নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

চরম অস্থিরতায় দেশ। সমাধানে চোখ নেই কারো।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৩





গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, হরতাল আর ভাঙ্গচুর দিয়ে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এই নিয়ে সরকারের মোটেও ভ্রুক্ষেপ নাই। প্রধানমন্ত্রী নিজেও দারুন বিপাকে আছে, বামদের অভয়ারণ্যে নিজেকে বাঁচাতেই হিমশিম খেতে হয় যাকে, তার পক্ষে দেশ রক্ষা অসম্ভব বৈকি! দেশ যাচ্ছে রসাতলে, ধুঁকে ধুঁকে মরছে সাধারন মানুষ।



এই দেশে সাধারন মানুষের অধিকার কিংবা মতামত কোনকিছুরই মুল্য নেই। তাই সংসদে বসে নেতারা যা বলেন তাই আমরা হজম করি। আজ সকালে পত্রিকায় দেখলাম, সংসদে দেওয়া খুন গুমের তথ্য প্রত্যাহার চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী! খেয়াল খুশি মত যা ইচ্ছে তাই করে যাচ্ছেন, আর তার মাশুল গুনছি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষগুলো।



সাম্প্রতিক সময়ে তত্বাবধায়ক সরকার নিয়ে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, তা নিয়ে খুব শঙ্কায় আছি। বিরোধী দল উঠে পড়ে লেগেছেন তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে। অপরদিকে সরকার তার সিদ্ধান্তে অটল রাখতে অটল!

চলছে যার যার মত কাঁদা ছোড়াছুড়ি, হামলা পালটা হামলা, জ্বালাও পোড়াও আর ভাঙ্গচুরের রাজনীতি; সাধারণ মানুষের অভিমত কিছুনা। সংসদে সরকারী দলের সংখ্যাগরিষ্ট এমপি পরিষদ যে দিকে রায় দিবে তাই আমাদের ভাগ্য, আমাদের নির্মম নিয়তি।



আমার মতে এ মুহুর্তে গণভোট নেওয়া উচিত সরকারের। হ্যাঁ/না ভোটের প্রচলন এই দেশে আছে। এতো লাথালাথি না করে একবার আপামর জনতার রায় দেখুন, জনতা কি চায় সেটা তো একবার যাচাই করা উচিত মাননীয় সরকার মহাদয়! দয়া করে এই গ্লানিময় অস্থিরতা থেকে খেটে খাওয়া ক্লান্ত মানুষগুলোকে মুক্তি দিন। দয়া করুন আমাদের উপর। ভুলে যাবেন না জনতার রায়েই আজকে আপনি/আপনারা এই মসনদে বসেছেন। বঙ্গালির বাঁধ ভেঙ্গে গেলে পরিনতি কিন্তু খুব নির্মম আর ভয়াবহ হবে।



মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৬

বিষাদ সজল বলেছেন: দেশটার কথা কেউ ভাবেনা ।
সবাই দলীয় লেজুড়বৃত্তি আর নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত ।
মেধাবী মানুষগুলো দেশের বাইরে চলে যাচ্ছে ।
ক্ষমতার কলকাঠি নাড়ছে ৩য় শ্রেণীর কিছু মানুষ ।
আফসোস ।
বিশাল আফসোস ।

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আশিক মাসুম বলেছেন: আসলেই আফসুস............ নির্মম বাস্তবতা।

