নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
চাঁদের প্রেম
চাঁদের শরীরে প্রেম থাকে কেবল,
কষ্টে পুড়ে সূর্য মহারাজ!!
দীর্ণতা
তোমার জন্য আমার দীর্ণ জীবন,
চাল চুলো সবি আছে ঠিক তবু কেন দূরত্ব
কেন পাশে থেকেও মুখ দেখিনা কেউ কারো।
অসমাপ্ত
আমার বেঁচে থাকা নেই,
আমার শরীরে কবিতা হাসেনা
হেসে উঠে তরঙ্গ বিস্ময় আর
কি যায় আসে
কাল সারারাত ঘুমাইনি আমি
কি আসে যায় তোমার,
দিন রাত নিকোটিনের পাহাড় গড়ছি বুকে
তাতে ক্ষতি কি তাহাদের??
প্রিয়তি
আজ তুমি জানতে চাও আমি কেমন আছি,
হেসে ফেলি কষ্টে,
এও কি তোমার অজানা প্রিয়তি!!
আক্ষেপ
কত কি রঙ থাকে, সাদাকালো জীবনের হাতছানি কেবল
এই আমার জন্য।
কালার ব্লাইন্ড
তোমার সব কথাই মেনে নিলাম,
প্রেমের মরন সহজ নয় জানি
আর এও জানি আমি মরে গেছি সেই অনেক আগে।
ন্যাপথলিন
মাঝে মাঝে ইচ্ছে করে তোমায় ওয়্যার ড্রয়ারে তুলেরাখি,
খালি ভয় পাই নামিয়ে আনলে ন্যাপথলিনের গন্ধে না আবার
আমার পিত্তি জ্বলে যায়!!
ছাই
যে ছাই হয় সেই বুঝে, ছাই হতে কতটা পোড়তে হয়।
নিশাচর
পাখী হয়ে যেতে ইচ্ছে করে
নিশিজাগা এক অচেনা পাখী,
পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবো
এখন তো মানুষ ও পোকা খায়!!
বিঃদ্রঃ ভাল লাগতেই হবে এমন বলিনা তবে খারাপ লাগার কোন পথ নেই।
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭
আশিক মাসুম বলেছেন: সাগর ভাই অনেক ধন্যবাদ , কৃতজ্ঞতা যানবেন।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
ছাই টা তো খুব বেশি
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭
আশিক মাসুম বলেছেন: হাহাহা সবাই ছাই হয়ে যাচ্ছি প্রতিনিয়ত
৩| ১২ ই জুন, ২০১৩ রাত ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ অন্যরকম পোস্ট +++++++
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ গুরু।
৪| ১২ ই জুন, ২০১৩ রাত ২:১১
বোকামন বলেছেন:
এত সুন্দর করে লিখলে কী আর খারাপ লাগার কোন পথ থাকে !! :-)
আমি অণুগল্প মনে করেই পড়লাম ২+
ভালো থাকবেন প্রিয় ভাই.....
১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৯
আশিক মাসুম বলেছেন: অনু গল্প হ্যা ভাই তেমনি কিছু একটা।
শুভ কামনা আপনার জন্য।
৫| ১২ ই জুন, ২০১৩ রাত ২:১২
স্বপ্নবাজ অভি বলেছেন: আরেকটি অস্থির প্রযোজনা !
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০০
আশিক মাসুম বলেছেন: হাহহা , আসলেই আমি পুরা অস্থির অবস্থায় আছি ।
৬| ১২ ই জুন, ২০১৩ রাত ২:৪০
একজন আরমান বলেছেন:
কি যায় আসে, ছাই আর ন্যাপথলিন এই তিনটা দারুন লেগেছে।
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০২
আশিক মাসুম বলেছেন: আরমান ভাই ধন্যবাদ, একেই বলে পছন্দের মিল হাহাহা এই কবিতা নিজে লিখে নিজেই ২০ বার পড়েছি।
৭| ১২ ই জুন, ২০১৩ রাত ২:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: নতুন ধরনের কবিতা পড়লাম
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩
আশিক মাসুম বলেছেন: হুম নতুন ধারাই বটে
৮| ১২ ই জুন, ২০১৩ রাত ২:৫৯
শিপু ভাই বলেছেন:
অদ্ভুত ভালোলাগা!!!
