নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ বার্তা !

আব্দুল্লাহ শুভ

বাঁধ ভাঙার আওয়াজ শোনাতেই ..।

আব্দুল্লাহ শুভ › বিস্তারিত পোস্টঃ

একটি বিকেল ও কামরুন্নাহার !

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

জৈষ্ঠ্যের পড়ন্ত বিকালে চোখ বুঝে আসা অস্বাভাবিক না ! সেই কাজটাই আপন মনে করছিলাম হলের রুমটায় ! হঠাৎ জানালার ওপাশ থেকে ডাক, আঙ্কেল ! আঙ্কেল !



চোখ খুলে উঠে বসলাম!

দেখলাম, জানালার ওপাশটায় কামরুন্নাহার দাড়িয়ে আছে ! হাতে সাদা বিড়াল ! কোমরে রশি ! পরনে থ্রি- পিছ । পায়ে জুতা নেই । চোখে ক্ষুধার আলামত। গত সাত দিন যে মাথায় সেম্পু করে নি সেটা চুল দেখলেই বোঝা যায় ! সাথে ৭ দিনের না নেওয়া গোসল !

.

.......কিরে কেমন আছিস?

.....ভালা আপনে!

.......হুম !

... বাড়ি গেছিলেন?

... হু ! তুই জানলি কিভাবে?



ও তখন কথা বলে না । আমি জানি ও নিয়মিতই আসত এখানে! শেষমেষ জানালাটা বন্ধ পেয়ে চলেও যেত হয়ত !



কামরুন্নাহার । ওকে আমি আগে থেকেই চিনি। বয়স ৮ । গায়ের রং কালো ! তবে চোখে মায়া আছে। সাদামাটা স্বভাবের !! বাবার নাম উজ্জল । সে ক্যাম্পাসেই ভিক্ষা করে ! মা কয়েকমাস ধরে নিখোজ! বাপ- বেটি মিলে ক্যাম্পাসের পাশের এলাকায় থাকে ।



ওর সাথে যখন প্রথম কথা হয় তখন বেশ চঞ্চল স্বভাবীর পরিচয় দিয়েছিল আমার কাছে । প্রথমে আমি বলেছিলাম, কিরে নাম কি ! ও বলেছিল , নাম দিয়া কাম কি? এটা বলেই ফিক করে হাসি! সেটার কথা দিব্যি মনে আছে এখনো ।



তবে এখন বেশ লাজুক ( অন্তত আমার সামনে) । চোখে চোখ রেখে বেশীক্ষণ কথা বলতে পারে না ! একদিন শুধু মুখ ফুটে বলেছিল, আঙ্কেল ৫ টা টেকা দিবেন? । আমি বলেছিলাম , ৫ টাকা দিয়ে কি করবি? ও বলেছিল, বিস্কুট খামু । তারপর আর ওকে আগ বাড়িয়ে চাইতে হয়নি ! নিয়মিত আমার জানালায় আসে ও । এখন আমার জানালাটাকে বোধহয় ওর গ্যারান্টেড জানালা মনে হয় ! এখানে আসলে ওর মিথ্যা কথাটাও বলতে হয় না ! ভাবতে ভাল লাগে ! আজও ভাল লেগেছে .....!



তবে, আগে থেকে চিনলেও ওর একটা গুন সম্পর্কে জানা ছিল না !!!!!!!! মেয়েটা বেশ ভাল পোজ দিতে পারে ! ..... তাই , সখের ক্যামারাটা সামনে পেয়ে ফটাফট কয়েকটা ফটো নিয়ে নিলাম ওর !



ক্যামারায় ছবি তুলে ওর মুখে তখন রাজ্য জয়ের হাসি! শেষমেষ আকুতি, একটা ফটো আমারে দিবেন? আমি বলি, ছবি নিবি কি দিয়ে ? ব্যাগ নিয়ে আসছিস?



ও তখন হাসে ! সে হাসি জানালা ভেদ করে রুমের অপর প্রান্তের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে !

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

পংবাড়ী বলেছেন: সে কি স্কুলে যায়? না গিয়ে থাকলে ওকে স্কুলে পাঠানোর ও ওকে পড়তে সাহায্য করুন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

আব্দুল্লাহ শুভ বলেছেন: ভাল বলেছেন ! আমিও সেটা ভাবেছি ! পরেরবার কামরুন ( ওকে অামি কামরুন বলে ডাকি) যখন আমার জানালায় আসবে তখন এ বিষয়টা ওকে জানাবো ! তারপর এখানকার স্কুলে ভর্তি করানোর সর্বচ্চো চেষ্ঠা থাকবে ।

ধন্যবাদ !

২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩১

ইমরান-উল-ইসলাম বলেছেন: মেয়েটা আসলেই বেশ ভাল পোজ দিতে পারে ! ছবি গুলো ভাল হয়েছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

আব্দুল্লাহ শুভ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩১

পংবাড়ী বলেছেন:

@আব্দুল্লাহ শুভ,
আমি আপনার কথায় আনন্দিত, আপনি একজন মনেপ্রাণে বাংগালী, আমার শ্রদ্ধা রলো আপনার জন্য।

৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪০

আব্দুল্লাহ শুভ বলেছেন: @ পংবাড়ী,

ধন্যবাদ। মনেপ্রাণে বাঙ্গালী না হয়ে উপায় কি বলুন? মুক্তিযোদ্ধার রক্ত যে ধমনীতে বহমান ! আর সে বিশ্বাস নিয়েই তো আছি ।

আর যে কয়েকজন বাংলাদেশী মনে প্রাণে বাঙ্গালী তাদের মধ্যে আপনিও একজন , সেটা ভুলবেন না । :)

আপনার মন্তব্যে ভাল লেগেছে ! :) আবারও ধন্যবাদ !

৫| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সোজা কথা বলেছেন: ও রে বাপ রে! দারুণ পোজ!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

আব্দুল্লাহ শুভ বলেছেন: ভাল পারে ! :)

৬| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মামুন রশিদ বলেছেন: হাসিটা খুব সুন্দর ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

আব্দুল্লাহ শুভ বলেছেন: মানুষটাও ভাল :)

৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:০৬

মিনুল বলেছেন: সমস্যা হচ্ছে আমরা ওদেরকে বুঝতে চাই না!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

আব্দুল্লাহ শুভ বলেছেন: হুম সেটাই ! :(

৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

আব্দুল্লাহ শুভ বলেছেন: মেয়েটাও সুন্দর ! :)

৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২৮

পংবাড়ী বলেছেন: আপনি কি পড়ালেখা করছেন?

আমরা এসব মেয়েদের পড়াবো শীঘ্রই, আপনিও থাকবেন সম্ভব হলে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

আব্দুল্লাহ শুভ বলেছেন: আমি জাবিতে আছি ! :) কোথায় করবেন সেটা অবশ্যই জানাবেন ! পাশে থাকব অবশ্যই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.