![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানীং কিছু তথাকথিত বাঙালি দের কে দেখছি তারা সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে খুব বড় বড় কথা বলছেন......। তাদের মধ্যে আমাদের সহ অন্যান্য ভার্সিটির কিছু বড় ভাই ও আছেন......। তারা স্ট্যাটাস এ লেখতেছেন যে তারা নাকি আর এক বার যুদ্ধ করবেন.........। অথচ তাঁদেরকে ই ভার্সিটি তে দেখেছি যুদ্ধ তো দুরের কথা ভার্সিটি তে কোন গোণ্ডগোল হলে খাটের নিচে গিয়ে লুকিয়ে থাকতেন!!!!!! আপনারা যারা ভার্সিটি তে মারামারির সময় রুম আটকিয়ে বসে থাকতেন, ভার্সিটির সকল দুর্নীতি মুখ বুঝে সহ্য করতেন, এমন কি জুনিয়ররা সামনে বেয়াদবি করলে ও চুপচাপ বসে থাকতেন তারা নাকি আবার যুদ্ধ করবে????? আর এ বাবা আপনারা তো যুদ্ধের মূল উদ্দেশ্য সম্পরকেই জানেন না............আপনারা যোদ্ধা হতে পারবেন না.........।আপনারা রাজাকার ই ভাল হতে পারবেন.........।
ইদানিং ফেসবুক এ কিছু মানুষ দেখছি সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে গ্রুপ, পেজ খুলছে.........।। অনেক এ আবার মানববন্ধন, প্রতিবাদ সভা ও করতেছে......। আর এ বাবা আপনার বাবা, দাদা যুদ্ধের সময় যুদ্ধ না করে কথায় গিয়ে লুকাই ছিল, নাকি রাজাকারি করছিল এটা কি আমাদের দোষ???????? আমাদের জন্য কোটার ব্যবস্থা আছে কারণ আমাদের বাবা যুদ্ধের সময় নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা না করে যুদ্ধে গিয়েছিল......।।তার কাছে সবছেয়ে বড় ছিল তখন দেশ......... তারাও তো পারত যুদ্ধ না করে রাজাকার হয়ে অনেক অর্থ উপারজন করতে.........।। তাহলে হয়ত তাদের ছেলে মেয়ের কষ্ট করে পড়াশুনাই করতে হত না.........।
তাই বলছি আপনারা কোটা বিরোধি আন্দোলন করলে ও অন্তত সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বিরোধি আন্দোলন থেকে বিরত থাকুন.........। মুক্তিযোদ্ধা দের কে তাদের কাজের স্বীকৃতি দিতে শিখুন...............।
Proud to be a son of freedom fighters…………….
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: বর্তমানের মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা মোট জনসংখ্যা ০.১২%। তাদের তিনজন করে সন্তান ধরলেও সে পার্সেন্টেজ দাঁড়ায় ০.৩৮%
তাহলে চিন্তা করেন মাত্র কত জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দেয়...।। বাকিটা তো মেধা কোটাই দিয়ে ই পুরন হয়......। আর এতেয় মানুশের মাথা নষ্ট.........।।
২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮
বাক স্বাধীনতা বলেছেন: আপনার বাবার সার্টিফিকেট আছে বোঝা যাচ্ছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যাদের সার্টিফিকেট নেই। আর যে ছেলে অনার্স মাস্টার্স পাশ করেছে সে কী করে সমাজের অনগ্রসর অংশ হয় একটু বলবেন?
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনার কথায় অনেকটা একমত..।। কিন্তু এখানে কোটার বেবস্থা করা হইছে মুক্তিযোদ্ধাদের কে সম্মান করার জন্য.।.।।। তাদের কাজের স্বীকৃতি দেওয়ার জন্য.।.।.। আর যেখানে প্রিলিমিনারি পরীক্ষা ই একটা গেম এর মত সেখানে আপনে মেধার কথা িকভাবে বলবেন????? একজন ২৪ বছরের ছাত্র ২৯ বছরের অভিজ্ঞ মানুশের সাথে প্রতিযোগিতা করে.।.।।।।এমনকি বেশি পরে ও কমন না আসার কারনে উত্তর দিতে পারেনা.।.।.। আর হে আমার বাবার ও সার্টিফিকেট আছে.।কিন্তু আমি কখন ব্যাবহার করিনাই.। আমি শুধু দরিদ্র মুক্তিযোদ্ধা দের সন্তান দের জন্য বলছি.।.।.।.। যারা যুদ্ধের পর শুধু অবহেলিত রয়ে গেছে.।.।.।.।.।।
৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২
আলাদীন বলেছেন: বাংলায় একটি প্রবচন আছে, আলেমের ঘরে জালেম এবং জালেমের ঘরে আলেম। বাবা হয়তো কাদামাটি ভেঙ্গে অর্ধাহার অনাহারে দেশের জন্য মানের পর মাস যুদ্ধ করেছে, আর তার ছেলে হয়তো ক্ষমতাসীন হয়ে রেলের ইন্জিন কেনার জন্য চায়না গিয়ে কয়েক কোটি টাকা মেরে দিয়েছে অন্য কথায় দেশের পিঠে পিছন থেকে ছুরি বসিয়েছে। ব্যাপারটি কি খুবই অসম্ভব?
মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করতে চান করুন। তাঁর জীবিত অবস্থায় রাষ্ট্রের সাধ্যমত তাঁকে সহায়তা করুন। কিন্তু ব্যাপারটি যেন বংশগত হয়ে না যায়। এই কোটা ব্যাপারটি কো ন ভাবেই গ্রহনযোগ্য নয়। এমনকি .০০০০১% কোটাও অন্যায়।
এই দেশ পেছনে পড়ার অন্যতম কারন হলো পরিবারতন্ত্র। জিয়া এবং তারেক যেমন এক নয়, তেমনি মুক্তিযোদ্ধা এবং তার ছেলে/স্ত্রী/মেয়ে/মেয়ের জামাই ইত্যাদীও এক নয়। যুদ্ধকে সম্মান করেন? দেশের ভালো চান? তাহরে আপনার চেয়ে যোগ্য লোককে যোগ্য পদে বসাতে এতো লাগে কেন? বাবা যুদ্ধ করেছে আপনি যে সুযোগ পেলে দেশ বিক্রি করে দেবেন না তার কি নিশ্চয়তা আছে?
