নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

সোনার বাংলা প্রতিষ্ঠায় একটি আহবান

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০



রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই , কারন জনগনি তৈরী করে রাজনীতিবিদ আর অর্থনীতির ভিত্তি । জাতীয় মানোসিকতা একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশের জন্যে দায়ী থাকে । তাই সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় জনগনের ঐক্যের বিকল্প নেই ।একটি বিশাল নেটওয়ার্ক একটি সুন্দর সমাজের নিশ্চয়তা দেয় । সমাজে যারা ভালো কিছু করতে চায় , এমন সেরাদের নিয়ে একটি শক্তিসালী দল তৈরী করা আমাদের লক্ষ্য । আমাদের দলটির বিস্তৃতি হবে পুরো পৃথিবীব্যাপী । রাজনীতি , ধর্মীয় , কৃষি , স্বাস্থ্য , আর্তের সেবা , সংস্কৃতি , অর্থনৈতিক , পর্যটন , খেলাধুলা , শিক্ষা , নিরাপত্তা , পররাষ্ট্র সহ সমাজের সর্বক্ষেত্রে মানবকল্যান মুখী উদ্যেগকে সামনে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো ।

আমাদের হাত ধরেই একটি নতুন সভ্যতার সূচনা হবে , যেখানে থাকবে না কোন ঘৃনা , বৈষম্য আর অশান্তি ।

সত্য ও সুন্দর প্রতিষ্ঠার নেশায় , নিত্য সেখানে আনন্দ উৎসব হবে ।

সম্মানিত সুধী ,

আপনি কি মানবকল্যান মুখী কিছু করতে চান ? এই পচন ধরা সমাজটিতে চান কি আপনার আশীর্বাদের আলো ছড়িয়ে দিতে ? তাহলে আমরা “সোনার বাংলা” আছি আপনার সাথে । আপনি যেই কাজটিতে সেরা , সেটি নিয়ে আমাদের আন্দোলনে যোগ দিন , আসুন একটি সুন্দর পৃথিবী তৈরীতে অবদান রাখি ।

সোনার বাংলার লক্ষ্য ও উদ্দেশ্য-

** বিষমুক্ত সুস্বাদু টাটকা সবজি , মাছ , মাংস , দুধ , ডিম ,ফল ও বনাজী ঔষধ উতপাদন ও সরবারহ করে সুস্বাস্থ্য

নিশ্চিতকরন ও কৃষকের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করা ।

** দেশপ্রেমিক রাজনীতিবিদের পক্ষে গনসংযোগ –

দলমত নির্বিশেষে এলাকার সবচেয়ে ত্যাগী , যোগ্য , দেশপ্রেমিক সৎ রাজনীতিবিদের পক্ষে জনগনকে সচেতন করা ।

** ব্যবসা বানিজ্যের প্রসার-

নির্দিষ্ট পন্য নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌছে দেয়া , চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গে যোগান দিয়ে বাজার ধরে রাখা ।

ভোক্তার সন্তুষ্টি বিধানে- উতপাদনকারী , সরবারহকারী ও বাজারজাতকারীর মধ্যে সমন্বয় সাধন ।

বাংলাদেশের সেরা পন্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা । নিত্য নতুন চমক , আইডিয়া ও বৈচিত্র দিয়ে

আকর্ষনীয় বাজার তৈরী করা । পরিবেশ বান্ধব পন্যের প্রচার ও প্রসার ।

** বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগ-

ব্যবসা বানিজ্য আরো সহজ ও জবাবদিহি মূলক করার জন্য এর সর্বক্ষেত্রে প্রযুক্তির সঠিক প্রয়োগ ।

তথ্য সহজলভ্যতার জন্য ডাটা সেন্টার নির্মান , যাতে চাওয়া মাত্র তথ্য পেয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যহত রাখা

যায় ।পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার ।

** শিক্ষা ও প্রশিক্ষনের সর্বোতকৃষ্ট সুবিধা যুব সম্প্রদায়ের মাঝে তুলে ধরা , যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে ।

