নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

সপ্তাহান্তে সামু কিংবা আশিক মাসুমের নির্বাচিত পাতা (১৫.০৩.১৩)

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪





অনেক দিন ধরেই ভাবছিলাম শুরু করবো। আমি আসলে কন্টিনিও করতে পারব কিবা এটা ভাবনার বিষয়( এটা চিন্তা করেই শুরু করতে পারছিলাম না)। একবার শুরু করে থেমে যাওয়াটা কেমন উস খুস লাগে। প্রতি সপ্তাহে সামুতে অনেক পোষ্ট আসে যা আসলে একটু বার্তি মর্যাদা ডিজার্ব করে। সামুর নির্বাচিত পাতার প্রতি আমার একটা মিশ্র অনুভূতি আছে বইকি অভিযোগ নেই কোন ( হতে পারে ওনাদের অপারগতা)।



সামুতে প্রকাশিত সপ্তাহের সকল পোষ্ট থেকে আমার নিজের ভাল আলগা কিছু পোষ্ট নিয়ে এই আয়োজন। আসলে এমনটাই ইচ্ছে প্রতি সপ্তাহের সেরা কিছু লিখা নিয়ে একটা সঙ্কলন টাইপ পোষ্ট দেওয়া ( নির্বাচন করতে যদিও একটু কষ্ট হবে)। একটা কথা সাফ বলে রাখি দয়া করে কেউ কোন বিতর্কের সৃষ্টি করে আমার ইচ্ছের গুড়েবালি দিবেন্না। এই পোষ্ট একান্তই আমার পছন্দের নির্বাচন ( কথা দিতে পারিনা আপনাদের কাছেও সমান ভাল লাগা পাবে)। আমি চেষ্টার ত্রটি করব না কথা দিচ্ছি। সর্বপরি আসলে এই আয়োজন কেবলই আপনাদের জন্য। প্রথম সঙ্কলন তাই একটু না যথেষ্ট অগুছালো হয়ে গেছে। আপনাদের কাছ থেকে প্রশংসা নয় , সমালোচনা আশাকরছি। আর সবার কাছে সহযোগিতা চাই, আমাকে লিঙ্ক দিয়ে সাহায্য করলে আমার জন্য কাজটা সহজ হয়। [email protected]এই আমার এমেইল এড্রেস।



গত এক সপ্তাহ (৮/৩/১৩-১৫/৩/১৩ সকাল ৮ টা পর্যন্ত) সর্বমোট পোষ্ট সংখ্যা ২৪০৩ টি। যার মধ্য থেকে সামুর নির্বাচিত পাতায় স্থান পেয়েছে ১৭০ টি পোষ্ট ।



আমার দৃষ্টিতে সপ্তাহের সেরা কিছু পোষ্ট ...........





***** গতানুগাতিক অংশ *****



(১)নারী দিবস ও কিছু অব্যাক্ত কথা



(২)অতটুকু শ্রদ্ধা নাই করলেন, তাগো দরকার নাই। কিন্তু দয়া করে রিকশাটা ভাইঙ্গেন না!!



(৩)পশুর জন্য তাদের মায়া! আর আজ! পশু নয় শুধু, কাঁদে মানবতা!



(৪)সেক্স এডূকেশন কি আসলেই জরুরী???



(৫)হে ভন্ড, পল্টীবাজ, ধান্দাবাজ, বুদ্ধিজীবি ও সাংবাদিক'পীর' গন জাতি তোমাদের ঘৃনা করে।



(৬)দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি



(৭)কৃষ্ণবতীর কৃষ্ণ অভিজ্ঞতা



(৮)একটু চোখ বুলিয়ে নিজের গ্রামকে একটু স্বরন করুন (ছবি ব্লগ



(৯)বাংলা ব্লগ-অনলাইনে ধর্ম আগ্রাসী নাস্তিকতা প্রসঙ্গে



(১০)আমার চোখে বঙ্গবন্ধু: চারটি কঠিন প্রশ্নের উত্তর



(১১)ইসলাম ও সাম্রাজ্যবাদ প্রশ্নে বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসের জবাব



(১২)আপনে যে কারনে প্রান ফ্রুটো / ফ্রুটিকা খাবেন না । না পড়লে মিস করবেন



(১৩)মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী অনুগ্রহপূর্বক এখনই সতর্ক হোন

(১৪)শাহবাগ আন্দোলন - একটি আশ্চর্য সঙ্গমের স্মৃতি*



(১৫)পরিবর্তনের শুরু হতে হবে নিজের মধ্যেই , প্রথম বিদ্রোহটাও করতে হবে নিজের এইসব গোরামির সাথে...



