নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লিখার জন্যই আমি নন্দিত। আবার হয়ত কারো কাছে নিন্দিত!

আব্দুল্লাহ রিফাত

লিখালিখি করতে ভালো লাগে।

আব্দুল্লাহ রিফাত › বিস্তারিত পোস্টঃ

আপনি/তুমি এবং আমাদের নিম্ন মানুষিকতা!

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯


অনেক দিন পর নিজ বাড়িতে আসা হয়েছে।তো বিকাল বেলা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার জন্যে একটি ভ্যানে উঠলাম।আগেই বলে রাখি ভ্যান চালক আমার নিজের এলাকার।ছোট থেকেই পরিচিত।অনেক দিন পর আমাকে দেখে সে খুব খুশি হল এবং ভ্যান চালাতে চালাতে আমার সাথে খোশ গল্প করা শুরু করল-আমি কেমন আছি/এখন কি করি/কই থাকি ইত্যাদি ইত্যাদি।তো তার সাথে কথা বলতে বলতেই আমার গন্তব্যস্থানে আমি চলে আসলাম।তো তাকে ভ্যান ভাড়াটা দিয়ে আমি ভ্যান থেকে নেমে চলে গেলাম।

অনেক দিন পর পুরানো বন্ধুদের সাথে দেখা হল।খুবই ভাল লাগছিল,বন্ধুরা সবাই মিলে রাস্তা দিয়ে হাটতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম।তো এর ফাকে আমার একটি কথা মনে হল, যখন ভ্যান চালকের সাথে কথা বলেছি তখন তাকে "তুমি" বলে সম্মোধন করেছি।বিষয়টা মনে হওয়ার পর থেকেই নিজেকে খুব ছোট ছোট মনে হচ্ছিল!মনে হচ্ছিল কাজটা খুব অন্যায়ই করে ফেলেছি।কারণ,ভ্যান চালকটি আমার পরিচিত হলেও বয়সে ছিল আমার থেকে অনেক বড়।ছোট বেলায় আমার যখন বুঝ হয় তখন থেকে ভ্যান চালকটিকে আমি ভ্যান চালাতে দেখছি।তাহলে ভাবুন সে কতটুকু বড়!মনে একটি কথাই বারে বারে ঘুর পাক খাচ্ছে যে ভ্যান চালকটি আমাকে কি যে মনে করল!!!মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না।

যাই হোক সেদিন বন্ধুদের সাথে আড্ডা শেষে যখন বাসায় ফিরতেছি তখন বুট খাওয়ার জন্য একটি দোকানে ঢুকলাম। আগেই বলে রাখি দোকানদারকে আমরা "মামা" বলেই ডাকি।দোকানে সেই মামা এবং তার ৫ম শেণীতে পড়ুয়া একটি থাকে।তো দোকানে ঢুকে মামার কাছে বুট চাইলাম আর তিনি বুট দেয়ার পর বসে বসে খাওয়া শুরু করলাম।এমন সময় বাহির থেকে আরো একজন লোক ঢুকলো।সেই লোকটির সাথে মামার মেয়ের কথোপকথন ঃ-

লোক: কিরে ১০ টাকার বুট বানা ত,আমি একটু পর এসে নিয়ে যাব।

মেয়ে:আচ্ছা। তুমি যাও আমি বানাইয়া রাখছি!

তো এই কথাটি বলে লোকটি চলে গেল।দোকানে আমি আর কয়েকজন লোক বসে বুট খাচ্ছি।তখন দোকানদার মামা তার মেয়েকে কিছু কথা বলল যা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম।

মামা তার মেয়েকে বলছে:- আম্মা তুমি ওই লোকটিকে "তুমি" করে বললা কেন (রেগে)!?মনে রাখবা ব্যবহারে বংশের পরিচয়।তুমি অন্য লোকদের সাথে যেমন আচরণ করবা তার দ্বারা লোকজন চিন্তা করবে তোমার বাবা, মা কেমন!পরিবার থেকে তোমার বাবা মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে!তুমি যার সাথে কথা বললা সে তোমার থেকে বয়সে অনেক বড়।তাকে তুমি "তুমি" করে ডাকতে পারো না।তাকে তোমার আপনি করে ডাকা উচিত ছিল।

মামার মেয়েকে মামার শিক্ষা দেয়ার ধরণ দেখে আমি ভিতরে ভিতরে খুবই লজ্জা বোধ করছিলাম!আসলে আমরা আমাদের জীবনটাকে সহজ ও আরাম দায়ক করার জন্যে যে সকল ব্যক্তিদের সাহায্য নিয়ে থাকি তাদেরকে অনেক সময়ই খুবই তুচ্ছ মনে করি!কিন্তু এটা মনে করা মোটেও ঠিক নয়।বিশেষ করে আমরা প্রতিদিন আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্যে যে রিক্সা চালক বা ভ্যান চালকের সাহায্য নিয়ে থাকি তাদেরকে আমরা "মামা" বলেই ডাকি।এটা একটা স্টাইলে পরিণত হয়েছে ইদানিং!তারপর আমরা কথা বলতে গেলে বেশির ভাগ সময়েই "আপিনি" না বলে "তুমি" করে বলি এটা মোটেও ঠিক বলে আমি মনে করি না।কারণ, সেই ভ্যান চালক এবং রিক্সা চালকেরা বেশির ভাগই আমাদের থেকে বয়সে বড় থাকেন।আমরা যদি একটা জিনিস চিন্তা করি তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে-- ধরেন আমরা আমাদের বাবার সাথে আছি।তখন দেখতেছি একটা লোক এসে আমাদের বাবাকে "তুমি" বলে ডাকছে, তখন আমাদের কেমন লাগবে?!নিশ্চই অনেক খারাপ লাগবে।ঠিক তেমনি রিক্সা চালক,ভ্যান চালকেরাও কারো বাবা!!!!!

মনে হয় সব ক্লিয়ার হয়ে গেছে।আমাদের আশেপাশে আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্যে যে সকল লোক অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে তাদের যোগ্য সম্মান দেয়া উচিত।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৮

কাগজের ফেরিওয়ালা বলেছেন: ইংরেজী ভাষায় এই সমস্যা কিন্তু নাই।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আব্দুল্লাহ রিফাত বলেছেন: তা ঠিক বলেছেন।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আজমান আন্দালিব বলেছেন: আমাদের আশেপাশে আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্যে যে সকল লোক অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে তাদের যোগ্য সম্মান দেয়া উচিত।

...সহমত।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

মোঃ আবু সিয়াম বলেছেন: ঠিকই বলেছেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
গেছে।আমাদের আশেপাশে আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্যে যে সকল লোক অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে তাদের যোগ্য সম্মান দেয়া উচিত।

সহমত!!!

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

অন্ধবিন্দু বলেছেন:
ধরেন আমরা আমাদের বাবার সাথে আছি।তখন দেখতেছি ছোট একটা লোন এসে আমাদের বাবাকে "তুমি" বলে ডাকছে, তখন আমাদের কেমন লাগবে?!নিশ্চই অনেক খারাপ লাগবে।ঠিক তেমনি রিক্সা চালক,ভ্যান চালকেরাও কারো বাবা!!!!!

এইটুকো কথায় অনেক শেখার আছে। ‘ছোট একটা লোক এসে’ এখানটাতে ছোট শব্দটা বদলে দেয়া যায় কি !

আপনার চিন্তা-ভাবনায় সাধুবাদ, রিফাত।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ধন্যবাদ ভাই ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.