** মানবধিকার প্রতিষ্ঠা কল্পে সামাজিক সংকটের বাস্তবচিত্র গনমাধ্যমের কাছে তুলে ধরা ।সরকারী-বেসরকারী নিপীড়নমুলক

আচরনের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ গড়ে তোলা ।দরিদ্র জনগোষ্ঠিকে বিনামূল্যে আইনী সেবা প্রদান । অসহায় বৃদ্ধ , মা

ও শিশুদের পুনর্বাসন ।বিবাহ প্রথার প্রসারের মাধ্যমে ব্যভিচার নির্মুল ।

** পরিবেশ দুষনকারীর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা । আন্দোলনকারী সংগঠকদের সাথে একাত্মতা পোষন করা।

** প্রতিটি ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা । সুস্থ্য জীবন দর্শন

(সার্বোজনীন প্রেম ধর্ম)এর চর্চার মাধ্যমে উন্নত মানোসিকতা অর্জন ।ধ্যান চর্চা কেন্দ্রের মাধ্যমে সুস্থির মনের গঠন ।

বই ও মুভি লাইব্রেরীর মাধ্যমে সমাজে জ্ঞানের আলো বিতরন ।

** চাকুরী প্রদানকারীদের সৎ ও যোগ্য কর্মীর সন্ধান প্রদান ।

** সুস্থ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সাবলীল মানোসিকতা তৈরী ।খেলা-ধুলার টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে শক্তিসালী

মানোসিকতা তৈরী ।

** সেবা-খোজকারীর সাথে সেরা সেবা-প্রদানকারীর মধ্যে যোগাযোগ সাধন ।

** বাংলাদেশের ভূ-প্রাকৃতিক সৌন্দর্য বিদেশীদের কাছে তুলে ধরা এবং তাদের সাথে , প্যাকেজ সেবা প্রদানকারী সেরা

প্রতিষ্ঠানের যোগাযোগ সাধন ।

** মানবকল্যান মুখী বিষয়গুলোর আরো উন্নতিকল্পে গবেষনা কার্য পরিচালন ।

** সমাজকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত সমস্ত সংগঠনের সাথে একাত্মতা পোষন ।























সোনার বাংলার নীতিমালা ও কর্মপদ্ধতি-

এটি একটি নেটওয়ার্ক প্লাটফর্ম , যেখানে মানবকল্যান মুখী সমাজের প্রতিটা বিষয় আরো সুন্দর ভাবে বিকসিত হতে পারবে ।

দুটি অচেনা ব্যক্তি একজন আরেকজন কে চেনে না , অথচ তাদের প্রজেক্টের উন্নতি কল্পে সম্পর্ক তৈরী করা খুবই জুরূরী , এই সম্পর্ক তৈরী করে দেয়ার কাজটি করে দেবে সোনার বাংলা ।

সমাজকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত যে কোন সংগঠনের সাথে সোনার বাংলা একাত্মতা পোষন করবে ।

পেশা অনুযায়ী প্রতিটি সদস্যের পুর্নাংগ তথ্য অনলাইন ও অফলাইনে সংরক্ষন করা হবে । সুধুমাত্র রেজিষ্টার্ড সদস্যবৃন্দ তার পছন্দ অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবেন , পৃথিবীর যেকোন প্রান্তে বসে ।

প্রতিটি বিভাগ , শাখা বিভাগের নিজস্ব হট ফোন নাম্বার , ইমেইল , ফেসবুক গ্রুপ থাকবে ,সোনার বাংলার সাব ডোমেইন ওয়েব পেজ থাকবে ।এর সাথে সোনার বাংলার প্রধান সমন্বয়কারীর ফোন নাম্বার , ইমেইল , সোনার বাংলার মূল ওয়েব পেজো থাকবে ।

পেশার ওপর ফোকাস করে রেজিষ্ট্রেশন পক্রিয়া অনলাইন ও অফলাইন দুই ভাবেই সম্পাদিত হবে । রেজিষ্ট্রেশন ফি মাত্র ১০ টাকা ।