(১৬)গতবছর র‌্যাগ খেয়েছিলাম, এবার র‌্যাগ দিব! :-* র‌্যাগ দিয়ে সম্পর্ক ভালো করব!??



(১৭)বাংলাদেশের রাজনীতির চিরাচরিত বাহাস :D:)B-);)



(১৮)ঘুরে আসুন রাজার দেশে



(১৯)বিষণ্ণতা তোমাই দিলাম ছুটি!!!!!!!!!!!!



(২০)অস্থীরতা মুক্ত জীবনের জন্য মেডিটেশন



(২১)সিজোফ্রেনিয়া-মানসিক রোগ



(২২)ছায়া দেখলেও মনে হয়, এই বুঝি কেউ...



(২৩)গর্ভপাতকে না বলুন!!!



(২৪)বুদ্ধিজীবীর বুদ্ধির সীমাবদ্ধতা



(২৫)১২০০০ লাশ আর কতো??



(২৬) বিএনপি আমাদের শত্রু না,আওয়ামি লীগও আমাদের বন্ধু না,এইটাই ট্রু ফ্যাক্ট

(২৭) বাবার হাতের ব্যানারে লেখা “রাজাকারের ফাসি চাই”



(২৮)প্রকৃতির এক নিঃস্বার্থ উপহার... জোনাকী পোকার আলোর রহস্য :):)



(২৯) ক্ষুধাই যাদের নিত্য সঙ্গী।বেঁচে থাকার অদম্য ইচ্ছাই যাদের অস্ত্র!



(৩০) প্রিয় আওয়ামীলীগ-বিএনপি ঝ ড় আসছে!তৈরী তো?



(৩১)একাত্তরে সব হারিয়ে এখন বইয়ের ফেরিওয়ালা



(৩২) বুড়িগঙ্গাতে আবার শুশুক ফিরে আসবে {} -ড. আইনুন নিশাত, উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়



(৩৩) জেনে নিন: মৃত্যুর আগে একটা মানুষ কোন কোন ব্যাপারে সবচেয়ে বেশি আফসোস করে? /:) /:)



(৩৪) এই অপপ্রচারগুলো ছড়িয়ে কাদের লাভ হচ্ছে? বাঙ্গালী জাতি কি সব সময় গুজবের পেছনে দৌড়িয়ে নাকানি চুবানিই খাবে?



(৩৫) বিরল এক দেশ!!!!!!!!!! সে আর কেউ নহে আমার বাংলাদেশ



(৩৬) আমাদের জামাই প্রনব দাদা,জামাই আদর খেয়ে আমাদের বরাক বাঁশ দিয়ে গেলো।



(৩৭) এই যে ভাই কোথায় ঢিল ছুড়ছেন, আমরাও তো মানুষ !



(৩৮) বাংলা কি?



(৩৯) বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত : রাইখ্যাং ফলস । কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কিছু ভৌগলিক তথ্য ।



(৪০) বিশ্বব্যাংক ও ইউজিসির উচ্চশিক্ষার কৌশলপত্র বাতিল করতে হবে



(৪১) বাংলাদেশে কোলকাতার চলচ্চিত্র: চলচ্চিত্র শিল্প-বিধ্বংসী পদক্ষেপ



(৪২) চল ইস্কুলে!





***** সাহিত্য *****



কবিতাঃ-

(১)ফেরারি



(২)অসঙ্গায়িত



(৩)খুব ব্যক্তিগত এক প্রত্যাখান



(৪)চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল



(৫)নিশীথের নীল .....



(৬)বৃষ্টি চাই





গল্পঃ-





(১)লাশকাটা ঘর, একটি মেয়ে ও হরিশচন্দ্র



(২)।। আমি তোমারি বিরহে রহিব বিলীন ... তোমাতে করিবো বাস ... দীর্ঘ দিবসও ...দীর্ঘ রজনী ... দীর্ঘ বরষও মাস ।। যদি আর ও ফিরে নাহি আসো ...যদি আরও কারে ভালোবাসো ...তবে...তুমি যাহা চাও ...তাই যেনও পাও ... আমি যত দুঃখ পাই ।।



(৩)গল্পঃ বিবর্ন প্রতিশোধ।



(৪)কান্ডারী অথর্ব ও রেশমির প্রেমের উপাখ্যান - ১ম পর্ব



(৫)শেষ রাতের মিলন।













আশাকরি আপনাদের সহযোগিতা পাব :)

মন্তব্য ১২৪ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো উদ্যোগ। শুভকামনা থাকলো।
তবে অনেক কষ্ট সাধ্য কাজ এটা, আশাকরি কনটিউ করবেন।

+

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আশিক মাসুম বলেছেন: আপনাদের সাহায্য ছাড়া কন্টিনিও করা যাবেনা ভাই ।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯

স্বপনবাজ বলেছেন: পরিশ্রমী পোষ্টে ++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আশিক মাসুম বলেছেন: হাহা সাহায্যের হাত বাইর‍্যে দিন ব্রো।

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

মাক্স বলেছেন: ভালো উদ্যোগ চালিয়ে যান!+++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫

আশিক মাসুম বলেছেন: সাহায্য চাই।

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

মাক্স বলেছেন: সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করা হইলো!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রাতা। তাহলে আমি ফেবুতে আপনাকে আমার কাজ বুজিয়ে দিব ওকে???

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

অনীনদিতা বলেছেন: খুবই ভালো একটা উদ্যোগ :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

আশিক মাসুম বলেছেন: মোটেও না, খুব খারাপ কাজ ।

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

রাসেল ভাই বলেছেন: চলুক...........



সপ্তাহের সবগুলো নির্বাচিত পোষ্ট থাকলে ভালো হত । আশা করি সামনের সপ্তাহে এইটার প্রতি চোখ দিবেন ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

আশিক মাসুম বলেছেন: না ভাই , সরি সামুর নিরবিত পাতার প্রতি আমার কোন জোক নেই । এটা আশিক মাসুমের নির্বাচিত পাতা :)


৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

স্বপনবাজ বলেছেন:
এর বেশী সাহায্য করার নিয়ম নাই !
তবে নিজ ইচ্ছায় ভালোলাগা পোষ্টগুলার ব্যাপারে মডু মাসুম কে জানাবো প্রতি সপ্তাহে ইনশাল্লাহ !



*শর্ত ঃ অনলাইনে থাকলে...
বেচে থাকলে !

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

আশিক মাসুম বলেছেন: আপনারা একটু একটু সাহায্য ক্রলেই আসলে ব্যাপারটা নিয়মিত করা সম্ভব।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

মাক্স বলেছেন: ঠিকাছে!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

আশিক মাসুম বলেছেন: :)

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

আমিভূত বলেছেন: খুব ভালো উদ্যোগ ।
শুভ কামনা ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

আশিক মাসুম বলেছেন: ভুতাপ্পি ভুতাপ্পি তুমি কেমন আছ??



তোমার জন্যেও অনেক শুভ কামনা থাকলো। :)

১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ইখতামিন ভাই যখন কিছুদিন আগে প্রতিদিনকার নির্বাচিত পোস্টগুলো নিয়ে পোস্ট দেওয়া শুরু করেছিলেন তখন আমি বলেছিলাম প্রতি সপ্তাহের নির্বাচিত পোস্টগুলো নিয়ে বিভাগওয়ারী একটা সংকলন পোস্ট দিতে। যাই হোক উনি পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারেন নি। তবে আপনি সে আশাটুকু পূরণ করেছেন।
সেখানে আমার আরেকটা দাবি ছিল জানিনা আপনি রাখতে পারবেন কিনা? নির্বাচিত পোস্টের বাইরে ভালো পোস্টের সংকলন। অনেক সময় দেখা যায় বেশ কিছু ভালো পোস্ট হয়ত মডারেটরের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যায়। আপনি সেরকম কিছু ভালো পোস্ট তুলে আনতে পারেন। জানি কাজটা বেশ কষ্টসাধ্য, তারপরও যখন এইরকম একটি কাজ স্বেচ্ছায় হাতে নিছেন ব্যাপারটা ভেবে দেখতে পারেন।

