাপারটাই কেমন জেনো খুব জ্বালায়।***********

মন্তব্য ৭২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

ফালতু বালক বলেছেন: জানি চাঁদ ছোঁয়া হবেনা আমার।


++++++

মন ভালো হয়ে যাক শীগ্রই।
ভালো থাকবেন , মাসুম ভাই।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬

আশিক মাসুম বলেছেন: ধব্যবাদ ব্রো, মন ভাল হওয়ার টনিক আবিস্কার করার চিন্তা করতেছি। :)

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: জানি চাঁদ ছোঁয়া হবেনা আমার।

চাঁদ না ছুঁয়েও আনন্দে থাকা যায়! :)

কবিতায় +++

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯

আশিক মাসুম বলেছেন: হয়তো!! কিন্তু চাঁদটাকে যে আমার চাইই চাই। :(

৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

তারছেড়া লিমন বলেছেন: নিঃসঙ্গতা যখন ঘিরে ধরে তখন ............
বসে বসে ভাবি......জানি চাঁদ ছোঁয়া হবেনা আমার।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

আশিক মাসুম বলেছেন: ভাই কি আর কইতাম দুঃখে _________ হইয়া গেলাম।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার জন্য আমার কবিতা সংকলন প্রয়াস থেকে বিশেষ অনুরোধ রইল তুমি পরের সংকলনে আমাদের সাথে কাজ করবা তবে সেই ক্ষেত্রে তোমার কবিতা আর সংকলনে প্রকাশ হবে না। যদি আগ্রহী হও তবে জানাতে পার।

আর এই কবিতাটি দারুন লেগেছে। ++++++++++++++

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪১

আশিক মাসুম বলেছেন: হাহাহা , আমি আমার কবিতা সঙ্কলিত পোষ্টে দেখতে চাইনা। আর সবচেয়ে বড় কথা আমি কবিনা ;) আমাকে আপনাদের সাথে নিলে আমি গর্বিত হবো।


তবে আমার মনে হয় আমি যদি ভাল লিখি তাহলে সঙ্কলিত পোষ্ট এ আমার কবিতা আসতেই পারে সেটা মোটেও বিতর্কিত হবেনা। যে নিজের সমালোচনা করতে যানে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান :P :P

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১০

ট্যটলার বলেছেন: অনুভূতিটাই অন্য রকম । সুন্দর :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ব্রো।

অনেক শুভ কামনা থাকলো।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে আমার সাথে যোগাযোগ কর পরের সংকলনের জন্য।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

আশিক মাসুম বলেছেন: ওকে কিন্তু আমি ফেবুতে মেসেজ দিলাম উত্তর দেন্না কেন??? :(

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

shfikul বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আর শুভ কামনা থাকলো।

৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই ফুডুশপ ডাউনলোড করে নেন

তাইলে চাদ কিল্লাই সূর্যও হাতের মুঠোয় পাইবেন

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

আশিক মাসুম বলেছেন: ভালা কইছেন বাহে, জিনিষটা মাথায় থাকলো। চায়ের দামে শরবত পাইলে মন্দ কি?

৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

ফারজানা শিরিন বলেছেন: আজকে সবার হইলো কি মুঠো ভর্তি কষ্ট বিলিয়ে বেড়াচ্ছে ??? ভাবতেছিলাম আলোয়ানে তুলে রাখা কষ্ট গুলো ঝেড়ে মুছে সাফ করে নিবো !!!
উল্টো যেখানে চাই না চাইতে আঁচল ভর্তি কষ্টের নীল শিউলি কুড়োই !!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

আশিক মাসুম বলেছেন: জীবন টা একটা জঙ্গল খালি বাঁশ আর বাঁশ

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

ফারজানা শিরিন বলেছেন: ভাই চান মামারে হের মতো থাকবার দেন । আন্নে এই পৃথিবীর কোন মানবীকে নিয়ে ভাবা শুরু করেন । ;)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

