নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!!ঊর্মি!!................ (১)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

তার চাহনির কাছে থিতু হয়ে পরে মম দৃষ্টির শ্বাস,

শিশিরের মতো মোহনীয় চেয়ে থাকা চোখে

নরম ঘাসের মত লকলকে পাপড়ি

বাসি ফুলের মত পলক যেন সেথায়

আকাশ সমেত গহীন আর দিঘীর জলের সরলতা,

তার চোখ আমি নদীর মতো ভালবাসি।



ঘুঘুর বুকের মতো রাঙা ঠোট তার

ঠোটের কোণে নিলচে নিটল রেখা

শিশুর হাসির মতো শুদ্ধ হাসি

ঝর্না যেমন ঝাপটে পরে পাথরের দেহে,

কমলালেবুর মতো হলুদ রোদ খেলে তাতে

ঠোটের থরথরানিতে আমায় উম্মাদ করে দেয়

ধরণীর সব গোলাপ মূল্যহীন সেথায়,

তার ঠোট আমি বৃষ্টির মতো ভালবাসি।



কাঁঠাল চাঁপার সুবাস সারা দেহে

শঙ্খচিলের মতো অস্ফুট বাহু

নীল সাগরের মতো ঢেউ লাগা বাঁক,

মায়ের আচলে লুকিয়ে রাখা চকলেটের মতো

শরীর তার, শাড়ির ভাজে ভাজে নতুন ধানের গন্ধ

দাদীর নিকানো উঠুনের মতো পরিপাটি

যেন রাঙা বসন্তের ক্লান্তিহীন রূপ,

তার দেহ আমি কবিতার মতো ভালবাসি।



হেমন্তের ধু ধু মাঠ যেন হার মানে

তার দীঘল চুলের কাছে ,

মাধবী লতার মতো আলতো উপড়ে তোলা

মেঘের মতো নিকষ অন্ধকার সেথায়

অনন্ত আধারে হারিয়েছি মন ,

তার চুল আমি রাতের মতো ভালবাসি।



কাঁচা হলুদের মতো রঙ তার

যেন দুপুরের সোনা রঙা রোদ

খেলা করে কৃষ্ণচূড়ার টকটকে লাল পাপড়িতে ,

প্রভাতের হরিত যেমন দিশেহারা সেথায়

কস্তূরী মৃগের মতো দুর্লভ,

তার রঙ আমি পাহাড়ের মতো ভালবাসি।



ফুলেরা সব রঙ খুজে তার মাঝে,

পূর্ণিমার আলোকের চেয়ে গাড়ো

তার রূপের ঈর্ষায় জ্বলে উঠে চাঁদ,

তার মাঝে স্নান করার বাসনা জাগে মনে

হারিয়ে যেতে ইচ্ছে করে চিরতরে

পরী নাকি উর্বশী কি উপমা মানায় তাকে?

তারে আমি নিজের মতো ভালবাসি।







_____________________ নিউ মেঘনা ভিলেজ ,১৪ই জুন২০০২





উৎসর্গঃ আমিনুর ভাই। আমার নিজের লিখা সবচে প্রিয় কবিতা আপনাকে উৎসর্গ করলাম( খুব অন্যরকম একটা সময় এই কবিতা লিখা :) )।আপনাকে অনেক পছন্দ করি । আপনি নিজেও যানেন্না হয়তো আপনি কি পরিমাণ ভাল মানুষ।

মন্তব্য ৯৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এই সেই ঊর্মি সিরিজ

সিরিজ পুরোটা চাই চাই কিন্তু থেমে গেলে হবেনা।

আচ্ছা ভাই এই আমিনুর ভাইটা আবার কে আমি ঠিক উনাকে চিনতে পারলাম না অবশ্য আপনার ভাইকে আমি চিনব কি করে ?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

আশিক মাসুম বলেছেন: ২০০২ থেকে ২০১৩ !!! কত গুলা কবিতা জানেন ?? ২০০+ পুরাটা লিখতে পারুম না , খাতা দিয়ে দিব আপনার কাছে :)


আমিনুর ভাইরে চিনেন্না , তাইলে আপনার সাস্থি হওয়া উচিৎ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার কবিতা।

