নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!ঠিকানা!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

"মানুষ যতটা বেশী সাবধান হতে চায় ভুল করার সম্ভাবনা ততটাই বেড়ে যায় " লাইনটা হিমুর মাথায় এই মুহূর্তে চক্রাকারে ঘুরছে।

কথাটা কতটা যুক্তিক ভাবতে ভাবতে হাটছে হিমু, হিমু নামটা নিয়ে ছেলেটাকে খুব বিপাকে পড়তে হয় মাঝে মাঝেই। নাম শুনেই মানুষ ওর দিকে এমন একটা দৃষ্টিতে তাকায়, যেন ইচ্ছে করেই হিমু নামটা বলে বেড়াচ্ছে সে। আজ সকালেও অফিসের বস ওকে জিজ্ঞেস করেছে সত্যি কি আপনার বাবা মা আপনার নাম হিমু রেখেছে? নাম শুনলেই কেমন ফাত্রা টাইপ মনে হয়। অজানা এক কারনে এই প্রশ্নের জবাবে হিমু কেবল মুচকি হাসে, মুমি এটাকে বলতো ইব্লিশ হাসি। মুমি হলো হিমুর প্রেমিকার নাম। আজকাল প্রেমিক-প্রেমিকা শব্দটা হাড়িয়ে গেছে, ছেলে মেয়েরা খুব ভাব নিয়ে GF আর BF বলে। কালের বিবর্তনে খুব প্রানবন্ত কিছু শব্দ পরিণত হয়েছে বোবা কান্নায় , সেদিন দূরে নয় GF , BF শব্দ গুলো পরিবর্তিত হয়ে Doll কিংবা Toy -এ পরিণত হবে( এ ওকে দেখিয়ে বলবে she is my doll ও একে দেখিয়ে বলবে he is my toy)। অতিমাত্রার আধুনিক জেনারেশন আধুনিকতা মানে কেবল অদ্ভুত কিছু করতে পারাকেই বুঝে।



অফিস শেষে বাসায় ফেরার পথটা হেটে যেতে হিমুর খুব ভাল লাগে। একা একা হাটার কিছু পজেটিভ দিক আছে , যদিও সে এত কিছু ভাবেনা। হিমুর খুব ইচ্ছে হেটে হেটে সে একদিন সেন্ট মার্টিন যাবে। এনিয়ে ওর মাথায় অনেক প্ল্যান আছে। "মাথায় কোন প্ল্যান আসলে যতক্ষণ কাজটা শেষ না হয় ভীষণ অস্থিরতায় কাটে" হিমু ছেলেটা অস্থির না, কেমন জানি মাথায় চিন্তা পুষতে ওর ভাল লাগে।



বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় হিমুর। রাত করে বাড়ি ফেরা মানুষেরা ভাবুক টাইপ হয়। হিমুর মাঝে ভাবনার ছিটে ফোঁটাও নাই। খুব কঠিন মুহূর্তেও এক গাল হাসি নিয়ে সে বলবে ব্যাপারনা হয় এমনটা। একবার কি হলো , হিমুর বাবা খুব অসুস্থ হয়ে হসপিটালে বর্তি। আত্মীয় স্বজন সবাই এসে হসপিটালে জড়ো হল, পুরু ওয়েটিং রুম ওদের দখলে। হিমুদের পরিবারের মানুষ গুলো সবাই খুব আন্তরিক। কারো কোন কিছু হলেই ১৪ গুষ্টি থেকে প্রায় ১৬ গুষ্টি এসে হাজির হয়, সুখের কিংবা দুঃখের বিষয় হোক ওদের আসতেই হবে।হিমুর বাবার অবস্থা ভালনা। ডাক্তাররা এসে আশঙ্কার কথা জানিয়ে গেছে, সবার মুখ থমথমে। হটাৎ করেই হিমু বলে উঠলো ও মাই গড আজকে মুমির মা-বাবার মেরিজ ডে আমি এখনো এখানে বসে আছি কেন? বলেই সে হন হন করে হাটা দিলো। সবাই বোকা বনে গেলো মুহূর্তে নেমে এলো পিন পতন নীরবতা। হিমুর ছোট ফুপ্পির কান্নার ব্যারাম আছে মনে হয়, মহিলা হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করলো কারন তার বড় ভাইয়ের একমাত্র ছেলেকে তার কাছে উম্মাদ মনে হয়।কতবার কত তাবিজ কবজ এনে দিয়েছে হিমুকে। অনেকের মত হিমুর ছোট ফুপ্পির ধারনা বাবা মায়ের এক মাত্র সন্তান দের উপর বদ জীন-পরীর নজর থাকে।



