![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বশেষ মেঘগোলাপের ঘ্রাণ ফুরিয়ে যাওয়ার আগে -
আমি নদ হতে চেয়ে বাঁলিহাস হলাম !
তোমার শেকলে বন্দী অমানিশা আজ -
গ্রাস করছে দিনকে দিন।
কবিতা আপন ভেবে তোমার কাছে এসেছিলাম;
সে কবিতারা আজ ডুবিয়ে মারে তোমাতেই।
জীবনানন্দ হওয়ার বাসনা ছিল না কোন কালেই।
তবে, হতেই পারতাম এক ছিচড়ে কবিতা চোর।
সে কবিতায় ঘ্রাণ নিয়ে বলে দিতাম-
তোমার নেইলপালিসের রঙ !
চোখে ডুবে কবিতা ছুয়ে দেয়ার মজা হরেক -
চোখের পাপড়ীরা থাক বুক পকেটে।
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
আব্দুল্লাহ শুভ বলেছেন: বাদ দিয়ে দিছি !
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪
বিজন রয় বলেছেন: অনেক ভাল কবিতা।
++++
২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
আব্দুল্লাহ শুভ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৮
লীন প্রহেলিকা বলেছেন: লেখা ভাল হয়েছে, তবে লেখার সাথে প্রচ্ছদের সামঞ্জস্যতা ঘটেনি বলেই মনে হলো।