নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
নিমফুলের গালিচা মাড়িয়ে
শিউলির বনে ঘুঘুডাকা মুখরিত সময়
বেমালুম মগ্ন চিলের ধ্যানভাঙ্গানো সকালে
অশ্বথের শাখে লক্ষীপেঁচাদের নিংড়ানো জীবন,
অলখ্যে নিভে যাওয়া সন্ধ্যেবাতির শিখায়
নেমে আসে আঁধারের দেবতারা।
থই থই বর্ষার জলে, বুনোহংসের পাল
ভেসে যাওয়া কচুরিপানার ভীড়ে
গোছা গোছা বেগুনী নরম ফুলের মমতা,
সোনালী ধানের তীব্র গন্ধে ঘুমহারা কৃষানের চোখে
ফেরী করে ফেরা নতুন স্বপ্নের বুনট।
রাখালিয়া সুরে জেগে উঠা ভাঙ্গা হৃদয়ের
রক্তাক্ত স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা রুপাই,
আর বিজলী মেয়ের দীঘলকালো চুলের
চুঁইয়ে পড়া বৃষ্টির জল যেন আজ
একরাশ বিচ্ছিন্ন হাহাকারের প্রতিচ্ছবি।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:১২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন।
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১০
সেলিম আনোয়ার বলেছেন: আর বিজলী মেয়ের দীঘলকালো চুলের
চুঁইয়ে পড়া বৃষ্টির জল যেন আজ
একরাশ বিচ্ছিন্ন হাহাকারের প্রতিচ্ছবি
এই অংশটুকু বেশি ভাল লাগছে।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:১৪
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই, কেমন আছেন?
ব্যস্ততার কারনে আপনার ব্লগে আসতে পারিনা, একদিন এসে সব পোষ্ট পড়ে যাব।
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক দিন পর আশিক ভাই!!!!
১৫ ই মে, ২০১৩ রাত ১১:১৫
আশিক মাসুম বলেছেন: ব্যস্ত সময় যাচ্ছে আপু।
৪| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রান ফিরে পেলাম কবিতা পড়ে।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: প্রানে প্রানে জেগে উঠুক প্রানের স্পন্দন
ভাই, অনেক মিস করি আপনাকে।
৫| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩০
রোকসানা লেইস বলেছেন: চিত্রকল্প এবং শব্দের বুনন ভালো লাগল। শুভকামনা
১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৬| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩২
নোমান নমি বলেছেন: কবিতা কবিতার মত
১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৭
আশিক মাসুম বলেছেন: নোমান নমি নোমান নমির মত, ধন্যবাদ।
৭| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৪
হাসান মাহবুব বলেছেন: প্রকৃতি খুব চমৎকারভাবে এসেছে বর্ণনায়। সবুজ কবিতা।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩১
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
প্রিয় মানুষদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে।
৮| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৪
লাবনী আক্তার বলেছেন: কেমন আছেন আশিক ভাই? কবিতা ভালোত লেগেছ তবে শেষের ৩লাইন খুব বেশি ভালো লেগেছে।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৩
আশিক মাসুম বলেছেন: বেঁচে আছি আপু, আপনি কেমন আছেন?
ভালো লাগার জন্য ধন্যবাদ।
৯| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৫৩
আমি বাঁধনহারা বলেছেন:
কবিতা অসাধারণ হয়েছে কবি ভাই।আমি তো নির্বাক!! মন্তব্য করার ভাষা জানা নাই।কবিতায় শত প্লাস:++++++++ সেই সাথে নিরন্তর শুভ কামনা রইল.....।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৩
আশিক মাসুম বলেছেন: আমি মোটেও কবি না ভাই। আপনার জন্যও শুভকামনা। অনেক ভালো থাকবেন।
১০| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:০৩
শোশমিতা বলেছেন: কবিতা অনেক অনেক ভালো লাগলো + +
কেমন আছেন ভাইয়া?
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৪
আশিক মাসুম বলেছেন: ভালো আছি আপু। অনেক দিন পর!! আপনি কেমন আছেন।
শুভকামনা যানবেন।
১১| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:১৬
স্বপনবাজ বলেছেন: হারিয়ে যান নি তাহলে! কবিতা সুন্দর হয়েছে
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৪
আশিক মাসুম বলেছেন: হারিয়ে জাইনি সেটাই জরুরি খবর, ধন্যবাদ অভি ভাই।
১২| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫৩
মিষ্টি মেয়ে বলেছেন: ঊর্মি কই..?
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৫
আশিক মাসুম বলেছেন: ব্যস্ততার জন্য উর্মিকে লুকিয়ে রেখেছি। ব্যস্ততা শেষে আবার নিয়ে আসব
কিরাম আছুইন মিষ্টি আফা?
১৩| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:২৪
তারছেড়া লিমন বলেছেন: তোকে এক মুঠো রোদ্রুর দিতে চেয়েছিলাম
তুই অবান্চিতের মত ছুড়ে দিলি
তোকে কিছু বৃষ্টি দিতে চেয়েছিলাম
তুই ছাতা চেয়ে নিলি
বল আর কি দিব তোকে
যা পেলে তুই আমাকে ঘৃণা করবি????