হাটতে হাটতে রোজ শাহবাগের ফুলের দোকান গুলুর সামনে এসে হিমুর পথ থেমে যায়। রঙ বেরঙ এর সাজিয়ে রাখা ফুল দেখতে ভাল লাগে ওর, প্রতিদিন সে দোকানীর সাথে দরদাম করে। সাদা রঙের গোলাপ পেলেই কেবল নিবে সে, সাদা শান্তির প্রতীক। তাই সাদা গোলাপ হলো দুনিয়ার সবচে মূল্যবান ফুল, একথা মুমির কাছ থেকে শুনেছে হিমু। ফুল কিনার পর এক মুহূর্ত আর দাড়ায়না ছেলেটা, লম্বা লম্বা পা ফেলে হাটতে থাকে। আসলে গন্তব্য জানা থাকলে মানুষের হাটার গতি বেড়ে যায়। এটা একটা হিসেব , কিছু কিছু হিসেব থাকে মানুষের মস্তিষ্কে চরম প্রভাব ফেলে।



আজ এপ্রিলের ৪ তারিখ, হিমুর জন্ম দিন। ৩ টি সাদা রঙের গোলাপ কিনে চুপচাপ হাটতে থাকে হিমু। জীবনে কোনদিন হিমু কাঁদেনি, কান্না ব্যাপারটা খুব অচেনা ছেলেটার কাছে। আজ ওর বিষণ কান্না পাচ্ছে। পৃথিবীতে অনেক কাকতালীয় ব্যাপার হয়। হিমুর সাথেও হচ্ছে। হুমায়ুন আহমেদের হিমুর সাথে এই হিমুর কিছু ব্যাপার মিলে যায়। এতো কষ্ট হচ্ছে কেন ওর, নিজের অবস্থা দেখে নিজেই চমকে উঠে সে।



ঘাসের উপর পা ছড়িয়ে বসে আছে হিমু। এই প্রথম ওর চোখ বেয়ে পানি পরছে। এই পানির নাম সংজ্ঞা কিছুই জানেনা সে। একবার উঠে দাড়িয়ে সামনের তিনটি কবরে শিয়রের দিকটাতে তিনটা ফুল গুজে দিয়ে বসে পরলো আবার। ডান পাস থেকে প্রথম কবরটা হিমুর বাবার তার পাশে ওর মা মাঝে একটা কবরের যায়গা ফাক রেখে মুমি। খালি অংশটা হিমু নিজের জন্য রেখেছে। মা আর মুমির মাঝখানে শুয়ে থাকা ব্যপারটা ওকে অনেক রোমাঞ্চিত করে। কবর ব্যপারটাই বিষণ অন্য রকম। পৃথিবীর একমাত্র স্থায়ি ঠিকানা। বেঁচে থাকা মানুষের আসলে নির্ধারিত কোন ঠিকানা থাকেনা , আজ এখানে কাল ওখানে। প্রায় সময় হিমুর মাথায় একটা চিন্তা ভর করে, মা আর মুমির কবরের মাঝের যায়গাটায় একটা ছোট্ট ঘড় বানিয়ে সে বসতি শুরু করবে। এতে করে ২ টা ব্যাপার হবে, এক সবার মাঝে থাকলে ওর একাকীত্ব দূর হবে আর দুই সে হবে পৃথিবীর একমাত্র স্থায়ি ঠিকানা দারী জীবন্ত মানুষ।