আপনার এ উদ্যোগকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ মাসুম ভাই।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই সামুর নির্বাচিত পাতা হাহাহাহ া



লিঙ্ক গুলা চেক করেন টের পাইবেন , ৭ দিনের সকল পোষ্ট পড়ে তার পর ভাল লাগার পোষ্ট গুলু দিয়েছে । ৩/৪ টা পোষ্ট হয়তো নির্বাচিত পাতা থেকে হতে পারে।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

আশিক মাসুম বলেছেন: এটা আশিক মাসুমের নির্বাচিত পাতা :)


খেয়াল কইরা বস :P =p~

১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: খাইছে ভচ যে এই কারবার কইরা ফালাইছেন টের পাই নাইক্কা। যাউক্কা বুজলাম পুরা পুষ্ট না পইড়া পণ্ডিতি ফলাইলে যা হয় আরকি :( কিন্তু কথা হইল কন্টিনিউ কইরেন। :-B

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

আশিক মাসুম বলেছেন: সাহায্য চাই, আপনাদের সাহায্য পাইলেই কন্টিনিউ করা সম্ভব।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

আশিক মাসুম বলেছেন: উপ্রে মেইল এড্রেস দেওয়া আছে , আমি ফেবুতে আপনার সাথে কথা বলবো।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো।
অনেক পোস্ট মিস গেছে।
পড়া যাবে।।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আশিক মাসুম বলেছেন: সাহায্য চাই। সকলের কন্ট্রিবিউশন চাই।

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

তন্ময়০১৩ বলেছেন: সাহস করে শুরু করেছেন। যাইহোক শুভকামনা রইলো।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

আশিক মাসুম বলেছেন: দোয়া করবেন, সাহায্য চাই।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: গুড জব ব্রো...

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

আশিক মাসুম বলেছেন: সাহায্য চাই।

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

শান্তা273 বলেছেন: খুব ভালো উদ্যেগ।
এগিয়ে যান।
শুভ কামনা থাকল।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

আশিক মাসুম বলেছেন: সাহায্য চাই।

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
চালিয়ে যান।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

আশিক মাসুম বলেছেন: একা একা পারবনা ব্রো। আপনাদের পাশে চাই।

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

রাসেল ভাই বলেছেন: ওহ! সরি ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

আশিক মাসুম বলেছেন: থুর ভাই। কিসের সরি।।


পারলে আমার এই কাজে সহযোগিতা করবেন ।

১৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তারছেড়া লিমন বলেছেন: পরিশ্রমী উদ্যোগ চালিয়ে যান!+++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

আশিক মাসুম বলেছেন: একা একা চালাতে পারবনা ভাই সব্বাইকে পাশে চাই :)

১৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

দি সুফি বলেছেন: ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব! আপনাকে অনেক অনেক ধন্যবাদ। !:#P !:#P
ইদানিং কাজের চাপে ৩-৪ দিন পর পর সামুতে আসা হয়। এসে শুধু কেচাল মার্কা পোষ্ট দেখে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এখন থেকে অন্তত কিছু সংখ্যক ভালো পোষ্টের লিঙ্ক তো পাবো এক যায়গায়!
প্রিয়তে নিলাম। থেমে যাবেন না দয়া করে :(

আরেকটা অনুরোধ। যদি সম্ভব হয়, পোষ্টের সাথে লেখকের নামটাও লিখে দিয়েন।

আবারো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। !:#P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

আশিক মাসুম বলেছেন: হুম ওকে চেষ্টা থাকবে ভাইয়া। কিন্তু আসলে একা হাতে এ কাজটা করা খুব কঠিন হবে । আপনাদের চোখে কোন ভাল পোষ্ট পরলে যদি আমাকে লিঙ্ক দেন তাহলে আমার জন্য আসলে চালিয়া যাওয়া সম্ভব।

পোষ্ট -এ মেইল নাম্বার দেওয়া আছে আশাকরি সহযোগিতা পাব।

২০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল।
++++++++

চালিয়ে যান...পাশে আছি।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮

আশিক মাসুম বলেছেন: পাশে থাকলে চালিয়ে যাওয়ার একটা চেষ্টা করা যাবে :)

