নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!! আমার এক ধূসর আকাশ !!

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

(১)



দৃষ্টিতে অপলক শোক

যে আলোয় মিলায় আধার,

রূপবতী চাঁদের খেয়ালে

সংজ্ঞাহীন কাটছি সাতার।



(২)



অবিরত বৃষ্টি জলে

শিরশির দখিনা বাতাস,

নীল রঙা মেঘের শহরে

আমার এক ধূসর আকাশ।



(৩)



দ্বীপজ্বালা নিভু আলোয়

চৈত্রের দীর্ঘ সে রাত,

একামনে সরল দাহ

শূন্যতায় ধরে থাকা হাত।



(৪)



পোড়া মাটি লাল রঙা দেহ

পিঞ্জরে বন্ধী ডাহুক,

তুমি আমি নিথর শিরায়

বহে চলে প্রেমের অসুখ।



(৫)



পরকালে দেখা নাহি হোক

দূরে থাক বিহঙ্গ মন,

তৃষ্ণাটা বড্ড প্রকট

অস্ফুট মহেন্দ্র ক্ষণ।



(৬)



ছিন্ন বাঁধন জেনো

চুরি যাওয়া বোধ,

বিনিময় ভালবাসা

আত্মার শোধ।









উৎসর্গঃ ব্লগার s r jony , ভাই ২টা সুন্দরি সালি দেইখা তারা তারি বিয়া করেন। প্রাণ ভড়ে দোয়া করি। :D;):P

মন্তব্য ৯৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৯

কস্কি বলেছেন: অনেকদিন ধরেই কিছু ব্লগারের ব্লগে কমেন্ট করব- করব করে, আইলসামী এবং ভয়ের কারণে আর করা হয় না,!! তাদের মধ্যে আপনি একজন

কিছুক্ষণ আগে উদিত সূর্য, মনে হয় একটু বেশীই হেলেদুলে উঠেছে!! ;)


:)


অ ট : ব্লগে সবাই বিয়ে নিয়ে লাগছে!! কাহিনী কী?? ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬

আশিক মাসুম বলেছেন: কস্কি মমিন ????


হাহাহা আপনার নিক টা অনেক সুন্দর , সূর্য আজকে ড্রাঙ্ক মনে হয় :)







অবিবাহিত পোলাইন আজকাল ব্লগে আত্যান্ত বাইরা গেছে :)????

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

মিষ্টি মেয়ে বলেছেন: অসাধারন বরাবরের মতই! :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯

আশিক মাসুম বলেছেন: থ্যাংকস। :D :D

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

বৃতি বলেছেন: সুন্দর লেগেছে অনুকাব্য ।
অঃটঃ ২টা সুন্দরী শালী দিয়ে কি করবেন? ১টা হলে বুঝতাম /:)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ কমেন্ট এর জন্য :)


আসলে ২ টা থাকলে চয়েজ করার একটা অপশন থাকে কিন্তু একটা হলেতো কোন অপশন নাই। কানা হইলেও নিতে হপে =p~ =p~ :P

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

মামুন রশিদ বলেছেন: কবিতা অতীব সুন্দর হইসে ;)



অট: আপনারতো একখান হইলেই হয়, জনী ভাই তাইলে ডাবল শালী দেইখা বিয়া করবো কেন ?? :P

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

আশিক মাসুম বলেছেন: মামুন ভাই কেমন আছেন?


আগের কমেন্ট দেখেন ।


জান বেশী সুন্দরটা আমার আর বাকি যে থাকবে সে হইলো আপনাদের সকলের =p~ =p~ :P

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

কালোপরী বলেছেন: কবিতা কি পড়ব কমেন্ট পড়েই হাসতে হাসতে শেষ



=p~ =p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩

আশিক মাসুম বলেছেন: জি হাসেন হাসি সাস্থের জন্য খুবি উত্তম।




তা কালা রঙ্গেরো পরী হয়।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

এম হুসাইন বলেছেন: এই গুলা বেশি ভাল্লাগছে!