হিমু বিড় বিড় করে কথা বলতে থাকে ,



"বাবা" কেমন আছো আজ? নিশ্চুপ কবর থেকে কোন উত্তর নেই। খুব কম কথার মানুষ ছিলেন হিমুর বাবা, অনেক গুলু প্রশ্ন করা হলে তিনি এক কথায় উত্তর দিতেন।হিমু যখন ইন্টার মিডিয়েট শেষ করে ভার্সিটিতে বর্তি হবে তখন জার্মানির স্ক্লারশিপ পেয়ে গেলো। অনেক চিন্তিত হয়ে সে বাবার কাছে গেলো, খুব সান্ত হয়ে আধ ঘণ্টা লাগিয়ে বাবাকে বুঝিয়ে বলল বাবা কি করি বলতো?? বাবা পত্রিকা পড়া থামিয়ে একবার উর দিকে তাকিয়ে আবার পত্রিকায় মনোযোগ দিলেন। মিনিট পাঁচেক পর বললেন নিজের মন কে জিজ্ঞেস করো।



"মা" ভাল আছি আমি , চিরকাল তোমার একটাই চিন্তা ছিলো আমি কেমন আছি! আর তোমরা পাশে না থাকলে আমি কেমন থাকবো। অনেক ভাল আছি মা। মার শরীরের গন্ধ নিতে খুব ইচ্ছে করে হিমুর । কবরের মাটির নাক লাগিয়ে মার শরীরের গন্ধ নেবার প্রাণ পণ চেষ্টা করে, মাটির সোঁদা গন্ধে মার অস্তিত্ব খুজে পায়না সে।



একটু সরে এসে মুমির কবরের পাশে চুপ হয়ে বসে আছে হিমু। সাহস পাচ্ছেনা কথা বলার।মুমি চলে যাবার সময় হিমুর হাত ধরে বলে গিয়েছিলো ভাল থেকো, হিমু ভাল নেই।" হেই মহারাণী কেমন আছো তুমি? মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি কাঁদবো সেটা হবে ৮ম আশ্চর্য, দুনিয়ার সব মানুষ কে ডেকে দেখাবে"। আজ কাদছি মুমি ,আজ আমি কাঁদছি। কথার ফাকে ফোঁটা ফোঁটা চোখের জল পরতে থাকে মুমির কবরে। আর গত পাঁচটা বছর বুকের মাঝে লুকিয়ে থাকা সব কথা হর হর করে বেরিয়ে আসতে থাকে হিমুর মুখ দিয়ে।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভললাগা সুন্দর হইছেরে!!

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ থাকলো ব্রো।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭

মাক্স বলেছেন: এত একটা ভাল হ্য় নাই। আরও ডিটেইলস করতে পারতেন!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

আশিক মাসুম বলেছেন: ভাই বেশী লিখতে ইচ্ছে করেনা। এটা আসলে গল্প না , একটা কল্পনা মাত্র।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

এরিস বলেছেন: Acchonnotar ekta probol vaab achhe.. Golpo sundor..

Himuke etota eka na korleo hoto... :(

Majhe majhe kichu line quotation mark ( "........") deya keno?? Kothao theke neya??

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

আশিক মাসুম বলেছেন: একা হয়ে গেছে কেমনে জানি।


(" ") এ গুলা হলো বানী :)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

অনীনদিতা বলেছেন: কেন জানিনা আপনার লেখাটা পড়ে খুব বেশি ভালো লেগেছে।
তবে সেই ভালো লাগাটাও জানি একটু কেমন কেমন!!!!