২১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

ফালতু বালক বলেছেন: আপনার নির্বাচন পছন্দ হইছে, মাছুম ভাই।
চালাই্যয়া যান, বন্ধ কইরেন না।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

আশিক মাসুম বলেছেন: আপনারা আমাকে ভালো পোষ্ট এর লিঙ্ক দিলে আমার জন্য কাজটা সহজ হবে ব্রো।

২২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো উদ্যোগ মাসুম ভাই! :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

আশিক মাসুম বলেছেন: হাহাহা হ , তয় উদ্যোগ নিতে গিয়া আমার খবর হয়ে গেছে।

২৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

অনীনদিতা বলেছেন: খারাপ কাজ কেন বললেন?:(

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

আশিক মাসুম বলেছেন: কারন আমার অনেক কষ্ট হয়ে গেছে এই পোষ্ট দিতে। তার উপর সবার কাছে সাহায্য চাচ্ছি। একটা বিপদ বিপদ ভাব আরকি (:) )


কেমন আছেন আপনি?

২৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

দি সুফি বলেছেন: চেষ্টা করব ভাই। !:#P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

আশিক মাসুম বলেছেন: আওনেক ধন্যবাদ।

২৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

ফারহান ফারদিন বলেছেন: অপেক্ষা করেন , নির্বাচিত পাতা সিলেকশানের জন্য ম ডু প্যানেলে আপনার নাম আস্তাছে :D :D

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

আশিক মাসুম বলেছেন: কসকি???? মাফ চাই ভাই আমার দরকার নাই ।



২৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

মামুন রশিদ বলেছেন: পিলাচ সহকারে ভালো লাগা ;)



ভাইডি, কন্টিনিউ করতেই হবে । থেমে থাকা বা কোন রকম আলসেমি চলবেনা । সাথে থাকবো কথা দিচ্ছি :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

আশিক মাসুম বলেছেন: সাথে থাকলে আলসেমি হবেনা , উপরে মেইল আইডি দেয়া আছে । চাইলে ব্লগে আমার পোস্টে কমেন্ট করেও লিঙ্ক দিতে পারেন । ভাল থাকবেন ।

২৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

অনীনদিতা বলেছেন: জী ভালো আছি:)
আপনি ভালো আছেন তো?

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

আশিক মাসুম বলেছেন: না ভাল নাই ফেবু ব্যান করছে আমারে , মন খারাপ।

২৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

এরিস বলেছেন: আমার আলসেমি বাড়িয়ে দিলেন আশিক ভাই। এখান থেকেই শর্টকাটে পড়া শেষ দিব।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

আশিক মাসুম বলেছেন: এটা কিছু হইলো??? আমি চাই আপনার সবাই ভাল পোষ্ট এর লিঙ্ক দিয়ে আমাকে সহায়তা করেন ।

২৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো পোস্ট, কাজের পোস্ট :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

আশিক মাসুম বলেছেন: ভাই সহায়তা না করলে ভালো পোষ্ট আর ভাল থাকবেনা ।

উপরে মেইল আইডি দেয়া আছে । চাইলে ব্লগে আমার পোস্টে কমেন্ট করেও লিঙ্ক দিতে পারেন । ভাল থাকবেন ।

৩০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

এম হুসাইন বলেছেন: এত আইডিয়া লইয়া ঘুমান কেমতে ব্রো? :D :) :) :)







চমৎকার উদ্যোগ, চালিয়ে যান।

পরিস্রমে কৃতজ্ঞতা ও ++++++++++++

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

আশিক মাসুম বলেছেন: কেমতে যে ঘুমাই , আসলে চিন্তা কইরা বলতে হবে। কারান আমি আবার ঘুমাইলে চোখে দেখিনা :)

এই কাজে আমাকে সহায়তা করবেন আশাকরি।
উপরে মেইল আইডি দেয়া আছে । চাইলে ব্লগে আমার পোস্টে কমেন্ট করেও লিঙ্ক দিতে পারেন । ভাল থাকবেন ।

৩১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

ভিয়েনাস বলেছেন: সুন্দর পোস্ট...... অনেক গুলো পোড়া হয়নি /:) :(

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১২

আশিক মাসুম বলেছেন: এই কাজে আমাকে সহায়তা করবেন আশাকরি।
উপরে মেইল আইডি দেয়া আছে । চাইলে ব্লগে আমার পোস্টে কমেন্ট করেও লিঙ্ক দিতে পারেন । ভাল থাকবেন ।

৩২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

এম হুসাইন বলেছেন: আমাদের মতো লেখক (!) সে কোন ছাড়... :D B-)) =p~

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

আশিক মাসুম বলেছেন: মানে কি?