++++++++++++
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪
আশিক মাসুম বলেছেন: শিপু ভাই এর ভালা লাগছেরে :>
তাহলে তো কবিতার জন্ম সার্থক।
ভাল থাকবেন নিরন্তন।
৯| ১২ ই জুন, ২০১৩ ভোর ৫:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: যে ছাই হয় সেই বুঝে, ছাই হতে কতটা পোড়তে হয়
জটিল, খুব ই জটিল মিতা
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬
আশিক মাসুম বলেছেন: আর বইলেন্না মিতা মাথেয় কই জানি হইছে খালি উলট পালট কথা ঘুরে , হাহাহাহা ।
১০| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২
মামুন রশিদ বলেছেন: ভালো না লেগে উপায় নেই । ছোট ছোট কবিতা এত সুন্দর করে লেখা যায় !!
যে ছাই হয় সেই বুঝে, ছাই হতে কতটা পোড়তে হয়। ++
১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮
আশিক মাসুম বলেছেন: হাহাহা জি মামুন ভাই শিরোনাম কই খেয়াল করেছেন "ধানী মরিচ" ছোট বলে হেলা কিরেন্না পড়ে ধরা খাইবেন
অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।
১১| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩
এরিস বলেছেন: দীর্ণতা সবচেয়ে বেশী ভালো লেগেছে। প্রিয়তি মানে কি?
আমি মরে গেছি সেই অনেক আগে।
কথাটা মনে ধরেছে। ভালোলাগা জানবেন।
ছবিটা কিন্তু ধানী মরিচের না।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
আশিক মাসুম বলেছেন: প্রিয়তি একজনের নাম । ভাললাগা জানলাম আর আপনিও ধন্যবাদ জানবেন।
জি আমি জানি ছবিটা কামরাঙ্গা মরিচের, দেখতে সুন্দর তাই দিলাম।
১২| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭
হাসান মাহবুব বলেছেন: চাঁদের প্রেম সবচে ভালো লাগসে।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
আশিক মাসুম বলেছেন: বিজ্ঞ জনের ভাল লাগায় একটু ক্লাসিকেল ব্যাপার থাকবেই।
১৩| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ছাইটা সবচেয়ে ভালো লাগসে।
১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
আশিক মাসুম বলেছেন: সবাই দেখি ছাই এর পিছে পরছেন!!
১৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
আমিভূত বলেছেন: সবগুলোই ভালো লেগেছে
কাল সারারাত ঘুমাইনি আমি
কি আসে যায় তোমার,
দিন রাত নিকোটিনের পাহাড় গড়ছি বুকে
তাতে ক্ষতি কি তাহাদের??
১৩ ই জুন, ২০১৩ ভোর ৫:৩০
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , ভালো থাকবেন।
১৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ২:৫৮
বটবৃক্ষ~ বলেছেন: আজ তুমি জানতে চাও আমি কেমন আছি,
হেসে ফেলি কষ্টে,
এও কি তোমার অজানা প্রিয়তি!!
সবগুলোই অসাধারন! কষ্টের অনুগলপো!!+
১৩ ই জুন, ২০১৩ ভোর ৫:৩১
আশিক মাসুম বলেছেন: হাহাহা কষ্টের অনু গল্প , ভালই বলেছেন। ভালো থাকবেন নিরন্তন।
১৬| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৭:১১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভিন্নধর্মী !