শুভকামনা সব সময়।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

আশিক মাসুম বলেছেন: সাগর ভাই অনেকদিন দেখা হয়না ।

আপনার জন্যে ও অনেক অনেক শুভ কামনা ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অত কিছু বুঝিনা কবিতার এই সিরিজটা নিয়মিত চাই চাই

আর আপনার এই আমিনুর ভাইটা কে যে উনাকে চিনতে হবে ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

আশিক মাসুম বলেছেন: খাইছেরে কথা মারফতি লাইনে বকা নিচ্ছে , আমি ডর খেয়েছি। আমিনুর ভাই আসুক দেখা যাবে। :P =p~

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার কবিতা। মনোমুগ্ধকর বলতাম, কিন্তু কিছু বানান ভুল আছে। তাই বললাম না।

শুভেচ্ছা রইল।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা ঠিক করে দিচ্ছি , পরে আইসা বাকিটা বলে গেলেই হবে =p~ :P


ধন্যবাদ জানিবেন।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
ডাকেন আপনার আমিনুর ভাইরে দেখি হেয় আমার কি করে B-)

আমি কি হেরে ভুই পাব ভাবছেন 8-|

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা , আমিনুর ভাই আসুক অপেক্ষা করলাম।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

আমিনুর রহমান বলেছেন:

তারে আমি নিজের মতো ভালবাসি।


চমৎকার +++



আচ্ছা ভাই এই আমিনুর ভাইটা আবার কে আমি ঠিক উনাকে চিনতে পারলাম না অবশ্য আপনার ভাইকে আমি চিনব কি করে ? ;) ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

আশিক মাসুম বলেছেন: হায় হায় আপনেও আমিনুর ভাইরে চিনেন্না এই মুখ কারে দেখাইতাম B:-) B:-) B:-) B:-) B:-) :(

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! সুন্দর!!!


কবিতা ভালো লাগলো, সুলিখিত, গোছান।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই , ভাল থাকবেন। অনেক পুরাতন কবিতা হটাৎ করেই পোস্ট করতে ইচ্ছে করলো :)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

স্বাধীন জামিল বলেছেন: আমি তোমার কাছে ২ ইঞ্চি সুখ চাই X(

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আশিক মাসুম বলেছেন: রাগিছেন কেনে?

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ৫ম +।দারুণ কবিতা কবি...শব্দ চয়ণ গতি আবেগ সব মিলিয়ে দারুণ।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বটবৃক্ষ~ বলেছেন: ওরে!! সেতো মানবী নয়...! সে যে নির্ঘাত মায়াবিনী!!!!!! 8-|
সাবধান! খুব সাবধান কিনতু!!;);)

ভায়া!! অসাধারন লিখেসেন!! প্রতিটা লাইনের জন্যে ++++ এর বন্যা নয়...সাইক্লোন হবে!!! নেক্সট জলদি চাই....

বাই দ্য ওয়ে, নিউ মেঘনা ভিলেজটা কি জিনিস???

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আশিক মাসুম বলেছেন: হুম অধম অনেক সাবধান :) =p~ :P

খাইছে একটা দিয়ে মনে হয় ফেসে গেলাম B:-)



নিউ মেঘনা ভিলেজ হল একটা স্পট, মেঘনা নদীর কাছাকছি । সেখানে বসে কবিতাটা লিখেছিলাম :) তখন ইন্টার মিডিয়েট ১ম বর্ষে পড়ি :) সে অর্থে ইহা একটি অকাল পক্ক কবিতা :)

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমি বাঁধনহারা বলেছেন:






ভালো লাগল:+++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো, আপনিও ভাল থাকবেন :)

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

স্বপনবাজ বলেছেন: বাহ চমৎকার কবিতা।++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আশিক মাসুম বলেছেন: অভি ভাই অনেক অনেক অনেক ধন্যবাদ। :)

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরি বাহ খুব ভালো লাগলো!