++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

আশিক মাসুম বলেছেন: ভাই দিয়ে দিলাম আপনাকে , সব কটা আপনার জন্য। B-)

চাইলে আপনার নামে পোস্ট দিতে পারেন আমি ড্রাফট করে ফেলবো। =p~ =p~ :P ;)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

কালোপরী বলেছেন: এতদিন পরে জানলেন!!!!!!!!!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

আশিক মাসুম বলেছেন: হ , আমার বড় সখ পরী দেখবাম, আফসুস জীবনেও দেখিনাই :( :((

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

এম হুসাইন বলেছেন: :P :P =p~ =p~ ;)




ধন্যবাদ, মনে করলাম এটা আমারই পোস্ট :) ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

আশিক মাসুম বলেছেন: মনে করার কিছু নাই , আপ্নেরি পোস্ট । B-)) B-) ;)

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

কালোপরী বলেছেন: পরী দেইখা ভয় পাইবাইন, এল্লাইগা পরী সামনে আইতনা ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

আশিক মাসুম বলেছেন: কি কইন ভয় পাইয়াম কেরে, আমি পরী ভালা ফাই। একটু আইলে কি অইতো ??

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগছে! :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

আশিক মাসুম বলেছেন: সিউর কচ্চেন তো? =p~ :P

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

ফারজানা শিরিন বলেছেন: শালী ২টা ক্যান লাগবে ??? O_o

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আশিক মাসুম বলেছেন: ৩ নং কমেন্ট এর দ্রষ্টব্য =p~ :P

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

ফারজানা শিরিন বলেছেন: আগের মন্তব্যর উত্তর লাগবে না। আমি সবসময় লেট লতিফ। ঃ@

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

আশিক মাসুম বলেছেন: আরে ধুর উপস্থিতিটাই অনেক পাওয়া।



অনেক ভাল থাকবেন।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো আগা রইলো ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে খুব। :)

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: আশিক ভাই একটা তো আপনার জন্য আরেকটা কার?????:প

কবিতা ভাল হয়েছে....+

ধন্যবাদ ... ভাল থাকবেন ....

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

আশিক মাসুম বলেছেন: একটা জিনের জন্য , আর আরেকটা আফনেদের সবার জন্য :P =p~

ভালা আর থাকি কেমনে , হালার বড় ভাই গুলান একটাও বিয়া করেনা।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


সবাই সব প্রশংসা করেই ফেললো !!!! আমি আর কি বলবো!!!!



+++++++++++++++++++++++++++++++++++++++





ভালো লাগলো খুউব ভাইয়া! :)

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

আশিক মাসুম বলেছেন: প্রশংসা!! হাহাহা ,

ধন্যবাদ জানিবেন।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

বটবৃক্ষ~ বলেছেন: +++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

আশিক মাসুম বলেছেন: সামুতে কি অক্ষরের অভাব পরছে =p~ :P

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৪

shfikul বলেছেন: সুন্দর লিখেছেন কবি।ভালো লাগল।+++

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

আশিক মাসুম বলেছেন: শফিকুল ভাই আমি কবি না , আমাকে কবি বলে কবি জাতীর অপমান না করাই ভালো। :P :P =p~



আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন ।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

কালোপরী বলেছেন: কলিজা মুচড় দিলে বুঝবাইন, আইলে কি অইত :P :P

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

আশিক মাসুম বলেছেন: নাহ পরী তো আমায় দেখলে প্রেমে পরে যাবে কলিজা টানাটানি করবে কেন। =p~ =p~ =p~ :-P

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

স্বপনবাজ বলেছেন: অনুকাব্যে ভালোলাগা ! সবকটাতে ! জনি ভাইয়ের জন্য শুভকামনা !

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

আশিক মাসুম বলেছেন: হাহাহা অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে ও।





২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

বটবৃক্ষ~ বলেছেন: নাহ! আমার মায়ের ভাষায় কি আর অক্ষরের অভাব আসে???

কোন এক আলসেমি মূহুর্তে পড়েছিলাম আপনার পোস্টখানি...
তাই দিয়েছিলাম শুধু প্লাস!
এখন কয়া দিচ্ছি কোবতে হয়াসে ভালো
এক্কেবারে ফার্স্ট ক্লাস!! ;) :D B-) B-)

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা তাই নাকি ?? বেপার না আসলে আপনি কমেন্ট করেছিলেন্না সামুতে ইমুর অভাব পরছে নাকি , হাহাহা আমি ফেরত দিলাম আর কি :P :P =p~ =p~ =p~
মজা করেছি কিছু আবার মনে করেননা জেনো !!



