নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

“বিরাট শিশু” ধর্ম

১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২


**“বিরাট শিশু” ধর্ম নামে বিশ্বের একটি লেটেষ্ট ধর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আপনি নাস্তিক আস্তিক যেই হন, আপনাকে এই নতুন ধর্মে স্বাগতম।
**“বিরাট শিশু” ধর্মের ফেসবুক গ্রুপে যোগ দিনঃ Click This Link

**এই ধর্মের মুল বানী হচ্ছেঃ
“Childish innocence is everything.” অর্থাৎ শিশুর নিষ্পাপ চেতনাই সব কিছু। এই শিশুর মত সহজ চেতনাটিকে অন্তরের গহীন গভীরে গেথে নিয়ে জীবন যাপন করাই এই ধর্মের অনুসারীদের মূল কাজ ।
**এই ধর্মের পবিত্র কিতাব “আমিই মহাবিশ্ব” ইবুক আকারে এই ফেসবুক গ্রুপে Filesসেকশনে পাবেন।
**আপনি যেই মতবাদের অনুসারীই হননা কেন , আমরা আপনার মতবাদের (যদি সেটি মানুষ ও প্রকৃতির জন্যে ক্ষতিকারক না হয়) প্রতি শ্রদ্ধাশীল। আপনার বর্তমান ধর্মীয় মতবাদটির পাশা পাশি এই “বিরাট শিশু” ধর্মের চর্চা করে যেতে পারেন। কারন শিশুরা আস্তিক বা নাস্তিক , ধনী গরীব , দোষ গুন নিয়ে মাথা ঘামায় না, সে শুধু অকারনে প্রান খুলে হাসে কিংবা কাদে আর যে কাউকেই সহজে আপন করে নেয়।
**এই ধর্মের নামটি (“বিরাট শিশু” ) বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের “খেলিছো এ বিশ্বলয়ে বিরাটো শিশু আনমনে…” গীতি কবিতা থেকে চয়নকৃত এবং এই গীতি কবিতাটি এই ধর্মের সূচনা সংগীত ।সংগীতটি এই ধর্মের ফেসবুক Time line সেকশনে পাবেন।
**এই ধর্মের প্রবর্তক কোন ব্যাক্তি নয় বরং “সুচেতনা” যিনি সবার মধ্যেই বিরাজমান।
এই ধর্মের অনুসারীরা কোন কিছুকেই মন্দ বলেনা বরং যা মন্দ তা আমাদের দৃষ্টিতে “কম সুন্দর” , আর যা ভালো তা আমাদের মতে “খুব সুন্দর” ।“কম সুন্দর” কে পেছনে ফেলে, “খুব সুন্দরের” দিকে আমরা সব সময় ধাবমান।
**এই ধর্মের সার্বোক্ষনিক মূল মন্ত্রঃ
“বিশালে হাসি
এমনি ভালোবাসি....”
**এই ধর্মের অনুসারীদের পুন্য অর্জিত হয় মানবতার প্রতি নিঃস্বার্থ সেবা প্রদানের মাধ্যমে ।
**এই ধর্মের অনুসারীরা সমস্ত বিশ্ব ব্রম্মান্ডকে নিজের শরীর জ্ঞান করে, তাই সমস্ত অস্তিত্বের প্রতি সে শ্রদ্ধাশীল ও যত্নবান ।
**এই ধর্মের অনুসারীরা কোন কিছুকে খুব বেশী সিরিয়াস বা বারা বারি ভাবে নেয়না ।সব কিছুর মাঝেই সে সহজভাব ও হাস্যরস খুজে নিয়ে নিজে আনন্দে থাকে ও সবাইকে সেই আনন্দের সৌরভ ছড়িয়ে দেয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

তামিম89 বলেছেন: কস কি মমিন!! ( আমি আবার বিরাট শিশু নাস্তিক হয়া গেলাম না তো?? #:-S )

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি ও কি বিরাট শিশু?

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: হুম

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: "এসেছে নতুন পাগল এই ভ্রম্মান্ডে
ছেড়ে দিতে হবে স্থান তার জন্য " X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.