সমস্ত কাজ ইংলিশ বাংলা দুই ভাষার সমন্বয়ে সম্পাদিত হবে ।

প্রাথমিক অবস্থায় পাঠাগার গুলো হবে সোনার বাংলার প্রশাসনিক কার্যালয় ।

একাধিক বিভাগ থাকবে আবার সেই বিভাগেরও একাধিক বিভাগ থাকবে , একটি বিভাগ সতন্ত্র থাকতে পারে আবার একাধিক বিভাগের সাথে সমন্বয় সাধন করে সে কাজও করতে পারে । যেমন- 1. Management Board , 2. Business , 3. Politics , 4. Religion & Philosophy , 5. Welfare , 6. Research , 7. Sport , 8. Culture , 9. Technology 10. Education

1 . Management Board :

এর একাধিক বিভাগ , যেমন- Governing Body , Operational Body , Associate body

Management Board এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।

একজন সম্মানিত ব্যাক্তি যিনি সমাজের সর্বস্তর থেকে সম্মানিত , তিনি Governing Body এর সভাপতির পদ অলংকৃত করবেন । তার সাথে আরো ১০ জন সম্মানিত ব্যাক্তিত্ব উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন । উপদেষ্টা মন্ডলীর সংখ্যা পরবর্তিতে প্রয়োজনানুযায়ী বাড়তে পারে । সোনার বাংলা পরিচালনায় , অর্থ সংস্থানে তারা সহায়তা করবেন ও তাদের নির্দেশে সমস্ত প্রজেক্ট পরিচালিত হবে ।

Operational Body গঠিত হবে ১০ জন কর্মউদ্যমী তরুন নিয়ে , যারা পুর্নকালীন সময় দিয়ে সোনার বাংলার সকল প্রজেক্ট জীবন্ত রাখবেন ।

যারা পুর্নকালীন সময় দিতে পারবেন না অথচ সোনার বাংলা কে এগিয়ে নিতে অবদান রাখতে চান তারা থাকবেন Associate Body তে ।

2. Business Department :

এর একাধিক বিভাগ , যেমন- Agro , Goods , Tourism , Health & Beauty , Real state , Software

Business Department এর সহকারী বিভাগ- Politics , Religion ছাড়া সমস্ত বিভাগ ।

Agro Division:

এর বিভাগ- Manufacturer , Supplier , Order & Sales , Marketing & Coordinator , Research , Accounts & Finance , Quality Control & Inventory , Audit , Legal & Commercial , Human Resource , Security

লক্ষ ও উদ্দেশ্য- Agro division , Business Department এর একটি শাখা বিভাগ । বিষমুক্ত সবজি , মাছ , মাংস , দুধ , ডিম , ফল , বনাজী ঔষধ সহ সব ধরনের Organic কৃষি পন্য নিয়ে কাজ করবে এই বিভাগ ।প্রতিটি এলাকার ভাসমান কৃষি পন্য বিক্রেতা যেমন টুকড়ি বা রিকশা-ভ্যান বিক্রেতার মাধ্যমে শক্তিশালী বাজার তৈরী করা ও কৃষকের ন্যায্য মুল্য প্রাপ্তি নিশ্চিত করা ।

স্লোগান- সবুজ আশীর্বাদঃ স্বাস্থ্য ও সৌন্দর্যে , Green Blessings for Health & Beauty

লোগো-

Health & Beauty Division :

এর বিভাগ- Manufacturer , Supplier , Order & Sales , Marketing & Coordinator , Research , Accounts & Finance , Quality Control & Inventory , Audit , Legal & Commercial , Human Resource , Security

লক্ষ ও উদ্দেশ্য- Health & Beauty division , Business Department এর একটি শাখা বিভাগ ।প্রকৃতিতেই ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির আশীর্বাদ মানুষের কাছে পৌছে দেয়া হবে মূল কাজ । বিশেষ করে মরন ব্যাধিতে আক্রান্ত মানুষ কে পার্শ্ব-প্রতিক্রিয়াহীন ভাবে রোগ মুক্ত করার জন্যে, বিভিন্ন বনাজী উদ্ভিদ , ফল , সবজি নিয়ে কাজ করবে এই বিভাগ ।

স্লোগান- আর কোথাও যেওনা , প্রকৃতিই সবচেয়ে বড় ডাক্তার । Don’t go anywhere , Nature is the great Healer.

