নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
সামু ব্লগের খুব উপরের সারির নাম করা এক ব্লগারের অনুরোধে সামুতে একাউন্ট খোলা । যদিও তার আগে থেকেই আমার ব্লগিং এর হাতেখড়ি অন্য এক বাংলা কমিউনিটি সাইট থেকে। ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:১২ আমার প্রথম পোস্ট এর সময় কাল । শত তম পোস্ট দিতে ৪ বছরের বেশি সময় লেগেছে, হ্যা, এটা দেখেই অনুমেয় আমি অলস ব্লগার । শেষ ৭/৮ মাস ধরেই আসলে আমার ব্লগিং করা । ব্লগিং ব্যাপারটা এখনো আমার মাথায় ঢুকেনি, পোস্ট দিতে পারাইযে ব্লগিং নয় সেটা ভালই জানি ।
কারো নাম বলতে চাই না (আসলে নাম বলা না বলাতে কিছু যায় আসেনা কারন যাদের নাম বলব তারা জানে আমাকে) সবার কাছে কৃতজ্ঞতা আর ভালবাসা তো থাকলোই ।
জানা আপুকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই হাজার প্রতিকূলতার মাঝেও সামুকে বাচিয়ে রাখার জন্য ।
শত তম পোস্ট-এ সবার জন্য দুটি কবিতা
একঃ
"স্মৃতির কফিন"
নিভে যাওয়া রাত
সুনীল প্রভাত,
মুঠো ভরা রোদ
সোনালি প্রমোদ,
রাতজাগা পাখি
লাল রঙা আঁখি ,
প্রেমের শরীর
আবেগে বধির,
ভুলের মাসুল
আরো কিছু ভুল,
ফেলে আসা দিন
স্মৃতির কফিন ।
দুইঃ
"ওঙ্কার"
মুহূর্তের পিঞ্জরে আত্মারা করে ওঙ্কার, তবু
যেন ললাটে চন্দনের তিলক আঁকা
দেবদূতের মত নিষ্পাপ শরীরে পুরুষালী গন্ধ
আর বিশ্রী সুরে বেজে চলা খঞ্জন কণ্ঠে
বেহুলার আর্তনাদ, ঋজু মুখশ্রী যেন ম্লান কোন
সম্মোহনের অপেক্ষায় ধাবমান যন্ত্র বিশেষ ।
অথর্ব কল্পলোকের চুরি যাওয়া সুখে
মরীচিকা শপথ বাক্য বিনিময় যেন
সমন প্ররোচনায় বিপথে পথহারা
তব কায়ায় বিমোহন শ্রান্তি প্রয়াসে নিরুদ্দেশ যাত্রা ।
অবোধ স্নায়ুতে পলাতক বাহু বলয় ,
অজানা নিষ্ঠার বাণীতে নিলাম্বন অনুভূতি,
নরমাংসের নোনতা স্বাদ পাওয়া অধিপতির
হিংস্রতা ছাপিয়ে মমতা ধেয়ে আসে সেথায় ।
অদ্যাবধি শকুনি দৃষ্টিতে দোদুল্যমান সেই লালসা
যেন সমাপিত কব্বর যন্ত্রনা নেমে আসা ধরনীতে,
ঈশ্বর হাসে তৃপ্তির হাসি আরশিতে গুমোট শূন্যতা
তব সৃষ্টি বিস্ময় প্রাণে প্রাণে ফেরারী রোদনে হায়
নিভৃতে ক্ষয়ীঞ্চু তৃষ্ণার প্রকোপ যায় বেড়ে ।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন আপনি।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৫:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কোথায় হারিয়ে গেছেন? অনেক শুভ কামনা রইল।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫
আশিক মাসুম বলেছেন: যদি জানতাম আমি কোথায় তাহলে কি হারাতাম সখি
শুভ কামনা আপনার জন্যেও ।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:২৫
বোকামন বলেছেন:
শততম পোস্টে অভিনন্দন প্রিয় ভাই !!
স্মৃতির কফিনে মৃত স্মৃতি থাকে, কিন্তু স্মৃতি কী মরণশীল :-)
আমি মোট পাঁচটি কবিতা পেলাম !!
উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি
অণু-স্মৃতিতে খুব ভালো থাকুন। ভবিষ্যতের স্মৃতি সুখকর করতে বর্তমানেও খুব ভালো থাকুন।
শুভকামনা .......।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
আশিক মাসুম বলেছেন: মরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়, স্মৃতি মানেই মৃত অতিত যে বেঁচে থাকে সত্ত্বায় ।
আপনার জন্য অনেক দোয়া, ভাল থাকবেন সব সময়।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৯
রোজেল০০৭ বলেছেন: অভিনন্দন এবং একরাশ শুভ কামনা রইল।
ভালো থাকুন সবসময়।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা নিন।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৫
না পারভীন বলেছেন: অভিনন্দন আর শুভ কামনা ।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপ্পি।
৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: গ্রেট সেন্চুরিয়ান
শুভেচ্ছা আর অভিনন্দন ।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩
আশিক মাসুম বলেছেন: মামুন ভাই কৃতজ্ঞতা জানবেন, সুখ আর সুখ ছুয়ে থাকুক আপনার জিবনময়।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮
আরজু পনি বলেছেন:
দারুন !
হারাবেন না প্লিজ !
অভিনন্দন রইল শততম পোস্টের
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪
আশিক মাসুম বলেছেন: হারাতে চাই না আপু, তবু ট্রেন লাইন মিস করে যায়
ধন্যবাদ জানবেন।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭
লাবনী আক্তার বলেছেন: শততম পোস্টে অভিনন্দন!
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাকলো আপনার জন্য, ভাল থাকবেন আপ্পি।
৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:১০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমার আর ২৫ রানের মত বাকি ! আমার আগে শতরান করায় আপনাকে অভিনন্দন !
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
আশিক মাসুম বলেছেন: হাহা ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে নেন ১/২ ওভারেই ২৫ রান হয়ে যাবে।
১০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
মনিরা সুলতানা বলেছেন: ভুলের মাসুল
আরো কিছু ভুল ......।
খুব সুন্দর কবিতা ...
খেয়া ঘাট বলেছেন: শততম পোস্টে অভিনন্দন। আগামী ১০০ বছর ব্লগিং করুন।।।
আমিও সেটাই বলি ।।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা নিবেন।
১১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হারাতে চাইলেও হারানো যায় না সম্ভবত !
অভিনন্দন ... শততম পোস্ট এ ...
কোথাও হারানোর দরকার নেই ভাইয়া ...
অনেক অনেক শুভেচ্ছা ...
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
আশিক মাসুম বলেছেন: ইচ্ছে করে হারাতে চাইলে হারানু যায়না কিন্তু ন্যাচারালি হারিয়ে গেলে কিছু করার থাকেনা, হারাতে চাইনা তবু !!!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুক রাজ কন্যা সুখের শহরে।
১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
আমিনুর রহমান বলেছেন:
শততম পোস্টে অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইল।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
আশিক মাসুম বলেছেন: ভাইয়া আপনাদের ভালবাসা নিয়েই ১০০ তম পোস্ট।
১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এত কথা না কইয়া পরের পোস্ট দাও। অপেক্ষায় রইলাম শুভকামনা নিয়া। ভাল থাইক।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২
আশিক মাসুম বলেছেন: হাহাহা ঠিক আছে গুরু কোন কথা হবেনা শুধু পোস্ট হবে
১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮
অদৃশ্য বলেছেন:
শততম পোষ্টে শুভেচ্ছা... মাঝখানে ঠিকঠাক ব্লগে না আসায় ও ইদানিংকালের স্লো ব্লগিং এর কারনে আপনার লিখাগুলো আর ঠিকমতো পড়া হয়ে ওঠেনা...মাঝে মাঝে আপনি আমার ঘরে বেড়াতে গিয়েছেন সেটা আমি ভুলে যাইনি...
আপনি ভালো লিখেন... আর আজকে আপনার ''স্মৃতির কফিন''টা খুব সুন্দর একটি কবিতা...
ভালো থাকুন
শুভকামনা...
