|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একদল- প্রান হত্যা মহাপাপ বলে প্রানী খায়না অথচ গাছ খায় (হা হা হা গাছেরো যে জীবন আছে তা তারা মানে না ) // আরেকদলের পূর্ব পুরুষরা আগে গরু পূজা দিতো , এখন তারা গরু খাওয়ার জন্য লাইন দেয় // আবার আরেকদল যাতে প্রান নেই- এমন মূর্তিরে পূজা দেয় ,অথচ সেই মূর্তির কথা বলারও ক্ষমতা নাই । ধর্মের রঙ্গমঞ্চ দেখতে মজাই  লাগে ।// লক্ষ লক্ষ জীবন্ত ঈশ্বর না খেয়ে মরে , তাদের সেবা করার কেউ নেই অথচ বড় বড় ধার্মিক আর ভদ্র লোকে দুনিয়া ভরে গেছে ।
 ৫ টি
    	৫ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে জুন, ২০১৭  দুপুর ১:১২
২৮ শে জুন, ২০১৭  দুপুর ১:১২
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: জ়ী
২|  ২৫ শে জুন, ২০১৭  রাত ৯:৫৭
২৫ শে জুন, ২০১৭  রাত ৯:৫৭
Taufik Alahi বলেছেন: আমরা আপনার কাছ থেকে কি ঘৃণা করা শিক্ষবো? জাতি কে কি উপহার দিচ্ছেন আপনি? আপনি শতভাগ প্রমান করতে পারবেন না যে, ধর্ম বিসাশ্ব মিথ্যা আবার তাহলে যারা ধর্ম পালন করছেন তারা এই দুনিয়া ও করছে আবার পরবর্তী জিবন বিসাশ্ব করাই তারা পরবর্তী জিবনের জন্য কিছু ভালো কাজ করতেছেন।কিন্তু আপনি গুরা একঘুয়ে তাই একটি পালন করতেছেন।
  ২৮ শে জুন, ২০১৭  দুপুর ১:১২
২৮ শে জুন, ২০১৭  দুপুর ১:১২
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: জ়ী
৩|  ২৫ শে জুন, ২০১৭  রাত ১১:১১
২৫ শে জুন, ২০১৭  রাত ১১:১১
স্বতু সাঁই বলেছেন: অথচ বড় বড় ধার্মিক আর ভদ্র লোকে দুনিয়া ভরে গেছে । 
কথাটা জমলো না। এমন হলে ভালো হতো, ধর্মের লেবাসে ভণ্ডে ভরে গেছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৭  রাত ৯:০০
২৫ শে জুন, ২০১৭  রাত ৯:০০
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।
লক্ষ লক্ষ জীবন্ত ঈশ্বর না খেয়ে মরে , তাদের সেবা করার কেউ নেই অথচ বড় বড় ধার্মিক আর ভদ্র লোকে দুনিয়া ভরে গেছে ।
............. হা হা হা ধর্মের কাঙালরা এটা কখনো বুঝবে না।