লোগো-

3. Politics Department :

এর একাধিক বিভাগ- Organizer , Media and Public , Research

Politics Department এর সহকারী বিভাগ- Religion , Business ছাড়া সমস্ত বিভাগ ।

ব্যবসা ও ধর্মীয় প্রভাবমুক্ত , দলমত নির্বিশেষে সৎ যোগ্য দেশপ্রেমিক রাজনীতিবিদের পক্ষে জনগনকে সচেতন করা হবে এই বিভাগের আসল কাজ । গনসংযোগে দক্ষ এমন ত্যাগী কর্মী হবেন এর সক্রিয় সদস্য ।

4. Religion & Philosophy Department :

Religion Department এর বিভাগ- Philosophical Research , Meditation , Inter Religion Friendship Festival

এর সহকারী বিভাগ- Politics , Business ছাড়া সমস্ত বিভাগ ।

5. Welfare Department :

এর বিভাগ- Human Rights , Center for Helpless Aged , Mother and Child

এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।

ধনীক শ্রেনী যারা সমাজের অসহায় মানুষদের জন্যে কিছু করতে চান , এই প্রজেক্ট টি বাস্তবায়নে তারা এগিয়ে আসবেন ।

6. Research Department :

এর বিভাগ- Business Development , Political Development , Life style development , Movie and book Library , Education & Training Development

এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ ।

সম্মানিত জ্ঞানী ব্যক্তিবৃন্দ হবেন এই বিভাগের সক্রিয় সদস্য ।

7. Sports :

এর বিভাগ- Organizer , Media & Public , সহকারী বিভাগ- সমস্ত বিভাগ

শারীরিক শ্রম ভিত্তিক খেলা-ধুলা জনপ্রিয় করার জন্য নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা হবে ।

8. Culture :

এর বিভাগ- Organizer , Media & Public , সহকারী বিভাগ- সমস্ত বিভাগ

9. Technology :

এর বিভাগ- Software , Hardware , Internet , Research

এর সহকারী বিভাগ- সমস্ত বিভাগ

সমস্ত বিভাগের উন্নয়ন অব্যাহত রাখার জন্যে এ বিভাগ কাজ করে যাবে ।চাওয়া মাত্র যে কোন তথ্য পেতে একটি বৃহত ডাটা সেণ্টার কাজ করবে ।

10. Education :

এর বিভাগ- Technical , Academic , Practical , Research

সহকারী বিভাগ- সমস্ত বিভাগ

কর্মমূখী , সময় উপযোগী , অনুদান নির্ভর আনন্দময় শিক্ষার প্রসার ঘটানো হবে ।



নিবেদক-

আব্দুল গফুর রবিন , (মোবাইল- 01776467748)

আহবায়ক , সোনার বাংলা আন্দোলন ।সন- ২০১৩ । ঢাকা , বাংলাদেশ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মো কবির বলেছেন: আপনার লেখাটা পড়ে আমার ভাল লাগল ভাই।

আমিও আপনার মতো এই দেশকে বদলে দেয়ার সাহসে আগাচ্ছি,
ইচ্ছ করলে আমার গ্রুপটা দেখতে পারেন
https://www.facebook.com/groups/REALPOLITICS1/

এবং লাইক পেজ
https://www.facebook.com/LikeRealPatriot

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ধন্যবাদ ভাই । আসুন আমরা দেশটাকে বদলে দেই ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

মো কবির বলেছেন: সাহস দেয়ার জন্য আরেকবার ধন্যবাদ ভাই।
ভাল থাকুন, সুন্দর থাকুন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: সমাজের বিত্তবানরা এগিয়ে না আসলে , এ ধরনের উদ্যগ বাস্তবা্য়ন সম্ভব নয়।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

পরের তরে বলেছেন: ভাল উদ্দোগ। এই দেশটাকে বদলে দিতে হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ধন্যবাদ ভাই । আসুন আমরা দেশটাকে বদলে দেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.