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনারা কোটায় যারা টিকে তাদের কথা বল্লেন...কেন কোটা ছাড়া ও তো ৫৫% কোটা আছে আপনাদের জন্য.........।। অইখান থেকে ও তো প্রতি বছর মানুষ চাকরি পায়...। কই তারা ও তো দেশের কোন উন্নতি করল না...বরং তারা আর ও বেশি দুর্নীতি করে।। মুক্তিযোদ্ধার সন্তান দের মধ্যে একটা দেশ প্রেম আছে... জা তারা তাদের উত্তরাধিকার সুত্রে পায়...।তাই দেশের জন্য কিছু করার চেষ্টা করে...।। কিন্তু মেধা কোটার মানুষ রা তো সেই সরকারী এমপি মন্ত্রি দের পিছনে কুত্তার মত ঘুরে.........। কোটায় যারা টিকে আর মেধা কোটায় যারা টিকে সব তো এক ই রুপ প্রকাশ করে.........
যে দেশের মানুষ ৫ টাকার চা এর জন্য নৌকা ধানের শিস কইয়া মিছিল করে, নিজের ছেয়ে কম যোগ্য নেতার পিছনে কুত্তার মত ঘুরে সে দেশ থেকে আপনি কি আশা করেন???????
মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করতে চান করুন। তাঁর জীবিত অবস্থায় রাষ্ট্রের সাধ্যমত তাঁকে সহায়তা করুন। এই কথা ত সুন্দর ভাবেই লিখলেন.........। কিন্তু কোটা বিরোধি আন্দোলন করতে শাহাবাগ এ মিছিল করতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধা দের সম্মান দেখিয়ে একটা অনুষ্ঠান করতে পারেন না? তাদের অধিকার আদায় এ কোন সমাবেশ,মিছিল করতে পারেন না!!!!!!!!! এই হচ্চেন বাঙ্গালী আপনারা!!!!!!!!
৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
মুহিব বলেছেন: সরকারী চাকরী করার মত যোগ্যতা আমার নাই। তবুও বলছি কোটা সিস্টেমের পক্ষে না আমি।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: কারণ কি ভাই ???????????
৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০
সোহেল সি এস ই বলেছেন: মুক্তিযোদ্ধারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। জাতিকে তাদের প্রাপ্য সম্মান দিতেই হবে। চাকুরীতে তাদের কোটা, বেশী মেয়াদ ও তাদের সন্তানদের কোটায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকুরী পর্যন্ত নিশ্চিত করেছে রাষ্ট্রযন্ত্র। আর এখন তাদের নাতি-নাতনী ও সেই একই সুবিধা পাচ্ছে। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পরও চাকুরীতে তাদের সন্তানরা ৩০% কোটা পাওয়া অযৌক্তিক ও অগ্রহনযোগ্য। এই পার্সেন্টেজ আর ও কমতে হবে। আর নাতি-নাতনীদের ক্ষেত্রে এটা বর্জনীয়। এতে যুগ যুগ ধরে দেশ মেধাহীন কোটা নির্ভর কর্মকর্তা/কর্মচারীতে ভরে যাচ্ছে। এটার পিছনে প্রচ্ছন্ন রাজনৈতিক কারন আছে বলে মনে করি।
"বাবা বীর পুরুষের মত সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, আর সন্তান কাপুরুষের মত মেধা দিয়ে লড়াই না করে কোটা নিয়ে চাকুরীতে প্রবেশ করবে"----এটা মানা যায় না।
যে সন্তান জীবনের প্রত্যেকটি বৈতরণী পার হয়েছে বাবার কোটার আঙ্গুল ধরে, তার কাছ থেকে আর যাই হোক স্বকীয়তা আশা করা যায় না।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: মুক্তিযোদ্ধারা দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। জাতিকে তাদের প্রাপ্য সম্মান দিতেই হবে। চাকুরীতে তাদের কোটা, বেশী মেয়াদ ও তাদের সন্তানদের কোটায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে চাকুরী পর্যন্ত নিশ্চিত করেছে রাষ্ট্রযন্ত্র। কথাটা ভালো লাগলো
আর আপনি কি মনে করেন আমরা মেধা ছাড়া বিসিএস পর্যন্ত এসেছি???????? যারা দেয় তারা ও আপনার মত অনার্স পাস করেই আসছে.........।
আর মুক্তিযোদ্ধার সন্তান একজন যোদ্ধা ই হয়.........।।
৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
বাক স্বাধীনতা বলেছেন: অবহেলিত মুক্তিযোদ্ধা ছাড়াও যারা সমাজের অনগ্রসর অংশ, তাদের জন্য সরকার কী করেছে? যে মুক্তিযোদ্ধার সন্তান পয়সার অভাবে পড়তে পারে নি বিসিএস এর কোটা তার কোন্ কাজে আসবে? মেধাহীনদের দেশের উচ্চাসনে বসালে দেশের কি উপকার হবে? তারা মুক্তিযোদ্ধার সন্তান- কিন্তু মেধাহীন; অথচ সচিব/উপসচিব! আর যারা প্রকৃত মেধাবী তারা ভিন্ন পেশায় শুধু মেধাহীনদের নির্দেশ মোতাবেক চলছে। পরিস্থিতিটা চিন্তা করেন। মুক্তিযোদ্ধার সন্তান হলেই দেশ চালানো যায় না। এর জন্য মেধা থাকতে হয়। প্রকৃত মেধাবীদের বাদ দিয়ে মেধাহীনদের উচ্চাসনে বসালে দেশ ডুবতে দেরী হবে না।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: মেধা কোটায় যারা এই পর্যন্ত যারা ঢুকছে তারা কি করছে?? সেই তো ৮ শ্রেনি পাস নেতার পিছনে কুত্তার মত ঘুরে.........। আর ৬৫ আর ৭৫ এই দুইটা নাম্বার এর পার্থক্য দিয়ে তেমন মেধার যাচাই হয় না......।। বিসিএস যারা দেয় তারা ও আপনার মত অনার্স পাস করেই আসছে.........।