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
আশিক মাসুম বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য, আমি জানি ভাই ইচ্ছে থাকলেও সময় পাওয়া দুষ্কর।
ভাল থাকবেন।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩
মাহমুদ০০৭ বলেছেন: শততম পোষ্টে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ।
দ্বি - শততম পোস্ট যাতে আরও তাড়াতাড়ি পাই আপনার কাছে সেই প্রত্যাশাই
থাকবে ।
ভাল থাকুন ।
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬
আশিক মাসুম বলেছেন: মাহমুদ ভাই ধন্যবাদ জানবেন, শত যখন হয়েই গেছে ২/৩ শতক খুব বেশী দূরে না
প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে মনে ।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শততম পোস্টের শুভেচ্ছা
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২১
আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্য।
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা। এই পথ চলা যেন থেমে না যায়!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪
আশিক মাসুম বলেছেন: দোয়া করবেন ভাই।
ভাল থাকবেন সব সময়।
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
সোহাগ সকাল বলেছেন: শততম পোস্টে শুভেচ্ছা! হ্যাপি ব্লগিং!
কবিতা দুইটা চ্রম হইছে!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
আশিক মাসুম বলেছেন: সোহাগ ভাই ধন্যবাদ আপনাকে।
২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।
কবিতা প্রথমটা বেশ ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই শুভ কামনা আপনার জন্য।
২১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯
মাক্স বলেছেন: শততম পোস্টে অভিনন্দন।
কবিতা দুটিও ভালো লাগলো!
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
আশিক মাসুম বলেছেন: অনেক শুভ কামনা মাক্স এর জন্য।
২২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
নেক্সাস বলেছেন: শুভ কামনা শত তম পোষ্টে
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন সব সময়।
২৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
বাংলাদেশী দালাল বলেছেন:
শততম পোস্টের শুভেচ্ছা নিয়েন আপনার কবিতার একজন ভক্তের তরফ থেকে।
হ্যাপি ব্লগিং।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
আশিক মাসুম বলেছেন: আপনাদের ভালবাসায় সিক্ত এই অধমের লিখা গুলু সব আপনাদের জন্য।
কমেন্ট এ কৃতজ্ঞতা জানবেন।
২৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা আশিক সাহেব ! লিখাও চমৎকার হয়েছে !
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।
২৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালো হয়েছে। আর শততম পোস্টের জন্য অভিনন্দন। কবে যে আমিও ইরাম কইরে শততম পোষ্ট দিয়া ঘোষণা দিমু
ভালো থাইকেন
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫
আশিক মাসুম বলেছেন: খুব বেশি দুরেনা সেই দিন ,
শুভ কামনা জানবেন।
২৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সেঞ্চুরী পোস্টে অভিনন্দন
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ মিতা।
২৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
একজন আরমান বলেছেন:
অথর্ব কল্পলোকের চুরিযাওয়া সুখে
মরীচিকা শপথ বাক্য বিনিময় যেন
সমন প্ররোচনায় বিপথে পথহারা
তব কায়ায় বিমোহন শ্রান্তি প্রয়াসে নিরুদ্দেশ যাত্রা ।
বেশ ভালো লাগলো মাসুম ভাই।
শুভকামনা আর ফিরে আসবেন আমাদের মাঝে এই কামনা করি।
দেখা হলে ভালো লাগবে আরও।
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
আশিক মাসুম বলেছেন: খুব সিগ্রি দেখা হবে ভাই ইনশাল্লাহ।
২৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫
তারছেড়া লিমন বলেছেন: শততম ভাললাগা রইল........
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
আশিক মাসুম বলেছেন: হাহাহা শত তম ভাল লাগা।
ভালো থাকবেন ভাই।
৩০| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১২
*কুনোব্যাঙ* বলেছেন: শতকে অভিনন্দন
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
আশিক মাসুম বলেছেন:
৩১| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে হারিয়ে যেতে দিবনা..... না না না ( টেনে টেনে পড়তে হবে )
প্রথম কবিতা মাথায় অল্পবিস্তর ঢুকেছে, ঢুকে ভুল হইছে কারণ আমি কপি করছি!
রাগ করবেন নাতো?
