নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

জীবিত অনুভূতির ফসিল

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬



(১)



জীবিত অনুভূতির ফসিলগুলু যেন

কিছু ছেঁড়া পাতা জীবন পঞ্জিকার ,

কাকভেজা নিঃসঙ্গ শহরের দেহে

কতশত গ্রহণ লাগা স্বপ্নের পরিণতি

ডাস্টবিনে গলিত আবর্জনার মতো ।



(২)

এখানে সুর নেই, আয়োজন নেই

এখানে প্রেম মমতা হারিয়ে গেছে

সিগারেটের ধোঁয়া আর ইট কাঠের গড়া

উচু দালানের বাহারি রঙের ছটায়

এখানে চাঁদের আলো মিলিয়ে গেছে

সোডিয়ামের হলুদ আবরণে।



(৩)

বেঁচে থাকার নীল নকসা দেখেছি

হারিয়ে যেতে দেখেছি সব বোধ,

শূন্য ঝুলিতে আজ তাই বাড়তে থাকে

আরো কত গুলো শূন্যতা ।



(৪)

কত দিন প্রজাপতি দেখিনা ,

জোনাকির আলো কিংবা ঝিঝি পোকার শব্দ নেই

ফুলের সুবাস নেই এখানে

এক ফোঁটা বিশুদ্ধ বাতাস নেই কোথাও

তবু গর্বিত নগর জীবন আমার, আমাদের।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়েলকাম ব্যাক আশিক ভাই! বিবাহিত জীবন পরবর্তী ব্লগিং আনন্দের হোক!
অনুকাব্য ভালো লেগেছে!

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা ব্যাক তো অনেক আগেই করেছি আমার আগের পোস্ট মিস করেছেন অভি ভাই :)


অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: কত দিন প্রজাপতি দেখিনা


কবিতা গুচ্ছে ভালো লাগা রইলো মাসুম ভাই!

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

আশিক মাসুম বলেছেন: অনেক অবেক ধন্যবাদ রইলো আপনার জন্য।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর ++++++ রইল।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানবেন গুরু।

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতাগুচ্ছে ভালোলাগা রইল.............

শুভকামনা কবি।।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা আপনার জন্যে ও , থা থাকবেন।

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো আশিক ভাই। প্লাস...........

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

আশিক মাসুম বলেছেন: প্লাস কই?? :)

ধন্যবাদ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: নগর জীবন!

ভাল লাগল কবিতা।

বেঁচে থাকার নীল নকসা দেখেছি
হারিয়ে যেতে দেখেছি সব বোধ,
শূন্য জুলিতে আজ তাই বাড়তে থাকে
আরো কত গুলো শূন্যতা ।

এটা ঠিক করে দিয়েন।


২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ঠিক ক্রে দিলাম :)



৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১

মামুন রশিদ বলেছেন: কত দিন প্রজাপতি দেখিনা ,
জোনাকির আলো কিংবা ঝিঝি পোকার শব্দ নেই
ফুলের সুভাষ নেই এখানে
এক ফোঁটা বিশুদ্ধ বাতাস নেই কোথাও
তবু গর্বিত নগর জীবন আমার, আমাদের।

খুব সুন্দর লিখেছেন ।

শুভকামনা মাসুম ।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৯

আশিক মাসুম বলেছেন: মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

আমিনুর রহমান বলেছেন:



অনুকাব্য +++


কত দিন প্রজাপতি দেখিনা ,
জোনাকির আলো কিংবা ঝিঝি পোকার শব্দ নেই
ফুলের সুভাষ নেই এখানে
এক ফোঁটা বিশুদ্ধ বাতাস নেই কোথাও
তবু গর্বিত নগর জীবন আমার, আমাদের।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতাগুলো সুন্দর।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬

আশিক মাসুম বলেছেন: আশরাফ ভাই ধন্যবাদ আপনাকে

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
সবগুলোই খুব ভাল লাগার মত হয়েছে ভাই :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

আশিক মাসুম বলেছেন: নাজিম ভাই কমেন্ট এ কৃতজ্ঞতা জানবেন।

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
দুই নাম্বারটা বেশ লেগেছে।

তা মাসুম ভাই কি জীবিত আছেন?

