নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময়ই আশায় থাকি এমন বৃষ্টির যা ধুয়ে মুছে দিবে জীবনের সব গ্লানি জীবনটা হয়ে উঠবে ফুলের মত সুন্দর।
প্রচণ্ড দুঃখবোধ থেকে কথাগুলো লিখছি। বাংলা ব্লগ তার যৌবন হারিয়েছে অনেক আগেই। কিছু ব্লগ ইতোমধ্যেই বিস্মৃতির গর্ভে বিলীন হয়েছে। যে ব্লগগুলো এখনো টিকে আছে সে গুলোর অবস্থাও মোটামুটি সঙ্গিন। বাংলা ভাষার সবচেয়ে পুরাতন ও সবচেয়ে বড় ব্লগ কমুনিটি হিসেবে সামু ব্লগ এখনো উল্লেখযোগ্য সংখ্যক পাঠক ও লেখক ধরে রেখেছে। সামুর প্রতি ভালোবাসা আছে বলেই আমরা আজও সামুকে আঁকড়ে আছি।
আমরা বাংলা ভাষাকে ভালোবাসি। এ ভাষায় হাসি-কাঁদি। এ ভাষায় নিজেদের আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতেই ব্লগে যৎসামান্য লেখালেখির চেষ্টা করি। কিন্তু ইদানীং ব্লগে এসব কী দেখতে পাচ্ছি? প্রয়াত অধ্যাপক আব্দুর রাজ্জাক একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, একটি জাতিকে চেনা যায় তাদের লাইব্রেরীতে এবং বাজারে গিয়ে। অর্থাৎ তারা কী পড়ে এবং কী খায় এ দু'টি বিষয়ই অন্য জাতির নিকট তাদের সভ্যতা এবং রুচিবোধকে পরিচয় করিয়ে দেয়। আমার ধারণামতে, সামু ব্লগের সদস্যরা দেশের উচ্চশিক্ষিত এবং বিদগ্ধ জ্ঞানী অংশের প্রতিনিধিত্ব করে। সেই সামু ব্লগে আমরা কী পড়ছি?
বিগত কয়েকদিনে ব্লগে অসভ্যতা, বিকৃতি, গালাগালি সব মাত্রা ছাড়িয়েছে। আশ্চর্যের বিষয়, বেশিরভাগ নোংরামিপূর্ণ কমেন্ট গুলো দিনের পর দিন বহাল তবিয়তে প্রদর্শিত হচ্ছে!
ইদানীং ব্লগে কিছু হাইব্রীড নিকের আবির্ভাব ঘটেছে। এদের আচরণ দেখে মনে হয় এরা পায়খানার মধ্যে জন্ম নিয়েছে। অথবা এদের জন্মপ্রক্রিয়ায় শুকর বা কুকুর জাতীয় প্রাণীর অবদান রয়েছে। এদের বাজে কমেন্টের ব্যাপারে ব্লগের মডুদের রহস্যজনক নিষ্ক্রিয়তা আমার মর্মপীড়াকে আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় কোন রুচিবান, ভদ্রলোকের পক্ষে ব্লগে আসা সম্ভব না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ব্লগে আর আসবনা। তারপরও এসেছি কারণ, এই দুর্বৃত্তেরা সংখ্যায় নগণ্য। এরা পুরান পাপী। চাইলে এদের ভদ্র নিকও প্রকাশ করে দেয়া সম্ভব। সুতরাং এদেরকে প্রতিরোধ করাই সঙ্গত।
বিদ্যমান পরিস্থিতিতে ব্লগে আদৌ কোন মডারেশন প্যানেল আছে কি না সে প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছি। পাশাপাশি ব্লগাররাও এর দায় এড়াতে পারেন না। যেসব ব্লগারের পোস্টে নোংরামী করা হচ্ছে তারা চাইলেই সেসব কমেন্ট এক ক্লিকে মুছে ফেলতে পারেন অথচ বমি উদ্রেককারী ঐসব কমেন্ট তারা না মুছে যথাস্থানে রেখে দিচ্ছেন। তারাও সুরুচির পরিচয় দিচ্ছেন না। এ অবস্থায় আমরা ব্লগ কর্তৃপক্ষকে ভাবলেশহীন দেখতে চাইনা। তাদের পক্ষে যদি সুস্থ ব্লগিং চর্চার পরিবেশ রক্ষা করা এতটাই কঠিন হয়ে থাকে তবে তারা ব্লগকে স্থায়ীভাবে বন্ধ করে দিলেই পারেন। ব্লগে পায়খানার ছবি আর চটি প্রকাশিত দেখার চেয়ে সেটাই বরং উত্তম হবে।
ব্লগ কর্তৃপক্ষের জন্য এসব নিয়ন্ত্রণ করা কি খুব কঠিন হয়ে পড়েছে? ব্লগ কর্তৃপক্ষ নিচের প্রস্তাবগুলো ভেবে দেখতে পারেন-
