![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবার বেস্ট ফেন্ড ছিল একজন সনাতন ধর্মী। সে বন্ধুর জীবন বাচাতে গিয়ে নাকি একবার নিজের জীবনটাই খুইয়ে বসতে গিয়েছিলেন বাবা! বাবার মুখ থেকেই গল্পটা শোনা।
সেটার ধারাবাহিতা আমার মধ্যে রয়েছে ন্যায়সঙ্গত ভাবেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই বেশ কয়েকজন হিন্দু বন্ধু ছিল । বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সেটা কয়েকগুনে দাড়িয়েছে। যতদুর মনে পড়ে, অন্য ধর্মালম্বী হিসেবে তাদের দিকে আড়চোথে তাকিয়েছি বলে মনে নেই। মানুষ হিসেবে ন্যায়সঙ্গত ভাবেই সেটা করা হয়নি । করার প্রশ্নও আসে না।
কিন্তু,
আসামের কোকরাঝাড় ও বাকসা জেলায় দুদিন ধরে যে সংখ্যালঘু নিরাপরাধ বাঙালী মুসলমানদের উপর গণহত্যা চলছে সেটা নিয়ে কি বলবেন? ২৬জনের লাশ উদ্ধার হলেও ইন্ডিয়া সরকার আক্রান্ত মুসলমানদের রক্ষায় সামান্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সেটা কেন? সেটার খবর কেন মিডিয়ায় তেমন ভাবে আসে না ? যেমনটা শাহরুখ খানের লুঙ্গি ড্যান্সের প্রচারণা হয়!!! এরপর ভারতের ক্ষমতায় মোদি সাহেব আসছেন ! যিনি প্রকাশ্যে ধর্ম দাঙ্গা বাজাতে ওস্তাদ! সে আসলে না জানি কি হয়!
আসল কথা,
কিভাবে সকল ধর্মের মানুষ একসাথে বসে এক থালায় খেতে হয় সেটা বাংলাদেশে এসে শিখে যা ইন্ডিয়া!
ধর্মান্ধতার কত নিচে নামতে পারিস তুই ইন্ডিয়া!!!?????????????
©somewhere in net ltd.