৭| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২
সারোয়ার মোর্শেদ বলেছেন: আপনার লেখাটা পড়লাম। খুব ভালো লাগছে এই ভেবে যে আপনার বাবার মুক্তিযুদ্ধের সর্টিফিকেট আছে। অবশ্যই আপনি একজন গর্বিত বাবার সন্তান।এবং একজন মুক্তিযোদ্ধের সন্তান হিসাবে অবশ্যই আপনার গর্ব থাকা উচিৎ। তবে কিছু কথা আছে।
আপনার কি ধারানা যাদের বাবা বা দাদার মুক্তিযোদ্ধার সর্টিফিকেট নাই তারা সবাই রাজাকার। আপনার জানার জন্য বলছি মুক্তিযুদ্ধের সময় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই যুদ্ধের সাথে জড়িত ছিলো। আমাদের পূর্ব পূরুষেরা সবাই মিলে এই যুদ্ধের সাথে যুক্ত না থাকলে এই দেশ স্বাধীন হতে হয়তো আরোও সময় লাগতো। সুতরাং এক অর্থে আমাদের দেশেরে সবাই মুক্তিযোদ্ধা।পার্থক্য হলো আপনার মতো কিছু লোকের এই যুদ্ধে অংশো গ্রহনের প্রত্যয়ন পত্র আছে আর কিছু লোকের নাই।এর যাদের এই প্রত্যয়ন পত্র আছে তারা আযাচিত ভাবে, অযোগ্য হওয়া সত্বেও সরকারী চাকুরীতে সুযোগ পাচ্ছে আর এক ফলে যোগ্য পার্থী সুযোগ হারাচ্ছে। ফলে ব্যাক্তিগত ভাবে যোগ্য প্রার্থীর ক্ষতি হচ্ছে। কিন্তু আরোও বড়ো করে ভাবলে আপনার মতো মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যার বাবার গড়া দেশের বেশি ক্ষতি হচ্ছে। এই কথাটি ভাবেছেন কখনো। তৈরী দেশ কে কিভাবে নষ্ট করা যায় সেই পদ্ধতির কথা ভাবছেন। মনে রাখবেন এই দেশটা শুধু কিছু সার্টিফিকেটধারীদের নয়।দয়া করে এই সার্টিফিকেট এর দোহায় দিকে দেশটাকে মেধা শূন্য করবেন না, আর নিজেকে অযোগ্যদের দলে ফেলতে নাক ডেকে ঘুমাবেন না।
অনেক কিছু লেখার ছিলো। কিন্তু আপনার এই নিম্ন মানের মনের লেখার প্রতিবাদ দিতেও লজ্জা হচ্ছে।
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনার জানার জন্য বলছি মুক্তিযুদ্ধের সময় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই যুদ্ধের সাথে জড়িত ছিলো।
এই কথার সাথে আমি একমত নই ।।আমার জানা মতে অনেকেই যুদ্ধ না করে কাপুরুষের মত ইন্ডিয়া পাকিস্তান এ ভাইগা গেছিল............অরাই পরে দেশে আইসা এখন মেধা কোটার কথা বলে.........।।
আর মেধা শূন্যর কথা বলছেন............। মেধা কোটায় যারা এই পর্যন্ত যারা ঢুকছে তারা কি করছে?? সেই তো ৮ শ্রেনি পাস নেতার পিছনে কুত্তার মত ঘুরে.........। আর ৬৫ আর ৭৫ এই দুইটা নাম্বার এর পার্থক্য দিয়ে তেমন মেধার যাচাই হয় না......।।
আপ্নারাই কিছুদিন আগে শাহাবাগে মুক্তিযোদ্ধাদের কথা বলছেন...আর এখন নিজেদের সারথে আঘাত লাগছে তাই উইঠা পইরা লাগছেন... আপনারা বাঙালি রা পারেন ও!!!!!!!!!!!!!!
৮| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১
নাগরিকমন বলেছেন: যাদের বাপ অথবা মা দেশের জন্যে fight করতে পারে তাদের ছেলে মেয়ে রা নিজের জন্যে fight করতে পারে না . এর থেকে লজ্জার কি কিছু আছে ?
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আমরা ছেলে মেয়ে রা নিজের অধিকার আদায়ের জন্যে fight করছি.... এত কষ্ট করে অরা যেহেতু কিছু পায়নাই তাই আমরা তো কিছু পাওয়ার অধিকার রাখি......
যে মানুষ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে সে কি দেশের মানুশের কাছে নিজের সন্তানের জন্য এটুকু আশা করতে পারেনা??????
৯| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
আঁধার রাত বলেছেন: ৪৩ বছর পূর্বে খাওয়া ঘি এর গন্ধ এখনও হাতে আছে আপনার! নয় মাসের সার্ভিস বেনিফিটতো আর কম নিলেন না।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: দেশ টা স্বাধীন না করলে বিসিএস তো দুরের কথা পাকিস্তানে মুচির চাকরি ও পাইতেন না.........