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৬
আশিক মাসুম বলেছেন: লিমন ভাই, কেমন আছেন?
এখানে উত্তর দিতে হবেনা, ফেবুতে উত্তর দিয়েন।
১৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৩৫
এরিস বলেছেন: নিমফুল দেখিনি কখনো। আশিক ভাই, কবিতাটি কেমন অপরিচিত লাগলো। শব্দ নির্বাচনে কিছুটা ভিন্নতা। চিত্রকল্পেও আগের চেয়ে ভিন্ন কিছু।তবুও নীরব শূন্যতা, সেটা ছেড়ে যায়নি। সুন্দর কবিতা। অনেক ভালো লাগা রেখে গেলাম। ব্যস্ত সময় সফল হোক। শুভকামনা।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪০
আশিক মাসুম বলেছেন: আমার কাছে মনে হয়নি! সব তো ঠিকিই আছে। কেবল মস্তিষ্কে ঘুরপাক খাওয়া শব্দগুলো তুলে দিয়েছি।
নিমফুল দেখতে অনেক সুন্দর হয়, সাদা লেমনের সংমিশ্রন, আর অসম্ভব সুন্দর মিষ্টি একটা গন্ধ থাকে।
শুভকামনা থাকল আপনার জন্য।
১৫| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
হামা ভাই'র মতো বলি, সবুজ কবিতা।
১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
আশিক মাসুম বলেছেন: আশ্রাফ ভাই,
সবুজে সবুজে ছেঁয়ে যাক আপনার জীবন, শুভকামনা থাকল।
১৬| ১৬ ই মে, ২০১৩ রাত ১:৪২
বাংলার হাসান বলেছেন: বাহ! চমৎকার।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬
আশিক মাসুম বলেছেন: হাসান ভাই অনেক ভালো থাকবেন।
১৭| ১৬ ই মে, ২০১৩ রাত ২:৪০
প্রিন্স হেক্টর বলেছেন: সিরাম হইছে।
সপ্তম পিলাচ
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬
আশিক মাসুম বলেছেন: হেকু ভাই আফনেকে ও সেরাম ধন্যবাদ।
১৮| ১৬ ই মে, ২০১৩ ভোর ৪:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ দারুণ কবিতা। অনেক অনেক ভালোলাগা।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৮
আশিক মাসুম বলেছেন: হেই ব্যাঙ মহারাজ ধন্যবাদ থাকলো।
১৯| ১৬ ই মে, ২০১৩ ভোর ৬:১৯
মিষ্টি মেয়ে বলেছেন: ভালো নাই...... ব্যস্ততা আর ব্যস্ততা
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
আশিক মাসুম বলেছেন: আহারে.... ব্যস্ততার জন্য ব্লগেও আসতে পারি না।
২০| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও খুব মিস করি
১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪১
আশিক মাসুম বলেছেন: ইনসাল্লাহ খুব তারাতারি ব্যাক করবো ভাই।
২১| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২
যোগী বলেছেন:
আনার কমেন্ট দেখে ভাবলাম গানটা আপনার পোষ্টে দিয়ে আসি
আমি ভাই কবিতা বুঝি না
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আশিক মাসুম বলেছেন: হাহাহা গান দেখে মনে হলো একটা কিছু মিন করেছেন কিংবা ধরা পরে গেছি
গানের জন্য ধন্যবাদ।
২২| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
যোগী বলেছেন: হা হা হা ..।
নো ড্যুড, ডোন্ট ওরি, জাস্ট চিল্ল!!!!!
আসলে কারো সাথে গানটা শেয়ার করতে চাইছিলাম,
ব্লগে এখন আপনাকে ছাড়া আর কাওকে পেলাম না।
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
আশিক মাসুম বলেছেন: হাহাহা বুজেননা চোরের মন পুলিশ পুলিশ
ভাল লাগছে গানটা।
২৩| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রুপম শাহরিয়ার বলেছেন: ব্ষ্টির সময় কবিতা পড়ার মজাই আলাদা।
ধন্যবাদ আপনাকে সঠিক পরিবেশে সীরাম কবিতা।
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা আপনাকেও ধন্যবাদ ভাই।
২৪| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
যোগী বলেছেন:
আমি জানতাম আপনেও কামপাই পাট্টি
১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা কাম্পাই
২৫| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫২
বোকামন বলেছেন:
বাংলার রূপ আমি দেখিয়াছি ....
কবিতায় খুব ভালোলাগা.....
রাখালের বাশিঁর সুরে হাহাকার বিচ্ছিন্ন হোক বৃষ্টির জল থেকে।
ভাইয়ের জন্য শুভকামনা নিরন্তর ......
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আশিক মাসুম বলেছেন: এমন কমেন্ট দেখলে শিহরন লাগে......
