নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
(১)
তোমার শিয়রে বসে নির্ঘুম পৃথিবী দেখা
সাদাকালো ফানুসের ভীড়ে যান্ত্রিক সহবাস,
বুকের হিমঘরে তুলে রাখা ভালোবাসার লাশ আর
কংক্রিটের নীল দেয়াল পেরিয়ে রাতের ধূসর আকাশ দেখে
আমি ভুলে যাই এ আমার নতুন করে ভালোবাসার উম্মাদনা কেবল।
(২)
কত আয়োজন, সানফ্রান্সিসকো হয়ে সিডনী
কিংবা লাস-ভেগাস হয়ে কেপটাউন এর আকাশে
আজ আলোক বিষ্ফোরণ আর উল্লাসের স্ফুলিংগ দেখে
বড় অসহায় লাগে রডরেন্ড্রনের রক্তজমাট একাগ্রতাকে
খুব বেশি নিস্প্রভ লাগে তোমার খোঁপায় ক্যামেলিয়ার স্নিগ্ধতা।
(৩)
ইউনিসেফের সাদা জীপে করে ধেয়ে আসা মানবতা
তোমার ভ্রমর কালো চুলের লালচে বাদামী হয়ে উঠা
কিংবা গেঁয়ো বুড়োর মুঠোফোনে চিকনি চামেলী রিংটোন,
আমি আজও আধুনিক হতে পারিনি তেমন করে।
(৪)
চার দেয়ালের অন্তরালে শুয়োপোকার জীবন আমার
তাই বৃষ্টি কিংবা জোৎস্নার বিলাসিতা আমার নেই,
নিছক মধ্য দুপুরে নীল রোদে ঘামে ভেজা আমার শরীরে
গ্লুকোজের চরম শুন্যতা আর সাদাজলের শ্রান্তি নিয়ে,
আমি বেঁচে থাকি নতুন কোন স্বপ্ন দেখব বলে।
উৎসর্গঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমার ক্ষুদ্র প্রয়াস।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩
আশিক মাসুম বলেছেন: কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
কোনরকম দ্বিধা ছাড়াই প্রশ্ন করে ফেলুন।
২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭
যোগী বলেছেন:
আমি কবিতা বুঝি না
কিন্তু আপনার কবিতা পড়তে ঝর ঝরা লাগে।
কম বুঝি তাই হয়তো
কবিতা বুঝিনা বলে প্লাস মাইনাস কোন কিছু দেয়ার যোগ্যতা নাই
২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩
আশিক মাসুম বলেছেন: কবিতা বুঝা না বুঝা কোন বিষয় না। আর কোন টাইপের পোষ্ট অইটাও বড় কথা না। উপস্থিতিটাই আসল।
আপনার কমেন্ট দেখলে ভালো লাগে। প্লাস মাইনাস লাগবেনা।
কেমন আছেন? আপনার উর্মি খুঁজা কতদূর?
৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯
কালোপরী বলেছেন: সবার আধুনিক হতে হবে এমন কোন কথা নাই
শুভ কামনা
২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮
আশিক মাসুম বলেছেন: যাক শেষ পর্যন্ত টিয়াপাখির মুখে ভাষা ফুটলো!
যে আধুনিকতার কোন কিছু দেওয়ার ক্ষমতা নাই শুধু নেওয়ার ক্ষমতা আছে সে আধুনিকতা চাইনা।
৪| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০
বোকামন বলেছেন:
কিংবা গেঁয়ো বুড়োর মুঠোফোনে চিকনি চামেলী রিংটোন,
আমি আজও আধুনিক হতে পারিনি তেমন করে।
আমার উর্বর মস্তিস্ক এর ঠিক ব্যাখ্যা খুজেঁ পাচ্ছে না !!!