৩৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

এম হুসাইন বলেছেন: সায়েন্স টেকনোলজি নিয়ে একটা বিভাগ (!) খুলেন, অন্তত আমার একটা লেখা পাবেন সপ্তাহে, কথা দিতে পারি।

আর আগের যে দুএকটা আছে ভেবে দেখেবন এড করা যায় কি না :) :) =p~


১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

আশিক মাসুম বলেছেন: হাহাহা ইনশাল্লাহ ভাই , সব্বাইকে নিয়েই চিন্তা করছি । আর সাইন্স ফিক্সান তো আমি নিজেই লিখুম কইলাম আপনেরে । সও একটা ভিবাগ থাকবে নেক্সট পড়ব থেকে ।


ভাই সত্যি আমার একার পক্ষে এটা চালিয়ে নেওয়া সম্ভব না , আপনাদের সহযোগিতা দরকার ।

৩৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো উদ্যোগ। যেহেতু নিজের ব্যক্তিগত ভালো লাগার ভিত্তিতে হয়েছে, সেখানে অন্য কিছু বলার কোন অবকাশ নেই। যা বলা যেতে পারে তা হল, আপনার ব্যক্তিগত পছন্দের ধরন বেশ ভাল। তবে আরো ভালো করার সুযোগ রয়েছে।

অনেক শুভ কামনা এবং প্লাস।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

আশিক মাসুম বলেছেন:

ধন্যবাদ ভাইয়া , আপনাদের সহযোগিতা পেলে আশাকরি আরেকটু গুছিয়ে করা যাবে।

৩৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো উদে্যাগ তো! সব গুলো পড়তে হবে তারপর জানাবো। :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওকে দেখেন। :)


অপেক্ষায় থাকলাম। :P =p~

৩৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
খুব ভালু উদ্যোগ লয়ছেন । অনেক কষ্টের কাজ হবে ।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২

আশিক মাসুম বলেছেন: হুম ভাই কষ্ট হয়েছে, করতে চাইলে হবেও। কিন্তু আপনারা সাহায্য করলে কাজটা সহজ হবে



সহযোগিতা আশা করছি।

৩৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: +

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

আশিক মাসুম বলেছেন: চেরমেন সাব + জন্য ধইন্যা, একটু খেয়াল রাইখেন এদিকে :)

৩৮| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো উদ্যোগ নিছেন মাসুম ভাই। মিস হয়ে যাওয়া অনেক ভালো পোষ্টের সন্ধান পাওয়া যায়।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

আশিক মাসুম বলেছেন: আশা করি এই ভাল উদ্যোগ এ আপনাকে পাশে পাবো।

৩৯| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বেশিরভাগই পড়ি নাই।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬

আশিক মাসুম বলেছেন: পড়ে দেখতে পারেন , ভাল লাগবে আশাকরি।


আপনারা সাহায্য করবেন আশাকরি।

৪০| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
কস্টসাধ্য কাজে প্লাস না দিয়া কি পারি !

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৪১| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

শের শায়রী বলেছেন: চমৎকার উদ্দ্যেগ। সাথে পাবেন আশিক ভাই।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

৪২| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২

বোকামন বলেছেন:










সম্মানিত লেখক,

(ক্রমিক সংখ্যা দিয়ে কি পোস্টের মর্যাদা বোঝানো হচ্ছে ?
যদি তা না হয় তবে ক্রমিক সংখ্যার ব্যবহার না করলেই ভালো হয় ....)