দাগ কেটে দিলো মনে :) :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা , আমার একটা লিখা তার আবার দাগ। লজ্জিত হলেম :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

তারছেড়া লিমন বলেছেন: মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি কাঁদবো সেটা হবে ৮ম আশ্চর্য, দুনিয়ার সব মানুষ কে ডেকে দেখাবে। আজ কাদছি মুমি ,আজ আমি কাঁদছি। সবই বুঝবার পারলাম কিন্তুক মুমি টা আবার কে??? ;) ;) ;) ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

আশিক মাসুম বলেছেন: মুমি !!!


গল্পটা আরেকবার পড়েন , বুঝে ফেলবেন :)

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

স্বপনবাজ বলেছেন: হিমুর মতই অনেক টা !

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

আশিক মাসুম বলেছেন: মাফ করেন ভাই । অত বর দৃষ্টতা দেখাতে চাইনা।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০

ফালতু বালক বলেছেন: মাছুম ভাই, তাড়াহুড়া করে লিখছেন মনে হয় ।
আরেকটু সময় নিয়া লিখলে মনে হয়, আরো ভালো লাগতো।
গল্পের প্লটটা খুব ভাল লাগছে, আলসামি করছেন ;)

তবুও ভালো লাগছে।

মনে আছে তুমি বলেছিলে যেদিন আমি কাঁদবো সেটা হবে ৮ম আশ্চর্য, দুনিয়ার সব মানুষ কে ডেকে দেখাবে। আজ কাদছি মুমি ,আজ আমি কাঁদছি।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

আশিক মাসুম বলেছেন: ১০০% এতো টাইম কই?

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব একটা ভালো লাগেনি। আবার গল্প লেখার প্রচেষ্টাকে নিরুসাৎহিত করছি না। আমি মনে করি আরো ভালো করার সুযোগ আছে। রোমান্টিক ট্যাজেডি হিসেবে পাঠকের মনে দাগ কাটার মত বর্ননার অভাব বোধ করছি। উত্তমপুরুষের লেখার আরো অনুশীলন করতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে ভালো লেখকদের গল্প পড়ার কোন বিকল্প নেই। যেমন ব্লগে হাসান মাসুদ ভাই, ফ্রাসট্রেটেড ভাই প্রমুখ।

অনেক শুভ কামনা রইল। :) আরো সময় নিয়ে লিখলে লেখাটা আরো ভালো হত। :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১

আশিক মাসুম বলেছেন: ভাইয়া অনেক ধন্য বাদ। গল্পটা আসলে আমাকে দিয়ে হয়না। কিংবা এটাই আমার ধারা।

সময় নিয়ে লিখার দৈর্য আসলে আমার নাই।

অনেক গল্পের বই পড়েছি ভাইয়া, কিন্তু এখন মনে হয় সব বৃথা :P :P =p~



চেষ্টা করবো পরের বার । :D :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

বাংলার হাসান বলেছেন: আল লাগলো, আশা করি একদিন ছাড়িয়ে যাবেন সবাইকে।

শুভ কামনা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

আশিক মাসুম বলেছেন: হাসান ভাই , ভাল থাকবেন।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ৫ম ++++++++

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

আশিক মাসুম বলেছেন: ব্যাঙ মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ। :P

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭

মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগলো হিমুর গল্প। :)

ভালো থাকবেন। তবে মাঝে মাঝে ভালো না থাকাই ভালো। ;) =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

আশিক মাসুম বলেছেন: হাহাহা সত্যি তাই , সব সময় ভাল না থাকাই ভালো।


অনেক অনেক ধন্যবাদ। কথা ছিলো আপনাকে এই গল্প উৎসর্গ করব মাগার খেয়াল আছিল না :P =p~


ইনশাল্লাহ নেক্সট পোস্ট আপনার জন্য ভাবী জান :)

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

এম হুসাইন বলেছেন: খ্রাপ না, প্লাসায়িত :) ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা খারাপ কন্নাই সেটাই খুশি :)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৬

যোগী বলেছেন:
ঐ মিয়া আপনার দেখি বহুমুখী প্রতিভা।
মনে রাইখেন টোকাই লাগাইয়া দিছি আপনার টোকিওর হিষ্ট্রি বাইর করনের লাইগা। ;)
আপনে মিয়া কন নাই #:-S

