নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রবিনদু

চন্দ্রবিনদু › বিস্তারিত পোস্টঃ

কারেন্ট যায় না,মাঝে মাঝে আসে!

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

দুই বন্ধর মাঝে কথোপকথন

সাল=১৯৮০

আরিফঃ কারেন্ট কখন যায় রে?

জুবায়েরঃ জানিনা,বছরে মনে হয় একবার।





সাল=১৯৯০

আরিফঃ কারেন্ট কেন গেল?

জুবায়েরঃমনে হয় ট্রান্সফরমার বসাচ্ছে।



সাল=২০০০

আরিফঃআবার কারেন্ট গেল!

জুবায়েরঃমনে হয় এক ঘন্টা লোডশেডিং,অপেক্ষা কর।



সাল=২০১০

আরিফঃ কারেন্ট কখন আসবে।

জুবায়েরঃআমাদেরটা গেলে তোদেরটা আসবে।



সাল=২০১৪

আরিফঃ কারেন্ট কি আজকে আসবে!

জুবায়েরঃআরে বলদ আজকে ঢাকার দিন আর আগামীকাল সিরাজগঞ্জের দিন।



সাল=২০২১

আরিফঃশুনলাম আগেরকালে নাকি কারেন্ট আসতো

জুবায়েরঃওই চুপ কইরা ঘুমা।কারেন্ট-টারেন্ট বইলা কিছু ছিল না বাংলাদেশে।সব রুপকথার গল্প।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;) ;)

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

চন্দ্রবিনদু বলেছেন: :( :( :( :( :) :) :) :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

রাজীব দে সরকার বলেছেন: লোডশেডিং কিন্তু খুব একটা সেরকম জালায় না এখন

৪| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

চন্দ্রবিনদু বলেছেন: :/ :/ :) :) :) :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.