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

আশিক মাসুম বলেছেন: জি মনে হয় বেঁচে আছি :)

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখানে সুর নেই, আয়োজন নেই
এখানে প্রেম মমতা হারিয়ে গেছে
সিগারেটের ধুঁয়া আর ইট কাঠের গড়া
উচু দালানের বাহারি রঙের ছটায়
এখানে চাঁদের আলো মিলিয়ে গেছে
সোডিয়ামের হলুদ আবরণে।

ভালো লিখছেন মিতা

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মিতা শুভ কামনা থাকল।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ২ নাম্বার টা ভালো লাগলো।

ফসিলগুলো, ছেঁড়া, কাকভেজা, সিগারেটের ধোঁয়া, ফুলের সুবাস -- এগুলো ঠিক করে নিয়েন।

শূন্যতা কি পরিমাপ যোগ্য ? তাই কতো গুলো শূন্যতা --- মানানসই লাগছে না মাসুম ভাই।

----- নতুন জীবনের জন্য শুভকামনা।

আপনার এক্ত আগল্প পড়তে চাই।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

আশিক মাসুম বলেছেন: বানান ঠিক করলাম(ক্রতজ্ঞতা জানবেন )

না শূন্যতা পরিমাপ যোগ্য নয়, এখানে কতো গুলো শূন্যতা বলতে নানা রঙের শূন্যতা বুঝাতে চেয়েছি । অনেক ভেবে বলছি ব্যপারটা আমার কাছে বেমানান লাগেনি :)


গল্প পোস্ট দেবার ইচ্ছে আছে তবে মোবাইল থেকে বড় লিখা পোস্ট দেওয়া অনেক কষ্ট কর । বানানের শ্রী থাকেনা :)


তবু আপনার জন্য একটা গল্প পোস্ট দিব।


অনেক ভাল থাকবেন আপু।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

ভিয়েনাস বলেছেন: সব গুলোই মন ছুঁয়ে গেল ব্রো.....

ভালো লাগা জানিয়ে গেলাম।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ প্রিয় ভিয়েনাস। শুভ কাম্না যানবেন।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে সবগুলোই।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৯

আশিক মাসুম বলেছেন: হাসান ভাই কমেন্ট এ কৃতজ্ঞতা যানবেন।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

অনীনদিতা বলেছেন: সুন্দর :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

আশিক মাসুম বলেছেন: হুহ কেমনে??? কোথা থেকে ???

অনেক দিন পর , কেমন আছেন?

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

অদৃশ্য বলেছেন:





মাসুম ভাই

প্রত্যকটি লিখার অনুভবগুলো ভেতরে গিয়ে হৃদপিন্ড ধরে চাপাচাপি করছে...

____ একদিন সন্ধায় শহুরে পথের পাশে আমি বসেছিলাম... পূর্বাকাশে বৃহৎ পূর্ণিমা... আমি তাকে ভালোভাবে দেখতে পারছিলাম না, অনুভব করতে পারছিলাম না... রোডলাইটগুলো সেদিন খুব বেয়াদবি করেলো... আপনার ২য় লিখাটি পাঠের পর স্মৃতি জেগে উঠলো ...

আসবো আপনার লিখা পড়তে... কথা হবে

শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১০

আশিক মাসুম বলেছেন: ভাই কিচ্ছু করার নেই আসলে , সুম্নের একটা গান আছে শহুরে জীবন গানটা শুনতে গিয়ে কবিতাটা লিখেছি।

আপনার কমেন্ট পড়ে খুব ভাল লাগলো।


ভাল থাকবেন ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

অস্পিসাস প্রেইস বলেছেন:
"প্লাস কই??"

++++++++++++++
++++++++++++++
++++++++++++++
++++++++++++++
++++++++++++++
++++++++++++++
++++++++++++............ B-) B-) B-))

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

আশিক মাসুম বলেছেন: প্লাস বললে লাইক বাটন চাপতে হয় আমি সেটা বলেছি :)

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

ইখতামিন বলেছেন:
দারুণ.. চমৎকার.. অনেক অনেক অনেক সুন্দর :)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

২১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

বোকামন বলেছেন:
কিছু ছেঁড়া পাতা জীবন পঞ্জিকার ,
কাকভেজা নিঃসঙ্গ শহরের দেহে


প্রতিটাই বেশ ভালো লাগলো ...

কবিতাজুড়ে ক্লান্তির ছাপ ... নগর জীবনের ক্লান্তি ...

ভালো থাকুন, কবি
সবুজ থাকুন । শুভকামনা ।
+

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

আশিক মাসুম বলেছেন: সত্যি ভাই খুব ক্লান্ত হয়ে পরেছি।


ভাল থাকবেন আপিও ।

২২| ২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৪

বটবৃক্ষ~ বলেছেন:




প্রতিটাই দুর্দান্ত ভাইয়া!!!!!!!

:#) :#) :#) :) :)

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বটাপ্পি :)

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

বেঈমান আমি. বলেছেন: হ্যালো ব্রো ;)

০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা ওয়েলকাম ব্যাক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.