![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক ভাইদের কাছে প্রশ্ন - এই পাখিটির সৃষ্টির পেছনে কি কোন শিল্পী কাজ করেছে ? যদি করে থাকে তার ব্যাপারে ব্যাখ্যা চাচ্ছি। নাকি পাখিটি নিজেই নিজেকে সৃষ্টি করেছে ?
সৃষ্টি কর্তা ও স্রষ্টা সম্পর্কিত আমার নিজের ব্যাখ্যাটি এরকম – “আবাটার” মুভিতে আমরা
মানব চালিত রোবট দেখেছি যেখানে রোবটির স্বতন্ত্র সত্তা ছাড়াও তার সৃষ্টি কর্তা চালিত
উন্নত সত্তা দ্বারাও সে চালিত হয় অর্থাৎ মানুষটি রোবটির ভেতরে ককপিঠে বসে হাত নাড়ালে
রোবটটীও তার ইস্পাতের হাত নাড়ায় , তাই রোবটটি হচ্ছে মানব সত্তাটিরিই বর্ধিত রূপ মাত্র।
একটি “সামগ্রিক সত্তা” ও তার বর্ধিত “ক্ষুদ্র সত্তা” যুগতপত ভাবে “এই পাখি” অস্তিত্বটির
জন্যে দায়ী , তবে মূল ভূমিকা পালনকারী বা শিল্পী কিন্তু ঐ “সামগ্রিক সত্তা”টিই, কারন
ক্ষুদ্র সত্তাটির পক্ষে এত উন্নত মানের শৈল্পিক ও বিজ্ঞান সম্মত ভূমিকা পালন সম্ভব
নয় , সে শুধু মাত্র তার জড় কাঠামো ধারক ও সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী ।
Khairuzzaman Zaman ভাই এর মন্তব্যে বিষয়টি আরো পরিষ্কার হচ্ছে- //" আচ্ছা ! আমি এই জন্যই এগনস্টিক বা অজ্ঞেয়বাদী বলেছি। তো ভাই, সেই পরিপূরক স্বত্তা কিম্বা সেই শিল্পী তো একই হিসেবে চমৎকার একটি শিল্পকর্ম, আমি যদি এই চমৎকার শিল্পকর্মের শিল্পী কে তা জিজ্ঞেস করি, তবে কি সামনা সামনি রাখা দুটি আয়নায় দেখা প্রতিবিম্বের মত আবর্তিত হব না?"
কে বললো ঈশ্বর চেতনা অনুভব করা যায় না ? নিজের অখন্ড অবিচ্ছিন্ন অস্তিত্ব জ্ঞানে অসহায় মানুষকে সেবা করলে যে বিশালতার উপল্বধি হয় , নিজের প্রতি সম্মান জাগে , এটাই তো ঈশ্বর উপল্বধি ।
পরম স্বত্তা ব্যক্তির ভেতরেই বাস করছে । ব্যাক্তিটিও পরম সত্তা । শুধু তাই নয় বাহিরের যে সমগ্র জগত টা দেখছি সেটিও একটি একক রূপ যেটি আমরা ভাগা ভাগি করে চলছি , যেমন সমুদ্র যদি স্রষ্টা হয় , তাহলে এর ঢেউ রা কিন্তু আসলে সৃষ্টি নয় , এগুলো মিলেই তো এক সমুদ্র । আসলে আমি যেটি বলতে চাচ্ছি সবই আসলে এক অখন্ড অস্তিত্ব , যদিও বিভিন্ন খন্ড সত্তার সম্মিলনেই এই একত্বতা আসছে । আমার আপনার শরীর আসলে এক অখন্ড শরীরের সামান্য অংশ মাত্র , আমরা আসলে একটা বৃহত শরীরের ক্ষুদ্রাংশ অবিছিন্ন অস্তিত্ব। সেই বৃহৎ শরীরটা কোন Individual স্বত্তা নয় , এক সমুদ্র তার সব ঢেঊ এ একাকার , সব ঢেউ এক সমুদ্রে একাকার এবং সেই বৃহত সত্তাটা স্বয়ং আপনি ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: ভাল বলেছেন
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৬
খেলাঘর বলেছেন:
পাখী প্রকৃতির সৃস্টি।
প্রকৃতিই শক্তি, তবে মৃত: ডাইনামিক, পটেনশিয়াল এনার্জি, তাপ, শৈত্য, গ্রেভিটেশন, ওজন, ইলেকট্রিক, ম্যাগনেটিজম; এ সবই সবকিছুর মুল।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: তার মানে এই প্রকৃতির নান্দনিক দৃষ্টি শক্তিও আছে ,তাই না ?
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
নিলু বলেছেন: আমি নাস্তিক নই তবুও আপনার লেখার উত্তর দিতে চাই, যে কোনও সৃষ্টির সৃষ্টি কর্তার প্রওজন । ঠিক তেমনি আমরা দুনিয়ার সৃষ্টি কর্তাকে বলি মহান আল্লাহ পাক , আর কেউ কেউ বলে ভগবান বা যীশু । তাই গানে বলে লাইন ছাড়া রেল চলে না ।