নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা ব্লগ

আব্বাস

পোস্ট দেয়া কষ্টের, কমেন্ট করায় অনেক আরাম, আরাম করতে চাই

আব্বাস › বিস্তারিত পোস্টঃ

ভারত-বাংলাদেশ ক্রিকেট খেলা : মৌসুমি দেশপ্রেম এবং প্রতিবাদের সুস্থ ভাষা

১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

পেপসির বিজ্ঞাপন একটি সবিশেষ ইত্রামী, আমাকে আহত করেছে। কেউ কেউ বলেছেন, ঐটা পেপসির বানানো এড না, কোন ক্রেজি ভারতীয়ের কাজ। এডটা পেপসি করুক আর পেপসির নামে করুক, কিছু আসে যায় না, পয়েন্টটা হল, আমাদের হেয় করে এড বানাইয়া ভারতীয়রা তাদের একটা অংশের সাইকির পরিচয় দিছে। একই কথা প্রসেনজিতের কমেন্টের ব্যপারে। আমি এর নিন্দা জানাই, ১৯ তারিখে আমরা হারলেও নিন্দা জানাই। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য আসলে আমরাও করি, আফ্রিকানদের অনায়াসে বলি কাল্লু, বাঙালির মুখে শুনেছি আফ্রিকানদের 'চারকোল ব্যাগ' বলতে। এগুলো এত সহজে আমরা আয়ত্ব করেছি যে, এগুলো যে বর্ণবাদ তা মনেও আসে না। ইউরোপীয়ানরা এই বর্ণবাদীতা কৌশলে করে, আমরা এশিয়রা করি স্থূলভাবে। আমাদের সৌদিতে মিসকিন বলে, পশুর মত করে বাঙালি পিটায় - এটা বর্ণবাদীতা ও তাচ্ছিল্যের ফল। আমি কোন ভারতপ্রেমী না, ভারত বাংলাদেশের সত্যিকারের কোন শুভাকাঙ্খী সেটাও আমি বিশ্বাস করি না। তবে আমরা ভারতের মত বিশাল হলে বাংলাদেশ-আকৃতির ভারতকে তাচ্ছিল্য করতাম না-ই, আমি হলফ করে বলতে পারি না। এইসব তাচ্ছিল্যের কারণ দুইটা, প্রথমটা হল বড়র ক্ষমতার দাপট আর অন্যটা হল ছোটর হীনমন্যতা ও দীনতা। আজ আমরা সিঙাপুর, মালয়েশিয়া হলে ভারতের কেউ আমাদের সাথে ইত্রামী করতে আসত না। আমাদের না আছে কোন গুনের বড়ত্ব, না আছে আত্মমর্যাদাবোধ। আমি হিন্দি চ্যানেল, গান বা মুভি দেখিনা, এটা আমার আত্মমর্যাদাবোধ। ভারতের সবকিছুতে অবসেসড একটা জাতির এইসব মৌসুমি দেশপ্রেম আমার ভাল লাগে না, এটা আমার কাছে আলগা প্রেম মনে হয়। আর প্রতিবাদের ভাষাটাও শেখা দরকার। পেপসির পাল্টা ক্লিপ যে গুলা বানাইসে সেগুলা বেশিরভাগ ইত্রামীমুক্ত। আমি পাকিস্তানি জামশেদ বা ভারতীয় প্রসেনজিতের উত্তরে কতিপয়ের যে নির্জলা গালাগাল দেখেছি, তাতে লজ্জিত। তারা তো বিদেশি, কদিন আগে মাহমুদুর রহমান মান্নার ফেসবুকে যে গালাগালের বহর দেখেছি তাতে আমি নিজের বাঙালিত্বের কাছে খুবই লজ্জিত। সমাজ, রাজনীতি, ব্লগ, ফেসবুক – সবখানে যে অসুস্থ সমালোচনার ধারা চালু করেছি, তা থেকে আমাদের জাতি হিসাবে বেড়িয়ে আসতে হবে।

তবে খেলা হল খেলা। জিততে পারলে অবশ্যই ভাল লাগে। একটা ভাল খেলে হারলেও মেনে নিতে আপত্তি নাই। কিন্তু বাংলাদেশ দল যেটা করে, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মনোভাব রাখে না, গা ছেড়ে দেয়, অতীতের মত সেটা হলে বিলাই বলে টিটকারি করলে দোষ দেখি না। ইংল্যান্ডের সাথে জিতে পলাশির যুদ্ধের প্রতিশোধ আমরা নেই নাই, আর নিউজিল্যান্ডের সাথে হেরে স্বাধীনতার সূর্য ডুবে যায় নাই। হার-জিত সত্ত্বেও দুটাতেই বাংলাদেশ ভাল খেলেছে, জেতার ইচ্ছা নিয়ে খেলেছে, সেটাই চাই। ১৯ মার্চে ভারতের সাথে শেষ ট্রেঞ্চে লড়াই করার ইচ্ছাটাকেই আমি মূল্যায়ন করি, সেটা বিজয় হলে আমার আনন্দ ধরবে না, কিন্তু হেরে গেলে স্বাধীনতার সাথে, মার্চ মাসের সাথে তার কোন যোগ নাই। প্রসেনজিত বা পেপসির উত্তর মাঠেই দেয়া উত্তম পন্থা। তার মানে এই না, হেরে গেলে আমাদের স্বাধীনতা বা স্বাধীনতার চেতনা জলে যাবে। যদি আবারও গা ছেড়ে দিয়ে খেলে তবে আবারও দুঃখ পাব, কিন্তু শেষ পর্যন্ত সেটা একটা খেলা, শুধু খেলা। আমি এই খেলার মাঠের বাইরে যেতে চাই না।

ব্লগে ও কিছু ফেসবুক পেজে কুতসিত গালাগাল দেখছি, এসবেরও নিন্দা জানাই। আমাদের সুস্থ প্রতিবাদের ভাষা শিখতে হবে। আর খেলোয়ারদের দ্বারা মাঠে খেলে জয় আশা করতে পারি, কিন্তু কেউ কেউ বাংলাদেশ টিম দিয়া যুদ্ধজয় করতে চায়, এই বালখিল্যতা, এই মৌসুমি দেশপ্রেম পরিহার করতে হবে। আমার পয়েন্টটা পেপসির এডের চেয়ে আমাদের বেসামাল আবেগী ব্লগ ও স্ট্যাটাস নিয়ে। তাই আবেগ সামলে...

সার কথা, আমাদের ভারতপ্রেম থেকে বেড়িয়ে আত্মমর্যাদাবোধে দীক্ষিত হতে হবে আর প্রতিবাদের সুস্থ ভাষা শিখতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:

"আজ আমরা সিঙাপুর, মালয়েশিয়া হলে ভারতের কেউ আমাদের সাথে ইত্রামী করতে আসত না। "

-এটাই আসল কথা

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আব্বাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, চাঁদগাজী

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৮

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: ভালই লিখেছেন। আনিসুল হক স্যার তাঁর স্ট্যাটাস এর ফ্যানদের মন্তব্য বন্ধ করে দিয়েছেন শুধু গালি গালাজ এর জন্যই। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আব্বাস বলেছেন: সমালোচনা আর গালিগালাজের ভেদ আমরা ভুলে গেছি। যুক্তির দৈন্য থাকলে প্রসাঙ্গান্তরে যাওয়ার জন্য আমরা গালাগালের আশ্রয় নিই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.