নয় মাসের সার্ভিস আর ও ১০ বার জন্মগ্রহন করলে ও শোধ করতে পারবেন না...।।
১০| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
সোহেল সি এস ই বলেছেন: আর মুক্তিযোদ্ধার সন্তান একজন যোদ্ধা ই হয়.........কেমন যোদ্ধা হয় সেটা আমি আমার লেখায় উল্লেখ করেছি। আর একটা কথা, মুক্তিযোদ্ধাদের তাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য সম্মান দেওয়া উচিৎ, তার পরবর্তী সময়কার কীর্তিকলাপের উপর নয়। একই কথা রাজাকারদের ক্ষেত্রেও সত্য। অনেক মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হওয়ার পর দেশদ্রোহীর ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। আমাদের জাতীর পিতার খুনীদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিভিন্ন পটপরিবর্তনের নায়ক ও অনেক মুক্তিযোদ্ধা। কর্ণেল তাহের, মেজর জিয়াসহ অনেক খেতাবধারী মুক্তিযোদ্ধাদের কর্মকান্ডও বিতর্কের ঊর্ধব নয়। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তারেক জিয়াও কোটার দাবিদার। সুতরাং মুক্তিযোদ্ধার সন্তান একজন যোদ্ধা ই হয়----আপনার একথাটি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম।
অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছেন,"একবার রাজাকার মানে সারাজীবনের জন্য রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে সারা জীবনের জন্য মুক্তিযোদ্ধা নয়"। বংগবীর কাদের সিদ্দিকী বীর বিক্রম তার প্রকৃষ্ট উদাহরন। আমার এলাকার মুক্তিযোদ্ধা ভাতাভূগী একজনকে চিনি,যিনি এখন মাদক চোরাচালানি। তারপর ও আমি তাকে শ্রদ্ধা করি তার মুক্তিযুদ্ধকালীন সাহসী ভূমিকার জন্য। সুতরাং মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনীকে সাহসিকতার পরিচয় দিয়ে মেধা কোটায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করার আহবান করছি। অন্যথায়, মেধাবীদের অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ ও জনরোষের বহিঃপ্রকাশ ঘটতে পারে যেকোন সময়। এই আগ্নেয়গিরির লাভা সবকিছু জ্বালিয়ে দেয়ার আগে সরকারকে সঠিক সিদ্বান্ত নিতে হবে।
১১| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কৌঠা নিয়ে ভার্সিটিতে এডমিশন আর ভালো সাবজেক্ট পাওয়া মানে সে আর অনগ্রসর না। প্রতিযোগিতায় লড়ার পথ পেয়ে গেছে।
তারপর আবার কৌঠা!
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: যে মানুষ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে সে কি দেশের মানুশের কাছে নিজের সন্তানের জন্য এটুকু আশা করতে পারেনা??????
১২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
আঁধার রাত বলেছেন: যোদ্ধা নয় প্রতিবন্ধি হয়। সাহায্য ছাড়া বিসিএসে চাকরী হয় না। চাকরীর জন্য যুদ্ধে গেছিল।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: দেশ টা স্বাধীন না করলে বিসিএস তো দুরের কথা পাকিস্তানে মুচির চাকরি ও পাইতেন না.........।
১৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
আঁধার রাত বলেছেন: যোদ্ধা নয় লুটেরা হয়। অন্যের ন্যায্য পাওনা লুটে খাই কারন ন্যায্য ভাবে পাওয়ার যোগ্যতা নাই।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: যোগ্যতা দিয়ে কি করছেন এতদিন???????? এত যোগ্য হইলে আর ২-৩ মার্কস বেশি পাইয়া মেধা কোটায় ই টিকতেন.........
১৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
সারোয়ার মোর্শেদ বলেছেন: ১।আমার জানা মতে অনেকেই যুদ্ধ না করে কাপুরুষের মত ইন্ডিয়া পাকিস্তান এ ভাইগা গেছিল............অরাই পরে দেশে আইসা এখন মেধা কোটার কথা বলে.........।।
"আসলে সেই সময়ের কিছু লোক পরবর্তিতে ইন্ডিয়া থেকে যুদ্ধ শেষ হলে এই দেশে এসে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে এখন আপনার মতো মুক্তিযোদ্ধার কাপুরুষ সন্তান বানিয়েছে।যারা জীবন যুদ্ধের ভয়ে কোটা চায়। ভীতু, কাপুরুষ।"
২।আর ৬৫ আর ৭৫ এই দুইটা নাম্বার এর পার্থক্য দিয়ে তেমন মেধার যাচাই হয় না......।।
"আগে ৭৫ পান তার পরে কথা বলেন। গাধা কখনো ঘোড়া হয় না।"
৩। আপ্নারাই কিছুদিন আগে শাহাবাগে মুক্তিযোদ্ধাদের কথা বলছেন...আর এখন নিজেদের সারথে আঘাত লাগছে তাই উইঠা পইরা লাগছেন... আপনারা বাঙালি রা পারেন ও!!!!!!!!!!!!!!।
"আপনারা বাঙ্গালী না, আপনারা কিছু সুবিধাভোগী মুক্তিযোদ্ধার(!) মেধাহীন সন্তান।"
আপনার মতো মেধাহীন সুবিধাভোগী হলে হয়তো ভাল লাগতো, ভাল লাগতো আপনার মতো উদ্ধত ভাষায় কথা বলতে পারলে।কিন্তু বিবেক ও সামান্য বুদ্ধি বৃত্তি থাকার কারনে তা পারছি না।
১৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
আঁধার রাত বলেছেন: "আপনারা বাঙ্গালী না, আপনারা কিছু সুবিধাভোগী মুক্তিযোদ্ধার(!) মেধাহীন সন্তান।"
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: মুক্তিযোদ্ধারা সুবিধাভোগী!!!!!!!!!!!!!!!!!!!! এই কথা টাই শোনার বাকি ছিলো....। এইটা না বইলা সরাসরি রাজাকার ই বলতেন..... মুক্তিযোদ্ধারা তো কাজের স্বীকৃতি এভাবেই পায় আপনাদের কাছে!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
সোহেল সি এস ই বলেছেন: বাপ-দাদার যোগ্যতা কেন আপনার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ?
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: কোন কালে এক কদর্য কাছিম দৌড়ে হারিয়েছিলো এক খরগোশকে, সে-গল্পে কয়েক হাজার বছর ধরে মানুষ মুখর। তারপর খরগোশ কতো সহস্রবার হারিয়েছে কাছিমকে, সে-কথা কেউ বলে না।
তেমনি বাংলদেশে সবসময় বাবা মার যোগ্যতা দিয়ে মানুশের যোগ্যতা যাচাই করা হয়...... আপনি ছোটকাল থেকে হয়ত টা দেখে আসছেন.........।।
১৭| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬
গ্রীনমাইল বলেছেন: মুক্তিযোদ্ধাদের জন্য কোটা দেয়া হোক, কিন্তু কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতিদের জন্য কেন??