আশিক মাসুম বলেছেন: মাফ চাই , মানবিদের ডিমান্ড চাঁদের চেয়ে অনেক বেশী ।

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

ফারজানা শিরিন বলেছেন: বাঁশ দিয়ে বাসযোগ্য কিছু একটা বানায় নেন । :D

মাফ চাই , মানবিদের ডিমান্ড চাঁদের চেয়ে অনেক বেশী । :|

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪২

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওকে বানাবো।


তয় ঐটা কিন্তু হাছা কথা , চাঁদ ও হয়তো ছোঁয়া সম্ভব তয় মানবিদের না।

১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালও লাগল। :)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩

আশিক মাসুম বলেছেন: হায়রে ভাই আমার দুঃখ দেইখা আপ্নের ভাল লাগলো??? B:-)


কই গলা ধইরা কান্না কাটি করবেন ছুডু ভাইডার মন খারাপ :(( :(

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০১

কামরুল হাসান শািহ বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন খারাপ হওয়া ভাল। 'মন খারাপ'ই মানুষকে মন ভালোর পথ দেখায়। আমরা অধিকাংশ মন খারাপ করি কিন্তু কারন চিহ্নিত করতে পারি না। আশা করি তুমি সেটা চিহ্নিত করতে পেরেছ। :) কবিতা লিখেছ।

রাতের পরই তো দিন আসে। আর দিনের প্রথম প্রহরটা নিশ্চয় অনেক সুন্দর আর তা ভাল লাগতেই পারে। :)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা , আচমকা মনটা খারাপ হয়ে গেছে খুব, তয় মন খারাপ হইলে আমার কিজে হয়। মনে হয় কলম ফাইটা লিখা বের হয়।

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪২

আমি-টর্নেডো বলেছেন: এত কষ্ট কেনো ভালোবাসায়? :( পথভোলা আছো কিরাম ভ্রাতা? ;) B-)) :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা এই প্রোফাইল পিকটাই আপনেরে বারবার দরা খাওয়াইয়া দেয় :P :P



ভাল নেই ব্রো, কবিতার জিওগ্রাফী দেইখা বুঝার কথা :)

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৯

এম হুসাইন বলেছেন: এত কষ্ট কেন গো ভাইজান? কবিতা পাঠ করিয়া অতিশয় ব্যথিত হইলাম :( :( :(

দোয়া করি যেন শিগ্রই হৃদয় খানি ঝলমলে হইয়া উঠে ;)

+++

০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪০

আশিক মাসুম বলেছেন: হাহাহা কি করুম ভাই , চাইছিলাম কাউয়া হইয়া দুনিয়ায় আসুম ।আল্লায় সখ কইরা মানুষ বানাইয়া পাডাইছে এখন খালি দৌড়ানির উপ্রে থাকি।




দোয়া করলেন ভাই, কৃতজ্ঞতা জানবেন :P

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো! ছুঁয়ে যাওয়া একটি পোস্ট। :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু।

১৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন খারাপ করা ভালো না।
শেষে মন খারাপ স্থির হয়ে বসে থাকে।
খুব খারাপ।।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

আশিক মাসুম বলেছেন: ২ বছর স্থায়ি মন খারাপ, অনেক আগেই বসে গেছ:(

১৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত !

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আশিক মাসুম বলেছেন: ভাই কি হাড়িয়ে গেলেন সব ????

২০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

অনীনদিতা বলেছেন: প্রেমের নাম ব্যাদনা:(

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

আশিক মাসুম বলেছেন: হ ঠিক, খালি মাইর দেয় :((

২১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জানি চাঁদ ছোঁয়া হবেনা আমার।

সাঈদী জানে?????????? =p~ =p~ =p~ B-)) B-)) B-)) ;)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

আশিক মাসুম বলেছেন: আরে না ঐ বেটায় সামুতেও নাই আমার ফেবু ফ্রেন্ড লিস্টেও নাই :P :P =p~

২২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

এরিস বলেছেন: রাগ করলাম। :(

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

আশিক মাসুম বলেছেন: কেনো??? কি করলাম??


যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা
জানিনা কোন দিন ব্যাথার প্রদিপ জ্বেলে
চেয়েথাকা পথ শেষ হবে কিনা!!!

জেমস এর গানটা খুব ভাল লাগে , শুনছি এখন ।তাই আপনার জন্য কয়েক লাইন লিখে দিলাম ।

২৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২

একজন আরমান বলেছেন:
কেন ভাই?
এই কথা কেন?