চামেলী বুঝলাম কিন্তু চিকনি চামেলী রিংটোন কী অর্থে ব্যাবহার করলেন :-(
আপনাকে বিরক্ত করার জন্য আমি দু:খিত।
(মন্তব্যটি মুছে ফেলতে পারেন)
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
আশিক মাসুম বলেছেন: গতকাল রাস্তায় দেখলাম আশিউর্ধো এক বুড়োর মোবাইলে চিকনি চামেলি ( হিন্দি গান) রিংটোন বাজছে।
ব্যপারটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে, আমি কাইন্ড অফ কনফিউজড। আধুনিকতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে।
৫| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মোঃ জুম্মা বলেছেন: অসাধারণ অন্য রকম। ভালো লাগলো
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪৮
আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদ
শুভকামনা থাকল।
৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৮
বাংলাদেশী দালাল বলেছেন:
কবিতার থিম অসাধারণ +++++ কবিতা
২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ দালাল ভাই।
আমি কোন থিম খুঁজে পাচ্ছিনা।
এটাও আমার আর দশটা কবিতার মত ছন্নছাড়া।
৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪১
রেজোওয়ানা বলেছেন: কবিতা চতুর্দয় সুন্দর....
২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৫
আশিক মাসুম বলেছেন: আপু, কৃতজ্ঞতা জানবেন। অনেক শুভকামনা আপনার জন্য।
৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০৫
রোজেল০০৭ বলেছেন: আপনার ক্ষুদ্র প্রয়াস কে জানাই সাধুবাদ।
২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩২
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ
৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ভাল লাগলো; সবগুলোই..
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞলী।
২৫ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ, আপনার সাথে আমিও শ্রদ্ধাজ্ঞলী জানাই।
১০| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর
২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মিতা। প্রত্যাশা ভালো আছেন।
১১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
আপনার আগের পোস্ট গুলো ছাড়িয়ে যাওয়া।
২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৪
আশিক মাসুম বলেছেন: আশরাফ ভাই, এভাবে বলবেননা। কেমন যেন অস্বস্তি লাগে। ভালো থাকবেন সবসময়।
১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ ! আপনার কাব্য প্রতিভা ধীরে ধীরে উন্মেষীত হচ্ছে মাসুম ভাই ! শুভকামনা !
২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৫
আশিক মাসুম বলেছেন: এই প্রতিভা রাখি কোথায়
১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: উপমাগুলো দারুন হয়েছে
রডরেন্ড্রনের রক্তজমাট একাগ্রতা,
খোঁপায় ক্যামেলিয়ার স্নিগ্ধতা,
ইউনিসেফের সাদা জীপে করে ধেয়ে আসা মানবতা,
মুঠোফোনে চিকনি চামেলী রিংটোন,
চার দেয়ালের অন্তরালে শুয়োপোকার জীবন ।
২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৭
আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্টের জবাব দিতে গিয়ে তিনবার ভাবতে হলো, কিন্তু কোন জবাব খুঁজে পেলাম না !
প্রার্থনা, অনেক ভালো থাকেন সবসময়।
১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৫
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো সবকটাই।
২৫ শে মে, ২০১৩ রাত ১:৩১
আশিক মাসুম বলেছেন: জনাব, ধন্যবাদ জানিবেন
১৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৩৫
বাংলার হাসান বলেছেন: খুব সুন্দর।
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
১৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিংবা গেঁয়ো বুড়োর মুঠোফোনে চিকনি চামেলী রিংটোন,
আমি আজও আধুনিক হতে পারিনি তেমন করে।
দারুন,দারুন ।
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনার পদচারনায় পুলকিত হলাম
১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ২:০৩
নূর আদনান বলেছেন: valo lagse..
kobita lekbar munchay kintu mathar antenay dhore na
sorry bangla lekhte passin... problem kortese
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৯
আশিক মাসুম বলেছেন: নো নিড টু বি সরি. চেষ্টা করেন হয়ে যাবে কবিতা
১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১৪
বটবৃক্ষ~ বলেছেন: সবগুলোই খুব বেশি দারুন!!
মামুন ভাইয়ের সাথে একমত...।
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন. অনেকদিন আপনার পোস্ট এ যাওয়া হয়না, সময় করে এসব একদিন।
১৯| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:০০
ঘুড্ডির পাইলট বলেছেন: বিদ্রোহীকে জন্মদিনের শুভেচ্ছা
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২৩
আশিক মাসুম বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
২০| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩
ওঁ বলেছেন: কবিতায় ভাল লাগা, কবিকে জন্ম দিনের শুভেচ্ছা
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন
২১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ছবিটা কার ?
