নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
"নস্টালজিক"
আরশি থেকে চাঁদ নেমে এসেছিল একদিন আমার হাতের মুঠোয়,
একদিন সারারাত দখিনা বাতাসে জড়োসড় হয়ে শুয়েছিলাম মাঝপথের ঐ ব্রিজের কার্নিশে,
একদিন ভরদুপুরে চা আর শুকনো বিস্কিটে ক্ষুধা মিটেছে আমার,
জটলা পাকানো মাছির ভনভন শব্দে খুব বিরক্ত হয়েছি একদিন,
একদিন তোমার হাত ধরার অপরাধে কেঁদে কেঁদে ক্ষতবিক্ষত হয়েছি আমি,
একদিন তোমার বাড়ির উঠোনে সমবেত হওয়া পঞ্চায়েতে
একঘরে করে দেওয়া হয়েছিল যতীনদের,
একদিন খুব আয়োজন করে তুমি আমায় মেরে ফেলেছিলে,
একদিন আমি উন্মুখ হয়ে বলেছিলাম
ভালবাসি তোমায় জীবনের চেয়ে বেশি ।
"বিচিত্র"
একটি চাকুরীর জন্য হন্য হয়ে ছুটে চলা
আরমানকে দেখে বুঝি জীবন কত বিচিত্র,
অভিটা ভালই আছে
স্বপ্নবাজ ছেলেদের খারাপ থাকতে নেই আসলে,
বিয়ে পাগলা জনি ভাই নিজেকে গুটিয়ে বসে আছে নির্জনে,
ইভান ভাইকে দেখলে ভীষণ হিংসা হয়
ছেলে সংসার নিয়ে সাজানো জীবনে যেন
সুখের রাজ্যে এক নির্ভার সম্রাট ।
আমিনুর ভাই ভালই আছে জীবন চলছে সমান্তরাল গতিতে,
সংশয় হয় কেবল জাদীদ ভাইকে নিয়ে
কি করছে লোকটা! আবেগী মানুষ তাই ভয় হয় ভীষণ,
রাফাত ভাই লোকটা একটু অন্যরকম,
ভাবুক মানুষ রাইসুল সাগর
বেঁচে আছে এক অধরা সুখের ক্লান্তি নিয়ে ।
তারছেড়া লিমনের ভাবনাগুলো জোড়া লাগেনি এখনো,
খুব খেয়ালী শিপু ভাই ছুটে চলে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে,
গ্রাম্যবালিকার রঙিন জীবনে বেড়েছে রঙের ছটা,
অচেনা বাস্তবতার আদলে বেঁচে থাকা এরিস,
বাংলার হাসান, মামুন ভাই, শের শায়েরী কিংবা
কিছু পরিচিত মুখ নিয়ে ভাবি,
চরম ব্যস্ত সময়েও ভুলে যাওয়া দায় মানুষগুলোকে ।
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
আশিক মাসুম বলেছেন: আপনার প্রিয় ব্লগারদের খুব মিস করেছি, তাই এই আয়োজন.
ভালো থাকবেন সবসময়.
২| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
লাবনী আক্তার বলেছেন: দারুন লাগল।
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু
৩| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭
লাবনী আক্তার বলেছেন: সব ভাইদের নাম দেখি আপুদের নাম এত কম কেন?
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১
আশিক মাসুম বলেছেন: ভাইরা তো ভালোবেসে বুকে টেনে নেয়, আপুরা তো কম্বলের নিচ থেকে মুখ বের করতে চায়না.
আমার এই কবিতায় আমি তাদের কথাই বলেছি, যাদের সাথে ব্যাক্তিগত ভাবে আমি পরিচিত. যাদের কাছে থেকে দেখেছি, পাশাপাশি বসে আড্ডা দিয়েছি, সর্বপরি যাদেরকে আমি মিস করি
কোন একদিন আপনাদের নিয়েও লিখতে পারব আশা রাখি
৪| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫১
রোজেল০০৭ বলেছেন: দুটোতেই একরাশ নিদারুন ভালো লাগা।
চমৎকার প্রকাশ।
২৮ শে জুন, ২০১৩ রাত ১:১২
আশিক মাসুম বলেছেন: কমেন্টের জন্য কৃতজ্ঞতা.
ভালো থাকবেন রোমেল ভাই, শুভকামনা
৫| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৮
অচিন তারা বলেছেন: দুটো কবিতাই ভালো হয়েছে... ২য় টি বেশি ভালো লেগেছে... লাবনী আক্তার এর সাথে সহমত প্রকাশ করছি...
২৮ শে জুন, ২০১৩ রাত ১:১৬
আশিক মাসুম বলেছেন: আপনি ভাইয়া না আপু আমি ঠিক বুঝতে পারছি না বাট নাম দেখে ধরে নিলাম আপু.
দয়া করে লাবনী আপুর কমেন্টের উত্তর দেখে নিবেন.
ধন্যবাদ আপনাকে
৬| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো দুইটাই।
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: শুধু কবিতা নয় সিরিয়াস কবিতা হইছে প্রথম টা !