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

আশিক মাসুম বলেছেন: কাউরে পাশে পাইনা কাজের সময়।

২৪| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

মিষ্টি মেয়ে বলেছেন: আপনার জন্য-
http://youtu.be/ttSs6UDdZ-M
সব সময় ভালো থাকবেন! :)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :P =p~

২৫| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু।

২৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

একজন আরমান বলেছেন:
আরে মিয়া কি হইছে একটু খুইলা বলেন।
আমি তো গতকাল ঢাকা আসছি।

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

আশিক মাসুম বলেছেন: হেহেহে কমুনে কল দিমু রাতে :)

২৭| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।দারুন হয়েছে।জানি চাদ ছোয়া হবে না আমার।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০

আশিক মাসুম বলেছেন: ভাই ভুজলাম আপ্নের নিকের মায়া নাই , হের লাইগা এসবের কি মানে। এক জন মানুষের সাথে আপনার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, সে জন্য নিজেকে এতটা নিচে নামানুর কি মানে??
আজাইরা কাম কইরা কি সুখ পান ???? :( B:-)

২৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আশিক মাসুম বলেছেন: @ মডারেটর গন

৩০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

একজন আরমান বলেছেন:
ওক্কে। B-) B-)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

আশিক মাসুম বলেছেন: কি শুরু হইলো আবার আজিব কাহিনী!!

৩১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০১

স্বপনবাজ বলেছেন: স্বপ্ন নামের চিন্তা গুলু
ছিরে ফালি ফালি হয়
আমার চোখের সামনে।
ভালো লাগলো মাসুম ভাই !

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন।

৩২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: কি লেখে! কই একটু সুখী সুখী ভাব ভালোবাসার কথা লিখব। খালি মন খারাপ করাইয়া দেওয়ার ছল :( কবিরে মাইনাস!!! তয় কবিতায় পিলাস :)

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

আশিক মাসুম বলেছেন: আহারে হয়না মাঝে মধ্যে, মন তো একটু খারাপ হয় । কিচ্ছু করার নাই :P :P

৩৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

ডার্ক ম্যান সুজা বলেছেন: vai apnar email/phn num ta ki deya jabe??

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আশিক মাসুম বলেছেন: আমার প্রফাইলে ফেবু লিঙ্ক দেয়া আছে :P :P


কি কাজে ডর লাগে কিন্তু :)


[email protected]

৩৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

এরিস বলেছেন: যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা
জানিনা কোন দিন ব্যাথার প্রদিপ জ্বেলে
চেয়েথাকা পথ শেষ হবে কিনা!!!


এতো গভীর কথা, আমি সাঁতার জানিনা আশিক ভাই।

আপনার কবিতা পড়ে রাগ করছি ভাই।
বেশি সুন্দর কবিতা লিখলে আমি খেলবো না, বলে দিলাম... /:)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

আশিক মাসুম বলেছেন: হাহাহা :D আরে ধুর :!> , আমি মোটেও ভাল লিখতে পারিনা। যাদের জন্য কবিতা লিখা তারা পড়ে যদি রাগ করে, তাহলে কোথায় যাব আমি??? :(

৩৫| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৯

শোশমিতা বলেছেন: চোখে এতো জল কেনো ভাইয়া ? মন খারাপ নাকি?

মন খারাপের এক একটা দিন
নিকষ কালো মেঘলা লাগে...

কেও বোঝে না এই আমাকে
আমারও যে একলা লাগে...

মাঝে মাঝে বৃষ্টি দেখে
হাত বাড়ানোর ইচ্ছে জাগে...

ভেতর ভেতর যাই পুড়ে যাই
কেও বোঝে না আমার আগে...

০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা হ্যা আপু মনটা খারাপি ছিল এখন ঠিক হয়ে গেছে , অনেক দিন পর কেমন আছেন আপনি ??? এই পোষ্ট দেখিবার আমন্ত্রণ রইলো :)

৩৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

শোশমিতা বলেছেন: আর যেন মনটা খারাপ না হয়। সব সময় এই ভাবে ভালো থেকো ভাইয়া।
আমি ভালো আছি :)

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

আশিক মাসুম বলেছেন: দোয়া করো আপু , শুভক্ষণ সন্নিকটে :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.