![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বখ্যাত MSC Cruises এখন বাংলাদেশে ।বাংলাদেশে MSC Cruises তার শাখা অফিস খুলেছে ।
এখন বাংলাদেশ থেকেই MSC Cruises এর বিশ্বমানের ভ্রমন সেবা পাওয়া যাবে ।
সুইজারল্যান্ডে অবস্থিত হেড অফিস থেকে ৪৫ টি দেশে MSC Cruises তার ১৫,৫০০ জন স্টাফের মাধ্যমে বিশ্বব্যাপী তার কার্যক্রম পরিচালনা করে আসছে ।
MSC Cruises প্রতি বছর ১৫ লক্ষ যাত্রীকে ১২ টি ক্রুজ শিপের মাধ্যমে বিশ্বের সেরা টুরিজম স্পট গুলোতে ভ্রমন সেবা দিয়ে থাকে ।২০০৩ সাল থেকে যাত্রা
শুরু করা MSC Cruises বিশ্ব পর্যটকদের কাছে একটি অনন্য মাত্রার গর্বের নাম ।বাংলাদেশী ভ্রমন পিয়াসীদের কাজে লাগবে MSC Cruises সংক্রান্ত কিছু গুরুত্বপুর্ন তথ্য জেনে নেই ।
MSC Cruises এর অর্জনঃ-
MSC Cruises এর সেবার মান এতোটাই উন্নত মানের যে তার ধারে কাছেও কোন প্রতিদ্বন্দি নেই ! বিশ্বের নাম্বার ওয়ান ক্রুজ সেবাদানকারী হিসেবে MSC Cruises এর রাজত্বকে সবাই বিনাবাক্যে মেনে নেয়। MSC Cruises তার সম্মানিত
যাত্রীদের নিয়ে সারা বছরেই USA Caribbean , North Europe , Mediterranean Europe , The Atlantic ocean , South America , South & West Africa , The Indian Ocean এ বিশ্বের সেরা টুরিজম স্পটগুলোতে ঘুরে বেড়ায়। এই ঘুরে বেড়ানোর সময় যাতে সমুদ্রের পরিবেশ ও প্রতিবেশ
ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে MSC Cruises সব সময় সচেতন । তাদের এমন সচেতন ভূমিকার জন্যে বিশ্বখ্যাত আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রতিষ্ঠান “BUREAU VERITAS” বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে MSC Cruises কে 6 Golden Pearls পুরষ্কারে ভূষিত করেছে । এছাড়া বহুজাতিক এই প্রতিষ্ঠানটি নিচের আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্তঃ
ISO 9001:2000 (For Quality Management)
ISO 22000 (For Food Safety)
ISO 14001 (For Environmental Management)
OHSAS 18001 (For Health & Safety)
Corporate Social Responsibility হিসেবে MSC Cruises ইউনিসেফের সাথে বিশ্বব্যাপী তার শিশু কল্যানমূলক কার্যক্রমে অনন্যসাধারন ভূমিকা রেখে চলেছে ।
বিশেষ সুবিধাঃ-
**১৮ বছরের নিচের সমস্ত শিশুদের জন্যে সম্পুর্ন বিনামূল্যে ভ্রমন সুবিধা
**বৃদ্ধ ও শিশুদের সার্বক্ষিন সেবিকার যত্নে রাখা ।
**যাত্রীদের জন্যে ব্যাক্তিগত সহকারীর ব্যবস্থা ।
**পরিবার/দলভিত্তিক ভ্রমনকারী ও অগ্রীম বুকিং কারীদের জন্যে বিশেষ মুল্যছাড়
সেবা সমুহঃ-
**এই ক্রুজ শিপটি State of the Art প্রযুক্তি সম্বলিত ৫ তারকা মানের ভাসমান হোটেল , 4D সিনেমা হল , কনফারেকন্স হল , পার্টি হল , সার্বক্ষোনিক মেডিক্যাল , স্পা ও বিউটি সেবা , সব ধরনের খেলাধুলার ব্যবস্থা , জীম , শপিং মল ।
**রুম আছে কয়েক ধরনেরঃ
স্যুট (বেলকনি সহ দু রুমের ফ্লাট)
আউট সাইড রুম (জানালা ও বেলকনি সহ)
ইনসাইড রুম (সাশ্রয়ী মুল্য , শুধু দরজা বিশিষ্ট)
ইয়াট ক্লাব (ব্যয় বহুল , টপ লেভেল সার্ভিস)
**৩ থেকে ১৭ রাতের প্যাকেজ
**৭ দিনে ৭ টি দেশের সেরা স্থান গুলো বেড়ানোর সুযোগ
**বিশ্বের প্রায় সব দেশের খাবার পাওয়া যায় , যাত্রীর চাহিদা ও শারীরিক অবস্থা অনুযায়ী খাবার তৈরী করে দেয়া হয়।
**আরো অনেক সেবা আছে যা এই স্বল্প পরিষেশে বলে শেষ করা যাবেনা। বিস্তারিত জেনে নিতে পারবেন এই ওয়েব সাইটে যেয়েঃ- http://www.msccruises.com
নাগরিক জীবনে মনোরঞ্জনের জন্যে আমরা কত অর্থ খরচ করি কিন্তু বিশুদ্ধ আনন্দের নাগাল পাওয়া আমাদের কাছে যেন আরাধ্য বিষয় । অথচ মাত্র ৭০ হাজার টাকায় MSC Cruises এর বিশ্বমানের সেবা নিয়ে মহা সুমদ্রে ও বিশ্বের সেরা টুরিজম স্পট গুলো ঘুড়ে বেড়াতে পারি (ক্রুজের বিভিন্ন রকমের প্যাকেজ আছে , সে অনুযায়ী মুল্য কম বেশী হতে পারে) । বাংলাদেশেই MSC Cruises এর অফিস থেকে ভিসা সহযোগিতা সহ যাবতীয় সার্ভিস দেয়া হয় ।
পরিশেষে এই বলে সবার প্রতি রইলো শুভ কামনাঃ
“আপনার হলিডে হোক
MSC এর সাথে অপার আনন্দে”
বিস্তারিত জানতে যোগাযোগঃ-
মোঃ আব্দুল গফুর (রবিন) , মোবাইলঃ 01776467748 , ইমেইলঃ [email protected]
Virtual tour :-
Click This Link
Details info :
Click This Link
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: অবশ্যই । আপনাকে স্বাগতম ভাইয়া ।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ৭০ হাজার টাকায় কই থেকে কই যাওয়া যায়?
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: Cruise: Italy, France, Spain, Tunisia
Nights: 7
Ship: MSC SPLENDIDA
Departing From: Genoa, Italy
Departure Date: Sat 01/18/2014
Departure Date:
Jan
18
Jan
25
Feb
1
Feb
8
Feb
15
Selected Departure Best Available Price
Price per person starting from
$ 549.00*p
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮
নাহিদ রুদ্রনীল বলেছেন: ভালোই হবে। দারুন পোষ্ট।
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
ফেরদাউস আল আমিন বলেছেন: ধন্যবাদ, তথ্যের জন্য। আশা করি আমরা এই সুযোগ নিতে পারব।