১। নতুন ব্লগ খুলেই কমেন্ট করার সুযোগ বন্ধ করা হোক। কমপক্ষে পাঁচটি মৌলিক লেখা প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর কমেন্টের সুযোগ দিতে হবে।
২। যেসব দুর্বৃত্তরা ব্লগে নোংরামি ছড়াচ্ছে তাদের আইপি ট্রেস করে আইসিটি আইনের আওতায় তাদেরকে অভিযুক্ত করা হোক।
৩। কোন পোস্ট বা কমেন্ট সম্পর্কে অভিযোগ দ্রুত আমলে নেয়া হোক। বর্তমানে অভিযোগ করা সত্ত্বেও কোন ব্যবস্থা দৃষ্টিগোচর হচ্ছে না। এ জাতীয় অশালীন একটি কমেন্ট সেই নিক ব্যান হওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত।
৪। ব্লগের নিবন্ধন প্রক্রিয়ায় ফোন নাম্বার অন্তর্ভুক্ত করা হোক। বর্তমানে প্রত্যেকটি ফোন বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত। সুতরাং কেউ অশালীন আচরণ করে রেহাই পাবেনা।
সর্বোপরি আমরা সুস্থ পরিবেশে ব্লগিং করতে চাই। সামু ব্লগ গুটিকয়েক দুর্বৃত্তের কারণে নষ্ট হয়ে যাবে এটা আমরা দেখতে চাই না। পাশাপাশি ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে পোস্টে এ জাতীয় কমেন্ট সাথে সাথে মুছে ফেলার।
আশাকরি সব ব্লগারই এ ব্যাপারে একমত হবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায়।
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
আশাবাদী অধম বলেছেন: এ ভাষাটা অবশ্যই দুঃখজনক ভাই। তবু এডিট করার ইচ্ছা করেও পরিত্যাগ করলাম। এদের আচরণ অবশ্যই আপনার দৃষ্টিগোচর হয়েছে। এদের কি মানুষের জাত বলে মনে হয়?
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
আখেনাটেন বলেছেন: প্রস্তাবগুলো ভাল তবে পোষ্টটা সুন্দরভাবে উপস্থাপন করা যেত। অাপনার পোষ্ট আপনার লেখার সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেছে।
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
আশাবাদী অধম বলেছেন: ধন্যবাদ। এডিট করা হয়েছে।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার অভিযোগটা ঠিক থাকলেও পোস্টের বেশ কিছু ভাষা ঠিক নেই! সমালোচনা মূলক পোস্ট এতটা তিক্ষ্ণ আর নোংরা কথায় ভর্তি থাকলে হয় না! যদিও বুঝতে পারছি তিব্রো ঘৃণা নিয়ে আপনি পোস্টটা লিখেছেন, তথাপি আশা করবো পোস্টটা এডিট করে নোংরা ভাষা গুলো সংশোধন করে নেবেন?
এ ব্যাপারে বলতে বলতে আসলে মুখে অরুচি ধরে গেছে, সুতরাং এখন আর এনার্জি নাই! কিন্তু তারপরেও তো ছাড়তে পারি না! সুতরাং এদেরকে প্রতিহত করতে মডারেটরদের পাশাপাশি আমাদেরকেও এগিয়ে আসতে হবে!
যে পোস্টে এমন নোংরামি চলবে প্রতিবাদটা সেখানে করলেই ভাল হয়! সবাই মিলে চাপ দিলে যতবড় ফ্লাডিংবাজই হোক না কেন, সে কখনোই সামুতে টিকতে পারবে না! তাছাড়া অভিযোগ বক্স এবং ফিডব্যাক তো আছেই!
তবে সব থেকে বড় সমস্যাটা হল, সামুর টেকনিক্যাল টিমটা নাকি বর্তমানে খুবই ছোট! সুতরাং ইচ্ছা থাকলেও তারা ব্লগারদের চাহিদা অনুপাতে ঠিক-ঠাক রেসপন্স দিতে পারছে না! আর সেই সুযোগটাকেই সব থেকে বেশি কাজে লাগাচ্ছে ঐসমস্থ ফ্লাডিংবাজরা!
যাহোক, তবে অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি!
