নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

জলপাই রঙের মেঘ

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

১৯৭১ আর ২০১৩,

৭,২৫,২৬ আর ১৬

আমার আকাশ জুড়ে

জলপাই রঙের মেঘ,

রক্ত বৃষ্টির নোনা স্বাদে

দেবতাদের বিষাক্ত আমোদ।



সত্যিকারে স্বাধীনতার অপেক্ষা,

প্রানের অস্পৃশ্য করিডোরে

হেটে যায় শহিদের প্রেতাত্মারা

নিপাট আশাহত গোমড়া মুখে।





চালতা পাতার রসে জননী বন্ধা,

তাই সোনার মাটিতে রাজাকার

আর পুকুর চোরের জন্ম হয়

মমতা যেখানে কুকুর পোষা

দেশ মাত্রিকা সেখানে নষ্ট সময় কেবল।









*** এতটা কাল পর আমি স্বাধীনতাকে খুজি!! খেতে না পাওয়া মানুষ গুলুর মুখে , ধর্ষিতার চোখের জলে , সন্তান হারা মা বাবার অসহায় আকুতিতে , স্বাধীনতা খুজে ফিরি নিরিহ মানুষ গুলির আয়োজন হীন সলিল সামাধির নামে নিছক পুতে রাখায় , স্বাধীনতা অপমানিত মুক্তি যুদ্ধার ঘৃণা ভরা হাসি। স্বাধীনতা খুজে ফিরি রাজাকারের ঘাড়িতে উরা পতাকায় ওদের এদেশের মাটিতে আজো বেঁচে থাকা চমৎকারে। আমি স্বাধীনতা খুজি বেকার জুবকের ক্ষয়ে যাওয়া জুতুর তলা কিংবা প্রতিটি বাঙ্গালীর অসহায়ত্বে। আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসনে ***







উৎসর্গঃ প্রাণ নিয়ে প্রাণ হীন বেঁচে থাকা সকল বাঙ্গালিকে , যারা আমৃত্যু স্বাধীনতা খুজে ফিরে পাগলের মতো।

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



এতটা কাল পর আমি স্বাধীনতাকে খুজি!! খেতে না পাওয়া মানুষ গুলুর মুখে , ধর্ষিতার চোখের জলে , সন্তান হারা মা বাবার অসহায় আকুতিতে , স্বাধীনতা খুজে ফিরি নিরিহ মানুষ গুলির আয়োজন হীন সলিল সামাধির নামে নিছক পুতে রাখায় , স্বাধীনতা অপমানিত মুক্তি যুদ্ধার ঘৃণা ভরা হাসি। স্বাধীনতা খুজে ফিরি রাজাকারের ঘাড়িতে উরা পতাকায় ওদের এদেশের মাটিতে আজো বেঁচে থাকা চমৎকারে। আমি স্বাধীনতা খুজি বেকার জুবকের ক্ষয়ে যাওয়া জুতুর তলা কিংবা প্রতিটি বাঙ্গালীর অসহায়ত্বে। আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসন


মুগ্ধ হলাম।

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭

আশিক মাসুম বলেছেন: মুগ্ধতা চাইনা ভাই, কেবল চাই কেউ একজন অন্তত চোখের জল মুছেদিক ।

২| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৫

একজন আরমান বলেছেন:

* এতটা কাল পর আমি স্বাধীনতাকে খুজি!! খেতে না পাওয়া মানুষ গুলুর মুখে , ধর্ষিতার চোখের জলে , সন্তান হারা মা বাবার অসহায় আকুতিতে , স্বাধীনতা খুজে ফিরি নিরিহ মানুষ গুলির আয়োজন হীন সলিল সামাধির নামে নিছক পুতে রাখায় , স্বাধীনতা অপমানিত মুক্তি যুদ্ধার ঘৃণা ভরা হাসি। স্বাধীনতা খুজে ফিরি রাজাকারের ঘাড়িতে উরা পতাকায় ওদের এদেশের মাটিতে আজো বেঁচে থাকা চমৎকারে। আমি স্বাধীনতা খুজি বেকার জুবকের ক্ষয়ে যাওয়া জুতুর তলা কিংবা প্রতিটি বাঙ্গালীর অসহায়ত্বে। আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসনে ***


কাব্য আর কথায় আমি মুগ্ধ।
লেখার গভীরতা যে কতটুকু তা বলে বুঝানো যাবে না।

২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩

আশিক মাসুম বলেছেন: মুগ্ধতা চাইনা ভাই, কেবল চাই কেউ একজন অন্তত চোখের জল মুছেদিক ।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্যিকারে স্বাধীনতার অপেক্ষা,
প্রানের অস্পৃশ্য করিডোরে
হেটে যায় শহিদের প্রেতাত্মারা
নিপাট আশাহত ঘোমরা মুখে।

ঘোমরা কি?