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২৭
আশিক মাসুম বলেছেন: ছবিটা আমার না :p
২২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে ৮ নাম্বারটা বেশী। দুই একটা বানান ভুল আছে। পারলে থিকে করে নেবেন।
শুভ কামনা রইলো
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২৮
আশিক মাসুম বলেছেন: দয়া করে বলবেন কি কোন বানানগুলো ভুল ?
২৩| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: পারলে ঠিক করে নেবেন।****
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩০
আশিক মাসুম বলেছেন: ঠিক তো করতে চাই , কিন্তু কোনটা ভুল তাই তো বুঝিনা . দয়া করে যদি বুঝায়ে দিতেন ।
২৪| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৫
অপর্ণা মম্ময় বলেছেন: সর্যি , একটা কমেন্টেই অনেক ভুল হয়ে গেল । ৪ নাম্বার হবে । খুবই দুঃখিত ।
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩৪
আশিক মাসুম বলেছেন: দু:খিত হবার কিছু নেই, আমি বুঝতে পেরেছি, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ.
২৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: পেড়িয়ে > পেরিয়ে
ধুসর> ধূসর
আর উপলক্ষ্য বানান টা ভুল ছিল ।
ধন্যবাদ ।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩
অনীনদিতা বলেছেন: খুব সুন্দর।সবকটা
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫৪
আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর! কেমন আছেন? কমেন্টের জন্য ধন্যবাদ।
২৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগলো ।
২৫ শে মে, ২০১৩ রাত ১১:২২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, প্রচন্ড দৌড়ের উপর আছি, তাই কারো ব্লগেই যেতে পারিনা। ফিরে এসে সব কমেন্ট একবারে করব।
২৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
তারছেড়া লিমন বলেছেন: দিন দিন আপনার লেখা সমৃদ্ধ হচ্ছে ভাই..........এইটা ও চমৎকার হয়েছে।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৯
আশিক মাসুম বলেছেন: মনে হচ্ছে দিন দিন আমার মাথার তারও ছিড়ে যাচ্ছে
২৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:০২
ভিয়েনাস বলেছেন: চার দেয়ালের অন্তরালে শুয়োপোকার জীবন আমার
তাই বৃষ্টি কিংবা জোৎস্নার বিলাসিতা আমার নেই ... সুন্দর।
আপনার লেখাগুলোর মধ্যে শক্তিশালী একটা লেখা।
ভালো লাগলো
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩১
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
৩০| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। আমার পড়া তোমার সবচাইতে ভালো কবিতামালা।
ভালো লাগছে এমন একজন চমৎকার কবিকে আমি ব্যক্তিগত ভাবে চিনি।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৪
আশিক মাসুম বলেছেন: ভাই, এভাবে অন্তত পঁচায়েন না। কষ্ট লাগে।
কমেন্টের জন্য ধন্যবাদ
৩১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
চার দেয়ালের অন্তরালে শুয়োপোকার জীবন আমার
তাই বৃষ্টি কিংবা জোৎস্নার বিলাসিতা আমার নেই,
নিছক মধ্য দুপুরে নীল রোদে ঘামে ভেজা আমার শরীরে
গ্লুকোজের চরম শুন্যতা আর সাদাজলের শ্রান্তি নিয়ে,
আমি বেঁচে থাকি নতুন কোন স্বপ্ন দেখব বলে।
ভাললাগা রেখে গেলাম।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৬
আশিক মাসুম বলেছেন: শোভন ভাই, অনেক শুভকামনা আপনার জন্য।
৩২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহা দারুণ দারুণ!!