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৬

আশিক মাসুম বলেছেন: হাহাহা আরে তেমন কিছুই করিনাই, নাকানো বিজনেস একাডেমী থেকে ইন্টার নেট বিজনেস ম্যানেজ ম্যান্ট এ পড়া শেষ করেছি। সব মিলিয়ে ছিলাম বছর ৫। কইওয়া তে বাসা ছিলো।


এখন বাংলা দেশে কম্পিটার এর মিস্ত্রী :)


আর কি জানতে চাইন ?? :P =p~

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই। আজকাল সকাল গুলু খুব একটা শুভ হয়না। প্রকট রোদের অনাচারে জলে উঠে সারা শরীর।




থাক সাত সকালে ঝামেলা ক্রলাম্না ।




শুভ সকাল , অনেক সুন্দর একটা দিনের শুভ কামনায়। :)

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

মিষ্টি মেয়ে বলেছেন: আমার জন্য পোস্ট কেন? আমি সেইরম কেউ না... =p~ =p~

ধন্যবাদ :)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৮

আশিক মাসুম বলেছেন: কারন ঐটা আপ্নি আমার কাছে পাওনা =p~ =p~ :P :P



মিষ্টি মেয়ে বৃষ্টি চেয়ে
হাত বারালো হাওয়ায়,
মেঘ কালো চোখ
অমোঘ রুপে
বৈশাখী রোদ ছড়ায়। ;)


কাইছে যেই কবিতা লিখিলাম , আল্লাই যানে ভাইজান নাকি বাঁশ নিয়া আসে। =p~ :P


( ভাইজান গো মাফ করি দিয়েন , আফনের ফিলিজ লাগে :-P )

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

মামুন রশিদ বলেছেন: অন্য এক হিমু'কে দেখলাম । হিমুরা বাঁধনছাড়া, কিন্তু এই হিমু নিজেকে স্থায়ী বাঁধতে চায় ।


লেখা ভালো হয়েছে, সামনে আরো ভালো হবে আশা রাখছি । প্লাস দিয়ে গেলাম ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো :P । অন্য এক হিমু , ভাল বলেছেন। B-)


আমি আসলে গল্প লিখতে জানিনা ভাই, অযথা চেষ্টা করা :|

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আপনারে দেইখা আমারো হিমুরে নিয়ে লিখতে ইচ্ছা হচ্ছে!

ভাল লাগলো।

শুভকামনা রৈল। :)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

আশিক মাসুম বলেছেন: সরি আপু হিমু নিয়ে লিখা তো দূরে থাক চিন্তা করতেও ভয় হয়।



আপনার লিখার অপেক্ষায় থাকলাম ।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালো লাগা।

++++

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

মিষ্টি মেয়ে বলেছেন: ওয়াও এত সুন্দর কবিতা আমার জন্য!! আপনার সবগুলো কবিতা অসাধারন।
অনেক ধন্যবাদ এত কিউট কবিতার জন্য। :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

আশিক মাসুম বলেছেন: জি আপনার জন্য , সুন্দর কবিতা । :)

২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

বিষাদ সজল বলেছেন: ভাই আপনার হিমু তো দেহি জুতা পইড়া হাডে !!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

আশিক মাসুম বলেছেন: খালি জুতা , সুট টাই ও পরে। :) :P =p~

২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

অন্ধকার রাজপুত্র বলেছেন: গল্প ভালো লাগলো. তবে লেখা থামাবেন না। লিখতে লিখতে লেখার মান আরও ভালো হবে :) :) :)
ফেসবুকে আমার সাথে যোগ দিয়েন http://www.facebook.com/roxterjojo

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, এড করলাম :)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

বোকামন বলেছেন:






কালের বিবর্তনে খুব প্রানবন্ত কিছু শব্দ পরিণত হয়েছে বোবা কান্নায়

কল্পনা তবু বাস্তবে বসবাস ..... লেখার বেশ কিছু লাইনের উপলব্ধি অনেক গভীরে .....
কৃতজ্ঞতা জানুন ....