ভাল লাগল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও শুভেচ্ছা আপু , কেমন আছেন আপনি।



ঘোমরা বানান ঠিক আছে কিনা আমি সিউর না, মনে হয় ঠিক আছে ( :( ) ব্র্যাকেট এর ভিতরে যে মুখ দেখছেন এটাকে বলে ঘোমরা মুখ।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২

ফারজানা শিরিন বলেছেন: ভয়ঙ্কর সুন্দর !!!

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

আশিক মাসুম বলেছেন: ফারজানা আপু অনেক অনেক ধন্যবাদ রইলো।

আর দয়াতো আছেই :)

৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৩

বাংলাদেশী দালাল বলেছেন:
কেমনে লেখেন ভাই। আমি তো আপনের একজন পাংখা হইয়া যাইতাছি।
পদ্যে আপনের। আর।
গদ্যে কান্ডারী অথর্ব ভাইয়ের।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

আশিক মাসুম বলেছেন: প্লিজ ভাই এমনে বইলেন্না শরম লাগে :!> :#>



অনেক শুভ কামনা আপনার জন্য।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'গোমড়া' মনে হয়।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

আশিক মাসুম বলেছেন: আমি আসলে বানান টা জানিনা , আপনারটা ঠিক থাকলে ঠিক করে দিচ্ছি, কিন্তু গুগল থেকে " ঘোমরা " দেখাচ্ছিল :)



আপনাকে অনেক ধন্যবাদ।


আপনার ব্লগে অনেক দিন মজার পোস্ট নাই , জমিয়ে আড্ডা দেওয়া হয়না। খালি জঞ্জাল আর জঞ্জাল । আশা করি একটা মজার পোষ্ট দিবেন , মিস করছি ।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভীষণ রকম ভালো লেগেছে আশিক ভাই! ++++++ :)

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

আশিক মাসুম বলেছেন: আর ভাল লাগা!! যুদ্ধের প্রস্তুতি নেন। সত্যিকারের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে ।

৮| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮

স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো মাসুম ভাই !
সব শহীদদের আত্বার মাগফিরাত কামনা করি !

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

আশিক মাসুম বলেছেন: সব শহীদদের আত্বার শান্তির জন্য এদেশে সত্যিকারের স্বাধীনতা ভীষণ প্রয়োজন।

৯| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

জাকারিয়া মুবিন বলেছেন:
সত‍্যিকারের স্বাধীনতা চাই, তবে হোক আরেকটা যুদ্ধ।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

আশিক মাসুম বলেছেন: তবে তাই হোক।

১০| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

এরিস বলেছেন: *** এতটা কাল পর আমি স্বাধীনতাকে খুজি!! খেতে না পাওয়া মানুষ গুলুর মুখে , ধর্ষিতার চোখের জলে , সন্তান হারা মা বাবার অসহায় আকুতিতে , স্বাধীনতা খুজে ফিরি নিরিহ মানুষ গুলির আয়োজন হীন সলিল সামাধির নামে নিছক পুতে রাখায় , স্বাধীনতা অপমানিত মুক্তি যুদ্ধার ঘৃণা ভরা হাসি। স্বাধীনতা খুজে ফিরি রাজাকারের ঘাড়িতে উরা পতাকায় ওদের এদেশের মাটিতে আজো বেঁচে থাকা চমৎকারে। আমি স্বাধীনতা খুজি বেকার জুবকের ক্ষয়ে যাওয়া জুতুর তলা কিংবা প্রতিটি বাঙ্গালীর অসহায়ত্বে। আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসনে *** [/si
এসব দেখার সময় কারো নেই। সবাই যে যার মতো চলছে। বুলি আওড়ে যাচ্ছে , কাজের বেলায় তারা নেই... আমরা শুধু কাঁদতেই পারবো..
কবিতা সুন্দর.। তার চেয়েও বেশি সুন্দর এই কথাগুলো...
সুতীব্র উপলব্ধি ...

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

১১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন লিখেছেন...অনেক ভালো লাগল :)

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

আশিক মাসুম বলেছেন: অপ্নাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

মুনসী১৬১২ বলেছেন: শহীদের প্রেতাত্মা শব্দটা যায় না....প্রেতাত্মা নেতিবাচক শব্দ....শহীদের আত্মা হলে ভালো হতো কারণ প্রেতাত্মা হলো খারাপ আত্মা.......

