নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ বার্তা !

আব্দুল্লাহ শুভ

বাঁধ ভাঙার আওয়াজ শোনাতেই ..।

আব্দুল্লাহ শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রাণ জানে !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২


পরেরবার আমি অন্ধ হয়ে জন্মাবো !
জন্মাবোই !
আমি দেখতে চাই ; তোমার ভেজা শাড়ির গন্ধ,
শুকে বলে দিতে পারি কিনা-
এইতো তুমি; আমার নাকের ডগায় !

পরেরবার আমি অন্ধ হয়েই জন্মাাবো !
জন্মাবোই !
আমি দেখতে চাই; তোমার নিক্কন -
কতটা স্পর্শ করেছে প্রাণ।
আমি দেখতে চাই; তোমার নি:শ্বাসে -
পাই কিনা আহব্বান ।

পরেরবার আমি অন্ধ হয়েই জন্মাবো !
জন্মাবোই !
আমি ‍দেখতে চাই ; তোমার ঘন চুলে -
কতটুকু কাটলো হৃদয় !
চুলের গন্ধ কত দুর থেকে পেলে -
বুঝবো তুমি এলে-

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আরাফআহনাফ বলেছেন: দারুন ভালোভাসার কবিতা।
ভালো লাগা গ্রহন করুন।
+++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

আব্দুল্লাহ শুভ বলেছেন: অনেকগুলা ধন্যবাদ গ্রহন করুন ! :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কবিতা ভাল হইছে সে ব্যাপারে কোন স্বন্দেহ নেই। তবে পরেরবার যদি অন্ধ হয়েই জন্মান তাহলে দেখবেন ক্যামনে.... :`>

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

আব্দুল্লাহ শুভ বলেছেন: প্রাণ দিয়ে :)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

রিপি বলেছেন: অন্ধ হয়েই জন্মালে দেখবেন কি করে... তখন আপনাকে অনুভব করে নিতে হবে। তবে সবকিছু মিলে চমৎকার লিখেছেন । :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

আব্দুল্লাহ শুভ বলেছেন: মেলাগুলা ধন্যবাদ !

‘আমি দেখতে চাই ”

এখানে ‘দেখতে’ বলতে অনুভবকেই বোঝাতে চেয়েছি। ( এখন দেখা যাচ্ছে শুধু নিজেই বুঝেছি ( হাসির ইমোটি, সাথে একটা :পি )

৥রিপি

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

রোমেনা বলেছেন: যার জন্য আপনি পরেরজন্ম চান, সে কি আপনাকে চাইবে ? অনুভূতির সুন্দর প্রকাশ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

আব্দুল্লাহ শুভ বলেছেন: যার জন্য পরেরজন্ম চাচ্ছি তাকে আগে পেয়ে নেই ! :)

তারপর তাকে ওভাবে গড়ে তুলবো নে :)


ধন্যবাদ :)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
পরের বার আমি অন্ধ হয়েই জন্মাবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

আব্দুল্লাহ শুভ বলেছেন: ধন্যবাদ !


পরীক্ষাটা আপনারও দরকার কল্লোল ভাই ?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

অগ্নি কল্লোল বলেছেন: শুভ ভাই আপনিতো প্রতিউত্তর না করে নিজের পোষ্টেই মন্তব্য করতেছেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

আব্দুল্লাহ শুভ বলেছেন: গুলিয়ে ফেলেছিলাম কল্লোল ভাই। ঠিক করে নিয়েছি ।

ধন্যবাদ :)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

জলপরী১৮ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.