দ্বিতীয় টা পড়ে চোখে পানি এসে গেল প্রায় ! আসবেন মাঝে মাঝে , ব্যাস্ততার ফাঁকে ফাঁকে !
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২১
আশিক মাসুম বলেছেন:
আসতে তো চাই ভাই কিন্তু ব্যস্ততা এমন করে ঘিরে ধরেছে যে ইচ্ছে হলেও আসতে পারিনা .
দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন
৮| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
কালোপরী বলেছেন:
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২২
আশিক মাসুম বলেছেন: হাসতে হাসতে তোহ দাতগুলো সব শেষ করে ফেল্লেন, এখন হাসলে তো আর দাতও দেখা যায় না
৯| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথমটা খুব ভাল্লাগছে। অনিয়মিত কেন?
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৪
আশিক মাসুম বলেছেন: অনেক ব্যস্ত সময় পার করছি, আপনাদের খুব মিস করি তবু নিয়মিত হতে পারিনা
১০| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২১
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা ।।
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৮
আশিক মাসুম বলেছেন: অনেক শুভকামনা
১১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২৭
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২০
মাসুম আহমদ ১৪ বলেছেন: একদিন খুব আয়োজন করে তুমি আমায় মেরে ফেলেছিলে
সো রোমান্টিক !
২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩০
আশিক মাসুম বলেছেন: কেউ আমারে মাইরা ফেল্লো এর মইধ্যে রোমান্টিকতা দেহেন!
দোস্ত আব দোস্ত নেহি রাহা
১৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৩০
লাবনী আক্তার বলেছেন: ও এই কাহিনী। তবে বোনরাও কিন্ভু ভাইদের ভালোবাসতে জানে।
২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩২
আশিক মাসুম বলেছেন: জি, বোনেরা ভালবাসতে পারে , বোনেরা ভালোবাসুক এটাই তো চাই! কিন্তু বোনেরা নিরব
১৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১১
গ্রাম্যবালিকা বলেছেন:
"খুব সাদামাটা ভাবে, নিভৃতে একটু একটু করে
প্রাণ সঞ্চার করতে চাই তোমাতে,
একদিন আমি উন্মুখ হয়ে বলতে চাই
ভালবাসি তোমায় জীবনের চেয়ে বেশি ।"
মরা কবিতায় বালিকার রং
শুধু রং?!!! কি বলেন! এযে রঙের হোলিখেলা
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
আশিক মাসুম বলেছেন: বালিকার রংয়ে রাঙাতে মন চায় :p
আপনার রংমাখা কবিতা ভালো লাগলো আপি
অনেক শুভকামনা আপনার জন্য.
১৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:০৮
বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার প্রযোজনা.......
ভালোলাগলো
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
আশিক মাসুম বলেছেন: হুম, ধন্যবাদ আপু.
১৬| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
থাইক কিছু আর কইলাম না।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪২
আশিক মাসুম বলেছেন: শরমায়েন না, কইপালান
১৭| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: দ্বিতীয়টা ভাল হয়েছে বেশি।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৪
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই, শুভকামনা আপনার জন্য
১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:২৩
একজন আরমান বলেছেন:
প্রথমটা কিভাবে কবিতা না?
আর শেষেরটাতে আমার ডি-মার্কেটিং করলেন, না মার্কেটিং করলেন মাথার উপরে দিয়া গেলো।
লেখক বলেছেন: ভাইরা তো ভালোবেসে বুকে টেনে নেয়, আপুরা তো কম্বলের নিচ থেকে মুখ বের করতে চায়না.
হাসতে হাসতে শেষ।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮
আশিক মাসুম বলেছেন: ভাই, মার্কেটিং. ডি মার্কেটিং কিছুই না..
আপনাদের অনুভুতিগুলো সবটাই ধারণ করি
ভীষণ মিস করি আপনাদের
১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!!
++++
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৯
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই
২০| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০
শের শায়রী বলেছেন: কেমন আছেন ভাই। সেই কবে দেখা হল ভাল করে আলাপ ও হলোনা। তবে সেই সাম্ন্য পরিচয়ে নিজের স্বাতন্ত্রতা রেখে গেছেন।
খুব শীঘ্রী ইনশাল্লাহ আবার দেখা হবে।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫১
আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ,
আসলে সেদিন সময়ের অভাবে বেশিক্ষণ থাকতে পারিনি
আসব একদিন চুটিয়ে আড্ডা দেবার জন্য ।
২১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০১
সোনালী ডানার চিল বলেছেন:
"বিচিত্র" চমৎকার কবিতা পড়া হলো........
শুভকামনা কবি!!
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হে কবি সম্রাট
এই অধমকে কবি বলিয়া লজ্জা দিবেন না
ভালো থাকবেন সবসময়
২২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০২
শোশমিতা বলেছেন: দুটি কবিতাই সুন্দর!
অনেক ভালো লাগলো + +
কেমন আছেন ভাইয়া?
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩০
আশিক মাসুম বলেছেন: জি আপু ভাল আছি কেমন আছেন আপনি?