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা আপনার জন্য , ভালো থাকবেন আপু।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

জাকারিয়া মুবিন বলেছেন:
ওরে, আমিনুর ভাই কেডারে ভাই ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

আশিক মাসুম বলেছেন: হায়রে এখন তো লাগতাছে আমিনুর ভাইকে আমি নিজেই চিনিনা :P =p~

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: ঊর্মি কি কোন মেয়ের নাম?! B:-)

যদি মেয়ে হয়, তাহলে মেয়েরা আপনার সামনে যেতে হেলমেট আর ফায়ার সর্ভিসের শ্যুট পড়ে যাওয়া উচিত! ক্যাম্নে দেখেন মাইয়ালোকেরে ! খোদা! :-/ ;) :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

আশিক মাসুম বলেছেন: জি তিনি একজন মেয়ে মানুষ। নাই যদি দেখব তাহলে আল্লায় চোখ দুইটা কেন দিছে =p~ :P

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: দেইখেন দেখতে দেখতে চোখের পাওয়ার কইম্যা না যায়! শেষে টাইমমত আর দেখার মত অবস্থা থাকব না । সাবধান ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

আশিক মাসুম বলেছেন: আজব দরকার পরলে চশমা ইউস করুম :P =p~

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

কালোপরী বলেছেন: বুঝতেছি না ইদানিং সবাই আমার নাম নিয়ে গল্প কবিতা লিখতেছে কেন


:#> :#> :#>

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

আশিক মাসুম বলেছেন: আসলেই আমিও বুঝতাছিনা :P :P =p~

কেমনে কি ??

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: @কালোপরী! ওহ এটা আপনারো ডাক নাম! আমি ভেবেছিলাম শুধু আমার নাম এইটা ;) :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

আশিক মাসুম বলেছেন: আফনেও কাল পরী নাকি?? আইচ্ছা!! :-B

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮

মিষ্টি মেয়ে বলেছেন: বাহ্ ঊর্মি তো অনেক সুন্দরী!

ভাল্লাগসে। :D :D :D

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

আশিক মাসুম বলেছেন: খালি সুন্দরি


হুড়!! হুড়!! =p~ :P

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

একজন আরমান বলেছেন:
তার দেহ আমি কবিতার মতো ভালবাসি। :|| :|| :||

দুর্দান্ত কোবতে।

আমি টানা ৪ বার পড়লাম। এখন চা খেয়ে আসি। তারপর আবার পড়তে হবে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

আশিক মাসুম বলেছেন: কসকি আরমান B:-) B:-)

২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
আরও দুই বার পড়লাম। আর প্রিয়তে রাখলাম।
বর্ণনা পইড়া আমার মাথা ঘুরতাছে। :|| :|| :||

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

আশিক মাসুম বলেছেন: বুঝেন এইবার দেখার পর আমার কি হইছে!!! =p~ :P

২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ফারজানা শিরিন বলেছেন: যাও একটা গন্ধ পাচ্ছিলাম উৎসর্গ দেইখা গন্ধটা হারায় গেলো । :প

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

আশিক মাসুম বলেছেন: আল্লায় বাচাইছে উৎসর্গ করেছিলাম =p~ :P ;)

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

মামুন রশিদ বলেছেন: কমলালেবুর মতো হলুদ রোদ খেলে তাতে
ঠোটের থরথরানিতে আমায় উম্মাদ করে দেয়
ধরণীর সব গোলাপ মূল্যহীন সেথায়,
তার ঠোট আমি বৃষ্টির মতো ভালবাসি।



কমলালেবুর কোয়া (কোষ) খুব লোভনীয় ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

আশিক মাসুম বলেছেন: লুল্রে লুল =p~ :P



হাহাহা কমেন্ট এর জন্য ধন্যবাদ।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: বুঝেন এইবার দেখার পর আমার কি হইছে!!
আস্তে মিয়া ভাই ঘরের খবর পরেরে কইতে হয় না। :P :P ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

আশিক মাসুম বলেছেন: হুড় আপনে আমার ভাই বেরাদার কইলে কিছু হপেনা :)

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

ফারজানা শিরিন বলেছেন: আরমান ভাইয়ারে বললেন ''বুঝেন এইবার দেখার পর আমার কি হইছে!!! ''

ঃ@ তারমানে পুরা ডাল কালা ??? বলেন না সে কে ? ;))

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

আশিক মাসুম বলেছেন: সে হইলো আমার কবিতার জিবিতো রাজ কন্যা :) :P =p~


২৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

ফারজানা শিরিন বলেছেন: জীবনে তাহার আগমনে ইচ্ছুক হইলে দোয়া রইলো । ^_^

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

আশিক মাসুম বলেছেন: সে হচ্ছে চাঁদ, চাঁদ আকাশেই সুন্দর কাছে থাকলে অতটা সুন্দর হতনা।