আপনার উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক

ধন্যবাদ


১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪২

আশিক মাসুম বলেছেন: হাহাহা ৪২ তম কমেন্ট -এ এসে একজন সমালোচক পেলাম :)


না ক্রমিক সংখ্যা দিয়ে পোস্টের মর্যাদা বোঝানো হয়নি, আসলে ৫০ টা পোষ্ট করেছিলাম প্রথেমে , পরে আবার সাহিত্য অংশ যোগ করেছি । সব পিলিয়ে আসলে একা হাতে করেছি তাই গুছিয়ে করতে পারিনি। আমার নতুন একটা ফর্মেট মাথায় আছে , আশাকরি পরবর্তী পর্বের কাজ যদি করি তাহলে ইনশাল্লাহ জোশ একটা কিছু হবে ।


অনেক ভাল থাকবেন , ধন্যবাদ।

৪৩| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫

বোকামন বলেছেন:







হাহাহা আমি কিন্তু আপনার সমালোচনা করেনি :|
কিছুটা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি মাত্র ....
যাতে আপনি আরো ভালো কিছু আমাদের উপহার দিতে পারেন ...

ইন-শা-আল্লাহ

পরবতী পোস্টের অপেক্ষায়........
ভালো থাকুন

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

আশিক মাসুম বলেছেন: নাহ আমি সব্বাইকে পোষ্ট এর শুরুতে বলেছিলাম সমালোচনা করার জন , কিন্তু সবাই প্রশংসা করে বিদ্যা নিছে ।


তাও তো আপনি পরামর্শ দিছেন।



ভাল থাকবেন :)

৪৪| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

নেক্সাস বলেছেন: সুন্দর উদ্যেগ

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৪৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর .....।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো

৪৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

হাসি .. বলেছেন: ভাল কাজ

+
:)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি। :)

৪৭| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

ইখতামিন বলেছেন:
জানি. অনেক কষ্টসাধ্য...
প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছেন।
আশা করি চালিয়ে যাবেন.

এই রকম সংকলন পোস্ট ইদানিং কেউ দিচ্ছেনা।
একটা সময় আরজু আপু এই কাজটা করতেন.
অনেক ব্যস্ততায় সংকলনে হয়তো ভাটা পড়েছিল.
নতুন করে বাঁধ ভাঙা জোয়ারের ঢেউ তোলার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ দিলাম। আমরা আপনার পাশেই আছি।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

আশিক মাসুম বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ ইখতামিন ভাই, আপনারা পাশে থাকলেই নিয়মিত চালিয়ে যাওয়া সম্ভব।


অনেক শুভ কামনা আপনার জন্য। :)

৪৮| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

রেজোওয়ানা বলেছেন: বাহ, বেশ তো!

পুরো মাসেরটা করে ফেলেন এক সাথে।

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা আপু ২৪০৩ টা পোষ্ট পরতে হয়েছে এক সপ্তাহেরটা করতে । মাসে করলে , আমাকে খুজে পাওয়া যাবেনা।


ভাল থাকবেন চেষ্টা করবো একবার :)

ভাল থাকবেন ।

৪৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পাঠকদের নির্বাচিত পাতা বলে কিছু থাকলে ভাল হইতও...

পাঠকদের স্টিকি পোস্ট ও থাকা উচিৎ......

পাঠকের এবং ব্লগারদের ভোটে এগুলো নির্বাচিত ও স্টিকি হতে পারে।এই নামে একটা ক্যাটাগরি করে দিলে ভাল হয়।



শেষ কথাঃ বাঙ্গালী জ্ঞান দিতে অতি পছন্দ করে ( যদিও কাজ না হয় ) । আমিও খাঁটি বাঙ্গালীত্ব :-0 প্রকাশ করতে এই কমেন্ট দিলাম.। কিছু মনে কইরেন না!!!! B-)) B-))

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

আশিক মাসুম বলেছেন: জি আচ্ছা কিছু মনে ক্রলাম্না :)

৫০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট সাধ্য, পরিশ্রমী পোষ্ট।

অসাধারন, চমৎকার, ভালো, খুব ভালো, প্রশংসনীয়, সুন্দর উদ্যেগ।

পোষ্টে প্লাস। :)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

আশিক মাসুম বলেছেন: কমেন্ট করলেন ??!! নাকি মজা করলেন বুঝলাম্না :(

৫১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্ট করলাম। কি বলেন! সবাই অনেক প্রশংসা করেছেন, সবগুলো শব্দেরই দাবীদার আপনি। আমি একসাথে বললাম। :)