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ৫০-৬০ বছরে আইসা মুক্তিযোদ্ধারা বিসিএস চাকরি করবে তাইনা???????
১৮| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
সারোয়ার মোর্শেদ বলেছেন: রাজাকারা দেশের যতো ক্ষতি করেছে এবং করছে, তার থেকেও আপনার মতো মেধাহীন, সুবিধা ভোগীরা দেশের বেশি ক্ষতি করছেন।
মেধা থাকেলে মেধার যুদ্ধে নামেন,কোটার যুদ্ধে না।আর মেধা না থাকলে অন্তত মেধাবীদের মেধার মূল্যান করার পক্ষে আসেন।আর তাও যদি না পারেন তবে তবে মুক্তিযোদ্ধা কোটা ১০০% করার দাবি করেন।দেশটাকে তিলে তিলে ধংশ না করে একবারে সায়ানাইড দিয়ে শেষ করে দেন।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: দেশ টা কে আমরা ধ্বংস করতেছিনা।।আপ্নারা করতেছেন.........। by the way..আমি আই পর্যন্ত কোটা ছাড়া লেখাপড়া করে একটা সরকারি ভার্সিটি তে ফার্মেসি পরতেছি.........আমাকে মেধাহিন বলার আগে নিজের কথা চিন্তা করবেন... আর আপনি মেধাবি হয়ে এ পর্যন্ত কয়টা নোবেল পাইছেন????????
By the way আপনার ব্লগ পরতে গিয়ে দেখলাম আপনার ব্লগ সামু ব্লক করে রাখসে......।। কাহিনি কি???????????
১৯| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
আঁধার রাত বলেছেন: বুঝেছি দাদা পাকিস্তানীর কোলে থেকে তুলে নিজের কোলে বসিয়েছেন। কষ্ট হয় খুব একটু তেল দিয়ে নিয়েন। অনেক বড়, পাছা যে ফেটে যায় আর যে পারিনা। লেখাপড়া শেখার সময় বৈষম্য পড়েছিলাম এখন তো তার চেয়ে কম দেখিনা। মুক্তিযোদ্ধাদের প্রতিমাসে এক কোটি টাকা করে ভাতা দেওয়া হোক তবু এ বৈষম্য আর চাই না। কোটা প্রথার বোঁটা সহ বিলাপ চাই।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনি আপনার কথা টা আর আকটু ভালভাবে ও বলতে পারতেন......।
মুক্তিযোদ্ধাদের জন্য যদি প্রতি মাসে ভাল ভাতার বেবস্তা থাক্ত তাহলে এ কোটার কথা বলতাম না............
২০| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আচ্ছা ভাই আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার বাবা তো মুক্তিযোদ্ধা তো উনাকে একটু জিজ্ঞেস করেন তো কোটার ব্যাপারে উনার কি মতামত?
আমাদের মুক্তিযোদ্ধারা এই জন্য যুদ্ধে করেনি যে দেশ স্বাধীনের পর নিজেরা বিভিন্ন সুবিধা ভোগ করবে। উনারা যুদ্ধ করেছেন দেশকে ভালবেসে। স্বাধীনতার পর পর কোটার কারণ ছিল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর কোটা কেন?
আর আপনারা মুক্তিযোদ্ধাদের সন্তান হয়ে কিভাবে এটা মানেন? আপনি নিজেই বললেন মুক্তিযোদ্ধার সন্তান দের মধ্যে একটা দেশ প্রেম আছে... যা তারা তাদের উত্তরাধিকার সুত্রে পায়...এই আপনার দেশপ্রেমের নমুনা! যুদ্ধ কি আপনি করেছেন না আপনার বাবা করেছেন? আপনি যদি যুদ্ধ না করে থাকেন তাহলে আপনি কেন সুবিধা নিবেন? তারমানে কি ধরে নিব মুক্তিযোদ্ধার সন্তান সব কাপুরুষ হয়ে গেছে তাই প্রতিযোগিতাকে ভয় পাই?
আপনি বললেন মুক্তিযুদ্ধের সময় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই যুদ্ধের সাথে জড়িত ছিলো এই কথার সাথে আপনি একমত না, তারমানে কি দেশটা শুধু মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে? দেশের সাধারণ মানুষের কোন অবদান নাই? তাহলে মুক্তিযোদ্ধাদের যারা আশ্রয় দিয়েছিল, তাদেরকে আপনি কি বলবেন রাজাকার?
মুক্তিযোদ্ধাদের আমরা পুরা জাতি সম্মান করি সেটা আপনি না বললেও করবো। কিন্তু আপনাকে কেন করব? আপনি দেশের জন্য কি করেছেন?
