নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা( ৬ষ্ঠ পর্ব)

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

নিজের কথা গুলু যখন কাউকে বলতে পারেনা মানুষ তখনি স্ট্যাটাস দেয় ( ফেবু কিংবা ব্লগে)। অনেক দিন ধরেই মানুষের মনের কথা শুনার চেষ্টা করে আসছি , আসলে পারা যায়না। মানুষরে মনের জটিলতা সে নিজেই জানেনা, অন্যকেউ জানাটা বেশ কঠিন। ব্লগারদের স্ট্যাটাস পড়ে চলছে আমার তার মন বুঝার নিস্ফল চেষ্টা।





















১)পাললিক মনঃ



নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!



২)অর্ক মুক্তমনাঃ



দুর্ভাগ্যের সাথে যার প্রেম তার কেন দুখঃ থাকবে।



৩)লিঙ্কনহুসাইনঃ



নিজের জন্য নয় :( অন্য কারো আশা পূরণ করার জন্যই এই বেচে থাকা । অদ্ভুত দুনিয়া কেউ নিজের জন্য নয় অন্য কাউকে খুশি করার জন্যই বেচে থাকে , তার পরেও নিজ স্বার্থের জন্য স্বার্থপর হয় , হাঁ হাঁ হ আহা হাঁ ,



৪)হিসলা সিবাঃ



লেফটেন্যান্ট জেনারেল ট্রাকের চাকার নিচে ফেটে যাওয়া দিপালী সাহার হৃদপিন্ডকে যারা ভ্যালেন্টাইন-বেলুন বানিয়ে বেচে দ্যায়, অথবা যাদের শুধুমাত্র শরৎবাবুই কাঁদাতে পারেন, একমাত্র গোপাল ভাঁড়ই হাসাতে পারে- সেই নিথর স্বাভাবিকতায় মৃত মানুষদের ব্যবচ্ছেদ ঘটে এক নীল ক্লিনিকে।



৫)সািকল খানঃ



মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা যেন কেমন!!

কে আপন, কে পর, কে বাঁধিয়া রাখিবে বুকের পর তা বুঝা বড়ই দায়।

৬)এসএমফারুক৮৮ঃ



গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে



৭)অহেতুক অকারণঃ



এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।



৮)আল ইফরানঃ



জ্ঞান যেখানে সীমাবদ্ধ , বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব !!



৯)এম.এস. রানাঃ



যখন যা বোঝা উচিৎ তখন বুঝিনা সময় যাবার পর পুরোটাই বুঝি.....বাট ইটস সো লেট!!!!!



১০)টোকাই সিকদারঃ



স্রষ্টার কলম জড় জগতের কলম এর মত নয়.তার ক‍লমের কোন স্বর বা অক্ষর নেই.তার লেখনিতে কোন কালির অংকন নেই.‍



১১)কবির কবিতা নয় সাধারণ মানুষের গল্পঃ



মিলনে কখনও প্রেম পাওয়া যায় না , পাওয়া যায় বিরহে ।



১২)দুঃখ বিলাসিঃ



দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি !! :-/





১৩)েসাহাগ২৫কগগঃ



A candle loses nothing if it is used to light another one.



১৪)ম্যাও পাগলাঃ



শৃংখলা যেখানে অবিচারের নামান্তর, বিশৃংখলা সেখানে নতুন নিয়মের জননী।



১৫)আনন্দময়েজঃ



Do whatever you want but think before do actually WHAT you want



১৬)অন্য পুরুষঃ



জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি।



১৭)রায়হান হোসেন রানাঃ



আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি কিন্তু, পইড়া রইলাম পরের দেশে। আপসোস !!



১৮)দাসত্বঃ



কটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি



১৯)অলিভারঃ



সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট !



২০)ফাহীম দেওয়ানঃ



আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!!



২১)মেলবোর্নঃ





Peace cannot be kept by force. It can only be achieved by understanding- Albert Einstein



২২)সাধারনঃ



তুমি জাননা আকাশ থেকে রোদ্দুর এলে কার ঘরে,আমার মনের আকাশ জুড়ে ও ঝিকিমিকি রোদ থরে থরে....



২৩)বাবু ইসলামঃ



এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।



২৪)আবুশিথিঃ(রং তুলি মনের মাঝে)



সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও..