অনেক দিন পর , কোথায় থাকেন আজকাল।
২৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: একদিন খুব আয়োজন করে তুমি আমায় মেরে ফেলেছিলে
প্রথমটা ভালো লেগেছে কবিতা হিসেবে, আর পরেরটা একদম অন্যরকম ভালোলাগা! দারুন লিখেছেন কবি!
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্নাকে।
২৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
এরিস বলেছেন: একদিন খুব আয়োজন করে তুমি আমায় মেরে ফেলেছিলে,
একদিন আমি উন্মুখ হয়ে বলেছিলাম
ভালবাসি তোমায় জীবনের চেয়ে বেশি ।
মেরে ফেলার ব্যাপারটাও এলোমেলো হয়ে গেছে আজকাল। যে খুন হল সে মরলো, নাকি যে খুন করলো সে মরলো? আমার মনে হয়, যে যার জায়গা থেকে মৃত। ( আমার ভাবনা। ভুল বকলেও শুনে থাকুন। ) কবিতার "আমি" কে যে মেরে ফেললো, তাকে সামনে পেলে খামচে দিতাম। ওনাকে জানিয়ে দেবেন। ( আমি মারিনি কিন্তু কাওকে, এটা শিওর)।
"বিচিত্র" তে নিজের নাম পেয়ে বিচিত্র অনুভূতি হয়েছে। ঠিক কতটা আনন্দের, আর কতটা কষ্টের বুঝাতে পারবোনা। এতো এতো মানুষের ভিড়ে আমার নামের উপস্থিতি সুখকর, আর অচেনা বাস্তবতার আদলে বেঁচে থাকা এরিসের জন্যে এই পংক্তি কেমন সহ্যসীমার বাইরে চলে যায়।
লেখক বলেছেন: হাসতে হাসতে তোহ দাতগুলো সব শেষ করে ফেল্লেন, এখন হাসলে তো আর দাতও দেখা যায় না দ্যাট ওয়াজ রকিং আশিক বস।
০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৪৩
আশিক মাসুম বলেছেন: হাহাহা ইউ আর অলসো রকিং এরিস বেগম
২৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: ইয়াল্লা এই পোষ্ট মিসকরলাম ক্যাম্নে
প্রথম কবিতাটা তো ভালো হয়েছেই একই সাথে ব্লগারদের নিয়ে বাস্তব সম্মত কবিতাটাও অনেক ভালো লাগল
আমিনুর ভাই ভালই আছে জীবন চলছে সমান্তরাল গতিতে,
সংশয় হয় কেবল জাদীদ ভাইকে নিয়ে
কি করছে লোকটা! আবেগী মানুষ তাই ভয় হয় ভীষণ,
রাফাত ভাই লোকটা একটু অন্যরকম,
ভাবুক মানুষ রাইসুল সাগর
বেঁচে আছে এক অধরা সুখের ক্লান্তি নিয়ে ।
পঞ্চদশ ভালোলাগা
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯
আশিক মাসুম বলেছেন: মিস করবেন এটাই স্বাভাবিক!!
কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ।
২৬| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
মাহমুদ০০৭ বলেছেন: ২য় টা ভাল লাগল বেশি ।
ভাল থাকবেন ভাই
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
আশিক মাসুম বলেছেন: আপ্নিও অনেক অনেক ভালো থাকবেন ভাই।
শুভ কামনা আপনার জন্য।
২৭| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা কবিতা। "নস্টালজিক" কবিতাটা আসলেই সুন্দর হয়েছে। ১৬ +
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১
আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর ভাইয়া , ধন্যবাদ জানবেন।
২৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
বৃতি বলেছেন: চমৎকার!
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১৯
আশিক মাসুম বলেছেন: " বৃতি " দারুণ নাম।
ধন্যবাদ আপনাকে, আশিকের পৃথিবীতে স্বাগতম
২৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১৩
বাংলার হাসান বলেছেন: প্রথমেই আমি সরি, এমন একটি চমৎকার পোষ্ট মিস করার জন্য।
এবার একটু সাফাই গাই, ভাই বিগত বেশ কিছু দিন যাবত প্রচন্ড ঝামেলায় ছিলাম। আপনি সহ অনুসারিত থাকা অনেকেরই অনেক পোষ্ট মিস করছি। আর বুঝেন তো ব্রো আমি একটু কুইরা টাইপের ।
খুব চৎকার হইছে। ভালা লাগা রেখে গেলোম।
আমার মত ক্ষুদ্র মানুষকে মনে রাখায় সন্মানিত বোধ করছি।
ধন্যবাদ ব্রো।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
আশিক মাসুম বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
রহস্যময়ী কন্যা বলেছেন: ২নং টা বেশী ভালো লাগসে +++++++++++++
ভালো থাকুন ভাইয়া
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৫
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০০
তারছেড়া লিমন বলেছেন: অসাধারন...++++++++++++++
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৭
আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন ভাই।
৩২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
শের শায়রী বলেছেন: কি ভাই কবিতা ভুলে গেলেন নাকি?
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগা(১)। ২টাই খুব সুন্দর।
২য় টাতে প্রিয় সব ব্লগারের বিচিত্র জীবন ভাল লাগল।