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: সুবিধা!!!!!!!!!!!! এইটা কি জিনিশ??? মুক্তিযোদ্ধারা তো কোন সুবিধা ই পায়নায় এ দেশ থেকে...। বরং যুদ্ধের সময় যারা রাজাকার ছিল,পাকিস্তানিদের টাকা খেয়ে ঘরে লুকিয়ে ছিল তারাই এখন দেশের উচ্চ পর্যায়ের নেতা, মানুষ......।। আর মুক্তিযোদ্ধারা অবহেলিত,তাদের সন্তান কে ভাল কথাও টাকার অভাবে পরাতে পারছেনা.........।। তাদের সন্তান দের জন্য সামান্য কোটার বেবস্তা করছে এতেই বাঙ্গালির মাথা খারাপ......... আর আপনি কি জীবনে আপনার বাবা মার পরিচয় ছাড়া স্কুল এ ভরতি হতে পারবেন???????? কখনই না......।। কারণ বর্তমান বিশ্ব ফ্যামিলি স্ট্যাটাস আগে দেখে............।
২১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩
সোহেল সি এস ই বলেছেন: লেখক বলেছেন: তেমনি বাংলাদেশে সবসময় বাবা মার যোগ্যতা দিয়ে মানুশের যোগ্যতা যাচাই করা হয়...... আপনি ছোটকাল থেকে হয়ত টা দেখে আসছেন.........।। .................আপনার মত মানুষরাই বাবা মার যোগ্যতা দিয়ে মানুষের যোগ্যতা যাচাই করেন যারা কোটা দিয়ে চাকুরীতে প্রবেশ করে বড় মুখে কথা বলে। আমি এই কোটার বিরুদ্ধে নই। কিন্তু ৩০% এর বিরুদ্ধে। এটা সর্বোচ্চ ৫% হতে পারে। আর নাতি-পুতিদের কোটা দেওয়া ভন্ডামি।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আমিও নাতিপুতি এর কোটার বিরুদ্ধে...।তবে সন্তানের নই.........। আর আপনারা মুক্তিযোদ্ধা কোটার বদলে উপজাতি,জেলা, প্রতিবন্ধি কোটার বিরুদ্ধে কথা বলেন......।। তাহলে আমরা ও আছি.........।।
২২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯
সারোয়ার মোর্শেদ বলেছেন: আপানার জানার জন্য বলছি, আমি কোন নোবেল পুরুষ্কার পাই নাই।তবে লোবেল পুরুষ্কারের ক্ষেত্রেও, কোটা প্রথা থাকলে ভালো হতো, প্রতি বছরই আপনার মত কিছু লোক নোবেল পেত। আর আপনার সাব্জেক্ট থেকে রেটিং ভালো সাবজেক্ট এ সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম বলে ফার্মেসি তে পড়া হয় নি বা পড়ার চেষ্টাও করি নাই।
আবারও বলছি মেধা থাকেলে মেধার যুদ্ধে নামেন,কোটার যুদ্ধে না।আর মেধা না থাকলে অন্তত মেধাবীদের মেধার মূল্যান করার পক্ষে আসেন।আর তাও যদি না পারেন তবে তবে মুক্তিযোদ্ধা কোটা ১০০% করার দাবি করেন।
আর সামু তে আমার ব্লগটি তাদের হয়তো কোন টেকনিকাল কারনে বন্ধ।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: এই ব্লগটি(sarowermurshed ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।
উপরের লেখাটা আপনার ব্লগ এ লেখা.।.।.।.।
কোটা থাক বা না থাক বাকি ২ লাখ ৫৪২ জন বাদ পড়তেই হতো। বাদ পড়া সকলেরই মনে হচ্ছে কোটা ব্যবস্থা না থাকলে তারা কোয়ালিফাই করতো। সংক্ষুব্ধের দল তাই ভারি।
২৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
বাজেকাম বলেছেন: থিওরী অব এক্সক্লুশন বা বাদ দেয়ার নীতি সকল পর্যায়েই বেদনাদায়ক। সকলকে সুযোগ দেয়া যাবে না সুতরাং বাদ কাউকে না কাউকে পড়তে হবে। ৩৪তম বিসিএস প্রিলিমনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২হাজার ৩৩ জন। কোটা থাক বা না থাক বাকি ২ লাখ ৫৪২ জন বাদ পড়তেই হতো। বাদ পড়া সকলেরই মনে হচ্ছে কোটা ব্যবস্থা না থাকলে তারা কোয়ালিফাই করতো। সংক্ষুব্ধের দল তাই ভারি।
কোটা ব্যবস্থার বিপক্ষে গেলেই কিন্তু সে মুক্তিযুদ্ধের বিপক্ষের না।
কোটা ব্যবস্থা কেন? কোটা ব্যবস্থা করা হয় পিছিয়ে পড়া, অনগ্রসর, সুবিধাবঞ্চিত শ্রেণিকে এগিয়ে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে দেশের প্রথম শ্রেণির ক্যাডার সার্ভিসে কোটা ব্যবস্থা অন্যায্য। এটা সকল সময়ই।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: থিওরী অব এক্সক্লুশন বা বাদ দেয়ার নীতি সকল পর্যায়েই বেদনাদায়ক। সকলকে সুযোগ দেয়া যাবে না সুতরাং বাদ কাউকে না কাউকে পড়তে হবে। ৩৪তম বিসিএস প্রিলিমনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২হাজার ৩৩ জন। কোটা থাক বা না থাক বাকি ২ লাখ ৫৪২ জন বাদ পড়তেই হতো। বাদ পড়া সকলেরই মনে হচ্ছে কোটা ব্যবস্থা না থাকলে তারা কোয়ালিফাই করতো। সংক্ষুব্ধের দল তাই ভারি/
ভাল লাগলো কথা টা শুনে.।.।.।.।.।।।
২৪| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ---- দুইবছর পরপর স্পেশাল বিসিএস (শুধুমাত্র কোটাধারীদের জন্য) তো আছেই।
চিন্তা করা যায়?
তারওপর নতুন নিয়ম করা হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও এই সুবিধা পাবে!
কি হাস্যকর! আরও ব্যাপার আছে। কোটা সিস্টেমটি নির্বাচিত হত লিখিত পরীক্ষার পর। কিন্তু এ বার কোন রকম পূর্ব ঘোষনা ছাড়াই প্রিলিতেই কোটা রেখে রেজাল্ট দেয়া হয়েছে! এটা কি রকম ধৃষ্টতা!
এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা কোটাকে ঘৃণা করে! সরকারী সাহায্য গ্রহনকে ঘৃনা করে! যেমন ঘৃণা করতো পাকিদের, রাজাকারদের!
কারণ মুক্তি এবং যুদ্ধ দুটোই আত্ম মর্যাদা শাণিত করার নাম।
যেই আত্ম মর্যাদার জণ্য জীবন দেয়ার মতো দৃঢ়তা থাকতে পারে - তারা কি সামান্য কিছূর বিনিময়ে সেই আত্মমর্যাদা বিলিয়ে দিবেন??
কখনোই না।
আর যারা করবে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাই না।
সার্টিফিকেট বাগানো সুবিধাবাদীর দল !!!!
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আমাদের জন্য সুবিধা আছে তাই নিচ্ছি......।। কোন লাইন এ যদি আপনাকে পিছনে না দিয়ে সামনে দেয়া হয় তাহলে হয়ত আপনি সুযোগটা মিস করবেন না.........
আর বিসিএস আপনার কাছে সামান্য মনে হচ্ছে???????
২৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০
নাইট বার্ড বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতিমাসে এক কোটি টাকা করে ভাতা দেওয়া হোক তবু এ বৈষম্য আর চাই না। কোটা প্রথার বোঁটা সহ বিলাপ চাই।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: মুক্তিযোদ্ধাদের জন্য যদি প্রতি মাসে ভাল ভাতার বেবস্তা থাক্ত তাহলে এ কোটার কথা বলতাম না............
২৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪
স্বপ্ন হারা বলেছেন: তুই জারজ সন্তান , তুই ভাদা
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: নিজের পরিচয় টা নিজের কাছেই রাখেন......।। অন্য কে বলার জন্য নয়
২৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
বর্তমানের মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা মোট জনসংখ্যা ০.১২%। তাদের তিনজন করে সন্তান ধরলেও সে পার্সেন্টেজ দাঁড়ায় ০.৩৮%। এই অংশের জন্য ৩০% কোটা বরাদ্দ করা কতটুকু যৌক্তিক? বাকি ৯৯% এর জন্য ৪৫% ( নারী, উপজাতি, আঞ্চলিক আর প্রতিবন্ধী কোটা বাদে)। এটা তো র্যাশনাল হল না।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান এ ব্যাপারে কারো দ্বিমত নেই। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মৃত্যুবরণ করেছেন, সহায় সম্পত্তি হারিয়েছেন, পারিবারিক-শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন লাখ লাখ মুক্তিযোদ্ধা। দেশের শ্রেষ্ট সন্তানদেরকে যদি মূল্যায়ণ করতে হয় তাহলে তা প্রাসংগিকই হওয়া উচিত। তারা যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন তাই বলে তাদের সন্তানরা চাকরীর জন্য অগ্রাধিকার পাবে কেন? এসব মুক্তিযোদ্ধাদের প্রতি যদি আসলেই কিছু করতে ইচ্ছে হয় তাহলে সরকার খাস জমিতে প্লট/ফ্ল্যাটের ব্যবস্থা করুক, মাসে/বছরে রেশনের ব্যাবস্থা করুক, দেশের যেকোন চিকিৎসাকেন্দ্রে বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা করুক, বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখুক, বয়স্ক ভাতা বাড়ানো হোক কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের জন্য অনুদানের ব্যবস্থা করা হোক।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: বর্তমানের মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা মোট জনসংখ্যা ০.১২%। তাদের তিনজন করে সন্তান ধরলেও সে পার্সেন্টেজ দাঁড়ায় ০.৩৮%
তাহলে চিন্তা করেন মাত্র কত জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দেয়...।। বাকিটা তো মেধা কোটাই দিয়ে ই পুরন হয়......। আর এতেয় মানুশের মাথা নষ্ট.........।।
২৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১
স্বপ্ন হারা বলেছেন: মুক্তিযোদ্ধা কোটা নয় এইটা কে মুরগীচোদা কোটা বলা দরকার ।
২৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩
ইউনুস খান বলেছেন: মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটাপ্রথা একেবারে বাতিলের পক্ষে আমি না। তবে এটার সংস্কার আনা অতি জরুরী। ৩০% অনেক বেশী।
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: বর্তমানের মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা মোট জনসংখ্যা ০.১২%। তাদের তিনজন করে সন্তান ধরলেও সে পার্সেন্টেজ দাঁড়ায় ০.৩৮%
তাহলে চিন্তা করেন মাত্র কত জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দেয়...।। বাকিটা তো মেধা কোটাই দিয়ে ই পুরন হয়......। আর এতেয় মানুশের মাথা নষ্ট.........।।
৩০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
দি সুফি বলেছেন: একটা কথার জবাব দেন তোঃ আমার ছোট চাচার জন্ম হয়েছে যুদ্ধের পরে। এখন তার ছেলের কি দোষ???? আপনি কোটা পাবেন, সে কোটা পাবে না!!! কারন তার বাবার জন্ম যুদ্ধের পরে! নিয়মতো উল্টা-পাল্টা হয়ে গেল!
শোনেন মিঞা! বাপের নাম ভাঙ্গাইয়া খাওয়া বাদ দেন। নিজের যোগ্যতাবলে অর্জন করতে শিখুন। আত্মমর্যাদাবোধ বলে একটা কথা আছে! এইটা মাথায় রাইখেন!
১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ( আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ব্যাক্তি জীবনে আমি আমার পিতার মতোই অযোগ্য, দেশ স্বাধীন শুধু নয়মাসে হয়নাই। ৭১ এর দীর্ঘ সংগ্রামের মাত্র নয়মাস আমার পিতা এ দেশের জন্য লড়েছেন। । আমিও নিজগুণে মেধাবীদের একজন হতে পারি নাই। আজ মেধাবীদের মুখে যেসব সেন্সর্ড শব্দ শুনতে হচ্ছে তার দায়ভার আমার পিতা এবং আমার। দেশ স্বাধীন করে তারপর ৪২ বছরেও জাতিকে মুক্তিদান করতে না পারার দায়ভার
৩১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০০
দি সুফি বলেছেন: কি জিগাইলাম, আর কি উত্তর দিলেন! আমার আগের মন্তব্যের শুরুটা ভালো করে ২ বার পড়ে উত্তর দেন।
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনে মেধাবী হইয়া ও বুঝবার পারেন নাই???????
৩২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫১
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: হুম... সরাসরি বলেন মুক্তিযোদ্ধাদের কে দেশ থেকে বের করে দিবেন। আজ সাহাবাগে কি স্লোগান দিসেন তা তো সুনলাম ই......।। র কত অপমান করবেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার কে......