২৫)রাইসুল সাগরঃ



দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।



২৬)ইরফানুর রহমান রাফিনঃ



""জল যে পথে যায় রক্ত সে পথে যায় না, কেননা রক্ত জলের চাইতে গাঢ় এবং ঘন।" [আহমদ ছফা]



২৭)...নিপুণ কথন...ঃ



সময়ের সাথে দৌঁড়ে পারিনা,

জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!

খুঁজে ফিরি আপন মানুষ,

মাঝে মাঝে হই বেহুঁশ...

হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন,

বলব আজ নিপুণ-কথন ।



২৮)ছোটমির্জাঃ



পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।



২৯)উপপাদ্যঃ



বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ



৩০)স্বপ্নসমুদ্রঃ



স্বপ্ন কাছের, স্বপ্ন দূরের

স্বপ্ন পাওয়ার স্বপ্ন জয়ের।

স্বপ্ন ঘেরা কাচের দেয়াল,

স্বপ্ন কিছু ভুলের খেয়াল।



৩১)নোমান নমিঃ



এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক।

আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক।



৩২)শরিফ নজমুলঃ



হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।



৩৩)দাদুভাইঃ



অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমাদের ছুটে চলা, আমাদের বিরামহীন পথ চলা।



৩৪)একজন নিশাচরঃ



‘আমি আমার আবেগের ক্রীতদাস। আমার আবেগ আমাকে যখন যেখানে নিয়ে যেতে চায়, আমি সুবোধ বালকের মতো তাকে সেখানে অনুসরণ করি। আবেগ যদি বলে আগুনে ঝাঁপ দাও। দিই। দগ্ধ হই। পুড়ি। পোড়াই। আবেগ যদি বলে, মরো। মরি। সে মরণেও সুখ।’

--জহির রায়হান



৩৫)সাজিদ ঢাকাঃ



চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে



৩৬)উটপাখিঃ



মত প্রকাশের স্বাধীনতা কোন সুযোগ নয়, অধিকার।



৩৭)েবশী বুিঝঃ



আমার হিসাব আমি দেব, তুমি তোমার।



৩৮)একজন ঘূণপোকাঃ



ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার।।



৩৯)প্রাপ্তবয়স্ক আবিদঃ



এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না......



৪০)আরজুপনিঃ



আমি স্বপ্ন দেখতে ভালবাসি-

আমি স্বপ্ন দেখাতে ভালবাসি।

আমি আশায় জাগতে ভালবাসি-

আমি আশা জাগাতে ভালবাসি।

আমি মানুষের হাসিমাখা মুখ দেখতে ভালবাসি।।



৪১)রোদের ক্রোধঃ



জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন



৪২)ম্যাভেরিকঃ



শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।



৪৩)...তবুও আমিই স্বার্থপরঃ



অত্যন্ত সরল মনে সবাইকে বিশ্বাস করি, এটাই আমার সবচেয়ে বড় গুণ, আবার সবচেয়ে বড় দোষ!!



৪৪)সবুজ-ভাইঃ



আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

করিতে পারিনি চিৎকার

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া

করিতে পারিনি চিৎকার

বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার।



৪৫)রিজভি মাহমুদঃ



আমি দুনিয়ার সবচাইতে বড় আজাইরা মানুষ। কারন কিছু করতে গেলেই বাঁশ খাই



৪৬)কামিকাজিঃ



I'm gonna trade this life For fortune and fame

I'd even cut my hair And change my name



৪৭)শুভ জািহদঃ



Some Were Saying Erasers Are for People Who Make Errors, But The Wise Said; Erasers Are for People Who Are WILLING to Correct their Mistake!!!



৪৮)ধ্বংসমানবঃ



আমার ভেঙে যাওয়া টুকরোগুলো কুড়িয়ে আবার তৈরী করছি কাউকে, চেনা এবং অচেনায়।



৪৯)শাহীন উল্লাহঃ



দেশপ্রেম এমন একটি পরীক্ষা

যাতে ১০০ তে ৯৯.৯৯ নম্বর পেলে ও ফেল করতে হয়!!!

