নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে

নিঃসঙ্গ তারা

সাধারণ একজন মানুষ

নিঃসঙ্গ তারা › বিস্তারিত পোস্টঃ

তুমি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

নিয়ন বাতি দেখেছো?
ব্যস্ত শহরের রাস্তায় কেমন মিটমিট করে জ্বলতে থাকে
হলুদ বাতিতে ডুবে থাকা মানুষগুলো আলোস্নান করে হেটে যায় গন্তব্যে।
ছুটে চলে আশা, নিরাশা, হেটে চলে ভাবনার রাজ্যে,
অবশেষে শান্ত হয় প্রিয় মানুষের মুখটুকু দেখে।

ফুটপাথে জেগে থাকা মানুষগুলোকে দেখেছো?
ছোট্ট একটা কড়ইয়ে ফুটতে থাকা ভাত, ডাল, সব্জির দিকে চেয়ে থেকে ভুলে যায় পাশ দিয়ে হেটে যাওয়া মানুষগুলোর বিলাসিতা।
অপলক চোখে তাকিয়ে থাকা পিচ্চিটার কান্নার শব্দে পরিবেশন হয় খাবার।
হ্যা স্বাদ হয়, খাবার নোনতা লাগে সাথে খানিকটা ঝালও হয়।

জানো খুব সাধ হয়
মনে হয় তোমায় নিয়ে চাঁদ রাতে হেটে চলি।
নিয়ন বাতির আলোয়
আলোস্নানে তোমায় নিয়ে দেখি খেটে খাওয়া মানুষগুলোর হাসিমাখা মুখ।
তোমার রান্নায় একবেলা খেতে বসি ঐ পিচ্চির সাথে কান্না মুছে দিয়ে তৃপ্তি ভরে।
বুড়িগঙ্গার নৌকোয় করে দেখি চাদের প্রতিচ্ছবি
খোলা মাঠে তোমার হাত ধরে বসে থাকি অনেক্ষন
ভোরের লালরঙা সূর্যটা দেখি তোমার পাশে বসে থেকে
আর হ্যা বিদায়বেলায় তোমার হাতটা ছাড়ি আরো ভালোভাবে ধরার জন্য..।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.