২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩১

জেনারেশন সুপারস্টার বলেছেন: জনগণ চায় একটি সূখী সমৃদ্ধ এবং বিশুদ্ধ গণতন্ত্রের বাংলাদেশ।আর একটি বিশুদ্ধ গণতন্ত্র গড়ে তোলাটাই জাতির উন্নতির একমাত্র পথ এটা যেমন সকল রাজনৈতিক দল বোঝেনা তেমনি বোঝেনা সকল জনগণও।তবে বামদের অভয়ারণ্য বলতে ঠিক কি বোঝালেন বুঝতে পারলামনা।প্রধানমন্ত্রী বাম বা কমিউনিস্টদের অভয়ারণ্যে পরে গিয়েছেন এধরণের কিছু এখনও নজরে আসেনি।একাত্তরে মুক্তিবাহিনী দমনে রাজাকার-আলবদর-পাকবাহিনী নাস্তিক-কমিউনিস্ট আখ্যা দিয়ে সাধারণ মানুষদের হত্যা করত।তারই ধারাবাহিক ভাবধারা বংশানুক্রমে এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে।প্রকৃতপক্ষে বামদের সাথে যদি ঐক্য থাকে তবে সেদোষে সবচেয়ে বেশী দোষী বিএনপি।একটা ব্যাপার মনে রাখবেন কমিউনিজম আর মউদুদীবাদ দুইটায় যতই নিজেদের গালাগাল দেক না কেন ভেতরে ভেতরে দুইটায় দুইটার আত্মার আত্মীয়।

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আশিক মাসুম বলেছেন: কমিউনিজম আর মউদুদীবাদ দুইটায় যতই নিজেদের গালাগাল দেক না কেন ভেতরে ভেতরে দুইটায় দুইটার আত্মার আত্মীয়।


সহমত। আমি কোন তর্কে গেলাম না, তবে আপনাকে বর্তমান আওয়ামি পরিসদ কে চোখ মেলে তাকাতে বলব। আশাকরি বামদের অভয়ারণ্য বলতে ঠিক কি বোঝালাম বুঝে জাবেন।



শুভ কামনা থাকলো।

৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭

রিওমারে বলেছেন: জনগনের ভোটাভুটি ভাওতাবাজী লোক দেখানো মাত্র। সরকার গঠন করে ক্ষমতায় আসীন ব্যাক্তি বর্গ ও কিছু দাতা গোষ্ঠী র কারসাজীতে। এই কারনেই হাসিনা ক্ষমতা ছাড়তে রাজী নয়। জনগন ক্ষমতার কোণ উৎস নয়। প্রশাসন সকল ক্ষমতার উতস।।এই কথা আমাদের মত আবাল জনতার বোঝার কিছুই নাই।









































১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আশিক মাসুম বলেছেন: সহমত , তবে আমাদের বাস্তবতা অনুধাবন করার সময় এসে গেছে। ( খুব খেয়াল কইরা)

৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: সবাই সবার ধান্দায় ব্যাস্ত ! কেউ নিজের স্বার্থ ছাড়া এক পা আগায় না ।

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আশিক মাসুম বলেছেন: হাহা আমরা সাধারন মানুষ ই নিজের স্বার্থ ছারা কিছু বুঝিনা আর তিনারাতো তিনারাই।

৫| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৫:১৩

গ্রীনলাভার বলেছেন: নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! - (প্রোফাইল কপি পেষ্ট)

একমত কিনা বলুন।

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

আশিক মাসুম বলেছেন: ১১০% একমত :P

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: আম্রা যতই চিল্লাই লাভ নাই। সবাই গদিরে ভালবাসে। সব দলই স্বার্থপর

১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫০

আশিক মাসুম বলেছেন: সহমত

৭| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
৪২ বছরে ঠিক হয়নি আর কখন ঠিক হবে কিনা বলা কঠিন। :(

তবে সকলের প্রত্যাশিত সোনার বাংলা দেখে যাওয়া এবং তা গড়ার কারিগর হিসেবে সকলের পাশে থাকার ইচ্ছে আজ মরেনি।




১৮ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

আশিক মাসুম বলেছেন: তবুও বেঁচে থাকি, তবুও বেঁচে থাকতে হয়, বেঁচে থাকা আশা , বেঁচে থাকা ভালোবাসা!

কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: আল্লাহ আমাদের প্রতি সহায় হোন!

১৮ ই মে, ২০১৩ রাত ১১:০৫

আশিক মাসুম বলেছেন: ফি আমানিল্লাহ

৯| ১৯ শে মে, ২০১৩ রাত ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

আশিক মাসুম বলেছেন: আমিন .......