অনেক শুভ কামনা আপনার জন্য ।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

বিষাদ সজল বলেছেন: অবিরত বৃষ্টি জলে
শিরশির দখিনা বাতাস,
নীল রঙা মেঘের শহরে
আমার এক ধূসর আকাশ।
-------------------------
সেই আকাশে তুমি
মেঘ হয়ে ভেস
হিমেল হাওয়ায় মিশে তুমি
আমার কাছে এসো ।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

আশিক মাসুম বলেছেন: চ্রম! :)

চমৎকার শৈল্পিক আচর রেখে গেলেন ভাই।


অনেক ধন্যবাদ।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

মুনসী১৬১২ বলেছেন: ভালো হয়েছে

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন কবিতা।
অনেক সুন্দর।
তবে একটা কথা ছিল ব্লগার s r jony , ভাই ২টা সুন্দরি শালি দেইখা বিয়া করলে আপনার লাভটা কি তা জানতে খুব ইচ্ছা করছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

আশিক মাসুম বলেছেন: হাহাহা ধন্যবাদ আপু,

উপরে এই প্রশ্নের উত্তর কয়েক বার দিয়েছি =p~ =p~ :P

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কালোপরী বলেছেন: হাহা পরী প্রেমে পড়ে না, প্রেমে পড়ায় ;) :P :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

আশিক মাসুম বলেছেন: ওকে আমি পরীর প্রেমে পরতে রাজি আছি, তাও যদি জীবনে একবার পরী দেখতে পাই। =p~ :P ;)

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অনীনদিতা বলেছেন: হা হা
খুব মজার :)





০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

আশিক মাসুম বলেছেন: এত দুঃখের একটা কবিতা আপনার মজার মনে হলো X( :-/ :P =p~

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

কালোপরী বলেছেন: আচ্ছা, কোহেকাফ থেকে কাউকে খবর দিয়ে আনা যায় কিনা দেখি :P :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

আশিক মাসুম বলেছেন: আফনের ফিলিজ লাগে মহামান্য পরী রানী। =p~ =p~ :P

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

কালোপরী বলেছেন: আমার বখশিশ কি??? ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

আশিক মাসুম বলেছেন: আপনি কি চান বলেন তাই দেওয়া হবে।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

কালোপরী বলেছেন: এই তো বিপদ!!!

আমি কিছু চাইনা :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

আশিক মাসুম বলেছেন: পরীরা কি খায় আমি জানিনা। ওকে ১০ কে জি মস্টি খাওয়াবো।

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

কালোপরী বলেছেন: হাহাহা :) :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

আশিক মাসুম বলেছেন: যান তাহলে আর ৫ কেজি বাইরে দিলাম =p~ =p~ :P

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

কালোপরী বলেছেন: আমি তো মিষ্টি খাই না :)

১৫ কেজি!!!!!!!!!!!!!! ওরে বাবা ভয় পাইসি

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

আশিক মাসুম বলেছেন: তাইলে এখন উপায় কই :(

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

কালোপরী বলেছেন: আগে তো পরী খুজে আনি , তারপর উপায় খুইজেন

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

আশিক মাসুম বলেছেন: ও ........... আইচ্ছা।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৫

s r jony বলেছেন: উৎসর্গ দেইখা টাস্কি খাইলাম B:-)
আর পরের লেখা দেখে খাট থেকে পড়ে গেলাম
সত্যি কইরা কও, তুমি আইজ আমার বাসায় আইছিলা নাকি???

আজ সন্ধ্যায় এক অতি গোপনীয় ফ্যামিলি মীটিঙে সিধ্যান্ত নিছি আসছে শীতে বিয়া করুম, আম্মাজানরে ৯৯% সিউরিটি দিছি, এইবার আর কুনু "বিটলামি" করুম না।
আমি কি টাইপের "বৌ" চাই সেটা উনি লিখিত ভাবে জানতে চাইছে, ভাবতাছি এই পোস্ট আম্মাকে দেখাব কিনা। B:-/ B:-/

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

আশিক মাসুম বলেছেন: হাহাহা গোপন সুত্রে খবর আসছে :P =p~ ;)


ভাই কথার জেনো হের ফের না হয়, ( ভাবী দেখতে যেমনি হোক)২ সুন্দরি সালিরচে যদি একটাও কম হয় আমি মানিনা এই বিয়া। শাহবাগে আমরণ অনশনে জামু।


এই পোস্ট খালাম্মাকে দেখান এখনি :)

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসম্ভব ভালো লাগলো।


প্লাসায়িত...

