নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাজা কংকাল

আব্দুল্লাহ আল রোমান

আব্দুল্লাহ আল রোমান › বিস্তারিত পোস্টঃ

কাদতে নেই!!

০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০

কাদতে নেই!!
................স্বরচিত
গত সন্ধায় শুনি
তুমি বিদায় নিলে।
সাদা কাপড়ে নিজেকে আবৃত করেছো।
জানো?
বিন্দুমাত্র কষ্ট হয়নি।
আমি কাদিনি।
কান্না শোভা পায়না আমায়,
কবেই বা পেয়েছিলাম তোমায়।
তোমার প্রস্থানে-
মনের অজান্তেই ঝরে গেছে এক ফোটা জল।
হইতো কপালের ঘাম ছিলো,
নইতো শীতের সন্ধার শিশির কনা।
এক ফোটা জলে বা কি হয়?
দুপায়ের ফাকে থাকা খানিকটা ধুলি
জমাট বেধেছে না হয়।
কেও দেখেনি তো।
আরে,আমি কাদিনিতো।
নিজের প্রতিচ্ছবি দেখার মতো জল চোখে নেই।
কান্না তো ভুলে গেছি কবে সেই।
তবে কৃতজ্ঞ আমি।
তুমি শিখিয়েছো আমায়
ভুলে যাওয়ার অভিনয়,
মিথ্যে আশা ছেড়ে বাচতে।
শিখিয়েছো,
ললনার ছলনায় কাদতে নেই।
সত্যিই কাদতে নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.