আরো লিখুন ....

শুভকামনা নিরন্তর ......

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

আশিক মাসুম বলেছেন: ব্রো আপনার মন্তব্য খুব অন্যরকম লাগে । আর লিখার খোরাক জাকে বলে :)

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

জাকারিয়া মুবিন বলেছেন:
প্রচুর বানান ভুল, ঘটনা প্রবাহে গন্ডগোল আছে মনে হল।

ঠিক করে নেবেন। খুব বেশী ভাল লাগেনি। মাইন্ড খাইয়েন না আবার। :(

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

আশিক মাসুম বলেছেন: জিনা ভাই মাইন্ড খাইনআই :) আমি লিখেছি আমি জানি এটার অবস্থা কি =p~ :P


ব্যাপার না ।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: আশিক ভাই ভাল লেগেছে......ফিনিশিংটা ভাল হয়েছে.... +++++

আজকাল রোমিও রাও হিমুর গল্প লিখতে শুরু করে দিল যে :P

ধন্যবাদ ভ্রাতা .... ভাল থাকবেন....

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন ভাই।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: হিমুর গল্প , একটু বিবরন বেশি হইলে ভালো হইতো ।

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

আশিক মাসুম বলেছেন: হায়রে কপাল কেন লিখতে গেলাম গল্প।


ভাই জাস্ট লিখার জন্য লিখেছি, আমার মত সস্থা লিখকের কাছে এরচে ভাল কেমনে আশা করেন।

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

ফারজানা শিরিন বলেছেন: লেখকের মনের অবস্থা ধরতে পারতেছি না । ঃ (

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

আশিক মাসুম বলেছেন: আসলে আমি নিজেও ধরতে পারছিনা :P

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬

ফারজানা শিরিন বলেছেন: ঃ@ নিজের অভিজ্ঞতা থেকে জানি সব লেখার পেছনে বেক্ত অবেক্ত অনুভূতি থাকে । ঃ /

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

আশিক মাসুম বলেছেন: সেই । :)

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, এই অখাদ্য লিখাকে সুন্দর বলার জন্য।

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: "মুমি এটাকে বলতো ইব্লিশ হাসি।"

শুধু ইব্লিশ বলছে? আপ্নে ত মিয়া কিলারও! গল্পে এতোগুলা জলজ্যান্ত মানুষকে কবরে পাঠায়া দিলেন! কিবোর্ড একটুও কাপলো না লিখতে! X(

ভালো হয়নাই গল্প। কান্দাকাটি করতে ব্লগ পড়তে কে আইছে /:)

আশিক, একটা আনন্দের গল্প লিখতে পারেন প্লিজ? :#>

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

আশিক মাসুম বলেছেন: ওকে নেক্সট ওয়ান হবে।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

s r jony বলেছেন: সেদিন দূরে নয় GF , BF শব্দ গুলো পরিবর্তিত হয়ে Doll কিংবা Toy -এ পরিণত হবে( এ ওকে দেখিয়ে বলবে she is my doll ও একে দেখিয়ে বলবে he is my toy)। অতিমাত্রার আধুনিক জেনারেশন আধুনিকতা মানে কেবল অদ্ভুত কিছু করতে পারাকেই বুঝে


শুধু এ লাইটার জন্যেই ১০টা প্লাস দেওয়া যায়

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

আশিক মাসুম বলেছেন: কৃতজ্ঞতা জনি ভাই।

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

বটবৃক্ষ~ বলেছেন: কিপটামি নাকি আলসেমি??? কোনটা?? B:-) B:-) /:) /:) X((
স্যাড এন্ডিং টা ভাল ছিলো ...

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: আলসেমি । সরি :(

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: :(

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭

সপ্নাতুর আহসান বলেছেন: গল্পের কিছু কিছু অংশ বেশ ভাল লেগেছে, বাকিটুকু মন্দ না।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.