নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে

নিঃসঙ্গ তারা

সাধারণ একজন মানুষ

নিঃসঙ্গ তারা › বিস্তারিত পোস্টঃ

নীল কবিতা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

কতদিন দেখি নি তোকে
তোর দিকে অপলক চোখে তাকিয়ে থাকি নি কতদিন
তোর স্পর্শের শিহরণ পাই নি কত্তদিন হল
কেমন আছিস তুই?

স্বপ্নে এসেছিলি এসেছিলি পুরনো বিল্ডিংটার পোড়া মাটির গন্ধে
এসেছিলি কত সাজে কত রঙে কত ঢঙে কত মুগ্ধতা ভরে
জানিস, ছুয়ে দেখতে পারি নি তোকে
ছুয়ে দেখতে পারি নি তোর হাতের ঐ তিলটাকে
ছুয়ে দেখতে পারি নি পায়ের আলতো ছোয়াটাও
মনে আছে তোর?

জীবন বুঝি নি, সময় বুঝি নি
বুঝি নি খারাপ বুঝি নি ভাল
ভাবা হয় নি তখন কিছুই
তোর হাত ধরে পৃথিবী দেখা
তোর হাত ধরে সূর্য দেখা চাঁদ দেখা কল্পনাকে বোঝা
চোখ বন্ধ করে তারা গোনা হারিয়ে যাওয়া বিশালতার মাঝে
সবুজ ঘাসে শুয়ে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় ভরানো
জানিস তুই?

হারিয়ে ফেলেছি তোকে হারিয়ে দিয়েছি তোকে
চিঠি না লেখার কথা দিয়ে হয়ত লিখে ফেলব হাজারটা
কবিতা না লেখার কথা দিয়েও হয়ত কালি ঝড়াবো অনেকটা
স্বপ্ন না দেখার কথা বলে হয়ত দেখে ফেলব অনেকগুলি
পুরনো স্মৃতিগুলোকে হাতড়ে বেড়াব অনেকদিন
শাদা পাঞ্জাবির পাশে কৃষ্ণচূড়া শাড়িতে তোকে কেমন দেখায়
বুঝতে পারব না হয়ত
তারপরও
প্রাণখুলে হাসিস,পাগলের মত কথা বলিস, মনভরে প্রশ্বাস নিস
শেষ নিশ্বাসটাও ছেড়ে যাব তোর জন্য
ভাল থাকিস।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

সুফি ইবনুসসাবিল বলেছেন: কতো যে তোমাকে বেসেছি ভালো, সেকথা তুমি যদি জানতে.....
হৃদয়ঙ্গম প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.