নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময়ই আশায় থাকি এমন বৃষ্টির যা ধুয়ে মুছে দিবে জীবনের সব গ্লানি জীবনটা হয়ে উঠবে ফুলের মত সুন্দর।
এই ব্লগটি যখন লিখছি তখন সামুতে মোট ভিজিটর আছেন প্রায় ১৫০০। যার মধ্যে ১১০০ জনেরও বেশি ব্লগে আছেন তার মোবাইল ফোনটি ব্যবহার করে। প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতিতে ল্যাপটপ, পিসির চেয়ে স্মার্টফোনেই বর্তমান মানুষের স্বাচ্ছন্দ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, অন্যান্য সাইটের তুলনায় সামুর মোবাইল সাইট অনেক বেশি অনুন্নত।
সামু তার দীর্ঘ পথ পরিক্রমায় একটি বিশাল রিসোর্স সাইটে পরিণত হয়েছে। যে কোন বিষয়ে জানার আগ্রহ নিয়ে কেউ গুগলে সার্চ করলে দেখা যাবে সে বিষয় নিয়ে সামুতে ইতিপূর্বে কেউ না কেউ কিছু না কিছু লিখেছে। এবার সেই লেখা পড়তে কেউ যদি লিঙ্কে ক্লিক করে, আর সেটা যদি হয় মোবাইল ফোন থেকে, তখনই ঘটে বিপত্তি। ব্লগের প্রথম পাতা চলে আসে। কাঙ্ক্ষিত লেখা আর খুঁজে পাওয়া যায় না।
এছাড়াও মোবাইল সংস্করণে বেশ কিছু সমস্যা রয়েছে যার আশু সমাধান হওয়া প্রয়োজন ৷ এ বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ৷
পাঠক! আপনাদের জানামতে মোবাইল সাইটের আরও কোন সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ৷
২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:২০
বর্ষন হোমস বলেছেন: ভালো একটা বিষয় তুলে ধরেছেন।আমিও খুব কষ্ট করেই মোবাইল দিয়ে ব্লগ চালাই।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫২
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ +++
৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫
নিশির আলো বলেছেন: হুম এরকম হচ্ছে। ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৩
আশাবাদী অধম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ৷
৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৪
আল্লার বান্দা বলেছেন: Chrome Mobile থেকে request desktop site ক্লিক না করলে পোস্ট দেখা যায় না। সমস্যা সমাধানের চেষ্টা নেই। মনে হচ্ছে সামু এতিম হয়ে গেছে।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬
আশাবাদী অধম বলেছেন: ওহ আল্লাহর বান্দা! এতিম হয়েছে নাকি বিধবা হয়েছে বোঝার সাধ্য কি?
৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০০
নিশির আলো বলেছেন: মোবাইল থেকে পেজ এর নিচে "Full version " এ ক্লিক করলে মোবাইল পেজটাই আসতেছে। পূর্বে পুরো পেজটাই আসতো।
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৬
আশাবাদী অধম বলেছেন: এ কারণেই সম্প্রতি সমস্যা আরও জটিল হয়েছে ৷
৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৭
আরণ্যক রাখাল বলেছেন: বাজে অবস্থা।
যেটা বলেছেন, গুগেল করে যেসব সার্চ রেজাল্ট আসে তার মধ্যে বেশিরভাগই সামুর। অথচ ওসবে যাওয়াই সম্ভব নয়।
কিছুদিন আগে প্রবলেম ছিল স্পিড। এখন মোবাইল ভার্সন। প্রবলেম ফ্রি সামু কবে দেখতে পাবো জানি না।
এই ব্যাপারটায় সামুর নজর দেয়া উচিৎ। এতো ভিজিটর মোবাইল থেকে, অথচ তারা সুবিধা পাচ্ছে না পুরোটা
২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২
আশাবাদী অধম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ! ইদানিং ব্লগে হাজিরা দিতে কষ্ট হচ্ছে৷ মোবাইলই সম্বল৷
৭| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১:২০
মধ্য রাতের আগন্তক বলেছেন: সামুর কতৃপক্ষ !!! হাস্যকর ব্যাপার্। বিভিন্ন দিবস উপলক্ষ্যে কাভার পেইজ চেঞ্জ করা ছাড়া সামু কতৃপক্ষের আর কোন উল্লেখযোগ্য কর্মকান্ড তো চোখে পড়লো না !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
আশাবাদী অধম বলেছেন: এখন তো তাদের কিছুটা তৎপর মনে হচ্ছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আমিও মোবাইল দিয়ে ব্লগ চালাই। সত্যি মোবাইল ভার্সন খুবই নিম্নমানের। এর উন্নয়ন হওয়া অতীব জরুরি। ভালো থাকবেন ভাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
আশাবাদী অধম বলেছেন: আপনি যদি স্মার্ট ফোন দিয়ে ব্লগ চালান তবে Full version অথবা ব্রাউজারের Request desktop site অপশনে ক্লিক করলে সুফল পাবেন আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: গুগল ক্রোমে কেন যেন কাজ হচ্ছে না। বারবার ফুল ভার্সনে দেওয়া সত্ত্বেও মোবাইল ভার্সনে আসছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
আশাবাদী অধম বলেছেন: সেক্ষেত্রে Request desktop site অপশন যা প্রত্যেক ব্রাউজারেই থাকে সিলেক্ট করে দেখুন। আশা করি কাজ হবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আশাবাদী অধম বলেছেন: ব্লগটি দু'দিন আগে লেখা ৷ তাই এই মুহূর্তের ভিজিটর সংখ্যা মিলছে না ৷