চমৎকার সব উপমা।
ভালো লাগা রইল।
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৮
আশিক মাসুম বলেছেন: মুর্খ ভাই, অনেক দিন পর দেখলাম আপনাকে।
কমেন্টের জন্য ধন্যবাদ
৩৩| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আশিক ভাই, বিসিএস পরীক্ষা নিয়ে কিছুদিন বিজি ছিলাম। তাই ব্লগে অতটা আসা হয় নি।
পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। রেজাল্ট দিক, জানি না কপালে কি লেখা আছে! তাহলে হয়তো আরও মাস তিনেকের জন্য ব্লগ থেকে নির্বাসন!!!
নতুন পোস্ট দিয়েছি একটা। দেখে আসতে পারেন।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:১১
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক দোয়া থাকলো ভাই আপনার জন্য। ইনশাল্লাহ সব কিছু ভাল হবে । আমি নিজেও নির্বাসনে আছি ভাই।
এখনি যাচ্ছি
৩৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ফারজানা শিরিন বলেছেন: হু । আমি বেঁচে থাকি নতুন স্বপ্ন দেখবো বলে ।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আশিক মাসুম বলেছেন: জি নতুন স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে।
৩৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৬
এরিস বলেছেন: অনেক দেরি করে আসলাম। আশিক ভাই, আপনার লেখাগুলো বরাবরই আমাকে কনফিউশনে ফেলে দেয়। একভাবে অর্থ বের করলে মনে হয়, হুম, এটাই বোধয় বুঝিয়েছেন। আবার একটু ঘুরিয়ে দেখলে মনে হয়, না, অর্থ ভিন্ন। অনেক আগের পোস্ট করা একটা কবিতায় পড়েছিলাম 'তোমার সৌন্দর্যের লাল পিঁপড়ে' , টু বি অনেস্ট, পরশুদিন বুঝতে পেরেছি কি বুঝাতে চেয়েছেন। অনেক সময় লাগে একটা মন্তব্য করতে। ৪ নম্বর কবিতাটি মনে হয়েছে আমার কবিতা। গভীর জীবনবোধ খুঁজে পেলাম। একটু বেশীই ভালো লাগলো। নির্ণয় পোস্টটাও খুব ভাবিয়েছে। ভালো লাগা।
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭
আশিক মাসুম বলেছেন: হুম.... আপনার কমেন্ট দেখলে আমি নিজেও খুব কনফিউস্ড হয়ে যাই। কিসব লিখি মাঝে মাঝে নিজেই বুঝিনা নিজেকে।
অনেক শুভ কামনা আপনার জন্য।
৩৬| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৪৯
একজন আরমান বলেছেন:
মাসুম ভাই ইজ ব্যাক উইথ ফায়ার।
২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯
আশিক মাসুম বলেছেন: হ মাথা থেকে পা অবদি সারা শরীরে আগুন জ্বলে
৩৭| ২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৮
সোহাগ সকাল বলেছেন: পোষ্টে দেয়া ছবিটা দেখেই পোষ্টে ঢুকলাম। ওমা! লেখাটাও তো চমৎকার!
২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০১
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:০৬
ইনকগনিটো বলেছেন: লাগলো বেশ। শুভকামনা কবির জন্য।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:১২
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা ধন্যবাদ, অনেক ভালো থাকবেন ।
৩৯| ৩১ শে মে, ২০১৩ রাত ৩:০৬
ফালতু বালক বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।
৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩
আশিক মাসুম বলেছেন: একটু বিজি সময় যাচ্ছে ব্রো।
৪০| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ ! চমৎকার !
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪০
আশিক মাসুম বলেছেন: হেই লিটন ভাই, আপ্নে মিয়া এখন পর্যন্ত একটা ফ্ল্যাট কিনতে পারলেন্না আফসুস( ২দিন পর বিয়া কইরা ফালামু )
৪১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সুন্দর সুন্দর । ++++
০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি , শুভ কামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭
বোকামন বলেছেন:
দারুন দারুন ভাই আশিক মাসুম !!!
লেখা পড়ে নিজেকে আর অসহায় লাগছে না :-)
স্বপ্ন আছে লেখায় শিহরিত স্বপ্ন !!
( একটা প্রশ্ন করার অনুমতি চাইছি ভাই?