| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আশিক মাসুম
	মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!
 
দেয়ালের ওপারে অদেখা ভুবন
এপারে আমার জীবন
চোখের পাতায় রঙ্গিন নৃত্যে 
অবুঝ আত্মার দির্ঘায়িত পথ,
বেঁচে থাকা মানে সুখ অসুখের হেলুসিনেশন ।
 
রূপসী রাতের সরল যন্ত্রনায়
সাধ্বী জোৎস্নার গায়ে শুভ্র আগুন 
দগ্ধ দহনে অচিন সমর্পণ,
আত্মার ক্ষুব্ধ মুর্তি সম্যুখ হয়ে 
কি নিদারুন পারদর্শীতা আহা
বেহালার সুরে সুখ আর সুখ।
রুদ্ধ এ বিকেল খুব অপাঠ্য 
অবসাদের সুধা পান করে যাই
বাহারী ঘৃনার পেয়ালায় ,
দায়বদ্ধতা কোথাও কোথাও অপরিসীম 
নিলচে আবেগের তারনা দেহে
এক সলিল ইতিকথা।
অস্পষ্ট চোখে জমাট অশ্রুর পরত
এখানে ওখানে কত শত নিষ্ঠুতরা
চেনা এই একই আকাশে কত রঙ
কত না পাওয়া।
ছবি: ইন্টারনেট 
 
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৬
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ
২| 
১৩ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
বহুদিন পর ব্লগে সুস্বাগতম।
 
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই , 
কেমন আছেন?
৩| 
১৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর![]()
 
১৬ ই ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০২
আশিক মাসুম বলেছেন: সত্যি?
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।