একবার বুকে হাত দিয়ে বলুন

দেশ কে ভালবাসি



৫০)মনিরা সুলতানাঃ



~~~~ রূপ লাগি আঁখি জুড়ে গুনে মন ভর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর ~~~~ হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরানও পিরিত লাগি থির নাহি বান্ধে ।









আগের পর্ব গুলু যারা মিস করেছেন তাদের জন্যঃ



৫ম



৪র্থ



৩য়



২য়



১ম







উৎসর্গঃ ব্লগার মিষ্টি মেয়ে । অনেক দিন ধরেই ভাবছিলামা আমার স্ট্যাটাস কি কোন দিন আমার পোস্ট এর আওতায় আনা যায়, কোন পথ খুজে পাচ্ছিলাম না। শেষটায় আপু আমাকে একটা পিক বানিয়ে দিয়েছে যেটা উপরে দেখতে পাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপু। কৃতজ্ঞতা সরূপ এই পোস্ট আপনাকে ডেডিকেটেড করলাম।

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফাহীম দেওয়ান বলেছেন: আপনি ভাই পারেন ও, এতো ধৈর্‍্য কইত্তে পান B:-) B:-) B:-) B:-)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

আশিক মাসুম বলেছেন: জানিনা আপনাদের জন্যই করি , আপনাদের ভাল লাগ্লে নিজেরো ভাল লাগে :)

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

চালায়া যাও সাথে আছি, ছিলাম, থাকব, শুভ কামনা জানবে।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

আশিক মাসুম বলেছেন: কাণ্ডারি ভাই কৃতজ্ঞতা জানবেন।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

অর্ক মুক্তমনা বলেছেন: কত্ত মানুষ বাহারি রকম ভাবনা.।.।.।.।.।।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

আশিক মাসুম বলেছেন: হুম সেটাই।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

এসএমফারুক৮৮ বলেছেন: চালিয়ে যান ভাই।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

আশিক মাসুম বলেছেন: প্রত্যাশা আছে ব্রো।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

লেখোয়াড় বলেছেন:
+++++++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

শিপু ভাই বলেছেন:
ইয়াল্লা!!! ৬*৫০= ৩০০ ব্লগারের কথা কইয়া ফালাইছেন কিন্তু আমারটা এখনো দেন নাই!!! :-/

যান মিয়া, কথাই কমুনা। :-<

কইশ্যা মাইনাস!!! X( X((

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

আশিক মাসুম বলেছেন: হাহহা আগেই বলেছি প্লাস মানে দোয়া আর মাইনাস মানে সেইরাম দোয়া। দোয়ায় সিক্ত হলেম।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

স্পাইসিস্পাই001 বলেছেন: আর কত ওয়েট করতে হবে ..... :-< |-) |-)


নিজেরটা তাই বলে হেডলাইনে দিয়ে দিলেন .... ;)


+++ ফলো করছি কিন্তু সো খেয়াল কৈরা /:) .......

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা

প্রিয় মানুষের টা আগে দিতে হয়না :)

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

স্বপনবাজ বলেছেন: +++

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

আশিক মাসুম বলেছেন: অভি ভাই ভাল থাকবেন সব সময়।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

মামুন রশিদ বলেছেন: আইডিয়া সবার মাথায়ই আসে । কেউ কেউ কিছু স্ফুলিঙ্গ ও দেখায় । তবে আইডিয়াকে কনসিস্টেন্টলি আগাইয়া নেয়ার কাজটা আপনি ভালোই করে দেখাচ্ছেন ;) :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

আশিক মাসুম বলেছেন: মামুন ভাই আপনাকে ধন্যবাদ।


ভাল থাকুন সব সময়।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

অনীনদিতা বলেছেন: বাপরে,এতো ধৈর্‍্য :-B :-B
দারুন :)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

ফারজানা শিরিন বলেছেন: রোদের ক্রোধঃ

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

আশিক মাসুম বলেছেন: হুম, কথাটা অনেক টাচ করে।


ভাল থাকবেন।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

মিষ্টি মেয়ে বলেছেন: কি বলবো বুঝতে পারছি না। আমি নির্বাক, আনন্দিত!! :!>

অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা থাকলো। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ আপু , ভাল থাকবেন।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

টিনটিন` বলেছেন: যাক, কষ্ট এখনও চালিয়ে যাচ্ছেন দেখি। পিলাচ দিয়ে গেলাম। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

টিনটিন` বলেছেন: সরি, আপাতত পিলাচ দিতে পারছি না। সামুতে প্রক্সি দিয়ে ঢুকতে হচ্ছে। আর প্রক্সিতে প্লাস, মাইনাস, শোকেস কোন বাটনই আসছে না।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