++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

আশিক মাসুম বলেছেন: থেঙ্ক ইউ ব্রো।



শুভ কামনা থাকলো।

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

বাংলার হাসান বলেছেন: দারুন হইছে।+++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন হাসান ভাই

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: একটা শালি আপনার জন্য আরেকটা কি?যইহোক ১০ম+++ব্লগে দাওয়াত থাকলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮

আশিক মাসুম বলেছেন: দাওয়াতের আগেই গিয়ে আস্লাম :)

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৬

একজন আরমান বলেছেন:
পোড়া মাটি লাল রঙা দেহ
পিঞ্জরে বন্ধী ডাহুক,
তুমি আমি নিথর শিরায়
বহে চলে প্রেমের অসুখ।


আহা।

জনি ভাই। :P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫২

আশিক মাসুম বলেছেন: একজ্যাক্টলি আপনার জন্য :)





জনি ভাই এর দুই সালি থেকে একটা দিমু আপনেরে :P :P =p~ =p~ =p~

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩

একজন আরমান বলেছেন:
ঐত্তেরি। এইসব কি কইতাছেন?
এক্কেরে আমার জন্য ! :-B :-B :-B
জনি ভাইয়ের শালি লাগতো না। কারণ তার বিয়ার দাওয়াতে আমি আমার বউ, পলা-মাইয়া লইয়া যাইতে পারমু। B-)) B-)) :P ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৫

আশিক মাসুম বলেছেন: আমারও তাই মনে হয় বাই দ্যা ওয়ে :-B :D ;)

৪০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

আশিক মাসুম বলেছেন: =p~ :P

৪১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

ইখতামিন বলেছেন:
এতো সুন্দর কবিতা আমি জীবনেও দেখি নাই. :) B-)) :P

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

আশিক মাসুম বলেছেন: ভাই লজ্জা দিয়েন্না পিলিজ লাগে।

৪২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

ভিয়েনাস বলেছেন: ভাই কবিতা পড়ার পর কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ... কবিতা কি পড়ছি ভুলে গেছি :(

তয় একটা কথা মনে আছে চৈত্র মাসের রাত মনে হয় খুব দীর্ঘ হয়না :D

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

আশিক মাসুম বলেছেন: ভাই জীবনের হিসেব জানেন্না মনে হয় চৈত্র মাস হলো দুঃসময়ের প্রতিক। বিশেষ করে গ্রাম এলাকায় এই কথার প্রচলন বেশী।

আর দুঃসময়ের রাত্রি গুলু অনেক অনেক দীর্ঘ হয়।

আশাকরি আন্তর নিহিত ভাব বুঝতে পেরেছেন :)

৪৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর... :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

আশিক মাসুম বলেছেন: কপাল ভাল এই কবিতা পরে কারো পিত্তি জলেনাই।


শুভ কামনা থাকলো।

৪৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: পরকালে দেখা নাহি হোক
দূরে থাক বিহঙ্গ মন,
তৃষ্ণাটা বড্ড প্রকট
অস্ফুট মহেন্দ্র ক্ষণ।


পেলাচ ++++++++++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

আশিক মাসুম বলেছেন: :)

এত্ত পেলাচ দিয়া কি করুম? এলাচ হইলে কামে লাগতো।

৪৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

এরিস বলেছেন: Transcendental comment

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

আশিক মাসুম বলেছেন: ???

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

কস্কি বলেছেন: আপনারা অবিবাহিত পোলাপাইন :-B. হইলে আমি কি?? :!> B-))


অ ট : আপনারে আমি ভালু মনেকরছিলাম!! ;)



তলে-তলে আপনি ও কিন্তু কম............. ;) :-P

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

আশিক মাসুম বলেছেন: ছি ছি কি কচ্ছেন :P =p~

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: কত ভালো লিখেন! ++++


ছিন্ন বাঁধন জেনো
চুরি যাওয়া বোধ,
বিনিময় ভালবাসা
আত্মার শোধ।

অঃটঃ এটা কি আড্ডা পোষ্ট ছিল ;) :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

আশিক মাসুম বলেছেন: হ !!আফনে আড্ডাইবেন নাকি ? আসেন আড্ডাই =p~ =p~ =p~ ;)

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

ফালতু বালক বলেছেন: অবিরত বৃষ্টি জলে
শিরশির দখিনা বাতাস,
নীল রঙা মেঘের শহরে
আমার এক ধূসর আকাশ

এইটা বেশী ভাল্লাগছে, আশিক ভাই।



০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

আশিক মাসুম বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।

লিখার জন্য লিখি ভাই , ভাল মন্দ জানিনা :)



৪৯| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

জলপরী১৮ বলেছেন: অবিরত বৃষ্টি জলে
শিরশির দখিনা বাতাস,
নীল রঙা মেঘের শহরে
আমার এক ধূসর আকাশ........................দারুন............।।

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৫

আশিক মাসুম বলেছেন: থেঙ্ক ইউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.