নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

আমি সাকা হইয়া গেছি

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

চিন্তার বিষয়!!! আশ্চর্য হবার বিষয়!!!

বরিশাল বিভাগে পিরোজপুর ব্যতীত কোথাও

যুদ্ধাপরাধ হয় নি ।

সিলেট বিভাগে কোন যুদ্ধাপরাধই সংগঠিত হয় নি ।

যুদ্ধাপরাধ হয় নি খুলনা বিভাগেও ।

রাজশাহী বিভাগে শুধুমাত্র পাবনায় যুদ্ধাপরাধ

সংগঠিত হয়েছিল ।

রংপুরেও যুদ্ধাপরাধের কথা শোন যায় না ।

ঢাকা বিভাগে হয়েছে কোথায় কোথায় যেন ?

যুদ্ধাপরাধ হয়েছে শুধু

যেখানে যেখানে জামায়াতের কেন্দ্রীয়

নেতাদের ফাঁসানোসম্ভব সেখানেই ।

আর তা কিন্তু নিরীহ পাকিস্তানী সৈন্য/

অফিসাদেরকোন হাত ছিল না ।

তাদেরকে জামায়াতের বর্তমান নেতারা তখন

অস্ত্রের মুখে জিম্মি করে গুলি চালাতে বাধ্য

করেছিল । নইলে পাকিস্তানী সেনাবাহিনীর

যে ইতিহাস ঐতিহ্য তাতে তারা হানাদার বাহিনীর

বর্বরতার ভূমিকায় পৌঁছত না ।

জি জনাব এই ইতিহাসই আপনাদেরজন্য

কমেডি ট্রাইব্যুনাল থেকে রচিত হচ্ছে। জানেনই

তোরায়ের বিরোধিতা করা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা



ধন্যবাদ ট্রাইব্যুনাল । ধন্যবাদ গবেষকগণ ।

মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনাদের অবদান

স্বর্ণাক্ষরে না লিখে কোন উপায় নেই ।

আপনারা যে ইতিহাসের লিপিকার । কাহিনীকার ।।

আপনাদের জবানই তো মুক্তিযুদ্ধ । আপনাদের চাল

চলনই তো মুক্তিযুদ্ধের চেতনা । আমাদের কি কোন

প্রশ্ন থাকতেপারে আপনাদের

নিয়ে কিংবা আপনাদের রায় নিয়ে???

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মুনেম আহমেদ বলেছেন: পুরাই মখা

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

জনাব মাহাবুব বলেছেন: এটা কি শুনাইলেন।

চিন্তার বিষয় :(

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ওবায়েদুল আকবর বলেছেন: মাথা ঠিক আছে আপনার?

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

চন্দ্রবিনদু বলেছেন: কইলাম সাকা হইয়া গেছি

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মদন বলেছেন: :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.