অনেক ধন্যবাদ ভাইয়া ....... ভাল থাকবেন সব সময়।
২৬| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:২১
বটবৃক্ষ~ বলেছেন: থই থই বর্ষার জলে, বুনোহংসের পাল
ভেসে যাওয়া কচুরিপানার ভীড়ে
গোছা গোছা বেগুনী নরম ফুলের মমতা,
সোনালী ধানের তীব্র গন্ধে ঘুমহারা কৃষানের চোখে
ফেরী করে ফেরা নতুন স্বপ্নের বুনট।
উফফ !আমার অনেক পছন্দ কচুরিপানার ফুল!! কালারটা এত্তো দারুন!! বলার মতোনা.....
ছবিটা রেখে দিলাম
++++++++++++++
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৬
আশিক মাসুম বলেছেন: আমারো অনেক ভাল লাগে আপু..... শান্ত জলের উপর যখন ফুল গুলু ভেসে যায় দোলা লাগে মনে।
+++ এর জন্য ধন্যবাদ।
২৭| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
আর বিজলী মেয়ের দীঘলকালো চুলের
চুঁইয়ে পড়া বৃষ্টির জল যেন আজ
একরাশ বিচ্ছিন্ন হাহাকারের প্রতিচ্ছবি।
সুন্দর একখান কবিতা।
সুখ পাঠ্য!!
মাসুম ভাই ১২তম ভাললাগা নিবেন।
আশা করি ব্লগে নিয়মিত হবেন।
শুভ কামনা সবসময়।
১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮
আশিক মাসুম বলেছেন: নিয়মিত হবার চেষ্টা করে যাচ্ছি ভাই....... দোয়া করবেন।
২৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন: রাখালিয়া সুরে জেগে উঠা ভাঙ্গা হৃদয়ের
রক্তাক্ত স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা রুপাই,
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
আশিক মাসুম বলেছেন: পাইলট ভাই ওনেক দিন পর কেমন আছেন?
২৯| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক মাসুম, নিজেও জানেন না কত ভালো লিখেন আপনি!!
গ্রামে বড় হয়েছি আমি, গ্রামের প্রতিটি মুহুর্ত আমার মনে মিশে আছে। মজার ব্যপার হলো একএকটি লাইন পড়ছি্লাম আর সেই সময়টা অনুভব করতে পারছিলাম!
আপনার তো অহংকার হওয়া উচিত!
(তবে আমাকে অহংকার করে উত্তর দিবেন না, কষ্ট পাবো )
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আশিক মাসুম বলেছেন: হাহাহা ....... আমার এক মামা আছে ব্লগে, যার আমন্ত্রনে প্রথম সামুতে আসা। মামার একটা ডায়লগ আছে দোয়েল নিজেও জানে না সে জাতিয় পাখি।জানলে খবর আছিলো
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আমি আসলে খুব সাধারন মানুষ, আর লিখার মান ও খুব একটা ভাল না ..... দেখেন্না নির্বাচিত পাতায় ও যায় না
অনেক শুভ কামনা আপনার জন্য।
৩০| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৩
এরিস বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: আশিক মাসুম, নিজেও জানেন না কত ভালো লিখেন আপনি!! দোয়েল নিজেও জানেনা যে সে জাতীয় পাখি। ( আশিক ভাই আমার এরকম একটি মন্তব্যে এভাবেই উত্তর দিয়েছিলেন। প্লাস দিয়ে গেলাম )
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
আশিক মাসুম বলেছেন: হাহাহা গ্রাম্য বালিকা কে উত্তর দেওয়ার আগে আপনার কমেন্ট দেখিনাই.....
ধন্যবাদ জানবেন।
৩১| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:২৪
আমিনুর রহমান বলেছেন:
অসাধারন হয়েছে মাসুম। মুগ্ধ। চমৎকার শব্দ নির্বাচন আর সর্বোপরি মনোযোগী হয়েছিস লিখায়
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
আশিক মাসুম বলেছেন: আমিনুর ভাই পিলিজ লাগে এভাবে বইলেন না তাহলে কিন্তু সত্যি সত্যি কবি হয়ে যাব।
আপনাদের খুব মিস করছি ভাই।
৩২| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। তোমার লেখা অন্যতম ভালো কবিতা।
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আশিক মাসুম বলেছেন: ভাই সবি আপনাদের দোয়া
৩৩| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪
সোনালী ডানার চিল বলেছেন:
দৃশ্যবর্ণনা আর যথাশব্দ কবিতাকে শোভিত করেছে খুব।
শুভকামনা কবি!!
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা কবি শুনলেই খুব খারাপ লাগে.... কবি হবার কোন যোগ্যতাই আমার নাই।
ভালো থাকবেন সারাবেলা।
৩৪| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯
কালোপরী বলেছেন: কচুরিপানার ফুল সুন্দর
১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আশিক মাসুম বলেছেন: জি ওনেক সুন্দর।
৩৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১:০২
ফারজানা শিরিন বলেছেন: অলখ্যে নিভে যাওয়া সন্ধ্যেবাতির শিখায়
নেমে আসে আঁধারের দেবতারা । : (
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯
আশিক মাসুম বলেছেন:
৩৬| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:১৫
একজন আরমান বলেছেন:
ভেসে যাওয়া কচুরিপানার ভীড়ে
গোছা গোছা বেগুনী নরম ফুলের মমতা,
দারুন।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪৮
শাহজাহান মুনির বলেছেন: কঠিন হয়ছে...।