++
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
আশিক মাসুম বলেছেন: অনেকদিন পর দানার বিচরণ ভালো লাগলো।
শুভ কামনা থাকলো ব্রো।
১৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: বাহ! অন্যরকম তো! ভাল হয়েছে।
১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
আশিক মাসুম বলেছেন: নাজিম ভাই ধন্যবাদ আপনাকে।
১৮| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০
গ্রাম্যবালিকা বলেছেন: অসমাপ্ত, আক্ষেপ, ছাই এবং ন্যাপথলিন অনেক বেশী ভালো লেগেছে।
এরকম আরো হোক ছোট ছোট কষ্ট বোমা।
১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭
আশিক মাসুম বলেছেন: আপনাদের কমেন্টস পরে ধানী মরিচের একটা সিরিজ করব ভাবছি।
অনেক অনেক শুভ কামনা ।
১৯| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক সুন্দর। সংক্ষিপ্ত, পরিষ্কার, গোছানো ভাবনার প্রকাশ।
১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৯
আশিক মাসুম বলেছেন: বাববা এতো প্রশংসা কোথায় রাখি, ধন্যবাদ জানবেন মহামান্য প্রোফেসর সাহেব
২০| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তি,ছাই,কি যায় আসে..দারুণ ভাল লেগেছে। ভাল লাগলো কবি শুভসকাল ।
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০০
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই শুভ সকাল, প্লিজ ভাই কবি বলে শব্দটাকে কলুসিত করবেন্না।
২১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
যোগী বলেছেন:
কবিতা ভাললাগেনি। একঘেয়ে প্রেমের ঘেনর ঘ্যন......।
ভাললাগছে বিঃদ্রঃ। দিস ইজ দ্যা রিয়েল স্প্রিরিট।
আই লাইক ইট ইন এ্যাভ্রি সেক্টর অফ লাইফ।
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩
আশিক মাসুম বলেছেন: হাহাহা যোগি ভাই প্রেম ভালবাসা জানিনা। কিছু কিছু কথা যা কারো সাথে শেয়ার করতে পারিনা কিংবা চাইনা, সে এলোমেলো কথা গুলুই উঠে আসে কবিতা হয়ে।
হুম স্প্রিরিট ভালই আছে, থাকেতো থাকেনা
২২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৩৭
আরমিন বলেছেন: চাঁদের প্রেমে প্লাস!
আর বিঃদ্রঃ পড়ে
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৫
আশিক মাসুম বলেছেন: হাহাহহা হাসেন প্রান খুলে হাসেন । চাঁদের প্রেম নিয়ে কোন কথা হবেনা বস।
২৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
মনিরা সুলতানা বলেছেন: চাঁদের শরীরে প্রেম থাকে কেবল,
কষ্টে পুড়ে সূর্য মহারাজ!!
প্রিয়তি কেবল প্রেম নিয়েই আছে
মাঝ খানে কস্টে পুড়ছে আমাদের আশিক মহারাজ ।
++++++++++++++++++ দিয়ে গেলাম
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৭
আশিক মাসুম বলেছেন: আপু এটা একটা কাজ করলেন হাটে হাড়ি ভেংগে দিলেন
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে
ভাল থাকবেন সব সময়।
২৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:২২
সোনালী ডানার চিল বলেছেন:
চাঁদের শরীরে প্রেম থাকে কেবল,
কষ্টে পুড়ে সূর্য মহারাজ!!
চমৎকার.........
১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯
আশিক মাসুম বলেছেন: হায় চিল সোনালি ডানার চিল....... খুব প্রিয় একটা কবিতা। (আপনার নি৮ক দেখলেই মনে পড়ে যায় )
ধন্যবাদ জানবেন।
২৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১২
কালোপরী বলেছেন:
১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
আশিক মাসুম বলেছেন: হাহ!! ইজ্জত পাইলাম্না ।
২৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
কালোপরী বলেছেন: সে আবার ছিল না কবে???
১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২
আশিক মাসুম বলেছেন: কে ছিলনা?
২৭| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:১০
শ্রাবণ জল বলেছেন: আসলেই খারাপ লাগার পথ নেই।
টুকরো কাব্য গুলো বেশ ভাল লাগল, মাসুম ভাই।
শুভ কামনা।
২০ শে জুন, ২০১৩ রাত ১০:১২
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা থাকলো।
২৮| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
আশিক মাসুম বলেছেন: হায়রে ইমু খোর
২৯| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: নতুন পোস্ট?
২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৯
আশিক মাসুম বলেছেন: দেখি নতুন পোস্ট ভাবতে হবে।
৩০| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
কালোপরী বলেছেন: ইজ্জ্বত ছিল না কবে???
২৭ শে জুন, ২০১৩ রাত ১:২৩
আশিক মাসুম বলেছেন: কোন দিন না।
৩১| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪
কালোপরী বলেছেন: সব সময়ই ছিল
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩
আশিক মাসুম বলেছেন: আমার সেটা মনে হয় না।
৩২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি হয়েছে?
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
আশিক মাসুম বলেছেন: কিছু হয়নি আপু, কেমন আছেন আপনি?
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৪
রাইসুল সাগর বলেছেন: ভালালাগছে। শুভকামনা রইল।