নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি হয়ে যাও

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০





কাঠফাটা এই তৃষ্ণার্ত বুক

তুমি না হয় বৃষ্টি হয়ে যাও

অবিরত এক আষাঢ়ে ঝুম বৃষ্টি,

চাদর জড়ানো ওমের শরীরে

ছিটেফোঁটা উষ্ণতার আলোড়ন ছুঁয়ে

তুমি বৃষ্টি হয়ে যাও মেয়ে।





তোমার মেঘ হয়ে যাওয়া আঁধার দেখেছি,

রাত্তিরের আকাশে চাঁদ হওয়া দেখেছি,

নীলাভ চোখে আজ তাই রোদন নেই

নির্বোধ অন্তরে জমা হওয়া শূন্যতা কেবল

বৃষ্টি তুমি হতেই পারো মেয়ে।





প্রেমিক মানুষের কতোকি চাওয়া থাকে

তুমি না হয় বৃষ্টি হলে একটিবার

আমি না হয় সিক্ত হলেম তোমার জলে।













*****মোবাইল থেকে পোস্ট দেওয়া কি যে কষ্টের কাজ।

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:)


বেশ সুন্দর তো!!
প্রথম ভালো লাগা!


( কিছু টাইপো আছে রে ভাইয়া ... :) অবশ্য সেল থেকে পোস্ট দেয়া অতীব ঝামেলার কাজ ...)

শুভেচ্ছা !!!

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন রাজকন্যা। বুঝতেই তো পারছেন মোবাইল থেকে পোস্ট দিয়েছি। ভুল হলেও কিছু করার নেই।

বিঃদ্রঃ এডিট করা হয়েছে। :)

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

তারছেড়া লিমন বলেছেন: যত কচলায় ততো হয় কালো
যতক্ষন শ্বাস ততক্ষন বাসি ভাল
যত চিপি ততো হয় তেতো
স্বপ্ন করি ফেরী
জীবন আগাছা যত।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

আশিক মাসুম বলেছেন: লিমন ভাই, কমেন্টে কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়ে এই লেখা পড়লে আমি শিউর সে বৃষ্টি হয়ে যাবে :)

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

আশিক মাসুম বলেছেন: আমি শিওর না। :P

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রেমিক মানুষের কতোকি চাওয়া থাকে
তুমি না হয় বৃষ্টি হলে একটিবার
আমি না হয় সিক্ত হলেম তোমার জলে।


ভাল বলেছেন। ;)

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ নাজিম-উদ-দৌলা সাহেব। শুভকামনা আপনার জন্যে।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ দেখি সবাই বৃষ্টিমগ্ন লিখালিখি শুরু করেছে ! কবিতা ভালো হয়েছে !

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

আশিক মাসুম বলেছেন: আজকাল বৃষ্টি ক্লিওপেট্রার চেয়েও সুন্দর হয়ে গেছে।

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়ে এই লেখা পড়লে আমি শিউর সে বৃষ্টি হয়ে যাবে । :) :) :)
সহমত জানাচ্ছি।



কবিতায় +++++

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

আশিক মাসুম বলেছেন: মেয়ে কবিতা পড়েছে। দেখি বৃষ্টি হয় কি না!!

৭| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: কাঠফাটা এই তৃষ্ণার্ত বুক
তুমি না হয় বৃষ্টি হয়ে যাও
অবিরত এক আশারে জুম বৃষ্টি,
চাঁদর জড়ানো ওমের শরীরে
ছিটেফোঁটা উষ্ণতার আলোড়ন ছুঁয়ে
তুমি বৃষ্টি হয়ে যাও মেয়ে।


আরে এটাতো আমার চোখে সবার আগে পরার কথাছিলো!! /:)
যাক অবশেষে লিখলেন......
অভিনন্দন ভাইয়া এজন্যে......:)
আর গল্পটা ও জলদি প্লিজ!! ;)

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

আশিক মাসুম বলেছেন: অপেক্ষায় থাকেন, পেয়ে যাবেন একদিন। :)

৮| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০০

বটবৃক্ষ~ বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়ে এই লেখা পড়লে আমি শিউর সে বৃষ্টি হয়ে যাবে । :) :) :)
সহমত জানাচ্ছি আমিও!!নো ডাউট!! :) :)

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

আশিক মাসুম বলেছেন: মেয়ে কবিতা পড়েছে। কিন্তু এখনও মেঘ ও দেখতে পাচ্ছিনা। বৃষ্টি হবার লক্ষণ নেই।

৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

সায়েম মুন বলেছেন: কবিতায় ভাললাগা।
মোবাইল থেকে তাই হয়ত কিছু টাইপো আছে।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সায়েম মুন। টাইপো ঠিক করা হয়েছে। :)

১০| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

এরিস বলেছেন: চাদর জড়ানো ওমের শরীরে
ছিটেফোঁটা উষ্ণতার আলোড়ন ছুঁয়ে
তুমি বৃষ্টি হয়ে যাও মেয়ে।



