![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখিত সাধারন!!
..................... স্বরচিত
দুঃখিত সাধারন!!
এমন শীতের আহবান কখনো করিনি,
প্রকৃতি এতোটা আপন,তাও ভাবিনি।
কি করে ভাবি?
আমি স্বার্থপর,
নিজেকে নিয়েই ভেবেছি,
নিজের জন্যেই কাওকে চেয়েছি।
তার বিদায় হলো,
প্রকৃতি জানান দিলো,
নিজেকে পালটে নিলো,
অকস্মাৎ শীত এলো।
সত্যিই,
আমার তাই মনে হয়,
তার...
কাদতে নেই!!
................স্বরচিত
গত সন্ধায় শুনি
তুমি বিদায় নিলে।
সাদা কাপড়ে নিজেকে আবৃত করেছো।
জানো?
বিন্দুমাত্র কষ্ট হয়নি।
আমি কাদিনি।
কান্না শোভা পায়না আমায়,
কবেই বা পেয়েছিলাম তোমায়।
তোমার প্রস্থানে-
মনের অজান্তেই ঝরে গেছে এক ফোটা জল।
হইতো কপালের ঘাম ছিলো,
নইতো শীতের...
©somewhere in net ltd.