নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

ভয়াবহ সংকটে "প্রবাসী আয় শিল্প"!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫



প্রবাসী আয় বাংলাদেশের সর্ব বৃহত বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত , অথচ এই সম্ভাবনাময় শিল্পটি সরকারী পৃষ্ট পোষকতার অভাবে আজ শোচনীয় অবস্থার সম্মুখীন । সরকার এই শিল্পে জড়িত ব্যবসায়ীদের পৃষ্ট পোষকতা দেয়া তো দূরে থাক উলটো আত্মঘাতি সিদ্ধান্ত নেয়ার কারনে প্রবাসী আয় অনেকাংশে কমে গেছে , ধুকতে ধুকতে এই শিল্প আজ রুগ্ন শিল্পে পরিনত হয়েছে । এখনি যদি সরকারি বেসরকারী দেশি বিদেশি উন্নয়ন সংস্থা গুলো এই শিল্প কে বাচাতে এগিয়ে না আসে তাহলে অচিরেই এই শিল্প পাট শিল্পের মতই মৃত শিল্পে পরিনত হবে , তাই সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাই , দয়া করে এই শিল্পকে বাচাতে কার্যকরী দ্রুত পদক্ষেপ নিন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিন । দেশের রাজনৈতিক , অর্থনৈতিক দূর দশার মধ্যেও-

BANGLADESH ASSOCIATION OF INTERNATIONAL RECRUITING AGENCIES (BAIRA) , http://www.baira.org.bd/ , অত্যান্ত সুনামের সাথে তাদের অসাধারন ভুমিকা পালন করে আসছে , দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এবং সার্বিক উন্নয়নে তাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরন করতে হয় ।



আমি মনে করি রিক্রুটিং এজেন্সি গুলো সফটওয়ার ও মোবাইল ফোন নির্ভর প্রযুক্তি এনে – এই শিল্পের বানিজ্যিক প্রসারে ভুমিকা রাখতে পারে । আমি নিজে এই শিল্প রক্ষার্থে গবেষনা ও উন্নয়ন বিভাগে কাজ করতে চাই । আমার গবেষনায় ভিসা প্রার্থীর দৃষ্টিকোন থেকে প্রাথমিক যে প্রশ্ন গুলো সামনে এসেছে তা এখানে তুলে ধরলাম ।



১।সকল খরচ কি ভিসার পরে? খরচটি ভিসা প্রার্থীর কাছে থেকে কিভাবে নেয়া হবে ?



২।ভিসা এজেন্ট প্রতিটি কাজে কেমন কমিশন পাবে? ভিসা এজেন্টকে কি কি আর্থিক সুবিধা দেয়া হবে ?



৩।ফাইল অপেনিং ফি নেয়া কি ঠিক ? নেয়া হলে সেটি কত?



৪।আপনাদের বর্তমানের হট অফার কি ?



৫।ভিসার জন্যে সর্বোচ্চ কত দিন সময় নেয়া হয়?



৬।টিকেট / ম্যান পাওয়ার / মেডিক্যাল সেবা দেয়া হয়? ইনভাইটেশন লেটার , স্পনসোর , ব্যাংক এ ফান্ড শো সাপোর্ট?



৭।ক্লায়েন্ট এর জন্যে কোন সদস্য ফর্ম আছে কি?



৮।টুরিস্ট ভিসা সংক্রান্ত সব ধরনের সুবিধা দেয়া হয় ? যেমন মেডিক্যাল , হোটেল বুকিং , হজ প্যাকেজ ইত্যাদি



৯।ভিসা এজেন্টকে প্রাথমিক প্রশিক্ষন কি দেয়া হয়? ভিসা এজেন্ট কে কি লিফলেট , ব্যানার , পোষ্টার প্রদান করা হয় ? যেখানে “প্রধান ভিসা কেন্দ্রের” প্রতিনিধী হিসেবে ভিসা এজেন্টের যোগাযোগ নাম্বার থাকবে ।



১০।ভিসা প্যাকেজ সার্ভিসটি বিস্তারিত জানতে চাই ?



১১।প্যাকেজ সেবা নয় শুধু মাত্র ভিসা প্রসেস সেবা কি দেয়া হয়? এবং এ সংক্রান্ত ফি (ইমেগ্রেশন সহ আনুষাঙ্গিক অফিসিয়াল ফি সহ) কোন দেশে কত ?



১২।A.স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কত দিন পর্যন্ত “STUDY GAP” সমর্থন যোগ্য ?B.অনার্স কোর্সের ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা কি কি ?B. ব্যাংক সল্ভেন্সি সাপোর্ট , অন্যান্য অফিসিয়াল ডকুমেন্টস সাপোর্ট দেয়া হয় ?C. টিউশন ফি ভিসার পরে দেয়া হবে ? অর্থাৎ ভিসা সেবাদান কারী কতৃক কি এই ফি টি স্টুডেন্ট এর নামে পাঠানো হবে ? যা কিনা ভিসা পাওয়ার পরে দিয়ে দেয়া হবে । কাংক্ষিত দেশে পৌছে টিউশন ফি কিস্তি তে পরিশোধের ব্যাবস্থা আছে কি ?D. পার্ট টাইম কাজ কতক্ষন করতে পারবে এবং কেমন উপার্জন করতে পারবে ?E. কোন ভার্সিটি , কোন সেশন , কোন এলাকায় ইত্যাদি জানতে হবে ।F. IELTS করা থাকলে স্কলারশীপের ব্যবস্থা আছে কি?ভিসা না পেলে প্রার্থী টিউশন ফি কিভাবে ফেরত পাবে ?G. কোন কোন দেশের ক্ষেত্রে শিক্ষার্থীকে সরা সরি সাক্ষাতকারের প্রয়োজন পরে না?H. ক্রেডিট ট্রান্সফার সুবিধা আছে ? I. কোন কোন ভার্সিটির সাথে কাজ করেন ?



১৩।ভিসা এজেন্টের সাথে “প্রধান ভিসা কেন্দ্রের” চুক্তি কিরুপে হবে ? তারা কিভাবে একে অপরের স্বার্থ রক্ষা করবে?কিভাবে তারা উভয়ে মিলে ক্লায়েন্টকে সেবা দিবে ?

১৪।ভিসা প্রার্থীর জন্যে প্রশিক্ষনের ব্যবস্থা আছে কি ?



১৫।সততা উন্নতির প্রধান ভিত্তি । অথচ দুঃখজনক হলেও সত্য যে , ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশের ভিসা সেবা দানকারী প্রতিষ্ঠান গুলোর দুর্নাম আছে । ১০০% সততা ও স্বচ্ছতা সাথে ভিসার কাজ করা হয় কি ?

১৬।“প্রধান ভিসা কেন্দ্রের” দেশী বিদেশী অনুমোদন গুলো কি কি ?



১৭। ভিসা প্রার্থী অনলাইন ও এম্বাসিতে কিভাবে ভিসা চেক করবে ?







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.