আশিক মাসুম বলেছেন: ব্যাপার না ব্রো ।


অনেক শুভ কামনা আপনার জন্য। :)

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

একজন নিশাচর বলেছেন: নিজের নাম দেখে ভাল লাগছে।

বেশ ধৈর্যের পরিচয় দিচ্ছেন মাসুম ভাই। চালিয়ে যান।

শুভ কামনা রইল।

+++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

আশিক মাসুম বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
আমারটা আগেই পাইসি। :)

আপনের অনেকগুলা ধৈর্য।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা সবাই দেখি ধৈর্য নিয়া চিন্তিত!! এত কষ্ট করলাম এটা কিছুই না?

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

s r jony বলেছেন:
ধৈর্য দেখে টাসকি খাইলাম

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই ভাল লাগে কাজটা করতে।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++

আপনার উপর আর মন খারাপ করমু না। :P

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০

আশিক মাসুম বলেছেন: পিলিজ লাগে সবাই রাগলে কেমনে কি?? :(

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

কালো ঘোড়ার আরোহী বলেছেন: ++++++++++

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

একজন আরমান বলেছেন:
যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!!

সেইরাম। আগেও কইছি এখনও কইলাম।


আমি তোমার কাছে ২ ইঞ্চি সুখ চাই
আর এই আকুতিটাও জোস।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন মিস্টার আরমান :)

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

এরিস বলেছেন: 3 no. er hasita sundor legeche..
20, 24, 35, 48, these are of different tastes...
Etogulo kotha ek kore porar sujog kore deyar jonne onek dhonnobad Aashique bhai.. Jader status gula valo lage, tader profile e jete chai sorasori.. Kintu bebostha nei.. Nam na diye profile link diye den.. Jeno ek press-ei ure jete pari sei blogger er prithibite..
(Abdar kore boslam, apnar kaj baranor kubuddhi r ki..! :P )

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

আশিক মাসুম বলেছেন: আপনার আবদার রাখার প্রাণ পণ চেষ্টা করবো।

২২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: সিরিজটা খুব ভালো লাগছে ।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

আশিক মাসুম বলেছেন: ঘুপার ভাল লাগা মানে এহা একটি সেইরাম সিরিজ ,

________________________________প্রমানিত =p~ :P

২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো থাকবো। :)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

আশিক মাসুম বলেছেন: দোয়ার রি একশান না হইলেই হয়।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২

মিষ্টি মেয়ে বলেছেন: শুভ নববর্ষ! :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

আশিক মাসুম বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । :)

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ফারিয়া বলেছেন: মজার কাজ করেছেন তো! আগেরপর্বগুলো ও পড়তে হবে। শুভ নববর্ষ। কেমন আছেন?

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

আশিক মাসুম বলেছেন: ভাল আছি আপু , আপনাকেও অনেক শুভেচ্ছা।

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ভরযুক্ত অপদার্থ বলেছেন: দারুন
:)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

রহস্যময়ী কন্যা বলেছেন: :( :( :(

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

আশিক মাসুম বলেছেন: কি ব্যাপার?? মন খারাপ হবার মত কি হল??

২৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন:

পোস্টটা অফলাইনে আগেই দেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক অবস্থায় ভুলে গিয়েছিলাম। আজকে আপনার নাম দেখে মনে পরে গেল।

নিজের নাম না দেখা পর্যন্ত আফসোস থাকে। তবে দেখার পর কেমন যেন অস্বস্তি হয়।

তবে যে খাটুনি খাটছেন সত্যিই অভিনন্দন জানাই।
পারলে সাপ্তাহিক সংকলনটা কন্টিনিউ করবেন।

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৪

আশিক মাসুম বলেছেন: অনেক ব্যাস্ততা যাচ্ছে আপু , সময় পাচ্ছি না । ফ্রি হলেই ব্যাক করাবো ইনশাল্লাহ।

২৯| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++
আগেরটায় যাচ্ছি :)

০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.