নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
ভেবেছিলাম রাতের আয়োজন হবে সাদামাটা
চিনি গুরো চালের ভাতে পটল ভাজা সজনে ডাটার সাথে ডাল
আর ডিম ওয়ালা ইলিশের ঝোল,
বাড়িময় নতুন শাড়ির সুভাষ
ঝিলমিল চাঁদের হাটে আজ ।
ঘামে ভেজা ক্লান্ত শরীরে নরম হাতের ছোয়া
চির চেনা সেই জল হাতে তৃপ্তির হাসি মুখ
অপ্রিয় এই শহরে প্রিয় প্রেম আর
বেঁচে থাকার চাওয়া খুব করে।
প্রত্যাশার খিস্তিখেউড় বেড়ে যাচ্ছে চক্রবৃদ্ধি হারে
যেখানে ইকোনমিক্স কেবলই নস্যি ,
বড় প্রয়োজন আলাদিনের জিনিকে
কোথায় সে প্রদিপ কে জানে?
কোন এক বিকট শব্দে ঘুম ভাঙ্গে ,
অযত্নে বেড়ে উঠা এই বুকের শহর হাতরে কিছুই মেলেনা আর
কিছুই না।
২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
অন্তরা রহমান বলেছেন: আরেব্বাস। দারুন কবিতা। সুপার।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে