![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Rise Above Hate
ঘৃনার উর্ধে জেগে উঠো
মরনে যে বুক পেতে দেয় , বাচতে সেই জানে
প্রেমাবেগে না ভাসলে , কামাবেগে ডুবে মরবি
প্রিয়তমাকে পাবে তখনি, যখন তুমিই প্রিয়তমা
সে তো আমার “প্রেম” , আমার সেই সে
আমার হৃদয়ে “ফুরফুরে” সে হাওয়ায় ওড়ে
তার “শরীর” গাড়িতে আমায় নিয়ে সে চলে
পাছে আমি ভয় পেয়ে যাই , “সমগ্র” সে আমায় আগলে রাখে ।
শুধু দেয়ার মানোসিকতা একজনকে ধনী করে
আর ভেতর থেকে যে ধনী , সেই হাসতে পারে শিশুর হাসি
“শুন্যেতে হাসি ….এমনি ভালোবাসি....”
---
কারন ছাড়াই এমনি এমনি হাসা আর ভালোবাসা- ফেরেস্তার লক্ষন
খেলে যাই হৃদয়ে আমার , সাবলীলে কি অবাধ শান্তি !
কি ফুর ফুরে ফ্রেশ … ক্যাতু কুতু হাসি !
হাসতে হাসতে ভালো লাগতে লাগতে…
আমাতে আমি আশীর্বাদ
মন যখন অন্যের নিয়ন্ত্রনে ,দাসত্ব তখন অবধারিত, শুধু তখনি পাওয়া যায় স্বাধিনতার সুখ স্বাধ ,যখন নিজের মন নিজেরি নিয়ন্ত্রনে
Life is Fun , Just enjoy it positively
“স্নেহ” মোর শীষ দিয়ে দেদোল দোলে – আমার অন্তরে
“আখি” তোর চুম পেয়ে মোর , ঘুম যেতে চায় – আমার মর্মরে ।
প্রান সঞ্চারী পানি হও , বন্ধু
দেখো পানির কোন আকার নেই , অথচ পানি সবার হয়ে যায় !
একটি গ্লাসে গেলে সে হয়ে যায়- এক গ্লাস পানি
একটি মরুভুমিতে গেলে হয়ে যায়- প্রমত্ত নদী
একজন ক্লান্ত তৃশ্নার্তের কাছে গেলে হয়ে যায়- প্রান !
তোমার পৃথিবী, তোমার হৃদয় ছেড়ে কোথায় যাব বল? আমি হচ্ছি ফুলের সুগন্ধ। ফুল ছেড়ে কোথায় আর যেতে পারি আমি। তুমি আমার ফুল আর প্রেম আমার হল সেই ফুলের সুরভী। ফুল ছেড়ে সেই সুরভী কি চলে যেতে পারে?
প্রচারে – আব্দুল গফুর রবিন , 01834002794 , [email protected]
©somewhere in net ltd.