![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একজন, ভালবাসি ঘুরতে আর পড়তে। মানুষ হতে চাই।
ইরিং বিড়িং তিড়িং চা ,
সব পাখিরা উড়ে যা ।
খাচাঁ খুলে ছোট্ট খুকি ,
সে যে আজ বেজায় খুশি ।
সারা বাড়ি দাপিয়ে বলে ,
পাখিরা সব গেছে চলে ।
ভাইটি তার কানে ধরে ,
তাতেও সে আজ হেসেই মরে ।
বিচার দিল বাবার কাছে ,
ছোট্ট খুকি পালিয়ে বাচেঁ ।
অবশেষে পড়ল ধরা ,
যেথায় বাচাঁ সেথায় মরা ।
কোলে তুলে বাবা বলে ,
বেশ করেছো , ওরা যে সব খাচায় মরে ।
আজতো ওরা আকাশে উড়ে ,
ওই যে দেখ যাচ্ছে ওরা ,যাচ্ছে বহু দূরে ।
©somewhere in net ltd.