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

ফারজানা শিরিন বলেছেন: O_o আবার সেই চাঁদ খালাম্মাকে নিয়ে টানাটানি !!! : P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

আশিক মাসুম বলেছেন: জি !! কিচ্ছু করার নাই =p~ :P

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
চাঁদে নাকি সাইদি কাগু থাকে, খালাম্মা আইলো ক্যামনে? :|| :|| :||

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

আশিক মাসুম বলেছেন: আল্লা মালুম , আই কেমনে কইতাম। ;)

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

তারছেড়া লিমন বলেছেন: কাম সারেছে...................কবিতা আর ফটোক ২ টায় সিরাম হইচে

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু থেঙ্কু। :P :P =p~

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসাধারণ একটা কবিতা।

উপমায় মুগ্ধ। প্রিয়তে...

প্লাসের সাইক্লোন +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

আশিক মাসুম বলেছেন: অনেক কৃতজ্ঞতা শোভন ভাই। =p~ :P :D

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

এরিস বলেছেন: U deserve this title : KOBI..

Nice..
2 inch sukh deyar URMI... ;P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

আশিক মাসুম বলেছেন: সরি আপু আমি মোটেও কবি না, দু ইঞ্চি সুখ খুব দরকার।

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এককথায় মুগ্ধপাঠ্য!!! বেশ ভালো লাগল।

আচ্ছা এই আমিনুর ভাইটা আবার কেঠা?? আমি ঠিক উনাকে চিনতে পারলাম না অবশ্য আপনার ভাইকে আমি চিনব কি করে ? =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন ? কোথায় আছেন?


আমিনুর ভাইকে চিনতে মুঞ্চায়।

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আছি যথারীতি সেই সিলেটেই।

ভালো আছি। তবে একটু বিজি। ব্লগ, ফেবু কোনটাতেই তেমন সময় দিতে পারছি না।
ভালো থাকবেন।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

আশিক মাসুম বলেছেন: আপনাকে মিস করি ব্রো, অনেক ভালো থাকবেন।


শুভ কামনা, ব্যস্ততা শেষ করে ফিরে আসুন দ্রুত।

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

ফালতু বালক বলেছেন: ফুলেরা সব রঙ খুজে তার মাঝে,
পূর্ণিমার আলোকের চেয়ে গাড়ো
তার রূপের ঈর্ষায় জ্বলে উঠে চাঁদ

এইটা কি কইলেন আশিক ভাই।
ঊর্মি আপারে দেখতে মন চায় :!> ;) [ বেয়াদবি নিয়েন না ]

পুরাই অসাধারন।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

আশিক মাসুম বলেছেন: আমারো দেখতে মঞ্চায়রে ভাই .............. আফসুস :( :( :(( :((




ধন্যবাদ আপনাকে , ভালো থাকেন । B-) :D

৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

এম হুসাইন বলেছেন: +++++++++++++++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

আশিক মাসুম বলেছেন: হুসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৩

মিষ্টি মেয়ে বলেছেন: আপনার অনুভূতিগুলোকে উতসর্গ করলাম-http://youtu.be/w1XI2R3FgwQ

হেই ঊর্মি জলদি চাঁদ থেকে নামে এসো তোমার আশিকের জন্য দুই ইঞ্চি সুখ নিয়ে। @ঊর্মি :D :) :D

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

আশিক মাসুম বলেছেন: হায়রে আমি ইয় টিউব দেখতে পারিনা :( :'(




ঊর্মি আসবেনা , আমার ২ ইঞ্চি সুখ ও পাওয়া হবেনা


জীবনটাই আফসুস আর আফসুসে ভরপুর হইয়া গেলো :| :| :(

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫

মিষ্টি মেয়ে বলেছেন: এখন দেখেন- :)

ঊর্মি আসবে, বলে দিয়েছি। =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪২

আশিক মাসুম বলেছেন: নাহ দেখিনা , বাংলাদেশে ইউ টিউব দেখতে হলে অনেক ঝামেলা করা লাগে :(


হায়রে ঊর্মি বলতে কেউ থাক্লেতো আসবে। :(( :((

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯

মিষ্টি মেয়ে বলেছেন: ওহ্! :(

একদিন নিশ্চয় আসবে। শুভ কামনা থাকলো। :) :)