১০| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: এতো লাথালাথি না করে একবার আপামর জনতার রায় দেখুন, জনতা কি চায় সেটা তো একবার যাচাই করা উচিত মাননীয় সরকার মহাদয়! দয়া করে এই গ্লানিময় অস্থিরতা থেকে খেটে খাওয়া ক্লান্ত মানুষগুলোকে মুক্তি দিন।


দয়া করুন আমাদের উপর।


দয়া!! হেইডা আবার কি! খায় না মাথায় দেয়!! কারে কি কন মাসুম ভাই!! :|| :|| /:) /:)

উনারা হগলে গ্যাসে পাগল হইয়া!! :-0 :-P

মেংগোপিপল এর খবর কেউ রাখেনা!:(:(


১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

আশিক মাসুম বলেছেন: আফসুস এই সত্যি কথা গুলু আমরা কেউ বুঝিনা।

১১| ১৯ শে মে, ২০১৩ ভোর ৫:৪০

মিষ্টি মেয়ে বলেছেন: "That Government Is Best Which Governs Least"

8-| 8-| 8-|

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

আশিক মাসুম বলেছেন: :( :( :(

১২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৮

s r jony বলেছেন: মাননীয় সরকার মহাদয়! দয়া করে এই গ্লানিময় অস্থিরতা থেকে খেটে খাওয়া ক্লান্ত মানুষগুলোকে মুক্তি দিন



লেখায় প্লাস

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

আশিক মাসুম বলেছেন: জনি ভাই কি আর বলব বলেন............ খুব কষ্ট হয় ।

১৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৩

বোকামন বলেছেন:



গণভোট শেষ পর্যন্ত কী আর গণভোট থাকবে !!

বাংলার সাধারণ জনগনই নিশ্চয়ই আমাদের এই দেশটাকে রক্ষা করেছিল এবং রক্ষা করবে। মেহনতী সাধারণ জনগনের মধ্যে তাই বিভ্রান্তি তৈরী করে ঐক্য নষ্ট করে চলছে .....

আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করেন।

আশা হারাবেন ভাই আমার....
আস সালামু আলাইকুম

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩০

আশিক মাসুম বলেছেন: আশা নিয়েই বেঁচে আছি, আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন আমীন।

১৪| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: এত কিছুর মধ্যে যে আমরা এখনো বেঁচে আছি এটাই হয়ত আমাদের পরম পাওয়া। আল্লাহ আমাদের প্রতি সহায় হোন!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আশিক মাসুম বলেছেন: ভালই বলেছেন........... আমিন।

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আর কতকাল এমন চলবে তাই ভাবি ..... কবে এর শেষ জানিনা :(

১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪২

আশিক মাসুম বলেছেন: আমিও জানিনা। প্রত্যাশা নিয়ে বেঁচে আছি একদিন সোনার বাংলা দেখব বলে।

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সাধারণ মানুষ আর দেশের কথা ভাবার সময় তাদের আছে নাকি!

২২ শে মে, ২০১৩ রাত ২:৩৩

আশিক মাসুম বলেছেন: সেই!!

১৭| ২০ শে মে, ২০১৩ বিকাল ৫:০২

বাংলার হাসান বলেছেন: চলছে গাড়ি যাত্রাবাড়ী।

২২ শে মে, ২০১৩ রাত ২:৩৪

আশিক মাসুম বলেছেন: সে গাড়ির পেট্রল হচ্ছি আমরা সাধারণ মানুষ

১৮| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
দেখতে থাকেন কি হয়। মনে হয় না না ভোটের প্রচলন আবার শুরু হবে।

২২ শে মে, ২০১৩ রাত ২:৩৫

আশিক মাসুম বলেছেন: দেখি

১৯| ২২ শে মে, ২০১৩ রাত ১২:২২

মদন বলেছেন: +

২২ শে মে, ২০১৩ রাত ২:৩৬

আশিক মাসুম বলেছেন: :(

২০| ২২ শে মে, ২০১৩ রাত ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: ওদের যেভাবে সুবিধা হয় সেটাই করবে , আপনার আর আমার কথা চিন্তা করবেনা !
আল্লাহ আমাদের সহায় হোন !

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

আশিক মাসুম বলেছেন: হুম!! আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.