খুলে ফেলো উষ্ণতার আভরণ। বৃষ্টিস্নাত নৌকোর পাল হতে হবে তোমাকে, একটা মানুষ নদীর সব জল ছুঁয়ে স্রোত কেটে চলতে হবে। মেয়ে বৃষ্টি হবে না, বৃষ্টি ঝরাবে। প্রেমিক সিক্ত হবে না। সিক্ত হবে দুজন।

নির্বোধ অন্তরে জমে থাকা সব শূন্যতা কাটিয়ে মেয়ে বৃষ্টি হয়ে নামুক। হয়ে যাক নদী।

মেয়ে এই কবিতাটি পড়ুক।

শেষমেশ একটু সহজ করে লিখলেন।
কবিতা ভালো লেগেছে। কবিতা না বলে বরং আকুতি বলা ভালো। ভালোলাগা।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

আশিক মাসুম বলেছেন: সহজ করেই তো লিখি আপু,

আপনার কমেন্ট এর অপেক্ষায় থাকি কারন আপনি একমাত্র মানুষ যে আমার কবিতার পোস্টমর্টেম না করে কমেন্ট করেনা।



অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ভালো থাকবেন সব সময়।

১২| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সব সময়।

১৩| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

আশিক মাসুম বলেছেন: প্রোফেসর সাহেব শুভেচ্ছা থাকলো। :)

১৪| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

বাংলাদেশী দালাল বলেছেন:
কাঠফাটা এই তৃষ্ণার্ত বুক

মাটি ফাটা হইলে ভালো হইতো পানি বেশি খাইতো। ;)

তুমি না হয় বৃষ্টি হলে একটিবার
আমি না হয় সিক্ত হলেম তোমার জলে।


মাঝে মাঝে বৃষ্টি হয় তবে নোনা বৃষ্টি :(

মেলা দিন পর আশিক ভায়ের কবিতা পাইলাম।

+++++++

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

আশিক মাসুম বলেছেন: হাহাহা কবিতা লিখার আগে কথাটা মাথায় আসলে মাটি ফাটাই লিখতাম :)



জিননা আমার ব্লগ চেক ক্রেন নিয়মিত লিখি :)


অনেক ভাল থাকবেন ভাই।

১৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

শুকনোপাতা০০৭ বলেছেন: হুম,আজ অবশ্য বেশ ভালোই বৃষ্টি ছিলো! :) কবিতাটা ভালো লাগল খুব :)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

আশিক মাসুম বলেছেন: হুম বৃষ্টির প্রতীক্ষায় আমি !!


ধন্যবাদ আপ্নাকে।

১৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ১০ম ভালোলাগা ভ্রাতা ++++++++ :)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর কেমন আছেন মিয়া ভাই??


কমেন্ট এ কৃতজ্ঞতা

১৭| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++ রইল।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

আশিক মাসুম বলেছেন: জ্য় কাণ্ডারি ভাই এর জয় :)

১৮| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:


হুম ! ভালো হইছে কবিতা ও টাইপোগুলো ঠিক করে নেয়া !!!

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

আশিক মাসুম বলেছেন: হাহাহা ভাই গ্রামে মোবাইল থেকে পোস্ট দিয়েছি, কিছু করার নাই বাদ্য হ্যে যেনে শুনে বানান ভুল করেছিলাম :)



১৯| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: বৃষ্টির ছবিটা তো দুর্দান্ত হইছে।

মেয়ে তুমি বৃষ্টি হয়ে যাও --- সুন্দর ইচ্ছে।
ভালো লাগছে কবিতা !

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

আশিক মাসুম বলেছেন: হাহাহা হুম পুরু ইচ্ছেটা জানলে যে কি বলতেন ।

২০| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

তীর্থক বলেছেন: প্রথম প্যাড়ায় "চাদর জড়ানো ওমের শরীরে" বেমানান লেগেছে।

আর শেষ লাইন, "আমি না হয় সিক্ত হলেম তোমার জলে" এখানে "জলে"র সমার্থক আরো ভাল শব্দ ব্যবহার করা যেত মনেহয়।

তুমি বৃষ্টি হয়ে যাও মেয়ে।
বৃষ্টি তুমি হতেই পারো মেয়ে।
তুমি না হয় বৃষ্টি হলে একটিবার।

আহ! আকুলতা, ব্যকুলতা!

মেয়ে, তুমি বৃষ্টি হয়ে যাও, শুধু একটিবার!!!!!

অসাধারন!

+

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

আশিক মাসুম বলেছেন: "চাদর জড়ানো ওমের শরীরে"


কথাটা বেমান কেন ভাই??? এর অন্তর্নিহিত ভাব এবং অর্থ আপনি ঠিক বুঝেছেন কিনা আমি জানিনা। কবিতাটা ৫বার পড়েন তাহলে আর বেমানান লাগবেনা। কবিতা সব সময় কবির চোখ দিয়ে পড়বেন। আসলে বেমানান লিখাই আমি লিখি , এটাই আমার ধারা। ( প্রত্যেক কবির নিজের একটা ধারা থাকে)

আপ্নার কাছে প্রশ্ন থাকলো জলের সমার্থক কন শব্দ দেয়া যেতো?>???? অন্য কন শব্দ দিলে আধো কি কবিতার অন্তর্নিহিত অর্থ ঠিক যায়গায় থাকতো??



