নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
থেমেগেছে কোলাহল , মধ্যরাতের এই নীল চাঁদ
আর ফেলে আসা কিছু বিরহী প্রহর কিছু জমা কান্না
বুকের শহরে থমথমে অন্ধকারে পরিচিত ছায়া হয়ে
আমায় ফেরি করে নেয় বাজারি মেয়ের মতো।
সুদ-আসলের মায়াজালে তবু পরেরই,
কিছু অংক বরাবরি অসমাপ্ত থেকে যায়
ভালবাসাগুলু তাই ঘৃনা না হয়ে হয় প্রতিশোধ।
থেমে যাওয়া বৃষ্টির শরিরঘেসে মেঘের আবিরে
আজ আর প্রেম নেই তবু যেনো অতৃপ্ত সংগম হয়
মেঘের বুকে মাথা গুজে দেয় বৃষ্টি আনমনে।
যদি রোদ হয়ে নেমে আসো তুমি এই শহরে ,
হয়তো শেষ হবেনা বিরহের , কান্না থামবেনা
মিলে যাবেনা অসমাপ্ত অংক কিংবা ভালবাসা,
তবে আমি বেঁচে থাকবো তোমাকে কাছে পাবার সুখ নিয়ে।
উৎসর্গ: আমিনুর ভাই, জাদিদ ভাই , ইভান ভাই, অভি আর আরমান আপনাদের খুব খুব খুব মিস করছি।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১০
আশিক মাসুম বলেছেন: সাদমান ভাই আপনাকে ধন্যবাদ।
২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
আমিনুর রহমান বলেছেন:
মিস ইউ টু
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১২
আশিক মাসুম বলেছেন: ভাই ছুডু ভাইরে এম্নে ভুইলা গেলেন
৩| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
ইখতামিন বলেছেন:
থেমে যাওয়া বৃষ্টির শরির ঘেসে মেঘের আবিরে
আজ আর প্রেম নেই তবু যেনো অতৃপ্ত সংগম হয়
মেঘের বুকে মাথা গুজে দেয় বৃষ্টি আনমনে।
দারুণ
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১৪
আশিক মাসুম বলেছেন: ইখতামিন ভাই কেমন আছেন?
৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মিলে যাবেনা অসমাপ্ত অংক কিংবা ভালবাসা,
তবে আমি বেঁচে থাকবো তোমাকে কাছে পাবার সুখ নিয়ে।
অনেক ভালোলাগা..। ++
কিছু বানানে সমস্যা আছে মনে হয়:
যেমনঃ
ভালবাসা গুলু
শরির ঘেসে
ভালো থাকুন ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৪
আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , বানান ঠিক করে নিবো ।
ভালো থাকবেন
৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২১
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর লাগলো ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৪
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আর কবির মিসানুভূতি দুটোই ভাল লাগলো ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৬
আশিক মাসুম বলেছেন: সেলিম ভাই কেমন আছেন? আপনি কবি মানুষ , শুনেছি কবিদের নাকি সবি ভাল লাগে। নরম হৃদয় বলে কথা
৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ সেলিম আনোয়ার বলেছেন -- কবিতা আর কবির মিসানুভূতি দুটোই ভাল লাগলো ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৮
আশিক মাসুম বলেছেন: দেশ প্রেমিক কে লাখো সালাম।
কমেন্ট এ কৃতজ্ঞতা জানবেন।
৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা টা খুব ছুয়ে গেল !
আপনাকেও মিস করি মাসুম ভাই !
ভাবীকে নিয়ে সুখে -শান্তিতে থাকুন
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৯
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।
আসলে এটাই জীবন।
৯| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি তুমিও ভালো আছো আসিক। অনেকদিন পর তোমাকে ব্লগে দেখলাম।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৯
আশিক মাসুম বলেছেন: ভালো আছি ভাইয়া।
১০| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩০
এহসান সাবির বলেছেন: দারুন কবিতা....
শুভকামনা ভাই।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০
আশিক মাসুম বলেছেন: আপ্নাকেও শুভ কামনা ।
১১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫২
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে। কয়েক জায়গায় শব্দ জোড়া লেগে গেছে দুটো বানান ভুল আছে। দেখে নিয়েন।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, অবশ্যই দেখবো।
১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৫
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে কবিতা ।
আশিক মাসুম, আপনাকে মিস করি ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩২
আশিক মাসুম বলেছেন: মামুন ভাই আপনাদেরকেও অনেক মিস করি, একটু গুছিয়ে নেই তাহলে আবার নিয়মিত হতে পারব।
ভালো থাকবেন ভাই।
১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লেগেছে ।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
আশিক মাসুম বলেছেন: বাপ্রে মন্ত্রী দেখলেই ডড়াই
আশাকরি ভালো আছেন মন্ত্রী মহোদয় ।
১৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৮
ইখতামিন বলেছেন:
আমি ভালো আছি.. আপনি?
