![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার বন্ধুরা , আমরা চায়না থেকে কালো চাউল আমদানি করছি । আসল উদ্দেশ্য মানুষের জন্যে ভালো কিছু করা । কিন্তু বাংলাদেশে ভালো কিছু করতে গেলে তো খারাপের শেষ নাই । আমরা চাচ্ছি BSTI থেকে অনুমোদন নিয়ে শুরু করতে , কিন্তু যতটুকু জানি – ভালো রেফারেন্স ছাড়া এখান থেকে অনুমোদন নেয়া প্রায় অসম্ভব । তাই আপনাদের কারো যদি এখানে ভালো লিংক থাকে , তাহলে দয়া করে সহযোগিতা করবেন কি ? আপনার সহায়তায় এই দেশে ভাল একটি পন্যের প্রসার ঘটবে , মানুষের স্বাস্থ্য ভালো থাকবে ।
কালো চাল খাই , রোগকে বিদায় জানাই
ডায়বেটিসের যন্ত্রনা ? আর না-আর না
ক্যান্সারের ভয় ? এবার করবো জয়
গ্যাসট্রিকে অস্বস্তি ? এবার মিলবে মুক্তি
-----
রোগ মুক্তির জন্য- প্রাচীনকাল থেকেই কালো চাল সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে । পুষ্টি বিজ্ঞানীদের মতে হৃদরোগ , ক্যান্সার , লিভার , কিডনি , পাকস্থলী ও বার্ধক্যজনিত রোগ থেকে মুক্তি দিতে এই চাল বিস্ময়কর ভূমিকা পালন করে । এই চাল নিয়মিত খেলে ডায়াবেটিস রোগীদেরও ইনসুলিন নেয়ার প্রয়োজন পরেনা । এমনকি শরীরকে যৌবন দীপ্ত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই চালের ভূমিকা অসামান্য । এককথায় এই চাল আপনাকে সুস্থ-সতেজ নতুন জীবন দান করবে ।প্রচলিত ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া , দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা , দূষন ও বিষাক্ত খাদ্য চক্র থেকে প্রাকৃতিক উপায়ে রোগ মুক্তি দিতে কালো-চাল আপনার প্রতি স্বয়ং স্রষ্টার আশীর্বাদ ।
ফোন ঃ ০১৭৭৬৪৬৭৭৪৮
বিস্তারিত ঃ organicbd.blogspot.com
২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
এই আমি রবীন বলেছেন: ভাল প্রচেষ্টা। ভাইজান, চালায়া যান।
তয়, মেলা গুনের বহর দেখে মনে হলো এটি হারবাল চাল।
কালো চাল না বলে, নাম দিন 'হারবাল চাল'
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: black rice
৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
এই আমি রবীন বলেছেন: ও আরেকটা কথা, চাইনিজ রা কালো চাল খায়না?
নয়লে চাইনিজ 'মাল' টিকেনা কেন??
৪| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
নাহিদ তামিম বলেছেন: ভাই বাংলাদেশে সব প্রোডাক্ট কি BSTI থেকে অনুমোদন নিছে মনে হয় আপনার???? BSTI অনুমোদেনের থেকে বাজার প্রোডাক্ট বেশি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: hmm
৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
মুহম্মদ রেজাউর রহমান বলেছেন: আপনার কি ধরণের সহযোগীতা লাগবে ???
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাই , ঝামেলা মুক্ত ভাবে এবং সল্প খরচে অনুমোদন পেতে চাই ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
আতিকুল০৭৮৪ বলেছেন: cash taka na dile apnar ship port e virte late korabe..daily 1 lac taka loss hobe apnar