৩৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৪
বাটাগোর বাস্কা বলেছেন: আমার একটা প্রশ্ন, যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন কিংবা যোদ্ধাদের পানি খাবার এগিয়ে দিয়েছেন কেবল তাদের মুক্তিযোদ্ধা কোটা দেয়া হয়?কিন্তু যারা যুদ্ধে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তাদের পরিবারের খোঁজ কেউ রাখে না।
(অবশ্য এখন অর্ধেকের বেশি মুক্তিযোদ্ধারা হলো দলীয় লোক,যারা জীবনে যুদ্ধের ধারে কাছেও নেই, আমার বাবাকে দেখেছি,,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এলাকার আওয়ামী সমর্থনদেরকে মুক্তিযোদ্ধার কোটায় নাম দিয়েছেন, অথচ সেই এলাকায় কখনো হানাদার রা প্রবেশ করে নি, বাকীটা আর নাই বললাম) ।
কোটা একটা অভিশাপ, এই কোটার ভয়ে বিসিএস দেবার স্বাধ বরবাদ হয়ে গেল আমার। কোটার কারণে অযোগ্যরা বিভিন্ন বড় পদে আসীন হয়ে আছে। আর দেশটারে বারোটা বাজিয়ে দিচ্ছে। ফাক দি কোটা ...........
খেলারু বলেছেন: আপনার এই গর্ব নিয়ে আন্দোলনকারীদের কোন সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বিসিএসের মত একটা পরীক্ষায় যে পরিমাণ সুযোগ কোটায় চলে যায় তাতে কি আপনার মনে হয় না যে মেধার অবমূল্যায়ন হচ্ছে ? আপনি হয়তো বলবেন আপনিও মেধাবী। অবশ্যই মেধা না থাকলে তো আর বিসিএস এ সুযোগ পাওয়া যায় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি মেধাবীই হবেন তাহলে কোটার পথ ধরা কেন ?
আপনি বলছেন আপনার বাবা-দাদা দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা। আপনি কি করেছেন দেশের জন্য ? বাপ-দাদার যোগ্যতা কেন আপনার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ? এটা কি অনেকটা মামু-খালুর জোরে চাকরী পাওয়ার মত হল না ব্যপারটা ?
কোটা কোন চীরস্থায়ী সমাধান না এটা সাময়িক এবং সময়ের সাথে সাথে এটা কমিয়ে আনা উচিৎ বলে মনে করি। যেহেতু আপনার বাবা-দাদা মুক্তিযোদ্ধা (সণদধারী অবশ্যই, নইলে গলায় এত জোর হত না) সেহেতু আপনারা হয়ৎ জানেন মুক্তিযোদ্ধার তালিকা অন্তত চারবার সংশোধন করা হয়েছে।
যার ফল কি হয়েছে জানেন অনেক শিবিরের পুতও মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন বনে গেছে। কথা শুরু করলেই শুরু হয় আমার অমুকে তমুক সেক্টরে মুক্তিযুদ্ধ করছিল সণদ আছে
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আমি বিএনপির সাপোর্টার আর আমার আব্বু কে সেনাবাহিনী তে থাকাকালিন অবস্তায় এই সার্টিফিকেট দেয়া হইছে.........।।
৩৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
সোহেল সি এস ই বলেছেন: বাবার ডিগ্রীর সার্টিফিকেট দিয়ে তোমার চাকুরী না হলে বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে তোমার চাকুরী হবে কেন? সব জায়গায় কোটা আর কোটা। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় আর এখন চাকুরীতেও। পরকালেও দাবি করো কোটা। আজকে সেহরীর শেষ সময় ৩ টা বেজে ৪৭ মিনিটে। কিন্তু কোটাধারীদের জন্য ৩ টা বেজে (৪৭ যোগ ৩) =৫০মিনিটে।
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ভাল তো ,ভাল না....সবকিছুতে ধর্মকে টেনে আনা একটা ফ্যাশন হয়ে গেছে........।
৩৫| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
কয়েস সামী বলেছেন: ভাই, মুক্তিযোদ্ধা কারু রিক্সায় কখনো চড়েছেন? তাকে বলেছেন, ভাই অাপনি রিক্সায় চড়ুন, আমি রিক্সা চালাই? না বলেননি। কেউ বলে না। তবে আজ যখন একটা বাজে সিস্টেমের বিরূ্দ্ধে কথা উঠায় আপনার কেন লাগে?
"বর্তমানের মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা মোট জনসংখ্যা ০.১২%। তাদের তিনজন করে সন্তান ধরলেও সে পার্সেন্টেজ দাঁড়ায় ০.৩৮%
তাহলে চিন্তা করেন মাত্র কত জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দেয়...।। বাকিটা তো মেধা কোটাই দিয়ে ই পুরন হয়......। আর এতেয় মানুশের মাথা নষ্ট......"
আপনার এ হিসেবটা কিন্তু এবারের ফলাফলের সাথে মিলে না ভাইজান।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭
খেলারু বলেছেন: আপনার এই গর্ব নিয়ে আন্দোলনকারীদের কোন সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে বিসিএসের মত একটা পরীক্ষায় যে পরিমাণ সুযোগ কোটায় চলে যায় তাতে কি আপনার মনে হয় না যে মেধার অবমূল্যায়ন হচ্ছে ? আপনি হয়তো বলবেন আপনিও মেধাবী। অবশ্যই মেধা না থাকলে তো আর বিসিএস এ সুযোগ পাওয়া যায় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি মেধাবীই হবেন তাহলে কোটার পথ ধরা কেন ?
আপনি বলছেন আপনার বাবা-দাদা দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা। আপনি কি করেছেন দেশের জন্য ? বাপ-দাদার যোগ্যতা কেন আপনার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে ? এটা কি অনেকটা মামু-খালুর জোরে চাকরী পাওয়ার মত হল না ব্যপারটা ?
কোটা কোন চীরস্থায়ী সমাধান না এটা সাময়িক এবং সময়ের সাথে সাথে এটা কমিয়ে আনা উচিৎ বলে মনে করি। যেহেতু আপনার বাবা-দাদা মুক্তিযোদ্ধা (সণদধারী অবশ্যই, নইলে গলায় এত জোর হত না) সেহেতু আপনারা হয়ৎ জানেন মুক্তিযোদ্ধার তালিকা অন্তত চারবার সংশোধন করা হয়েছে।
যার ফল কি হয়েছে জানেন অনেক শিবিরের পুতও মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন বনে গেছে। কথা শুরু করলেই শুরু হয় আমার অমুকে তমুক সেক্টরে মুক্তিযুদ্ধ করছিল সণদ আছে