আলোকিত রাত
সুনীল প্রভাত,
মুঠো ভরা রোদ
ভুলে সব ক্রোধ,
অন্তর ভরি
স্বপ্ন গড়ি ।
মুছে ফেলে কষ্ট
মায়ায় তুষ্ট,
ভুলে ছিল চাওয়া
তবু হলো পাওয়া,
আজ নিশি দিন
আনন্দে রঙিন ।
দ্বিতীয় কবিতার নিয়ে কি বলব আর-----
তৃষ্ণার্ত কবির তৃষ্ণা মিটুক দুনিয়াতেই, কোন বেহেশতি পানীয়ে - এই দোয়া সবসময় করি
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
আশিক মাসুম বলেছেন: হাহহা ওরেনারে কেউ আমারে ধর
৩২| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
এরিস বলেছেন: শততম পোস্টে অভিনন্দন।
অনেক শুভকামনা রইলো।
কবিতা সুন্দর ছিল। যদিও .। না থাক, কিছুনা।
আচ্ছা, আশিক মাসুম নামটা বোধয় আপনার খুব পছন্দ, প্রায়ই বলতে, সরি, লিখতে দেখা যায়।
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০
আশিক মাসুম বলেছেন: জি বাপমায় আস্ত একটা গরু কাইটা আকিয়া দিয়া নাম রাখছে প্রিয় হবেনা।
যদিও কি বুঝতে পারেন্নি তাই তো?? সময় করে বুঝিয়ে দিব একদিন ।
৩৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন! এবং শুভেচ্ছা রইল। কেউ যদি হারিয়ে যেতে চায়, আসলে আমি তাকে ফিরিয়ে আনার ব্যাপারে খুব বেশি মাথা ঘামাই না। নিজে থেকে যারা হারাতে চায়, তাদের ফিরানো যায় না। আমি চাই আমার আশেপাশে আমার সকল প্রিয় মানুষরাই থাকুক। আমি আমার প্রিয় মানূষদের ছেড়ে কোথাও যেতে চাই না।
কবিতা গুলো ভালো লেগেছে পোষ্টে +++
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, কিছু কিছু সময়ে মানুষের কিছু করার থাকেনা।
ভাল থাকবেন সব সময়।
৩৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: শততম পোস্টে অভিনন্দন।কবি।আমিও হারিয়েছিলাম কদমফুলে। ফলাফল কদমফুল ও হারিয়ে গেল দূর্বাবনে।
৩৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই ভালো থাকবেন
৩৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভকামনা এবং অভিনন্দন।
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব।
৩৭| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৯
টুম্পা মনি বলেছেন:
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
আশিক মাসুম বলেছেন:
৩৮| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
শায়মা বলেছেন: একশোতম পোস্টের শুভেচ্ছা ভাইয়া।
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ পরী আপু।
৩৯| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
ইখতামিন বলেছেন: শতপোষ্টের অভিনন্দন
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
আশিক মাসুম বলেছেন: পনাকেও অনেক ধন্যবাদ।
৪০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: ** শততম পোষ্টের শুভেচ্ছা। হাজার পোষ্টের আশায় রইলাম ।
** শিরোনাম পছন্দ হয় নাই। হারিয়ে যাবেন না প্লিজ।
**কবিতা দুইটা ভালো লাগেছে।
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
আশিক মাসুম বলেছেন: ওকে আমি চেষ্টা করবো হারিয়ে না যাবার, অনেক ধন্যবাদ।
৪১| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬
শ্রাবণ জল বলেছেন: শুভেচ্ছা। দেরিতে হলেও।
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ দেরিতে হলেও।
৪২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
বাগসবানি বলেছেন: শততম পোস্টে অভিনন্দন
তবে আলসের লিস্টে এখনও আমার থেকে পিছায় আছেন ।
তা পার্টি কবে দিতেছেন ?
০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
আশিক মাসুম বলেছেন: ২০০ তম পোস্ট এ পার্টি দিব।
৪৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বৃতি বলেছেন: যদিও আগের পোস্ট, তবুও শততম পোস্টের জন্য অভিনন্দন জানিয়ে গেলাম । কবিতাগুলো ভালো লেগেছে ।
শুভকামনা থাকলো আপনার জন্য ।
৪৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Congratulations for your hundredth post .
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৫:৫২
খেয়া ঘাট বলেছেন: শততম পোস্টে অভিনন্দন। আগামী ১০০ বছর ব্লগিং করুন।