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০

আশিক মাসুম বলেছেন: তার মানে থাকুক আর না থাকুক ঊর্মিকে আসতেই হবে কোন মাফ নাই =p~ :P

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: অতি সুন্দর কবিতা..... এত উপমা আসে কই থেকে আশিক ভাই....।

+++++

ধন্যবাদ ... ভাল থাকবেন....।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

আশিক মাসুম বলেছেন: ভাইরে ঐরকম একটা সামনে আসলে উপমা আকাশ থেকে পরে।



আপনিও ভাল থাকবেন।

৪০| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

লাবনী আক্তার বলেছেন: ঊর্মির ............আশিক!! :P :P

কবিতা সুন্দর লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা ঊর্মির আশিক!!

হাসতেই আছি।


অনেক শুভ কামনা থাকলো।

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: কবিতাটা আমার কাছে খুব ভালো লাগছে ।


উর্মি কে ?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

আশিক মাসুম বলেছেন: ঊর্মি কে !! আমি চিন্তিত :)



ভালো লাগার জন্য থেঙ্কু

৪২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: গ্রেট কবিতা। অসাধারণ লাগল। দারুণ

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

আশিক মাসুম বলেছেন: হেই মিয়া কই থাকেন, ধন্যবাদ নিয়ে জান :)

৪৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

শিপু ভাই বলেছেন:
"তারে আমি নিজের মতো ভালবাসি।"

শুধু এটুকু বললে আর কিছু বলা লাগে না।

++++++++++++++

ছোট ছোট শব্দে সুন্দর উপমায় প্রেয়সীর প্রতি আপনার নিবেদন/আকুলতায় মুগ্ধ হলাম!!! :P

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আশিক মাসুম বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে অনেক ভাল লাগছে ভাই :)


অনেক অনেক ধন্যবাদ ।

৪৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: মায়ের আচলে লুকিয়ে রাখা চকলেটের মতো
শরীর তার, শাড়ির ভাজে ভাজে নতুন ধানের গন্ধ
দাদীর নিকানো উঠুনের মতো পরিপাটি ......।

এই উপমা গুলো এক্কেবারেই নতুন আমার কাছে ,হয়ত আমি খুব বেশি কবিতা পড়ি না বা বুঝি না বলে।।


দারুন দারুন আপনার ঊর্মি বন্দনা ...

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

আশিক মাসুম বলেছেন: আমি কবিনা, আর যা লিখি টা মোটেও কবিতানা :)

অনেক শুভ কামনা আপনার জন্য। সাদা কালো প্রুপিক কেনঅ?? :P =p~

৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

মনিরা সুলতানা বলেছেন: প্র-পিক এর জন্য অনেক খুজে একটা ঝাকানাকা ছবি নির্বাচন করছিলাম, আপনি এই কালারফুল পিক দেবার পর দেখি, সব্বাই আপ্নারে বলিউড পাঠাতে ব্যাস্ত হয়ে পরছে.. :-/ .
জম্মের ভয় পেলাম :-& বয়স আর ছবির যে দশা , সোলেমান খাণ এর দাদি র চরিত্র ছাড়া কিছুই মিল্বে না :( সেটা কি আর এই দুব্বল হার্ট সহ্য করতে পারবে B:-/
তার চাইতে, সেই ভাল মনে মনে নিজেরে সোলেমান এর ক্যাটরিনা ভেবে সুখে থাকি :P :P :P :P :P :P :P :P :P :P :P :P বলিউড ডি,জি এম ...।।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

আশিক মাসুম বলেছেন: সর্বনাশ কি করছেন আপনি এটা , আমি হাসতে হাসতে শেষ।

মাফ কইরা দেন কোন ভুলে যে এই প্রশ্ন করেছিলাম আল্লাহ মালুম ।

৪৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩০

শাওণ_পাগলা বলেছেন: সুন্দর! সিরিজের সবগুলো লেখা পড়তে হবে!

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১

আশিক মাসুম বলেছেন: আমনাকে ওনেক ধন্যবাদ ভাইয়া।

৪৭| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২০

বাংলাদেশী দালাল বলেছেন:
কান্ডারি ভাই এর পোস্টে ৫০ টা কবিতা থেকে আপনার টা দেখেই পড়তে আসলাম । ১০০% ভাললাগা জানিয়ে গেলাম ।

সেই সাথে শুভ কামনা



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.