নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

--“সুহে থাকতে ভূতে কিলায়” মেন্টাল হসপিটাল--

রবিনের প্রান "বাংলাদেশ"

E-mail : [email protected]

রবিনের প্রান "বাংলাদেশ" › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা নির্বাচিত কবিতা

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮


--মন্ত্র--
বিশালে হাসি
এমনি ভালোবাসি....

--চেতনার সৌরভ--
আশার সৌরভ ছড়াই বিশালে
প্রেম আমি সুন্দর ।

--হাফ গ্লাস পানি--
না আমি দেখি গ্লাস আর না দেখি ওর আধেক শুন্যতা
আমি তো দেখি পানি ঐ প্রানেশ্বর যার নাম!

--বদ্ধ কফিন--
মানুষের অন্তর…বদ্ধ কফিন
দরাম খুলে যায়…ভালোবাসার প্রবল বাতাসে
ফুরত উড়ে যায় পাখি… সুন্দর

--আপন ঘরের খবর নে না—

আজ আমি কোথাও যাবো না
আজ শুধু আমার এ ঘরেই থাকবো
দেয়াল নেই, ছাদ নেই- “উদোম ফুরফুরে হাওয়ার ঘর আমার”
এ আমার প্রানের ঘর
নিঃশব্দের চর
দিলখোলা আমার এ ঘরে কিছু নেই
বসতে যে দেবো পিড়ে নেই
শুতে দেবো পালঙ্ক নেই
এই নাও তোমায় দিলাম- “বাতাসার মুক্ত প্রশাদ”
এবার বাড়ি যাও , আমাকে আমার মত থাকতে দাও


--সুসংবাদ--
সবখানে ফুটে আছি- প্রেম আমি সুন্দর
অনিন্দ্য রূপ দেখে আমার - আমি মাতাল চূড়
আমার হৃদয় মুক্তির সুসংবাদে- তুলি তৃপ্তি ঢেকুর


--সত্যম--
সাদরে মৃত্যুরে করলে গ্রহন
জীবন ছোবে তোমার রাঙা চরন।
মন মাতানো হাসি হাসবে তখন
প্রান খোলা কান্না কাদবে যখন।
দোষ ধরা ভুলে যাবে যেদিন
প্রেমিক হবে সেদিন ।
ক্ষুদ্রতারে ছুরে ফেললে
বিশালতার দেখা পাবে।
দিয়ে দিলে
পেয়ে যাবে ।


--সর্বোক্ষন--
শিশুর মুক্ত মনরে করো স্মরন
হাসো বিশালে অকারন
এই কথাটা মানিলে ও মন
হবে না আর তোমার মরন ।

--অন্তর-বাহির--
বিচলিত যে বাহির দ্বারা
অচিরেই বাহিরের জালে পরবে সে আটকা।
বাহির প্রভাবিত যার ভেতর দ্বারা
অচিরেই বাহির তার মুঠোয় দিবে ধরা।

--শরীর আর মন--
এ শরীর , দুনিয়ার সর্বোচ্চ তীর্থস্থান সর্বশ্রেষ্ঠ আশ্রয়
আমার শরীর , আমার ভক্ত
যাই বলি তাকে ,করে সে বিনা বাক্যে
তাই তো প্রতিনিয়ত , ঢেলে চলে “মন”-
শুভ্র সফেদ আশীর্বাদের ফুল্লোধারা- আমার শরীরে।

--প্রার্থনা--

প্রার্থনা আমার চলে দিন রাত- মনের আয়নায়
সর্বশক্তিমান অসীম দয়াময়- আমারি উন্নত রূপের প্রতি বিনম্র শ্রদ্ধায়









-জীবন মন্ত্র--
ভালোবাসি- কোন আশা না করে
খাই- প্রান ভরে
কাজটা করি- ভালোবেসে
ঘুমাই- আরামে

--উজার--
নিজের হাতে বানানো অভিমানের এই কারাগার
ভেঙে করো চুর মার
এসো , নাচো আর হারিয়ে যাও

--জীদ--
একটি গোপন জীদ আমাকে ফাকা রাখছিল
আর সে ফাকা “নিস্তব্ধতার সুবাসে” ভরিয়ে তুলছিল

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: কেমন লাগলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.