এটা আমার মত.....ভুল হলে ক্ষমা করবেন।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আশিক মাসুম বলেছেন: জি ভাই কবিতাটা যখন লিখেছি তখন ব্যপারটা আমার মাথায় ছিলো আর এই প্রশ্নের জন্য অপেক্ষা করছিলাম। এদেশের স্বাধীনতার দীর্নতা দেখে শহিদের মৃত্যু কে অপ মৃত্যু মনেহয়। শহিদের আত্মারা এখন প্রেতাত্মা হয়ে এদশের কুকুরদের খুজে ফিরছে । আমার ধারনা বিষয়টা আপ্নার কাছে পরিষ্কার, কবিতার অন্তর্নিহিত ভাবের সাথে শব্দটা ঠিক আছে।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাবছি কাকে ডাকা যায়।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

আশিক মাসুম বলেছেন: ভাই তারাতারি করেন আপ্নের পিলিজ লাগে, নাইলে আমার মরণ হইলে পরে কানবেন :(

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

সানড্যান্স বলেছেন: মুনসী ইজ রাইট!

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

আশিক মাসুম বলেছেন: জি মুন্সীর কমেন্ট এর উত্তর পড়ে নিন :)

১৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

বোকামন বলেছেন:








“যারা আমৃত্যু স্বাধীনতা খুজে ফিরে পাগলের মতো”
সেই দলে আমিও আছি ......

“জাগ্রত হোক চেতনা
চেতনা বাস্তবায়িত হোক বাস্তবে”

কবিতায় ভালোলাগা
আশাকরি ভালো আছেন .......

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

আশিক মাসুম বলেছেন: সেই দলে আমিও আছি ...... আছি আর থাকতে চাইনা , সত্যিকারের স্বাধীনতা চাই।


জি ভাল আছি , আপনি কেমন আছেন ব্রো ?

১৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

তারছেড়া লিমন বলেছেন: বাংলাদেশী আর বাঙালী এই দুইটা নিয়ে ক্যাচাল চলছে ।স্বাধীন এই দেশে আমি বাঙালী এইটাই আমার আত্ম পরিচয় ।

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আশিক মাসুম বলেছেন: হুম সেই।

১৭| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: আমি স্বাধীনতা খুজি না পাওয়া স্বাধীনতার অধরা প্রহসনে ***


সহমত

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

shfikul বলেছেন: স্বাধীনতা চাই।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

আশিক মাসুম বলেছেন: সত্যিকারে স্বাধীনতার অপেক্ষা

১৯| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো। ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

আশিক মাসুম বলেছেন: হেই আপু কেমন আছেন ??



আপ্নাকেও শুভেচ্ছা এবং শুভ কামনা।

২০| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

বাংলার হাসান বলেছেন: আমার আকাশ জুড়ে
জলপাই রঙের মেঘ,
রক্ত বৃষ্টির নোনা স্বাদে
দেবতাদের বিষাক্ত আমোদ। ++++++

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আশিক মাসুম বলেছেন: হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ।

২১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: স্বাধীনতা দিবসে মোট কয়টা গাড়ী ভাঙ্গা হইল, কয়টা পোড়ানো হইল আর মোটের উপর কয়টা ককটেল বোমা ফাটানো হইল, মোট কতজন আহত হইল তার একটা লিস্ট করতে পারলে ভালো হইত :D

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০

আশিক মাসুম বলেছেন: সেই।

২২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষের লাইনটা এভাবে পড়তে ভালো লাগছে


দেশ মাত্রিকা সেখানে নষ্ট সময় কেবল। বদলে


দেশ মাত্রিকা সেখানে কেবল নষ্ট সময় ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ বস।


লিখাটা আপনি যেমন বললেন প্রথম তেমনি ছিলো। একবার আবৃতি করে দেখেন এভাবে লিখলে শেষে ভাল লাগেনা । আবৃতির স্বার্থে এখন যেমন তেমন দিয়েছি :)

২৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

অনীনদিতা বলেছেন: ভীষন ভালো:)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

২৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

সিয়ন খান বলেছেন: সত্যিকারের স্বাধীনতা চাই

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

আশিক মাসুম বলেছেন: সত্যিকারে স্বাধীনতার অপেক্ষা!!!!

২৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো.....+++++

ধন্যবাদ আশিক ভাই ... ভাল থাকবেন...

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

আশিক মাসুম বলেছেন: আপনিও ভাল থাকবেন , অনেক শুভ কামনা থাকলো। আর প্লেবয় সিরিজের পরের পর্ব দেখতে চাই খুব সিগ্রি।

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন!
+++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন সান্তাপ্পি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.