সত্যি বলতে আপনার এই কাজের জন্য আমাদের কষ্ট অনেক কমে গেল।

প্রতি সপ্তাহেই চাই এমন। :)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা, সব অলস লোক জন ইদানিং সামুতে আইসা বাসা বাঞ্ছে

৫২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

পুশকিন বলেছেন: সংকলন একটি কষ্টসাধ্য আর সময় ব্যয় সাপেক্ষ কাজ।।। ভালো উদ্যাগ।পুরাতন অনেক ব্লগারাই আছেন শুরু তে যারা সংকলনকে বেছে নিতেন জনস্বার্থে।।।উদ্যগকে স্বাগত জানাই

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

লক্ষ্মীপেঁচা বলেছেন: বালিকা ঠিক কথাই বলছে। আমিও এক দিনে সপ্তাহেরটা পড়ে নিতে পারবো এক জায়গা থেকেই । থেমোনা কিন্তু । চালিয়ে যাও পিলিজ লাগে । ;) ;) ;) ;)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

আশিক মাসুম বলেছেন: আফনের পিলিজ লাগে , হামাক সহায়তা করেন।

৫৪| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

এম এম ইসলাম বলেছেন: ভালো উদ্যোগ। সামুর মডারেটরদের পক্ষপাতমূলক বা কান্ডজ্ঞান নির্বাচিত পাতার বিকল্প হিসেবে যে যার মতো পছন্দের তালিকা তৈরী করতে পারে।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

আশিক মাসুম বলেছেন: নীরব থাকলাম।

৫৫| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক কস্ট করছেন ।

এই ধরনের কস্ট নিয়মিত কইরেন । তবুও যদি নির্বাচকরা একটু সদয় হন ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

আশিক মাসুম বলেছেন: চেষ্টা করবো ভাই :)

৫৬| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আরজু পনি বলেছেন:

খুবই ভাল কাজ করেছেন...চালিয়ে যান।

শুভ কামনা সবসময়ের জন্যে।।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

আশিক মাসুম বলেছেন: আপু আপনার কাছ থেকে অনিপ্রানিত হয়ে শুরু করা।


ভাল থাকবেন আপনি।

৫৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি এই পরিশ্রমের প্রতি স্যালুট জানাই এবং পোষ্ট প্রিয়তে নিলাম।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন ব্রো।

৫৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন: বেশ কিছু ধরে অনিয়মিত ব্লগে তাই দেখি নাই পোষ্টটি।
অসাধারণ উদ্যোগ।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১০

আশিক মাসুম বলেছেন: আমিনুর ভাই পোষ্ট টি আপনার কাছ থেকে অনুপ্রানিত হয়ে এই পোষ্ট দেওয়া। আপনি প্রায় দেখি এমন পোষ্ট শেয়ার দেন । অপেক্ষায় আছি আপনি লিঙ্ক দিবেন আর তার পর আমি পোষ্ট দিব।:)
ধন্যবাদ।

৫৯| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: স্যালুট ভাই! +++++++++++

পোস্ট প্রিয়তে! :)

চলুক এই উপকারী ট্রেন!

সবাই উপকৃত হবে!

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১২

আশিক মাসুম বলেছেন: জি চলবে ব্যস্ততার জন্য আসলে থেমে আছি।

৬০| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১০

মনিরা সুলতানা বলেছেন: দেখা হইলে ডায়টিশিয়ান এর পয়সা দিবেন , আপ্নাগো আহ্লাদে আজকে আমার এই মহা দশা । আরও আইলসা বানায়া দিতাছেন ।


চমৎকার উদ্যোগ ।। এতে যেমন অনেক ধরনের লেখা পড়া যায় , আবার একজন ব্লগার এর রুচি বোধ এর পরিচয় ফুটে উঠে ।
++++++++++++++++ :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০০

আশিক মাসুম বলেছেন: হাহাহা আপু কৃতজ্ঞ করে দিলেন, এমন মন্তব্য দেখে আবার ন্তুন করে কাজ শুরু করার আগ্রহ ফিরে পেলাম। ওকে ঠিকানা বলেন ডায়টিশিয়ান এর পয়সা বাসায় দিয়ে আসব।

৬১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

সোহাগ সকাল বলেছেন: চমৎকার পোস্ট! প্লাস দিলাম।
++

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.