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
আশিক মাসুম বলেছেন: এইত ভাই ভালো আছি।
১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০
শামীম সুজায়েত বলেছেন: চমৎকার লাগলো। শুভ কামনা রইলো।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০
শামীম সুজায়েত বলেছেন: চমৎকার লাগলো। শুভ কামনা রইলো।
১৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩০
শামীম সুজায়েত বলেছেন: চমৎকার লাগলো। শুভ কামনা রইলো।
১৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩১
একজন আরমান বলেছেন:
এখনও আড্ডায় আপনাকে অনেক মিস করি মাসুম ভাই। এই সেদিনও শাহবাগে যাবার সময় বউকে আপনার কথা বলছিলাম। খুব মিস করি গত বছরের সেই সময়গুলো। মিস করি বনানী স্টার কাবাবের নিচে বসে আড্ডা, শাহাবাগের আড্ডাগুলি !
দেশে আসলে অবশ্যই জানাবেন। আর না আসলেও যোগাযোগ রাইখেন স্কাইপে বা ফেসবুকে।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
আশিক মাসুম বলেছেন: হুম আরামান ভাই যোগাযোগ তো অবশ্যই থাকবে ইনশাল্লাহ।
সত্যি আমি প্রতিনিয়ত আপনাদের মিস করি
১৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে আশিক ভাই আছ কেমন? কতদিন পর ভাই তোমার দেখা পাইলাম। মিয়া তোমারে যে কি পরিমান মিস করি বইলা বুঝাইতে পারুম না।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩২
আশিক মাসুম বলেছেন: ভালো আছি গুরু । আপ্নিও ভালো আছেন আশাকরি।
কবেযে আবার আড্ডায় আসতে পারব জানিনা।
২০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ আবার আড্ডা হবে যদি বেঁচে থাকি।
০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
আশিক মাসুম বলেছেন: ইনশাল্লাহ সেই প্রতীক্ষায় থাকব ।
২১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৫৮
তওসীফ সাদাত বলেছেন: সুন্দর !!
তবে আপাতত মাথায় ঢোকে নাই। মাথা ক্র্যাকড্ নিয়ে পোস্ট পড়ছি এখন সব। তাই কবিতা এখন মাথায় ঢুকবে না। পরে আবার পড়তে হবে
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১১
আশিক মাসুম বলেছেন: হাহাহাহা ধন্যবাদ আপনাকে।
২২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে লিখাটি... স্পর্শ করলো
আশিক মাসুমের জন্য
শুভকামনা...
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মিশ্রিত শুভকামনা আপার জন্যেও
২৩| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
অরুদ্ধ সকাল বলেছেন:
বেশ ভালো লাগিল
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভাল থাকবেন
২৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
রাসেলহাসান বলেছেন: চমৎকার!
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৯
আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
বৃতি বলেছেন: সুন্দর কবিতা। শিরোনামটা আকর্ষণীয়
০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯
আশিক মাসুম বলেছেন: হাহা হুম ।
অনেক ধন্যবাদ।
২৬| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬
একলা ফড়িং বলেছেন: সুন্দর! বিশেষ করে শেষ প্যারার কথাগুলোয় একরাশ মুগ্ধতা!!
যদি রোদ হয়ে নেমে আসো তুমি এই শহরে ,
হয়তো শেষ হবেনা বিরহের , কান্না থামবেনা
মিলে যাবেনা অসমাপ্ত অংক কিংবা ভালবাসা,
তবে আমি বেঁচে থাকবো তোমাকে কাছে পাবার সুখ নিয়ে!
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২
আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২৭| ২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
বকুল০৮ বলেছেন:
"যদি রোদ হয়ে নেমে আসো তুমি এই শহরে ,
হয়তো শেষ হবেনা বিরহের , কান্না থামবেনা
মিলে যাবেনা অসমাপ্ত অংক কিংবা ভালবাসা,
তবে আমি বেঁচে থাকবো তোমাকে কাছে পাবার সুখ নিয়ে।"
-- দারুণ!
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:০৫
আমি সাদমান সাদিক বলেছেন: সুন্দর ।।