অনেক ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন।

২১| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: বটবৃক্ষ~ বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
মাসুম আহমদ ১৪ বলেছেন: মেয়ে এই লেখা পড়লে আমি শিউর সে বৃষ্টি হয়ে যাবে । :) :)
শতভাগ সহমত জানাচ্ছি আমিও!!নো ডাউট এট অল!!

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

আশিক মাসুম বলেছেন: কই এখনো তো বৃষ্টি হয়নি :)

তয় হবে হবে ভাব।

২২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

তীর্থক বলেছেন: আপনি ত ভিষন ক্ষেপে গেলেন দেখছি। বুঝতে পারছি আপনার পোষ্টে মন্তব্য করাটা আমার অন্যায় হয়েছে। আর কখনো মন্তব্য করব না কথা দিচ্ছি। আর এবারের অন্যায়ের জন্য ক্ষমা চাচ্ছি। আসলে বুঝতে পাড়িনি আপনি এতটা ক্ষেপে যাবেন। বুঝলে অবস্যই মন্তব্য করতাম না।

আমি কেন কি বলেছি তার একটা ব্যাখ্যা দিতে চাই যাতে আপনার কবিতা পড়ে আমি কি বুঝলাম তা আপনি বোঝেন।

"চাদর জড়ানো ওমের শরীরে" আমার কাছে কেন বেমানান লেগেছে।

আপনি যে উষ্ণতার কথা বলেছেন মেয়ে'টি চাদর হয়ে জড়িয়ে থাকলে সে উষ্ণতা অবস্যই পাওয়া যাবে তবে চাদর টা (উপমায়/ কল্পনায়) বৃষ্টিতে ভিজে যাবে। চোখ বন্ধ করে ভাবলেই আমার সামনে একটা চাদর চলে আসছে যা বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপটে থাকছে। এত সুন্দর একটা কবিতায় "চাদর" ছাড়া হয়ত অন্য উপমা ব্যবহার করা যেত। আমি এটাই বলতে চেয়েছি। অবস্যই আপনার নিজস্ব আলাদা কোনও ব্যাখ্যা আছে। আর না থাকলে এখন দাড় করান। চাদর বৃষ্টিতে ভিজুক, গায়ের সাথে লেপটে থাকুক যত খুশি। আমি না হয় একটু মন খারাপ করলাম।


আমার কাছে প্রশ্ন করেছেন জলের সমার্থক কোন শব্দ দেয়া যেতো????? অন্য কোন শব্দ দিলে আদৌ কবিতার অন্তর্নিহিত অর্থ ঠিক যায়গায় থাকতো কি না??

আপনার প্রশ্নের উত্তর দেয়ার আগে আপনি আমাকে বলেন আমরা কি বৃষ্টিতে ভিজে না কি বৃষ্টির জলে ভিজি? কেউ কি কখনো বলে বৃষ্টির জলে ভিজবো?

আপনি মেয়ে কে বৃষ্টি হতে বলছেন। বৃষ্টি' ইটশেলফ্ জল। সেখানে আপনি বৃষ্টি'র জলে সিক্ত না হয়ে ইদার বৃষ্টিতে সিক্ত হউন অর বৃষ্টির ধারায়। আমার ধারনা আপনি আমার ব্যাখ্যার সাথে একমত হবেন :-)

আর একটা কথা। আপনার কবিতা টা ৫ বার না, আমি অন্তত ১০ বার বা তারও বেশি বার পড়েছি। খুবই অসাধারন লেগেছে। কিছু জিনিস যা চোখে লেগেছে তা ত বলেছিই। অবস্যই আমার চোখে লাগাই শেষ কথা না। আর আপনার চোখ দিয়ে পড়াও আমার পক্ষে সম্ভব না।

ভালো থাকুন, ধন্যবাদ :-)

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আশিক মাসুম বলেছেন: আপনার কমেন্ট এর উত্তর দেওয়ার সময় পাচ্ছিলাম না আর এখন উত্তর দিলে আপনি পাবেন্না।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কোথায়?

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আশিক মাসুম বলেছেন: আছি কোথাও

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

রোকেয়া ইসলাম বলেছেন: অপূর্ব সুন্দর .....+++
অনেক ভাল লাগলো ......
ধন্যবাদ.... ভাল থাকবেন...।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আশিক মাসুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কংগ্র্যাচুলেশান!

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আশিক মাসুম বলেছেন: কেনো??

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১

বাগসবানি বলেছেন: প্লাসিত পোস্ট ++

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা.... মাসুম ভাই নতুন পোষ্ট কই

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আশিক মাসুম বলেছেন: দিলাম নতুন পোস্ট :)

২৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৯

নীল েমঘ বলেছেন: লেখাটা ভালো লাগলো বলে ভালোলাগাটুকু জানিয়ে গেলাম :)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.....

শুভ কামনা জানবেন।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
ব্লগে অনিয়মিত হয়ে পড়েছেন মনে হচ্ছে।

ফিরে আসুন, মাসুম ভাই।
শুভ কামনা থাকল।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ :)
দেখি ফিরে আসা যায়নাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.