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
আশাবাদী অধম বলেছেন: আপনার মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ। যথাসম্ভব এডিট করে দিয়েছি। এরপরও আপনার আপত্তি থাকলে আমাকে অবহিত করার অনুরোধ রইল।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: করণীয়, বর্জনিয় কি সেটা আলোচনা করা জেতে পারে , তাই বলে ব্লগ বন্ধ করে দেয়ার প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। পায়খানার ছবি দিয়ে ভরিয়ে রাখে, চটি লিখে ফ্লাডিং করে, অভিযোগ করা হলেও দেখা যায় কমেন্ট বহাল, ব্লগারও সেফ। মনে হয় যেন ব্লগ কর্তৃপক্ষ সবকিছু দেখেও না দেখার ভান করছে। ব্লগে ঢুকলে বমি আসে। এ অবস্থায় ব্লগ বন্ধ করে দেয়াই সঙ্গত।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
নূর আলম হিরণ বলেছেন: ফেইসবুক এর এডিকশান টা ব্লগে এসে কাটাই। কিন্তু ইদানিং ব্লগও ফেইসবুক এর মত হয়ে যাচ্ছে! আশাকরি সামু ব্যাপারটা আমলে নিবে।
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০০
আশাবাদী অধম বলেছেন: ধন্যবাদ। সামু বর্তমানে অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ খুঁজে পাওয়া যাচ্ছেনা।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা সুস্থ পরিবেশে ব্লগিং করতে চাই।
সামু ব্লগ গুটিকয়েক দুর্বৃত্তের কারণে নষ্ট হয়ে যাবে এটা আমরা দেখতে চাই না।
পাশাপাশি ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে পোস্টে এ জাতীয় কমেন্ট সাথে সাথে মুছে ফেলার।
+++
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫
আশাবাদী অধম বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। এই সব দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হবে।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: সুস্থ পরিবেশে ব্লগিং করতে চাই।
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭
আশাবাদী অধম বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের দাবী একটাই। আমরা সুস্থ পরিবেশে ব্লগিং করতে চাই।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
সকল ফ্লাডিং বন্ধ করা উচিত একমত। ব্লগ বন্ধ করার ব্যাপারে যা বলেছেন তার সাথে উলটো মত। আর যে নিজে ভাষা ইউজ করেছেন তাতে ভিন্নমত।
আপনার আমার কারোই ফ্লাডিং পছন্দ নয়। কিন্তু যে সহে সে রহে। আর যে সহে না, নিজেকে সহীহ কিম্বা উন্নত মুক্তপুরুষ মনে করে, উভয় গিরগিটি।
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: ব্লগ চলুক।
তবে যারা খারাপ ব্লগিং করছে তাদেরকে ব্ন্ধ করে দেয়া হোক।
আপনার ব্যথা আমরাও বুঝি।
২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭
আশাবাদী অধম বলেছেন: @নাসির গাজী
অ্যালেন সাইফুল কি অপরাধ করেছিল চটিবাজদের বিচার হোক। এই পোস্টে?
কোন মানুষের নিজের মা-বোন থাকলে এ কাজ করতে পারে না। কিন্তু তুমি পেরেছ। একদিন বিচার হবে। বিশ্বাস কর কি না জানিনা।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আবার কী হইলো?
২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
আশাবাদী অধম বলেছেন: কোন বিষয়ে?
১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: আপনার অভিযোগ ঠিক তবে লেখাটি শালীনতা বাজায় রেখে লিখলে ভালো হতো।
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
আশাবাদী অধম বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই। লেখাটা কিছুটা ক্ষোভ থেকে লেখা। বিশেষ করে মডুদের গাফলতির কারণে নোংরা কমেন্টগুলো দিনের পর দিন প্রদর্শিত হওয়ায়।
তবে আশার কথা হচ্ছে অবস্থার উন্নতি হয়েছে। তাই আমি নতুন পোস্ট দিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছি।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
"বাংলা ব্লগ তার যৌবন হারিয়েছে অনেক আগেই। "
-ব্লগিং ক্রমেই শক্তিশালী হচ্ছে, আগের যেকোন ব্লগার থেকে এখনকার ব্লগারেরা বেশী দক্ষ; আপনার পোস্ট দেখে মনে হয়, আপনার মতোগুলো প্রায় ঝরে গেছে।
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
কুহুক বলেছেন: আমার মনে হয় সামুর কোন মোডারেটর নেই । একটা ব্লগ খুলে তারা চলে গেছে । এটাই সত্য । কিছু জানতে চাইলেও উত্তর পাওয়া যায় না
২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আজকে কিছু ত্বরিত ব্যবস্থা নিতে দেখা গেছে। আশাকরি মডুরা ভবিষ্যতে আরো সক্রিয় হবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: অথবা এদের মায়েরা কুকুর শুয়োরের সাথে সঙ্গম করে পরিণতিতে এদের জন্ম দিয়েছে।
.
...
এটা কেমন ভাষা, ভ্রাতা?? গালাগালির প্রতিবাদে গালাগালিই করলেন না কি?